সরোবরে জন্মে যা
সরোবরে জন্মে যা = সরোজ।
একই গুরুর শিষ্য
একই গুরুর শিষ্য = সতীর্থ।
ইন্দ্রকে জয় করেছে যে
ইন্দ্রকে জয় করেছে যে = জিতেন্দ্রিয়।
শত্রুকে হনন করে যে
শত্রুকে হনন করে যে = শত্রুঘ্ন
গোপন করিবার ইচ্ছা
গোপন করিবার ইচ্ছা = জুগুপ্সা।
ব্রজবুলি পদাবলী কে রচনা করেন?
ব্রজবুলি হলো বাংলা ও মৈথিলা ভাষার সংমিশ্রণে তৈরি একপ্রকার কৃত্রিম কবিভাষা। মিথিলার কবি বিদ্যাপতি এ ভাষার স্রষ্টা। এ ভাষা কখনো মানুষের মুখের ভাষা ছিল না; সাহিত্যকর্ম ব্যতীত অন্যত্র এর ব্যবহার নেই। এতে কিছু হিন্দি শব্দ আছে। এ ভাষায় চণ্ডীদাস, বিদ্যাপতি, গোবিন্দদাস, জ্ঞানদাস বিভিন্ন বৈষ্ণব পদ রচনা করেন।
বাংলা সাহিত্যের প্রথম নারী কবি কে?
বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি হলেন চন্দ্রাবতী। আর আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক স্বর্ণকুমারী দেবী।
পদ্মাবতী কাব্যের রচয়িতা কে?
মালিক মুহম্মদ জায়সীর হিন্দি ভাষায় রচিত ‘পদুমাবৎ' অবলম্বনে কবি আলাওল ‘পদ্মাবতী' (১৬৪৮) রচনা করেন ৷
‘আমার দেখা নয়চীন’ কে লিখেছেন?
বঙ্গবন্ধুর লেখা প্রকাশিত ‘আমার দেখা নয়াচীন' তৃতীয় গ্রন্থটি প্রকাশিত হয় ১ ফেব্রুয়ারি ২০২০ সালে।
সনেটের শেষ অংশ কে কি বলে?
সনেট' ইতালিয়ান শব্দ । সনেটের রয়েছে দুটি অংশ। ৮ পঙক্তিতে গঠিত প্রথম অংশকে বলে অষ্টক এবং শেষ ৬ পঙক্তিতে গঠিত অংশকে বলে ঘটক। এ ধারার আদি কবি পেত্রার্ক। তবে বাংলা
ভাষায় সনেটের প্রবর্তক হলেন মাইকেল মধুসূদন দত্ত।
অকালবোধন
অকালবোধন (অসময়ে আবির্ভাব): তোমার অকালবোধনে আমি বিরক্ত হয়েছি।
সোনার পাথর
সোনার পাথর বাটি (অলীক বস্তু): আমার সাধ্যে কুলালে অবশ্যই দেব কিন্তু যদি এখন সোনার পাথর বাটি চাও তবে আমি অপারগ ।
তীর্থের পাথর বাটি
তীর্থের কাক (প্রতীক্ষারত): মঙ্গার সময় সাহায্যের আশায় তীর্থের কাক হয়ে বসে থাকা অনেক ক্ষুধার্ত ।
আমড়া কাঠের ঢেঁকি
আমড়া কাঠের ঠেঁকি অর্থ - অপদার্থ।
এভাবে বসে বসে খেলে, লোকে তোমাকে আমড়া কাঠের ঠেঁকি বলবে।
কলির সন্ধা
কলির সন্ধ্যা অর্থ - দুর্দিন বা দুঃখের সূচনা।
তোমার কলির সন্ধ্যা হয়েছে তাতে কি? ধৈর্য্য় ধরো সুদিন আসবেই।