জেলা প্রশাসকের কার্যালয় গাজীপুর ।। পদের নাম: সাঁটলিপিকার / সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর/অফিস সহকারী/ হিসাব সহকারী/সার্টিফিকেট সহকারী ।। পরীক্ষার তারিখ: (03-02-2023) || 2023

All

ধরা যাক, সংখ্যাটি x

আমি প্রশ্নটির প্রথম অংশ নিয়ে মাথা ঘামাব না। মূল কাজ হলো দ্বিতীয়াংশে। 

অর্থাৎ সংখ্যাটি তথা x এর সাথে ৩ যোগ করার পর ২ দিয়ে গুণ করতে হবে, যার ফলাফল হলো ২০।

২(x+৩)=২০

বা,x+৩=১০ [উভয়পক্ষকে ২ দিয়ে ভাগ করে]

বা,x=১০-৩

বা,x=৭

বাকিটা খুব সোজা। যেভাবে ছাত্রটিকে নির্দেশ দেয়া হয়েছিল সেভাবেই। অর্থাৎ,

২×৭+৩=১৭

সঠিক উত্তর ১৭।


 


 

মনে করি সে x টি ডিম কিনেছে।

তাহলে একটা ডিমের গড় দাম 240x

তাহলে 240x - 240x +1= 1

240 (x+1)-240xx(x+1)= 1

240x + 240- 240x = x2+x

x2+x-240 =0

x2–15x+16x-240=0

x(x-15) + 16(x —15)=0

(x-15)(x+16)=0

x=15

উত্তরঃ ১৫ টি ডিম কিনেছিলো

স্ত্রীছেলেকে সম্পদ দেওয়ার পর অবশিষ্ট সম্পদের পরিমাণ (100 - 12 - 58%) 

= (100 - 70)% = 30% 

30% সম্পদের মূল্য = 720000 টাকা 

∴ 100% " " = 720000×100%30% 

= 2400000 টাকা।

Related Sub Categories