পিএসসি'র লিখিত পরীক্ষা ।। সহকারি পরিচালক (টেকনিক্যাল) ও ওয়ার্কশপ সুপারিটেনডেন্ট(আইএমটি)-৯ম গ্রেড (06-02-2023) || 2023

All

সকল বিষয়

বাংলায় অনুবাদ: সময়ানুবর্তিতাকে গড়ে তুলতে হবে এবং অভ্যাসে পরিণত করতে হবে। এই গুণটি আমাদের বাল্যকাল থেকে আমাদের সমস্ত কাজের মাধ্যমে অর্জন করতে হবে। শৈশব হল বীজ বপনের সময়। এই সময়ে গঠিত অভ্যাস আমাদের মাত্রা জীবন চলতে থাকবে। সঠিক সময়ে সবকিছু আমাদের মূলমন্ত্র হওয়া উচিত।

নিচের প্রশ্নগুলোর উত্তর দিনঃ
5.

চলিত ভাষার পাঁচটি বৈশিষ্ট্য লিখুন

Created: 3 months ago | Updated: 6 hours ago

চলিত ভাষার পাঁচটি বৈশিষ্ট্য:

১. চলিত রীতি পরিবর্তনশীল। কালের পরিক্রমায় ইহা পরিবর্তিত হয়। 
২. এটি লৈখিক ও মৌখিক উভয় রূপ আছে।

৩. এটি তরুণ শব্দ বহুল

৪. এটি সংক্ষিপ্ত ও সহজবোধ্য

৫. চলিত ভাষায় সর্বনাম ও ক্রিয়াপথ পরিবর্তিত ও সহজতর রূপ লাভ করে।বহু বিশেষ্য ও বিশেষণের ক্ষেত্রেও এমন ঘটে। 
৬. এই ভাষা নাটকের সংলাপ বক্তৃতা এবং আলাপ-আলোচনার উপযোগী।

নিচের প্রশ্নগুলোর উত্তর দিনঃ
6.

পাঁচটি দেশি উপসর্গের প্রয়োগ দেখান

Created: 3 months ago | Updated: 11 hours ago
নিচের বাগধারাগুলো অর্থসহ থাকা রচনা করুন
7.

শ্বেতহস্তী পোষা

Created: 3 months ago | Updated: 12 hours ago

কর্মচারীদের জন্য অর্থব্যয় করা): আপনার টাকা শ্বেতী পুষতেই শেষ হয়ে গেল, অন্য কাজ হবে কি করে? 

নিচের বাগধারাগুলো অর্থসহ থাকা রচনা করুন
8.

টনক নড়া

Created: 3 months ago | Updated: 13 hours ago

(সচেতন হওয়া) পরীক্ষায় ফেল করে মানিকের এবার টনক নড়লো।

নিচের বাগধারাগুলো অর্থসহ থাকা রচনা করুন
9.

গৌরচন্দ্রিকা

Created: 3 months ago | Updated: 11 hours ago

ভূমিকা): গৌরচন্দ্রিকার দরকার নেই, আসল কথা বলো

নিচের বাগধারাগুলো অর্থসহ থাকা রচনা করুন
10.

গড্ডালিকা প্রবাহ

Created: 3 months ago | Updated: 13 hours ago

অন্ধ অনুকরণ): গ্যালিকা প্রবাহে ভেসে চললে জীবনে উন্নতির কোন আশা নেই

নিচের বাগধারাগুলো অর্থসহ থাকা রচনা করুন
11.

ঝাঁকের কই

Created: 3 months ago | Updated: 11 hours ago

(একই দলের): সবুরকে চিন না, স্বার্থের কারণে আজ সে এ রকম করছে, কাজ ফুরালে ঝাঁকের কই ঝাঁকেই ফিরে যাবে।

Created: 3 months ago | Updated: 1 day ago

Socrates was born in the year 470 B.C.

Created: 3 months ago | Updated: 1 day ago

Socrates had the usual education of boys in those days, including music. science. philosophy, gymnastics, public speaking and arguments.

Created: 3 months ago | Updated: 17 hours ago

Socrates mission in life was to unmask ignorance and encourage truth.

Created: 3 months ago | Updated: 21 hours ago

The parents of Socrates were of poor working class.

Created: 3 months ago | Updated: 21 hours ago

Socrates fulfilled his mission by stopping. someone and questioning them, showing the other person how vague and incomplete their ideas were and then helping them to build their ideas on a surer foundation.

Make sentences with the following phrases and idioms
19.

Bring about

Created: 3 months ago | Updated: 18 hours ago

The headmaster wanted to bring about change in the school.

Make sentences with the following phrases and idioms
20.

Crying need

Created: 3 months ago | Updated: 11 hours ago

There is a crying need for more teachers in the classroom. 

Make sentences with the following phrases and idioms
21.

Dutch courage

Created: 3 months ago | Updated: 20 hours ago

He needed some Dutch courage to talk to the boss.

Make sentences with the following phrases and idioms
22.

Heart to heart

Created: 3 months ago | Updated: 1 day ago

They had a heart to heart talk to make peace.

Make sentences with the following phrases and idioms
23.

A paper

Created: 3 months ago | Updated: 18 hours ago

He had the plan on a paper in his hand.

Fill in the gaps with appropriate prepositions
24.

It is a quarter---seven.

Created: 3 months ago | Updated: 1 day ago

to

Fill in the gaps with appropriate prepositions
25.

You should not hanker----- money.

Created: 3 months ago | Updated: 1 day ago

after

Fill in the gaps with appropriate prepositions
26.

He has an antipathy------- drug

Created: 3 months ago | Updated: 21 hours ago

towards

Fill in the gaps with appropriate prepositions
27.

The man was charged ------- theft

Created: 3 months ago | Updated: 22 hours ago

with

Fill in the gaps with appropriate prepositions
28.

The girl looks---- her father.

Created: 3 months ago | Updated: 21 hours ago

after

সাইবার সিকিউরিটি হল কম্পিউটার নেটওয়ার্ক এবং সিস্টেমকে ডিজিটাল আক্রমণের হাত থেকে রক্ষা করার একটি অনুশীলন।

ই-মেইল সুরক্ষিত রাখার উপায়ঃ

  • অন্য বা অদ্ভুত ঠিকানা (spoofed email addresses) থেকে আসা ই-মেইল গুলো বিশেষ ভাবে লক্ষ্য করতে হবে। স্ক্যামাররা সাধারণত লোভনীয় বিজ্ঞাপন দিয়ে এসব ই-মেইল পাঠায়। উদাহারণ এখনই কিনুন, সীমিত বরাহ, বিশাল পুরষ্কার "ছাই ই-মেইলটি পড়তে পারবেন তবে এ জাতীয় ই-মেইলের সাথে থাকা লিঙ্ক ও সংযুক্তি পরিহার করতে হবে।
  • সন্দেহলোক ই-মেইল এর সংযুক্তি ও নিষ্ক এড়িয়ে চ তে হবে। অযাচিত বা সন্দেহজনক ই-মেইল এর সংযুক্ত ফাইলটি ডাউন লোড না করা এবং লিঙ্ক ক্লিক করা থেকে বিরত থাকা।
  • হালনাগাদ অ্যান্টি-ভাইরাস ব্যবহার করা।

Created: 3 months ago | Updated: 17 hours ago

মানবদেহে রক্তের কাজঃ

১। রক্ত সারা দেহে পানি ও তাপের সমতা রক্ষা করে।

২। লোহিত রক্তকণিকা হিমোগ্লোবিনের মাধ্যমে ফুসফুস থেকে কোষে কোষে অক্সিজেন পরিবহণ করে 

৩। শ্বেত রক্তকণিকা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় রোগজীবাণু ধ্বংস করে দেহকে সুস্থ রাখে।

৪। দেহের কোন স্থান কেটে গেলে অনুচক্রিকা সে স্থানে রক্ত জমাট বাঁধায়। ফলে ক্ষতস্থান থেকে রক্তপাত বন্ধ হয়।

৫। রক্তরসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড, ইউরিয়া হজমকৃত  খাদ্যবস্তু (যথা গ্লুকোজ, অ্যামিনো এসিড, ফ্যাটি এসিড, গ্রিসারণ), হরমন ইত্যাদি দেহের বিভিন্ন অংশে পরিবাহিত হয়।

ব্যারোমিটার - বায়ুচাপ

ল্যাকটোমিটার -দুধের আপেক্ষিক ঘনত্ব

ফ্যাদোমিটার - সমুদ্রের গভীরতা

মাশরুম হলো এক ধরণের ভক্ষণযোগ্য মৃতজীবী ছত্রাকের ঘনত্ব অংশ। এগুলো মূলত Basidiomycetes অথবা Ascomycetes শ্রেণীর অন্তর্গত ছত্রাক। ছত্রাকবিদরা বিশ্বে প্রায় ৩ লক্ষ প্রজাতির ছত্রাক চিহ্নিত করতে পেরেছেন। এই অংশ রাতের মধ্য থেকে দীর্ঘ যাচাই বাছাই করে যে সমপর্ণার উপযোগী, পুষ্টিকর ও সুস্বাদু সেগুলোকেই তাঁরা মাশরুম হিসেবে গণ্য করেছেন। 

উদ্ভিদের পাতা হলদে হয় নাইট্রজেনের অভাবে।

স্বল্পন্নত দেশের তালিকা থেকে মধ্যম আয়ের দেশে উত্তরণের জন্য  তিনটি শর্ত পূরণ করতে হয় তা নিচে উল্লেখ করা হলো:

  • মাথাপিছু আয় কমপক্ষে ১২৩০ মার্কিন ডলারে রা
  • মানবসম্পদ সূচকে ৬৬ পয়েন্ট ও
  • অর্থনীতির তৎপরতা সূচকে ৩২ বা নিচে আনা।

২০১৮ সাল থেকে বাংলাদেশ তিনটি শর্তই পূরণ করে আসছে।

ভাসানচর জায়গাটি বর্তমান সময়ে ব্যাপক আলোচনায় আসার কারণ বাংলাদেশ সরকার ১ লাখ রোহিঙ্গাকে ভাসানচরে আশ্রয় দেওয়ার লক্ষ্যে প্রায় ৩ হাজার ১০০ কোটি টাকার প্রকল্প হাতে নেয়। বাংলাদেশ সরকার সম্প্রতি আগ্রহী রোহিঙ্গাদেরকে কক্সবাজার থেকে ভাসানচরে স্থানন্তর করেছে।

এটি নোয়াখালীর হাতিয়া উপজেলায় অবস্থিত এবং ১২ কিলোমিটার দীর্ঘ।

বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের প্রথম সরকার  ১৯৭১ সালের ১০ এপ্রিল তারিখে গঠিত হয়। এই সরকার শপথ গ্রহণ করে ১৯৭১ সালের ১৭ এপ্রিল বর্তমান মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামে।

 

টিকা লিখুন:
36.

জাতীয় কবি

Created: 3 months ago | Updated: 1 day ago

জাতীয় কবি
 

বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ১১ই জ্যৈষ্ঠ ১৩০৬ সালে ২৪শে মে ১৮৯৯ ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহন করেন। ছোটোবেলায় তাঁর ডাকনাম ছিল দুধু মিয়া।


তাঁর লেখায় তিনি সামাজিক অবিচার ও পরাধীনতার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন এজন্য তাকে "বিদ্রোহী কবি" বলা হয়। 
মাত্র তেতাল্লিশ বছর বয়সে কবি দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে বাকশক্তি হারিয়ে ফেলেন।
বাংলাদেশ প্রতিষ্ঠার পর অসুস্থ কবিকে ঢাকায় আনা হয় এবং  তাঁকে বাংলাদেশের নাগরিত্ব প্রদান করা হয়। 
স্বাধীনবাংলাদেশের জাতীয় কবির মর্যাদায় ভূষিত করা হয়। 
তাঁর রচিত কাব্যগুলোর মধ্যে অগ্নিবীণা, দোলন-চাঁপা, বিষের বাঁশি, ঝিঙে ফুল, ছায়ানট, প্রলয় শিখা, চক্রবাক, সিন্ধু হিন্দোল উল্লেখযোগ্য।
গল্পগ্রন্থঃ'ব্যথার দান', 'নিকের বোন', 'শিউলি-মালা।
উপন্যাস- 'বাঁধনহারা', 'মৃত্যু', ' 
নাটক "ঝিলিমিলি', 'আলেয়া', 'শিল্পী', 'মধুমালা' প্রভৃতি।
প্রবন্ধ- রাজবন্দীর জবানবন্দী', 'যুগবাণী', 'দুর্দিনের যাত্রী'
 "মা" কবিতাটি ঝিঙেফুল' কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ২৯শে আগস্ট ১৯৭১ সালে কবি ঢাকার পিজি হাসপাতালে (বর্তমান নাম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন

টিকা লিখুন:
37.

বিশ্বকবি

Created: 3 months ago | Updated: 1 day ago
টিকা লিখুন:
38.

মরমি কবি

Created: 3 months ago | Updated: 22 hours ago

মরমী সাধক ও জমিদার হাসন রাজা ষাট বছর বয়সে সকল বিষয় বিশেষভাবে সম্পত্তি বিলি বন্টন করে দরববেশী জীবনযাপন শুরু করেন। অনেক দেবালয় ও আখড়া তার উদ্যোগে স্থাপিত হয়। তিনি বহু আধ্যাত্মিক গানের রচয়িতা। সিলেটের আঞ্চলিক ভাষায় রচিত এ গানগুলো তার "হাসন উপন্যাস' গ্রন্থে মুদ্রিত আছে।

বাংলাদেশের দুইটি মাতৃতান্ত্রিক নৃ-গোষ্ঠির নাম: গারো, খাসিয়া 
গারোদের বসবাস: ময়মনসিংহ, জামালপুর, টাঙ্গাইল জেলার গারো পাহাড় এলাকা এবং মধুপুর ও ভাওয়াল গড়, অপুর সিলেটের চা বাগান এলাকায় বাস করে। 
খাসিয়াদের বসবাস: বাংলাদেশের সিলেট এবং ভারতের আসামে এদের বসবাস।

জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালের ২৪ অক্টোবর। এর সদর পত্তন সুইজারল্যান্ডের ফোনেভায় অবস্থিত। নিরাপত্তা পরিষদের স্থায়ী দেশসমূহ। ৫টি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া,চীন ও ফ্রান্স

সর্বোচ্চ তিনবার নোবেল শান্তি পুরস্কার পেয়েছে আন্তর্জাতিক রেডক্রস। ১৯১৭, ১৯৪৪ ও ১৯৬৩ সালে রেডব্রুগকে শান্তিতে নোবেল দেয়া হয়। এ ছাড়া ১৯৫৪ ও ১৯৮১ সালে শান্তিতে নোবেল পেয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর ।

নিশীথ সূর্যের দেশ -  নরওয়ে

হাজার হ্রদের দেশ  - ফিনল্যান্ড

সকাল বেলার শান্তি - কোরিয়া

এশিয়া মহাদেশের সিঙ্গাপুরকে নগর রাষ্ট্র এর সাথে তুলনা করা হয়। রাষ্ট্রটি মালয়েশিয়ার সাথে সেতু দিয়ে যুক্ত।

জাতিসংঘের দাপ্তরিক ভাষা ৬টি। যথা: ইংরেজি, ফরাসি, চীনা, রুশ, স্প্যানিশ এবং আরবি। তবে কার্যকরী ভাষা ২টি (ইংরেজি ও ফরাসি)।

আমলকিতে - সাইট্রিক এসিড 

দুধে - ল্যাকটিক এসিড

Related Sub Categories