জলজ প্রাণীর বেঁচে থাকার জন্য পানিতে কী পরিমাণ প্রবীভূত অক্সিজেন থাকা প্রয়োজন পানিতে দ্রবীভূত অক্সিজেনের উৎসগুলো কী কী?
আইসোটোপ কী? কার্বন ও ক্লোরিনের আইসোটপগুলো লিখুন
দুটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ লিখুন। জীবাশ্ম জ্বালানির প্রয়োজনীয়তা কী? এর ক্ষতিকারক দিক উল্লেখ করুন।
পারমাণবিক চুল্লীতে জ্বালানী হিসাবে সাধারণ কোন মৌল ব্যবহৃত হয়। চুল্লীতে সংঘটিত নিউক্লিয়ার বিক্রিয়ার একটি উদাহরণ দিন।
পানির খরতা বলতে কি বুঝায়? খর পানিতে সহজে সাবানের ফেনা তৈরি হয় না কেন ?
কার্বুরেটর (Carburetor) কী? এখানে কিসের মিশ্রণ ব্যবহার করা হয় এবং এর কাজ কী?
10 KW (কিলোওয়াট) শক্তিসম্পন্ন একটি ইঞ্জিন 200 kg (কিলোগ্রাম) ভজনের ভর 40 m (মিটার) উপরে (g....10m/s2) উঠতে কত সময় দিবে?
শব্দের কম্পাঙ্ক যদি 20000 Hz এর বেশি হয় তখন তাকে কী বলা হয় । শব্দ তরঙ্গের কম্পকে যদি বৃদ্ধি করা হয়। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের কী পরিবর্তন হবে?
অপরিশোধিত তেলকে কিভাবে বিশুদ্ধ করা যায়? তেল পরিশোধনের প্রয়োজনীয় ধাপগুলো আলোচনা করুন।
আকাশপথের মান ব্যবহার করা হয় আলোচনা করুন
১ ইউনিট বিদ্যুৎ বলতে কী বুঝায় ? বৈদ্যুতিক বাতিতে লিখা 60W (ওয়াট)- এর অর্থ কী?
খাদ্যের প্রধান উপাদানসমূহ উদাহরণসহ উল্লেখ করুন। জেনেটিক্যালি (GM) তৈরি?
নাইট্রোজেন সংবন্ধ (Fixation) কী? এর গুরুত্ব কী কী
আর্কিমিডিসের সূত্রটি কী? সূত্রটির একটি বার লিখুন
পলিমার কাকে বলে? পলিথিন, পিভিসি (PVC) এবং সেগুলো কী কী মনোমার দিয়ে তৈরি করা হয়?
বায়োডিগ্রেডেবল (Biodegradable) পলিমার বলতে কী বুঝায়। বাংলাদেশে মাত্রাতিরিক্ত প্লাস্টিক বর্জ্যের জন্য কী ধরনের ক্ষতিকর প্রভাব পরিলক্ষিত হচ্ছে?
এসিড বৃষ্টি কী ? এসিড বৃষ্টির কারণ ও ক্ষতিকর দিকগুলো উল্লেখ করুন
ব্রোঞ্জ একটি সংকর ধাতু ব্যখ্যা করুন।
সূর্যাস্তের সময় আকাশ লাল দেখায় কেন?
প্রকৃতিতে ফটোকেমিক্যাল ধোঁয়া কিভাবে তৈরি হয়?
অ্যাসবেস্টস কী? এর ব্যবহার লিখুন
শ্বেতকণিকা কিভাবে দেহকে রোগ জীবাণুর আক্রমণ থেকে রক্ষা করে?
ইলেকট্রোপ্লেটিং কী ? একটি উদাহরণের সাহায্যে প্রক্রিয়াটির প্রয়োজনীয়তা উল্লেখ করুন।
রক্তে উচ্চ কোলস্টেরলের উপস্থিতি স্বাস্থ্য ঝুঁকি বাড়ায় ব্যাখ্যা করুন
পেটে এসিডিটির জন্য এন্টাসিড খাওয়া হয় কেন?
আল্ট্রাসাউন্ড ক্লিনার বলতে কী বুঝায়?