পিএসসি'র লিখিত পরীক্ষা ।। সহকারি পরিচালক (টেকনিক্যাল) ও ওয়ার্কশপ সুপারিটেনডেন্ট(আইএমটি)-৯ম গ্রেড (06-02-2023) || 2023

All

স্বল্পন্নত দেশের তালিকা থেকে মধ্যম আয়ের দেশে উত্তরণের জন্য  তিনটি শর্ত পূরণ করতে হয় তা নিচে উল্লেখ করা হলো:

  • মাথাপিছু আয় কমপক্ষে ১২৩০ মার্কিন ডলারে রা
  • মানবসম্পদ সূচকে ৬৬ পয়েন্ট ও
  • অর্থনীতির তৎপরতা সূচকে ৩২ বা নিচে আনা।

২০১৮ সাল থেকে বাংলাদেশ তিনটি শর্তই পূরণ করে আসছে।

ভাসানচর জায়গাটি বর্তমান সময়ে ব্যাপক আলোচনায় আসার কারণ বাংলাদেশ সরকার ১ লাখ রোহিঙ্গাকে ভাসানচরে আশ্রয় দেওয়ার লক্ষ্যে প্রায় ৩ হাজার ১০০ কোটি টাকার প্রকল্প হাতে নেয়। বাংলাদেশ সরকার সম্প্রতি আগ্রহী রোহিঙ্গাদেরকে কক্সবাজার থেকে ভাসানচরে স্থানন্তর করেছে।

এটি নোয়াখালীর হাতিয়া উপজেলায় অবস্থিত এবং ১২ কিলোমিটার দীর্ঘ।

বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের প্রথম সরকার  ১৯৭১ সালের ১০ এপ্রিল তারিখে গঠিত হয়। এই সরকার শপথ গ্রহণ করে ১৯৭১ সালের ১৭ এপ্রিল বর্তমান মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামে।

 

টিকা লিখুন:
4.

জাতীয় কবি

Created: 6 months ago | Updated: 2 weeks ago

জাতীয় কবি
 

বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ১১ই জ্যৈষ্ঠ ১৩০৬ সালে ২৪শে মে ১৮৯৯ ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহন করেন। ছোটোবেলায় তাঁর ডাকনাম ছিল দুধু মিয়া।


তাঁর লেখায় তিনি সামাজিক অবিচার ও পরাধীনতার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন এজন্য তাকে "বিদ্রোহী কবি" বলা হয়। 
মাত্র তেতাল্লিশ বছর বয়সে কবি দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে বাকশক্তি হারিয়ে ফেলেন।
বাংলাদেশ প্রতিষ্ঠার পর অসুস্থ কবিকে ঢাকায় আনা হয় এবং  তাঁকে বাংলাদেশের নাগরিত্ব প্রদান করা হয়। 
স্বাধীনবাংলাদেশের জাতীয় কবির মর্যাদায় ভূষিত করা হয়। 
তাঁর রচিত কাব্যগুলোর মধ্যে অগ্নিবীণা, দোলন-চাঁপা, বিষের বাঁশি, ঝিঙে ফুল, ছায়ানট, প্রলয় শিখা, চক্রবাক, সিন্ধু হিন্দোল উল্লেখযোগ্য।
গল্পগ্রন্থঃ'ব্যথার দান', 'নিকের বোন', 'শিউলি-মালা।
উপন্যাস- 'বাঁধনহারা', 'মৃত্যু', ' 
নাটক "ঝিলিমিলি', 'আলেয়া', 'শিল্পী', 'মধুমালা' প্রভৃতি।
প্রবন্ধ- রাজবন্দীর জবানবন্দী', 'যুগবাণী', 'দুর্দিনের যাত্রী'
 "মা" কবিতাটি ঝিঙেফুল' কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ২৯শে আগস্ট ১৯৭১ সালে কবি ঢাকার পিজি হাসপাতালে (বর্তমান নাম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন

টিকা লিখুন:
5.

বিশ্বকবি

Created: 6 months ago | Updated: 2 weeks ago
টিকা লিখুন:
6.

মরমি কবি

Created: 6 months ago | Updated: 1 week ago

মরমী সাধক ও জমিদার হাসন রাজা ষাট বছর বয়সে সকল বিষয় বিশেষভাবে সম্পত্তি বিলি বন্টন করে দরববেশী জীবনযাপন শুরু করেন। অনেক দেবালয় ও আখড়া তার উদ্যোগে স্থাপিত হয়। তিনি বহু আধ্যাত্মিক গানের রচয়িতা। সিলেটের আঞ্চলিক ভাষায় রচিত এ গানগুলো তার "হাসন উপন্যাস' গ্রন্থে মুদ্রিত আছে।

বাংলাদেশের দুইটি মাতৃতান্ত্রিক নৃ-গোষ্ঠির নাম: গারো, খাসিয়া 
গারোদের বসবাস: ময়মনসিংহ, জামালপুর, টাঙ্গাইল জেলার গারো পাহাড় এলাকা এবং মধুপুর ও ভাওয়াল গড়, অপুর সিলেটের চা বাগান এলাকায় বাস করে। 
খাসিয়াদের বসবাস: বাংলাদেশের সিলেট এবং ভারতের আসামে এদের বসবাস।

Related Sub Categories