পিএসসি'র লিখিত পরীক্ষা ।। সহকারি পরিচালক (টেকনিক্যাল) ও ওয়ার্কশপ সুপারিটেনডেন্ট(আইএমটি)-৯ম গ্রেড (06-02-2023) || 2023

All

জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালের ২৪ অক্টোবর। এর সদর পত্তন সুইজারল্যান্ডের ফোনেভায় অবস্থিত। নিরাপত্তা পরিষদের স্থায়ী দেশসমূহ। ৫টি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া,চীন ও ফ্রান্স

সর্বোচ্চ তিনবার নোবেল শান্তি পুরস্কার পেয়েছে আন্তর্জাতিক রেডক্রস। ১৯১৭, ১৯৪৪ ও ১৯৬৩ সালে রেডব্রুগকে শান্তিতে নোবেল দেয়া হয়। এ ছাড়া ১৯৫৪ ও ১৯৮১ সালে শান্তিতে নোবেল পেয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর ।

নিশীথ সূর্যের দেশ -  নরওয়ে

হাজার হ্রদের দেশ  - ফিনল্যান্ড

সকাল বেলার শান্তি - কোরিয়া

এশিয়া মহাদেশের সিঙ্গাপুরকে নগর রাষ্ট্র এর সাথে তুলনা করা হয়। রাষ্ট্রটি মালয়েশিয়ার সাথে সেতু দিয়ে যুক্ত।

জাতিসংঘের দাপ্তরিক ভাষা ৬টি। যথা: ইংরেজি, ফরাসি, চীনা, রুশ, স্প্যানিশ এবং আরবি। তবে কার্যকরী ভাষা ২টি (ইংরেজি ও ফরাসি)।

Related Sub Categories