পিএসসি'র লিখিত পরীক্ষা ।। সহকারি পরিচালক (টেকনিক্যাল) ও ওয়ার্কশপ সুপারিটেনডেন্ট(আইএমটি)-৯ম গ্রেড (06-02-2023) || 2023

All

Created: 4 weeks ago | Updated: 8 hours ago

মানবদেহে রক্তের কাজঃ

১। রক্ত সারা দেহে পানি ও তাপের সমতা রক্ষা করে।

২। লোহিত রক্তকণিকা হিমোগ্লোবিনের মাধ্যমে ফুসফুস থেকে কোষে কোষে অক্সিজেন পরিবহণ করে 

৩। শ্বেত রক্তকণিকা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় রোগজীবাণু ধ্বংস করে দেহকে সুস্থ রাখে।

৪। দেহের কোন স্থান কেটে গেলে অনুচক্রিকা সে স্থানে রক্ত জমাট বাঁধায়। ফলে ক্ষতস্থান থেকে রক্তপাত বন্ধ হয়।

৫। রক্তরসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড, ইউরিয়া হজমকৃত  খাদ্যবস্তু (যথা গ্লুকোজ, অ্যামিনো এসিড, ফ্যাটি এসিড, গ্রিসারণ), হরমন ইত্যাদি দেহের বিভিন্ন অংশে পরিবাহিত হয়।

ব্যারোমিটার - বায়ুচাপ

ল্যাকটোমিটার -দুধের আপেক্ষিক ঘনত্ব

ফ্যাদোমিটার - সমুদ্রের গভীরতা

মাশরুম হলো এক ধরণের ভক্ষণযোগ্য মৃতজীবী ছত্রাকের ঘনত্ব অংশ। এগুলো মূলত Basidiomycetes অথবা Ascomycetes শ্রেণীর অন্তর্গত ছত্রাক। ছত্রাকবিদরা বিশ্বে প্রায় ৩ লক্ষ প্রজাতির ছত্রাক চিহ্নিত করতে পেরেছেন। এই অংশ রাতের মধ্য থেকে দীর্ঘ যাচাই বাছাই করে যে সমপর্ণার উপযোগী, পুষ্টিকর ও সুস্বাদু সেগুলোকেই তাঁরা মাশরুম হিসেবে গণ্য করেছেন। 

উদ্ভিদের পাতা হলদে হয় নাইট্রজেনের অভাবে।

Related Sub Categories