পিএসসি'র লিখিত পরীক্ষা ।। সহকারি পরিচালক (টেকনিক্যাল) ও ওয়ার্কশপ সুপারিটেনডেন্ট(আইএমটি)-৯ম গ্রেড (06-02-2023) || 2023

All

বাংলায় অনুবাদ: সময়ানুবর্তিতাকে গড়ে তুলতে হবে এবং অভ্যাসে পরিণত করতে হবে। এই গুণটি আমাদের বাল্যকাল থেকে আমাদের সমস্ত কাজের মাধ্যমে অর্জন করতে হবে। শৈশব হল বীজ বপনের সময়। এই সময়ে গঠিত অভ্যাস আমাদের মাত্রা জীবন চলতে থাকবে। সঠিক সময়ে সবকিছু আমাদের মূলমন্ত্র হওয়া উচিত।

নিচের প্রশ্নগুলোর উত্তর দিনঃ
5.

চলিত ভাষার পাঁচটি বৈশিষ্ট্য লিখুন

Created: 3 months ago | Updated: 18 hours ago

চলিত ভাষার পাঁচটি বৈশিষ্ট্য:

১. চলিত রীতি পরিবর্তনশীল। কালের পরিক্রমায় ইহা পরিবর্তিত হয়। 
২. এটি লৈখিক ও মৌখিক উভয় রূপ আছে।

৩. এটি তরুণ শব্দ বহুল

৪. এটি সংক্ষিপ্ত ও সহজবোধ্য

৫. চলিত ভাষায় সর্বনাম ও ক্রিয়াপথ পরিবর্তিত ও সহজতর রূপ লাভ করে।বহু বিশেষ্য ও বিশেষণের ক্ষেত্রেও এমন ঘটে। 
৬. এই ভাষা নাটকের সংলাপ বক্তৃতা এবং আলাপ-আলোচনার উপযোগী।

নিচের প্রশ্নগুলোর উত্তর দিনঃ
6.

পাঁচটি দেশি উপসর্গের প্রয়োগ দেখান

Created: 3 months ago | Updated: 18 hours ago
নিচের বাগধারাগুলো অর্থসহ থাকা রচনা করুন
7.

শ্বেতহস্তী পোষা

Created: 3 months ago | Updated: 1 day ago

কর্মচারীদের জন্য অর্থব্যয় করা): আপনার টাকা শ্বেতী পুষতেই শেষ হয়ে গেল, অন্য কাজ হবে কি করে? 

নিচের বাগধারাগুলো অর্থসহ থাকা রচনা করুন
8.

টনক নড়া

Created: 3 months ago | Updated: 1 day ago

(সচেতন হওয়া) পরীক্ষায় ফেল করে মানিকের এবার টনক নড়লো।

নিচের বাগধারাগুলো অর্থসহ থাকা রচনা করুন
9.

গৌরচন্দ্রিকা

Created: 3 months ago | Updated: 1 day ago

ভূমিকা): গৌরচন্দ্রিকার দরকার নেই, আসল কথা বলো

নিচের বাগধারাগুলো অর্থসহ থাকা রচনা করুন
10.

গড্ডালিকা প্রবাহ

Created: 3 months ago | Updated: 3 days ago

অন্ধ অনুকরণ): গ্যালিকা প্রবাহে ভেসে চললে জীবনে উন্নতির কোন আশা নেই

নিচের বাগধারাগুলো অর্থসহ থাকা রচনা করুন
11.

ঝাঁকের কই

Created: 3 months ago | Updated: 4 days ago

(একই দলের): সবুরকে চিন না, স্বার্থের কারণে আজ সে এ রকম করছে, কাজ ফুরালে ঝাঁকের কই ঝাঁকেই ফিরে যাবে।

Related Sub Categories