পিএসসি'র লিখিত পরীক্ষা ।। সহকারি পরিচালক (টেকনিক্যাল) ও ওয়ার্কশপ সুপারিটেনডেন্ট(আইএমটি)-৯ম গ্রেড (06-02-2023) || 2023

All

সাইবার সিকিউরিটি হল কম্পিউটার নেটওয়ার্ক এবং সিস্টেমকে ডিজিটাল আক্রমণের হাত থেকে রক্ষা করার একটি অনুশীলন।

ই-মেইল সুরক্ষিত রাখার উপায়ঃ

  • অন্য বা অদ্ভুত ঠিকানা (spoofed email addresses) থেকে আসা ই-মেইল গুলো বিশেষ ভাবে লক্ষ্য করতে হবে। স্ক্যামাররা সাধারণত লোভনীয় বিজ্ঞাপন দিয়ে এসব ই-মেইল পাঠায়। উদাহারণ এখনই কিনুন, সীমিত বরাহ, বিশাল পুরষ্কার "ছাই ই-মেইলটি পড়তে পারবেন তবে এ জাতীয় ই-মেইলের সাথে থাকা লিঙ্ক ও সংযুক্তি পরিহার করতে হবে।
  • সন্দেহলোক ই-মেইল এর সংযুক্তি ও নিষ্ক এড়িয়ে চ তে হবে। অযাচিত বা সন্দেহজনক ই-মেইল এর সংযুক্ত ফাইলটি ডাউন লোড না করা এবং লিঙ্ক ক্লিক করা থেকে বিরত থাকা।
  • হালনাগাদ অ্যান্টি-ভাইরাস ব্যবহার করা।

Related Sub Categories