স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কি?
স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হলো কার
বাক্যের একক কি?
বাক্যের একক হলো শব্দ
ভাষার মূল উপকরনের নাম কি?
ভাষার মূল উপকরণের নাম বাক্য
গঠন অনুযায়ী বাক্য কত প্রকার?
গঠন অনুযায়ী বাক্য ৩ প্রকার
ভাষার আঞ্চলিক বৈচিত্রকে কি বলা হয়?
ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে উপভাষা বলা হয়
তৃষ্ণার্ত
তৃষ্ণার্ত = তৃষ্ণা-ঋত
সংরক্ষণ
সংরক্ষণ = সম্+রক্ষণ
লবন
লবণ = লো+অন
যা পূর্বে ছিল এখন নেই
যা পূর্বে ছিল এখন নেই- ভূতপূর্ব
যা বলা হয়নি
যা বলা হয়নি- অনুক্ত
আমি, তুমি ও সে
আমি, তুমি ও সে- আমরা
সংশয়
সংশয়- প্রত্যয়
ঋজু
ঋজু-বক্র
স্মৃতি
স্মৃতি-বিস্মৃতি
গরুর গাড়ি
গরুর গাড়ি = গরুর গাড়ি (অলুক তৎপুরুষ সমাস)
তেলেভাজা
অলুক তৎপুরুষ সমাস যেমন: গায়ে পড়া, ঘিয়ে ভাজা, কলে ছাঁটা, কলের গান, গরুর গাড়ি ইত্যাদি। তবে গায়ে - হলুদ, হাতেখড়ি ইত্যাদি সমস্তপদে পরপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয় না অর্থাৎ হলুদ বা খড়িকে বোঝায় না, অনুষ্ঠান বিশেষকে বোঝায়। সুতরাং এগুলো অলুক তৎপুরুষ নয়, অলুক বহুব্রীহি সমাস।
সপ্তাহ
সপ্তাহ = সপ্ত অহের (দিবস) সমাহার (দ্বিগু সমাস)
বিপনী
সঠিক বানান - বিপণি। বিপণি শব্দের অর্থ - পণ্যশালা, আপণ, দোকান ইত্যাদি। প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ।
মাধুরজ
মাধুরজ- মাধুর্য
মুমুর্ষ
মুমুর্ষ = মুমূর্ষু
ফাপর দালালি
ফপর দালালি - গায়ে পড়ে মাতব্বরি বা অতিরিক্ত চালবাজি। উদাহরণ : সবখানে ফপর দালালি চলে না, জায়গা বুঝে কাজ করতে হয়।
পাথরে পাঁচ কিল
পাথরে পাঁচ কিল — ক্রমাগত কিল মেরে যেমন পাথরের ক্ষতি করা যায় না তেমনি কিছুতেই ক্ষতিসাধন করা যায় না এমন ভাগ্য অর্থাত্ অত্যন্ত সৌভাগ্য, অতিশয় সুদিন।
শব্দগত ব্যুৎপত্তি বাংলা "আলপিন" শব্দটি এসেছে পোর্তুগিজ শব্দ alfinete থেকে বিবর্তিত হয়ে।
'চশমা' ফারসি শব্দ। ফারসি ভাষা থেকে বাংলা ভাষার ব্যবহৃত আরও কয়েকটি শব্দ - আমদানি, রপ্তানি, হাঙ্গামা, জখম, রোজা, নামাজ, খোদা, ফেরেশতা, বেহেশত ইত্যাদি।
যানজটের কারণে ঢাকা মহানগরের কর্মজীবীদের দৈনিক ৫০ লক্ষ কর্মঘণ্টা নষ্ট হয়ে। যার আর্থিক ক্ষতি হচ্ছে বছরে ৩৭ হাজার কোটি টাকা। বিশেষজ্ঞদের মতে, ঢাকা শহরে যানবাহনের গতি মানুষের হাঁটার মত ঘণ্টায় প্রায় ৫ কিলোমিটারের মত চলে এসেছে। ১২ বছর আগেও ঢাকায় যানবাহনের গতি ছিল ঘণ্টায় ২১ কিলোমিটার।
ঢাকাবাসীর যাতায়াতের একটি সুবিধাজনক মাধ্যম হিসেবে ২৮ ডিসেম্বর ২০২২ তারিখে মেট্রোরেল উদ্বোধন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। ঢাকার যানজট নিরসনে সরকার ২০১২ সালে মেট্রোরেল প্রকল্প গ্রহন করে। বাস্তবে কাজ শুরু হয় ২০১৭ সালে। এই প্রকল্পের উন্নয়ন সহযোগী হিসেবে রয়েছে জাপান উন্নয়ন সহযোগী সংস্থা (জাইকা)।
ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের একটি প্রতিবেদন অনুসারে, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত একটি বাসে যেতে সময় লাগে ৩ ঘণ্টা এবং ভীড়ের সময় লাগে ৪-৫ ঘণ্টা। মেট্রোরেলে সময় লাগে ৪০ মিনিট মাত্র।
মেট্রোরেল প্রচুর যাত্রী বহন ক্ষমতাসহ একটি শীতাতপ নিয়ন্ত্রিত পরিবহণ সুবিধা প্রদান করছে। এটি প্রতিঘণ্টায় প্রায় ৬০,০০০ যাত্রী বহন করে এবং প্রতি ৪ মিনিটে প্রতিটি স্টেশনে একটি ট্রেন যাতায়াত করে।
মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নের ফলে নগরবাসী বিভিন্ন সুবিধা পাচ্ছে যেমন-
মেট্রোরেল আমাদের দেশের জনসংখ্যাকে প্রযুক্তিগত অগ্রগতির একটি নতুন যুগে আবদ্ধ করেছে। উন্নত দেশগুলোয় মেট্রোরেল এবং অন্যান্য পাবলিক ট্রান্সপোর্টেশন মাধ্যমগুলোকে একত্রিত করে একটি উন্নত রুট সিস্টেম তৈরি করা হয়েছে। যাতে মানুষ শুধু একটি পেমেন্ট কার্ডের মাধ্যমে তাদের গন্তব্যে ভ্রমণ করতে পারে। বাংলাদেশ এরই মধ্যে মেট্রোরেল ব্যবস্থা তৈরি হয়েছে। মেট্রোরেলের যুগে এখন বাংলাদেশ।
তুমি কি বইখানা পড়ে শেষ করেছ?
তুমি কি বইখানা পড়ে শেষ করেছ?
= Have you finished reading the book?
সে কেবল ঘুমাত আর কিছুই করত না।
সে কেবল ঘুমাইত আর কিছুই করত না।
= He just slept and did nothing.
সে আমার কাছ থেকে বিদায় নিল
সে আমার কাছ থেকে বিদায় নিল।
= He took leave of me.
সে আড়াইটার গাড়িতে গিয়েছিল।
সে আড়াইটার গাড়িতে গিয়েছিল।
= He went by the 2:30 train
আমি এখান থেকে কিভাবে এয়ারপোর্টে যাবো?
আমি এখান থেকে কিভাবে এয়ারপোর্টে যাবে?
= How do I get to the airport from here?
The issue of food adulteration has drawn the attention of general people.
Government has directed a mobile court to look into the matter of food adulteration.
Neena lives ____ the street.
Neena lives in the street.
Farid stood _____ Latif.
Farid stood by Latif.
The dog jumped ______ the fence.
The dog jumped over the fence.
Once in a blue moon.
Once in a blue moon (কদাচিৎ): He comes here once in a blue moon.
Piece of cake.
Piece of cake (সহজলভ্য): The exam was a piece of cake.
At sixes and seven.
At sixes and sevens (এলোমেলো): We have been at sixes and sevens in the office this week.
Leave no stone unturned.
Leave no stone unturned (চেষ্টার ত্রুটি না করা): He left no stone unturned to gain his object.
It was very cold, so I wore a sweater. (Complex)
It was very cold, so I wore a sweater. (Complex)
= Because of cold, I wore a sweater.
Being sick, I went to the doctor. (Compound)
Being sick, I went to the doctor. (Compound)
= I was sick and I went to the doctor.
Who respects him? (negative)
Who respects him? (negative)
= Nobody respects him.
Smart Bangladesh is a vision that aims to build an inclusive and digitalized country for the citizens of Bangladesh. It is founded on the 4 pillars of smart citizens, smart government, smart economy and smart society. This vision is about bridging the digital divide by creating sustainable and innovative digital solutions that can benefit all citizens, regardless to their socioeconomic background and business of all sizes. The first pillar of smart citizens is about empowering individuals with digital literacy skills and access to digital services, enabling them to participate fully in the digital transformation of the country. Smart government, the second pillar uses technology to provide efficient and transparent public services, while ensuring citizens' data privacy. Smart economy, the third pillar, creates a thriving economy powered by digital technology, where businesses of all sizes can participate and complete on a level playing field. Everyone is understanding the concept of Smart Bangladesh is important for the future of the country. It is not just about technology, but about creating a society that is inclusive, innovating and sustainable by embracing the four pillars of smart citizens, smart government, smart economy and smart society, the new generations can contribute to building a better and brighter future for Bangladesh.
27x2 + 15x + 2
= 27x2 + 9x + 6x + 2
= 9x(3x+1)+2(3x+1)
= (3x+1)(9x + 2)
ধরি, আয়তাকার ঘরের প্রস্থ = x মিটার
" " দৈর্ঘ্য = (x × ১ ১/২) মিটার
= ৩x/২
x × ৩x/২ = ২১৬
= > x২ = ২১৬ × ২/৩
= > x = √১৪৪
x = ১২
দৈর্ঘ্য = ৩ × ১২ /২ = ১৮ মিটার
পরিসীমা = ২(১২ + ১৮) = ৬০ মিটার
মনে করি ,
7 বছর পূর্বে পিতার বয়স 5x বছর
এবং পুত্রের বয়স 2x বছর
তাহলে বর্তমানে পিতার বয়স =5x+7
এবং পুত্রের বয়স = 2x+7
সুতরাং বর্তমানে তাদের বয়সের সমষ্টি = (5x+7)+(2x+7)=7x+14 বছর
শর্তমতে , 7x+14 =70
=> 7x=70 -14
=> 7x=56
=>x=8.
বর্তমানে পিতার বয়স =5.8+7=47 বছর
এবং পুত্রের বয়স = 2.8+7 =23 বছর
5 বছর পর পিতার বয়স 52 বছর
এবং পুত্রের বয়স 28 বছর
অতএব 5 বছর পর তাদের বয়সের অনুপাত = 52 : 28 =13: 7
তমুদ্দিন মজলিস ২ সেপ্টেম্বর, ১৯৪৭ সালে গঠিত হয়
ইউরিয়া সারের কাঁচামাল হলো মিথেন গ্যাস
একক দেশ হিসেবে বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ প্রথম: চীন; দ্বিতীয়: বাংলাদেশ
বাংলাদেশের সিলেট ও ময়মনসিংহ বিভাগের সবগুলো জেলা সীমান্তবর্তী
মুক্তিযুদ্ধের প্রথম উপন্যাস রাইফেল রোটি আওরাত
বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার নির্মিত হয় লন্ডন, যুক্তরাজ্য
দুর্ভিক্ষের উপর 'ম্যাডোনা-৪৩' ছবিটি এঁকেছেন শিল্পাচার্য জয়নুল আবেদিন
৬৯ এর গণঅভ্যুত্থানের প্রত্যক্ষ ফলাফল হলো 'আগরতলা ষড়যন্ত্র মামলা' প্রত্যাহার।
অসমাপ্ত আত্মজীবনী' অবলম্বনে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এর নাম চিরঞ্জীব মুজিব
Monkeypox ভাইরাসজনিত রোগ