বাণিজ্য মন্ত্রণালয় || জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর || নমুনা সংগ্রহকারী (13-01-2024) || 2024

All

Created: 2 months ago | Updated: 10 hours ago

স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হলো কার

এক কথায় উত্তর লিখুন-
2.

বাক্যের একক কি?

Created: 2 months ago | Updated: 21 hours ago

বাক্যের একক হলো শব্দ

এক কথায় উত্তর লিখুন-
3.

ভাষার মূল উপকরনের নাম কি?

Created: 2 months ago | Updated: 1 day ago

ভাষার মূল উপকরণের নাম বাক্য

এক কথায় উত্তর লিখুন-
4.

গঠন অনুযায়ী বাক্য কত প্রকার?

Created: 2 months ago | Updated: 1 day ago

গঠন অনুযায়ী বাক্য ৩ প্রকার

Created: 2 months ago | Updated: 1 day ago

ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে উপভাষা বলা হয়

সন্ধি বিচ্ছেদ করুন-
6.

তৃষ্ণার্ত

Created: 2 months ago | Updated: 10 hours ago

তৃষ্ণার্ত = তৃষ্ণা-ঋত

সন্ধি বিচ্ছেদ করুন-
7.

সংরক্ষণ

Created: 2 months ago | Updated: 1 day ago

সংরক্ষণ = সম্+রক্ষণ

সন্ধি বিচ্ছেদ করুন-
8.

লবন

Created: 2 months ago | Updated: 1 day ago

লবণ = লো+অন

এককথায় প্রকাশ করুন-
9.

যা পূর্বে ছিল এখন নেই

Created: 2 months ago | Updated: 1 day ago

যা পূর্বে ছিল এখন নেই- ভূতপূর্ব

এককথায় প্রকাশ করুন-
10.

যা বলা হয়নি

Created: 2 months ago | Updated: 1 day ago

যা বলা হয়নি- অনুক্ত

এককথায় প্রকাশ করুন-
11.

আমি, তুমি ও সে

Created: 2 months ago | Updated: 14 hours ago

আমি, তুমি ও সে- আমরা

বিপরীত শব্দ লিখুন-
12.

সংশয়

Created: 2 months ago | Updated: 1 day ago

সংশয়- প্রত্যয়

বিপরীত শব্দ লিখুন-
13.

ঋজু

Created: 2 months ago | Updated: 10 hours ago

ঋজু-বক্র

বিপরীত শব্দ লিখুন-
14.

স্মৃতি

Created: 2 months ago | Updated: 6 hours ago

স্মৃতি-বিস্মৃতি

ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন-
15.

গরুর গাড়ি

Created: 2 months ago | Updated: 1 day ago

গরুর গাড়ি = গরুর গাড়ি (অলুক তৎপুরুষ সমাস)

ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন-
16.

তেলেভাজা

Created: 2 months ago | Updated: 1 day ago

অলুক তৎপুরুষ সমাস যেমন: গায়ে পড়া, ঘিয়ে ভাজা, কলে ছাঁটা, কলের গান, গরুর গাড়ি ইত্যাদি। তবে গায়ে - হলুদ, হাতেখড়ি ইত্যাদি সমস্তপদে পরপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয় না অর্থাৎ হলুদ বা খড়িকে বোঝায় না, অনুষ্ঠান বিশেষকে বোঝায়। সুতরাং এগুলো অলুক তৎপুরুষ নয়, অলুক বহুব্রীহি সমাস

ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন-
17.

সপ্তাহ

Created: 2 months ago | Updated: 8 hours ago

সপ্তাহ = সপ্ত অহের (দিবস) সমাহার (দ্বিগু সমাস)

শুদ্ধ বানান লিখুন-
18.

বিপনী

Created: 2 months ago | Updated: 1 day ago

সঠিক বানান - বিপণি। বিপণি শব্দের অর্থ - পণ্যশালা, আপণ, দোকান ইত্যাদি। প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ।

শুদ্ধ বানান লিখুন-
19.

মাধুরজ

Created: 2 months ago | Updated: 1 day ago

মাধুরজ- মাধুর্য

শুদ্ধ বানান লিখুন-
20.

মুমুর্ষ

Created: 2 months ago | Updated: 1 day ago

মুমুর্ষ = মুমূর্ষু

বাগধারা- অর্থসহ বাক্য রচনা করুন
21.

ফাপর দালালি

Created: 2 months ago | Updated: 1 day ago

ফপর দালালি - গায়ে পড়ে মাতব্বরি বা অতিরিক্ত চালবাজি। উদাহরণ : সবখানে ফপর দালালি চলে না, জায়গা বুঝে কাজ করতে হয়।

বাগধারা- অর্থসহ বাক্য রচনা করুন
22.

পাথরে পাঁচ কিল

Created: 2 months ago | Updated: 14 hours ago

পাথরে পাঁচ কিল — ক্রমাগত কিল মেরে যেমন পাথরের ক্ষতি করা যায় না তেমনি কিছুতেই ক্ষতিসাধন করা যায় না এমন ভাগ্য অর্থাত্ অত্যন্ত সৌভাগ্য, অতিশয় সুদিন।

Created: 2 months ago | Updated: 23 hours ago

শব্দগত ব্যুৎপত্তি বাংলা "আলপিন" শব্দটি এসেছে পোর্তুগিজ শব্দ alfinete থেকে বিবর্তিত হয়ে।

Created: 2 months ago | Updated: 20 hours ago

'চশমা' ফারসি শব্দ। ফারসি ভাষা থেকে বাংলা ভাষার ব্যবহৃত আরও কয়েকটি শব্দ - আমদানি, রপ্তানি, হাঙ্গামা, জখম, রোজা, নামাজ, খোদা, ফেরেশতা, বেহেশত ইত্যাদি।

যানজটের কারণে ঢাকা মহানগরের কর্মজীবীদের দৈনিক ৫০ লক্ষ কর্মঘণ্টা নষ্ট হয়ে। যার আর্থিক ক্ষতি হচ্ছে বছরে ৩৭ হাজার কোটি টাকা। বিশেষজ্ঞদের মতে, ঢাকা শহরে যানবাহনের গতি মানুষের হাঁটার মত ঘণ্টায় প্রায় ৫ কিলোমিটারের মত চলে এসেছে। ১২ বছর আগেও ঢাকায় যানবাহনের গতি ছিল ঘণ্টায় ২১ কিলোমিটার।

ঢাকাবাসীর যাতায়াতের একটি সুবিধাজনক মাধ্যম হিসেবে ২৮ ডিসেম্বর ২০২২ তারিখে মেট্রোরেল উদ্বোধন করেছেন বাংলাদেশের  প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। ঢাকার যানজট নিরসনে সরকার ২০১২ সালে মেট্রোরেল প্রকল্প গ্রহন করে। বাস্তবে কাজ শুরু হয় ২০১৭ সালে। এই প্রকল্পের উন্নয়ন সহযোগী হিসেবে রয়েছে জাপান উন্নয়ন সহযোগী সংস্থা (জাইকা)।

ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের একটি প্রতিবেদন অনুসারে, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত একটি বাসে যেতে সময় লাগে ৩ ঘণ্টা এবং ভীড়ের সময় লাগে ৪-৫ ঘণ্টা। মেট্রোরেলে সময় লাগে ৪০ মিনিট মাত্র।

মেট্রোরেল প্রচুর যাত্রী বহন ক্ষমতাসহ একটি শীতাতপ নিয়ন্ত্রিত পরিবহণ সুবিধা প্রদান করছে। এটি প্রতিঘণ্টায় প্রায় ৬০,০০০ যাত্রী বহন করে এবং প্রতি ৪ মিনিটে প্রতিটি স্টেশনে একটি ট্রেন যাতায়াত করে।

মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নের ফলে নগরবাসী বিভিন্ন সুবিধা পাচ্ছে যেমন-

  • মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নের ফলে ঢাকা মহানগরী সম্পূর্ণ যানজট মুক্ত না হলেও যানজট সমস্যার অনেকটাই নিরসন হয়েছে। 
  • দীর্ঘ সময় যানজটে বসে থাকতে হচ্ছে না। ফলে সময়ের অপচয় হচ্ছে না। নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে; যা দেশের অর্থনীতিকে তরান্বিত করছে।
  • মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক সংকটের নিরসন হচ্ছে। ফলে মানুষের জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটছে।
  • মেট্রোরেল প্রকল্প চালু হওয়ায় অনেক পুরাতন এবং অকেজো গাড়ি বাতিল হয়েছে। সবাই সুন্দর ও সাবলীল চলাফেরা করছে। এত ঢাকা মহানগরী পরিষ্কার ও পরিচ্ছন্ন আছে।

মেট্রোরেল আমাদের দেশের জনসংখ্যাকে প্রযুক্তিগত অগ্রগতির একটি নতুন যুগে আবদ্ধ করেছে। উন্নত দেশগুলোয় মেট্রোরেল এবং অন্যান্য পাবলিক ট্রান্সপোর্টেশন মাধ্যমগুলোকে একত্রিত করে একটি উন্নত রুট সিস্টেম তৈরি করা হয়েছে। যাতে মানুষ শুধু একটি পেমেন্ট কার্ডের মাধ্যমে তাদের গন্তব্যে ভ্রমণ করতে পারে। বাংলাদেশ এরই মধ্যে মেট্রোরেল ব্যবস্থা তৈরি হয়েছে। মেট্রোরেলের যুগে এখন বাংলাদেশ।

Related Sub Categories