ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল || ব্যক্তিগত সহকারী কাম কম্পিউটার অপারেটর/অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (08-06-2024) || 2024

All

সকল বিষয়

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ, ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার (বর্তমানে জেলা) টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা শেখ লুৎফর রহমান এবং মা শেখ সায়েরা খাতুন। ৪ কন্যা এবং ২ পুত্রসন্তানের মধ্যে শেখ মুজিবুর রহমান ছিলেন তৃতীয়। মা-বাবা তাঁকে 'খোকা' বলে ডাকতেন। শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জ মিশন স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন। একই বছরে তিনি কলকাতা ইসলামিয়া কলেজে (বর্তমানে মৌলানা আজাদ কলেজ) ভর্তি হন। ১৯৪৭ সালে এই কলেজ থেকেই তিনি স্নাতক সম্পন্ন করেন। শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারীদের চাকরির নিরাপত্তা বিধান এবং অধিকার আদায় আন্দোলন সমর্থন জানান। ১৯ এপ্রিল চতুর্থ শ্রেণির কর্মচারীদের পক্ষে মিছিল বের করার প্রস্তুতিকালে কয়েকজন শিক্ষার্থীসহ শেখ মুজিবুর রহমানকে উপাচার্যের বাসভবন থেকে গ্রেফতার করা হয়। ২৩ জুন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ (বর্তমান আওয়ামী লীগ) প্রতিষ্ঠিত হয় এবং কারাগারের বন্দী থাকা অবস্থাতেই শেখ মুজিবুর রহমান যুগ্ম সম্পাদক নির্বাচিত হন। ছাত্রজীবন থেকেই তিনি সক্রিয় রাজনৈতিক কর্মী হিসেবে নানা ধরনের আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। ৫২'র ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১র মুক্তিযুদ্ধ পর্যন্ত তাঁর বলিষ্ঠ ভূমিকা বাঙালিকে নিয়ে গিয়েছে এক নতুন অভ্যুদয়ের দিকে। ১৯৭১ সালে তাঁর বলিষ্ঠ নেতৃত্বের ফলে আমরা পেয়েছি চিরকাঙ্খিত স্বাধীনতা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোরে সামরিক বাহিনীর কতিপয় উচ্ছৃঙ্খল সদস্যের হাতে বঙ্গবন্ধু সপরিবারে নিহত হন।

এক কথায় প্রকাশ করুন:
2.

যা নির্ণয় করা যায় না

Created: 3 months ago | Updated: 1 day ago

যা নির্ণয় করা যায় না = অনির্ণেয়

এক কথায় প্রকাশ করুন:
3.

যে বিষয়ে কোন বিতর্ক নেই

Created: 3 months ago | Updated: 8 hours ago

যে বিষয়ে কোনো বিতর্ক নেই - অবিসংবাদী

এক কথায় প্রকাশ করুন:
4.

জীবিত থেকেও যে মৃত

Created: 3 months ago | Updated: 1 day ago

জীবিত থেকেও যে মৃত = জীবস্মৃত।

এক কথায় প্রকাশ করুন:
5.

যা ভাষায় প্রকাশ করা যায় না

Created: 3 months ago | Updated: 1 day ago

যা ভাষায় প্রকাশ করা যায় না = অনির্বচনীয়।

এক কথায় প্রকাশ করুন:
6.

যার উপস্থিত বুদ্ধি রয়েছে

Created: 3 months ago | Updated: 1 day ago

যার উপস্থিত বুদ্ধি রয়েছে = প্রত্যুৎপন্নমতি

বিপরীত শব্দ লিখুন:
7.

আবাহন

Created: 3 months ago | Updated: 1 day ago

বিসর্জন

বিপরীত শব্দ লিখুন:
8.

নিরাকার

Created: 3 months ago | Updated: 1 day ago

'নিরাকার' এর বিপরীতার্থক শব্দ - - সাকার।

বিপরীত শব্দ লিখুন:
9.

অনুরাগ

Created: 3 months ago | Updated: 1 day ago

অনুরাগ = বিরাগ।

বিপরীত শব্দ লিখুন:
10.

মুখ্য

Created: 3 months ago | Updated: 1 day ago

মুখ্য = গৌণ

বিপরীত শব্দ লিখুন:
11.

সংশয়

Created: 3 months ago | Updated: 9 hours ago

সংশয় = প্রত্যয়।

সন্ধি বিচ্ছেদ করুন:
12.

ষোড়শ

Created: 3 months ago | Updated: 1 day ago

ষোড়শ = ষট্ + দশ।

সন্ধি বিচ্ছেদ করুন:
13.

গবেষণা

Created: 3 months ago | Updated: 1 day ago

'গবেষণা' শব্দের সঠিক সন্ধি - বিচ্ছেদ গো + এষণা।

সন্ধি বিচ্ছেদ করুন:
14.

দ্যুলোক

Created: 3 months ago | Updated: 3 days ago

দ্যুলোক ( দিব + লোক) । একটি নিপাতনে সিদ্ধ সন্ধি

সন্ধি বিচ্ছেদ করুন:
15.

মনীষা

Created: 3 months ago | Updated: 1 day ago

মনীষা' নিপাতনে সিন্ধ সন্ধি। 

এর সঠিক সন্ধি বিচ্ছেদ 'মনস + ঈষা'।

সন্ধি বিচ্ছেদ করুন:
16.

ক্ষুধার্ত

Created: 3 months ago | Updated: 1 day ago

ক্ষুধার্ত = ক্ষুধা + ঋত।

নিচের বাগধারাসমূহের অর্থসহ বাক্য গঠন করুন:
17.

গৌরচন্দ্রিকা

Created: 3 months ago | Updated: 1 day ago

গৌরচন্দ্রিকা (ভূমিকা/সূচনা) - ছেলেটা সবসময় গৌরচন্দ্রিকায় ভুল করে।

নিচের বাগধারাসমূহের অর্থসহ বাক্য গঠন করুন:
18.

মানিক জোড়

Created: 3 months ago | Updated: 1 day ago

মানিক জোড় (অন্তরঙ্গ বন্ধু/গভীর সম্পর্ক) - আসাদ ও আসিফের মাঝে কি মিল, যেন মানিকজোড়।

নিচের বাগধারাসমূহের অর্থসহ বাক্য গঠন করুন:
19.

ঝাঁকের কৈ

Created: 3 months ago | Updated: 1 day ago

ঝাঁকের কৈ (একই দলের লোক) - আসাদ ও আসিফের কথা বিশ্বাস করো না, তারা ঝাঁকের কৈ।

নিচের বাগধারাসমূহের অর্থসহ বাক্য গঠন করুন:
20.

পত্র পাঠ

Created: 3 months ago | Updated: 1 day ago

পত্র পাঠ (অবিলম্বে) - তার কথা শুনে পত্র পাঠ নাইমকে শাস্তি দেওয়া হলো

নিচের বাগধারাসমূহের অর্থসহ বাক্য গঠন করুন:
21.

ঠোঁট কাটা

Created: 3 months ago | Updated: 1 day ago

ঠোঁট কাটা (বেহায়া/স্পষ্টভাষী) - নাইমের মতো ঠোঁট কাটা লোক আর দেখিনি।

Created: 3 months ago | Updated: 8 hours ago

Smart Bangladesh

Smart Bangladesh is a concept that refers to using technology and innovation to develop the country. The Bangladeshi government has a vision to build Bangladesh as a smart Bangladesh. After completing the mission of digital Bangladesh the government take this mission to build smart country. The aim of the government of Bangladesh to establish a development and rich county with in 2041 by transforming into a knowledge-based economy. The government of Bangladesh has been taking various initiatives to make this vision a reality, such as promoting the use of technology in education, healthcare, agriculture, and various other sectors. The goal is to improve the standard of living for the citizens of Bangladesh and make the country a hub for innovation and entrepreneurship. The government has set four foundations to make Bangladesh a "Smart Bangladesh." The four foundations are: 1. smart citizen, 2. smart economy, 3. smart government, and 4. smart society. Finally, the development of a "Smart Bangladesh" has the potential to improve the country's competitiveness on the global stage. By embracing technology and innovation, Bangladesh can create new economic opportunities and attract investment from abroad. This will help to create a more prosperous and inclusive society for all citizens.

Change the Voices into respective forms:
24.

He killed a bird (passive)

Created: 3 months ago | Updated: 7 hours ago

He killed a bird. (Passive) 

= A bird was killed by him.

Change the Voices into respective forms:
25.

Someone will walk her dog (passive)

Created: 3 months ago | Updated: 1 day ago

Someone will walk her dog. (Passive) 

= Her dog will be walked.

Change the Voices into respective forms:
26.

The book is written by him (active)

Created: 3 months ago | Updated: 6 hours ago

The book is written by him. (Active) 

= He writes the book.

Change the Voices into respective forms:
27.

A new car was bought by Karim (active)

Created: 3 months ago | Updated: 7 hours ago

A new car was bought by karim. (Active) 

= Karim bought a new car.

Change the Voices into respective forms:
28.

Respect the elders (passive)

Created: 3 months ago | Updated: 12 hours ago

Respect the elders. (Passive) 

= The elders should be respected.

Translate the following sentences into English:
29.

সূর্য পূর্ব দিকে উদিত হয়

Created: 3 months ago | Updated: 7 hours ago

সূর্য পূর্ব দিকে উদিত হয় 

= The sun rises in the east.

Created: 3 months ago | Updated: 14 hours ago

আমি এখান থেকে কিভাবে সচিবালয়ে যাব? 

= How do I get to the Secretariat from here?

Created: 3 months ago | Updated: 8 hours ago

গত তিনদিন যাবত বৃষ্টি হচ্ছে 

= It has been raining for the last three days.

Created: 3 months ago | Updated: 7 hours ago

ব্যাপারটা আমাকে জানানো হয়েছিল 

= I was informed of the matter.

Translate the following sentences into English:
33.

সে সাতার কাটতে জানেনা।

Created: 3 months ago | Updated: 7 hours ago

সে সাঁতার কাটতে জানেনা। 

= He does not know how to swim.

Change the speeches into their respective forms:
34.

The teacher said, 'Do it' (indirect)

Created: 3 months ago | Updated: 13 hours ago

The teacher said, 'Do it' (indirect) 

= The teacher ordered to do it. 

Change the speeches into their respective forms:
35.

Rony Said 'I walk a mile everyday' (indirect)

Created: 3 months ago | Updated: 11 hours ago

Rony Said, I walk a mile everyday' (indirect) 

= Rony said that he walked a mile everyday.

Change the speeches into their respective forms:
36.

They said that they had watched the movie already (direct)

Created: 3 months ago | Updated: 8 hours ago

They said that they had watched the movie already (direct) 

= They said, "We have already watched the movie."

Change the speeches into their respective forms:
37.

Jhon asked me if I knew where he was (direct)

Created: 3 months ago | Updated: 9 hours ago

Jhon asked me if I knew where he was (direct) 

= Jhon said to me. "Do you know where he is?"

Change the speeches into their respective forms:
38.

I said to my teacher, 'good morning, sir' (indirect)

Created: 3 months ago | Updated: 7 hours ago

I said to my teacher, 'Good morning, sir'. (indirect) 

= I respectfully wished my teacher good morning.

Please correct the following Sentences:
39.

The chair is made from wood

Created: 3 months ago | Updated: 7 hours ago

The chair is made from wood. 

= The chair is made of wood.

Please correct the following Sentences:
40.

do you know he lives where?

Created: 3 months ago | Updated: 9 hours ago

Do you know he lives where? 

= Do you know where he lives?

Please correct the following Sentences:
41.

Ever you been to Dhaka

Created: 3 months ago | Updated: 12 hours ago

Ever you been to Dhaka? 

= Have you ever been to Dhaka?

Please correct the following Sentences:
42.

the army is a collection of soldier

Created: 3 months ago | Updated: 9 hours ago

The army is a collection of soldier. 

= The army is a collection of soldiers.

Please correct the following Sentences:
43.

I returned back form Dhaka

Created: 3 months ago | Updated: 10 hours ago

I returned back form Dhaka. 

= I returned from Dhaka.

Write the meaning (in Bengali) and synonyms (in English) of the following words:
44.

Increase

Created: 3 months ago | Updated: 8 hours ago

Increase = বৃদ্ধি - Growth

Write the meaning (in Bengali) and synonyms (in English) of the following words:
45.

Isolation

Created: 3 months ago | Updated: 10 hours ago

Isolation = বিচ্ছিন্নকরণ - Separation

Write the meaning (in Bengali) and synonyms (in English) of the following words:
46.

Keen

Created: 3 months ago | Updated: 9 hours ago

Keen = ধারালো - Sharp

Write the meaning (in Bengali) and synonyms (in English) of the following words:
47.

Beautiful

Created: 3 months ago | Updated: 1 day ago

Beautiful = চমৎকার - Gorgeous

Write the meaning (in Bengali) and synonyms (in English) of the following words:
48.

morbidity

Created: 3 months ago | Updated: 1 day ago

Morbidity = বিষণ্ণতা - Sadness

ধরি, সুমনের ক্রয় করা কলমের সংখ্যা X টি

∴ প্রতিটি কলমের ক্রয়মূল্য 120x টাকা।

২টি কলমসহ (x+2) টি কলমের ক্রয়মূল্য 120x+2 টাকা

শর্তমতে, 120 x+2=120x-2

বা, 120x+2=120-2xx

বা, 120x = (120 - 2x) (x + 2)

বা, 120x = 120x + 240 - 2x2 - 4x

বা, 2x2 + 4x - 240 = 0

বা, x2 + 2x - 120 = 0

বা, x2 + 12x - 10x - 120 = 0

বা, x(x + 12) - 10(x + 12) = 0

বা, (x + 12) (x - 10) = 0

বা, x = - 12 অথবা, x = 10

কিন্তু x = - 12 হতে পারে না। ∴ x = 10.

সুমন 10টি কলম কিনেছিল।

উত্তর:- 10টি।

ধরি

একটি সংখ্যা X

তাহলে অপর সংখ্যাটি হবে= (17-X)

শর্তমতে, x (17 - x) = 72

বা, 17x - x2 = 72

বা, x2 - 17x + 72 = 0

বা, x2 - 9x - 8x + 72 = 0

বা, x (x - 9) - 8(x - 9) = 0

বা, (x - 9) (x - 8) = 0

∴ x = 9,8

একটি সংখ্যা 9 হলে অপরটি (17-9) বা 8.

সুতরাং ছোট সংখ্যাটি 8.

পিতা ও চার পুত্রের বয়সের সমষ্টি মাতা ও উক্ত চার পুত্রের বয়সের সমষ্টি পার্থক্য

= (২××৫) = ১০ বছর = পিতা ও মাতার বয়সের পার্থক্য

পিতার বয়স ৬০ বছর হওয়ায়,

∴ মাতার বয়স = (৬০-১০) = ৫০ বছর।

উত্তর: ৫০ বছর।

2x+y = 8 ............(1)

বা, y = 8 - 2x

আবার, 3x-2y = 5

বা, 3x-2(8-2x) = 5

বা, 3x-16+4x = 5

বা, 7x-16=5

বা, 7x = 21

∴ x = 3

x এর মান (1) নং সমীকরণে বসাই,

y=8-2×3 = 8-6 = 2

সুতরাং, x ও y এর মান যথাক্রমে 3 ও 2 (Ans)

4x2 - 23x + 33

= 4x2 - 12x - 11x + 33

= 4x (x-3) -11 (x-3)

= (x-3) (4x-11) (ans)

ত্রিভুজটির অর্ধপরিসীমা, S =7+8+92

= 12 সে.মি.

∴  ত্রিভুজটির ক্ষেত্রফল =s (s  a) (s  b)(s - c)

=12 (12-7) (12-8)(12-9)

=12 × 5 × 4 ×3

=4×3×5×4×3

= 2×23×3×5

=4×3 5

=125

উত্তর: 125 বর্গসে.মি

পূর্ণরূপ লিখুন:
55.

GOOGLE

Created: 3 months ago | Updated: 1 day ago

GOOGLE = Global Organisation of Oriented Group Language of Earth.

পূর্ণরূপ লিখুন:
56.

SDG

Created: 3 months ago | Updated: 1 day ago

SDG = Sustainable Development Goals.

পূর্ণরূপ লিখুন:
57.

http

Created: 3 months ago | Updated: 16 hours ago

HTTP = Hypertext Transfer Protocol.

পূর্ণরূপ লিখুন:
58.

PDF

Created: 3 months ago | Updated: 1 day ago

PDF = Portable Document Format.

Created: 3 months ago | Updated: 1 day ago

অপারেশন জ্যাকপট হলো পাকিস্তানের হানাদার বাহিনীর বাংলাদেশে নৌপথের সৈন্য ও অন্যান্য সরঞ্জাম পরিবহনের ব্যবস্থা বানচাল করা।

বাংলাদেশের সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ আইন। কারণ বাংলাদেশের সংবিধানের সাথে দেশের প্রচলিত কোনো আইনের সংঘাত সৃষ্টি হলে সে ক্ষেত্রে সংবিধান প্রাধান্য পাবে। অর্থাৎ যদি কোনো আইন সংবিধানের সাথে সামঞ্জস্যহীন হয়, তাহলে ঐ আইনের যতখানি অসামঞ্জস্যপূর্ণ ততোখানি বাতিল হয়ে যাবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের উপর নির্মিত সাম্প্রতিক চলচ্চিত্রটির নাম মুজিব: একটি জাতির রূপকার। নির্মাতার নাম শ্যাম বেনেগাল।

বিখ্যাত সাংবাদিক, টেলিভিশন ব্যক্তিত্ব ও প্রামাণ্য চিত্র নির্মাতা সাইমন ড্রিং ১৯৪৫ সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। সায়মন ড্রিং বাংলাদেশের গণহত্যার প্রত্যক্ষদর্শী প্রথম বিদেশি সাংবাদিক যিনি নিজের জীবন বিপন্ন করে সরেজমিন প্রতিবেদন তৈরি করে ডেইলি টেলিগ্রাফ পত্রিকার মাধ্যমে সারা বিশ্বকে জানিয়ে দেন পাকিস্তানি বাহিনীর লোমহর্ষক নির্যাতন ও গণহত্যার কথা।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রথম স্থাপিত হয় চট্টগ্রামের কালুরঘাটে; এবং এর সম্প্রচার বন্ধ হয়ে যায় ১৯৭১ সালের ৩০ মার্চ।

অতিমারী (pandemic): কোন একক ভৌগোলিক অঞ্চলে সৃষ্ট মহামারী যা অন্যান্য বিস্তীর্ণ ভৌগোলিক অঞ্চলে বা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। যেমন- কোভিভ-১৯।

মহামারী (Epidemic): মহামারী হচ্ছে স্বল্প সময়ের ব্যবধানে কোনো নির্দিষ্ট জনসংখ্যার বড় অংশের মধ্যে কোনো রোগের বিস্তার হওয়া। যেমন- কলেরা, প্লেগ।

‘September on Jessore Road’ হলো কবিতা; এর রচয়িতা অ্যালেন গিন্সবার্গ।

সবুজ অর্থনীতি (Green Economy) এমন অর্থনীতিকে বোঝায় যা মানুষের উন্নয়ন নিশ্চিত করবে এবং একই সঙ্গে পরিবেশগত ঝুঁকি কমাবে এবং অভাব দূর করবে। আধুনিক বিশ্ব এখন সবুজ অর্থনীতির কথা ভাবছে।

২০২৪-২৫ অর্থবছরের বাজেট সংসদে উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী;। উত্থাপিত বাজেটের আকার ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা।

Related Sub Categories