শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ, ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার (বর্তমানে জেলা) টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা শেখ লুৎফর রহমান এবং মা শেখ সায়েরা খাতুন। ৪ কন্যা এবং ২ পুত্রসন্তানের মধ্যে শেখ মুজিবুর রহমান ছিলেন তৃতীয়। মা-বাবা তাঁকে 'খোকা' বলে ডাকতেন। শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জ মিশন স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন। একই বছরে তিনি কলকাতা ইসলামিয়া কলেজে (বর্তমানে মৌলানা আজাদ কলেজ) ভর্তি হন। ১৯৪৭ সালে এই কলেজ থেকেই তিনি স্নাতক সম্পন্ন করেন। শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারীদের চাকরির নিরাপত্তা বিধান এবং অধিকার আদায় আন্দোলন সমর্থন জানান। ১৯ এপ্রিল চতুর্থ শ্রেণির কর্মচারীদের পক্ষে মিছিল বের করার প্রস্তুতিকালে কয়েকজন শিক্ষার্থীসহ শেখ মুজিবুর রহমানকে উপাচার্যের বাসভবন থেকে গ্রেফতার করা হয়। ২৩ জুন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ (বর্তমান আওয়ামী লীগ) প্রতিষ্ঠিত হয় এবং কারাগারের বন্দী থাকা অবস্থাতেই শেখ মুজিবুর রহমান যুগ্ম সম্পাদক নির্বাচিত হন। ছাত্রজীবন থেকেই তিনি সক্রিয় রাজনৈতিক কর্মী হিসেবে নানা ধরনের আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। ৫২'র ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১র মুক্তিযুদ্ধ পর্যন্ত তাঁর বলিষ্ঠ ভূমিকা বাঙালিকে নিয়ে গিয়েছে এক নতুন অভ্যুদয়ের দিকে। ১৯৭১ সালে তাঁর বলিষ্ঠ নেতৃত্বের ফলে আমরা পেয়েছি চিরকাঙ্খিত স্বাধীনতা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোরে সামরিক বাহিনীর কতিপয় উচ্ছৃঙ্খল সদস্যের হাতে বঙ্গবন্ধু সপরিবারে নিহত হন।
যা নির্ণয় করা যায় না
যা নির্ণয় করা যায় না = অনির্ণেয়
যে বিষয়ে কোন বিতর্ক নেই
যে বিষয়ে কোনো বিতর্ক নেই - অবিসংবাদী
জীবিত থেকেও যে মৃত
জীবিত থেকেও যে মৃত = জীবস্মৃত।
যা ভাষায় প্রকাশ করা যায় না
যা ভাষায় প্রকাশ করা যায় না = অনির্বচনীয়।
যার উপস্থিত বুদ্ধি রয়েছে
যার উপস্থিত বুদ্ধি রয়েছে = প্রত্যুৎপন্নমতি
আবাহন
বিসর্জন
নিরাকার
'নিরাকার' এর বিপরীতার্থক শব্দ - - সাকার।
অনুরাগ
অনুরাগ = বিরাগ।
মুখ্য
মুখ্য = গৌণ
সংশয়
সংশয় = প্রত্যয়।
ষোড়শ
ষোড়শ = ষট্ + দশ।
গবেষণা
'গবেষণা' শব্দের সঠিক সন্ধি - বিচ্ছেদ গো + এষণা।
দ্যুলোক
দ্যুলোক ( দিব + লোক) । একটি নিপাতনে সিদ্ধ সন্ধি।
মনীষা
মনীষা' নিপাতনে সিন্ধ সন্ধি।
এর সঠিক সন্ধি বিচ্ছেদ 'মনস + ঈষা'।
ক্ষুধার্ত
ক্ষুধার্ত = ক্ষুধা + ঋত।
গৌরচন্দ্রিকা
গৌরচন্দ্রিকা (ভূমিকা/সূচনা) - ছেলেটা সবসময় গৌরচন্দ্রিকায় ভুল করে।
মানিক জোড়
মানিক জোড় (অন্তরঙ্গ বন্ধু/গভীর সম্পর্ক) - আসাদ ও আসিফের মাঝে কি মিল, যেন মানিকজোড়।
ঝাঁকের কৈ
ঝাঁকের কৈ (একই দলের লোক) - আসাদ ও আসিফের কথা বিশ্বাস করো না, তারা ঝাঁকের কৈ।
পত্র পাঠ
পত্র পাঠ (অবিলম্বে) - তার কথা শুনে পত্র পাঠ নাইমকে শাস্তি দেওয়া হলো
ঠোঁট কাটা
ঠোঁট কাটা (বেহায়া/স্পষ্টভাষী) - নাইমের মতো ঠোঁট কাটা লোক আর দেখিনি।