ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল || ব্যক্তিগত সহকারী কাম কম্পিউটার অপারেটর/অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (08-06-2024) || 2024

All

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ, ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার (বর্তমানে জেলা) টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা শেখ লুৎফর রহমান এবং মা শেখ সায়েরা খাতুন। ৪ কন্যা এবং ২ পুত্রসন্তানের মধ্যে শেখ মুজিবুর রহমান ছিলেন তৃতীয়। মা-বাবা তাঁকে 'খোকা' বলে ডাকতেন। শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জ মিশন স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন। একই বছরে তিনি কলকাতা ইসলামিয়া কলেজে (বর্তমানে মৌলানা আজাদ কলেজ) ভর্তি হন। ১৯৪৭ সালে এই কলেজ থেকেই তিনি স্নাতক সম্পন্ন করেন। শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারীদের চাকরির নিরাপত্তা বিধান এবং অধিকার আদায় আন্দোলন সমর্থন জানান। ১৯ এপ্রিল চতুর্থ শ্রেণির কর্মচারীদের পক্ষে মিছিল বের করার প্রস্তুতিকালে কয়েকজন শিক্ষার্থীসহ শেখ মুজিবুর রহমানকে উপাচার্যের বাসভবন থেকে গ্রেফতার করা হয়। ২৩ জুন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ (বর্তমান আওয়ামী লীগ) প্রতিষ্ঠিত হয় এবং কারাগারের বন্দী থাকা অবস্থাতেই শেখ মুজিবুর রহমান যুগ্ম সম্পাদক নির্বাচিত হন। ছাত্রজীবন থেকেই তিনি সক্রিয় রাজনৈতিক কর্মী হিসেবে নানা ধরনের আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। ৫২'র ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১র মুক্তিযুদ্ধ পর্যন্ত তাঁর বলিষ্ঠ ভূমিকা বাঙালিকে নিয়ে গিয়েছে এক নতুন অভ্যুদয়ের দিকে। ১৯৭১ সালে তাঁর বলিষ্ঠ নেতৃত্বের ফলে আমরা পেয়েছি চিরকাঙ্খিত স্বাধীনতা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোরে সামরিক বাহিনীর কতিপয় উচ্ছৃঙ্খল সদস্যের হাতে বঙ্গবন্ধু সপরিবারে নিহত হন।

এক কথায় প্রকাশ করুন:
2.

যা নির্ণয় করা যায় না

Created: 6 months ago | Updated: 11 hours ago

যা নির্ণয় করা যায় না = অনির্ণেয়

এক কথায় প্রকাশ করুন:
3.

যে বিষয়ে কোন বিতর্ক নেই

Created: 6 months ago | Updated: 17 hours ago

যে বিষয়ে কোনো বিতর্ক নেই - অবিসংবাদী

এক কথায় প্রকাশ করুন:
4.

জীবিত থেকেও যে মৃত

Created: 6 months ago | Updated: 10 hours ago

জীবিত থেকেও যে মৃত = জীবস্মৃত।

এক কথায় প্রকাশ করুন:
5.

যা ভাষায় প্রকাশ করা যায় না

Created: 6 months ago | Updated: 10 hours ago

যা ভাষায় প্রকাশ করা যায় না = অনির্বচনীয়।

এক কথায় প্রকাশ করুন:
6.

যার উপস্থিত বুদ্ধি রয়েছে

Created: 6 months ago | Updated: 11 hours ago

যার উপস্থিত বুদ্ধি রয়েছে = প্রত্যুৎপন্নমতি

বিপরীত শব্দ লিখুন:
7.

আবাহন

Created: 6 months ago | Updated: 11 hours ago

বিসর্জন

বিপরীত শব্দ লিখুন:
8.

নিরাকার

Created: 6 months ago | Updated: 11 hours ago

'নিরাকার' এর বিপরীতার্থক শব্দ - - সাকার।

বিপরীত শব্দ লিখুন:
9.

অনুরাগ

Created: 6 months ago | Updated: 14 hours ago

অনুরাগ = বিরাগ।

বিপরীত শব্দ লিখুন:
10.

মুখ্য

Created: 6 months ago | Updated: 9 hours ago

মুখ্য = গৌণ

বিপরীত শব্দ লিখুন:
11.

সংশয়

Created: 6 months ago | Updated: 13 hours ago

সংশয় = প্রত্যয়।

সন্ধি বিচ্ছেদ করুন:
12.

ষোড়শ

Created: 6 months ago | Updated: 11 hours ago

ষোড়শ = ষট্ + দশ।

সন্ধি বিচ্ছেদ করুন:
13.

গবেষণা

Created: 6 months ago | Updated: 5 days ago

'গবেষণা' শব্দের সঠিক সন্ধি - বিচ্ছেদ গো + এষণা।

সন্ধি বিচ্ছেদ করুন:
14.

দ্যুলোক

Created: 6 months ago | Updated: 5 days ago

দ্যুলোক ( দিব + লোক) । একটি নিপাতনে সিদ্ধ সন্ধি

সন্ধি বিচ্ছেদ করুন:
15.

মনীষা

Created: 6 months ago | Updated: 1 day ago

মনীষা' নিপাতনে সিন্ধ সন্ধি। 

এর সঠিক সন্ধি বিচ্ছেদ 'মনস + ঈষা'।

সন্ধি বিচ্ছেদ করুন:
16.

ক্ষুধার্ত

Created: 6 months ago | Updated: 13 hours ago

ক্ষুধার্ত = ক্ষুধা + ঋত।

নিচের বাগধারাসমূহের অর্থসহ বাক্য গঠন করুন:
17.

গৌরচন্দ্রিকা

Created: 6 months ago | Updated: 11 hours ago

গৌরচন্দ্রিকা (ভূমিকা/সূচনা) - ছেলেটা সবসময় গৌরচন্দ্রিকায় ভুল করে।

নিচের বাগধারাসমূহের অর্থসহ বাক্য গঠন করুন:
18.

মানিক জোড়

Created: 6 months ago | Updated: 5 days ago

মানিক জোড় (অন্তরঙ্গ বন্ধু/গভীর সম্পর্ক) - আসাদ ও আসিফের মাঝে কি মিল, যেন মানিকজোড়।

নিচের বাগধারাসমূহের অর্থসহ বাক্য গঠন করুন:
19.

ঝাঁকের কৈ

Created: 6 months ago | Updated: 8 hours ago

ঝাঁকের কৈ (একই দলের লোক) - আসাদ ও আসিফের কথা বিশ্বাস করো না, তারা ঝাঁকের কৈ।

নিচের বাগধারাসমূহের অর্থসহ বাক্য গঠন করুন:
20.

পত্র পাঠ

Created: 6 months ago | Updated: 10 hours ago

পত্র পাঠ (অবিলম্বে) - তার কথা শুনে পত্র পাঠ নাইমকে শাস্তি দেওয়া হলো

নিচের বাগধারাসমূহের অর্থসহ বাক্য গঠন করুন:
21.

ঠোঁট কাটা

Created: 6 months ago | Updated: 13 hours ago

ঠোঁট কাটা (বেহায়া/স্পষ্টভাষী) - নাইমের মতো ঠোঁট কাটা লোক আর দেখিনি।

Related Sub Categories