আক্কেল সেলামি
আক্কেল সেলামি (নির্বুদ্ধিতার দণ্ড): বিনা টিকেটে টেনে চড়ে আক্কেল সেলামি দিতে হলো।
একাদশে বৃহস্পতি
একাদশে বৃহস্পতি (সৌভাগ্যের বিষয়): এখন তার একাদশে বৃহস্পতি, ধুলোমুঠোও সোনামুঠো হচ্ছে।
গড্ডালিকা প্রবাহ
গড্ডলিকা প্রবাহ (অন্ধ অনুকরণ): গড্ডলিকা প্রবাহে যারা গা ভাসিয়ে দেয়, আমি তাদের দলে নেই।
জিলাপীর প্যাঁচ
জিলাপীর প্যাচ (কুটিলতা): ভালো মানুষ মনে হলেও তার ভেতরে রয়েছে জিলাপীর প্যাচ।
গোঁফ খেজুরে
গোঁফ খেজুরে (নিতান্ত অলস): গোঁফ খেজুরে লোক দিয়ে কোনো কাজই হয় না ।
ঈষৎ আমিষ গন্ধ যার
ঈষৎ আমিষ গন্ধ যার = আঁষটে।
যে পুরুষ বিয়ে করেছে
যে পুরুষ বিয়ে করেছে = কৃতদার।
যে মেয়ের বিয়ে হয়নি
যে মেয়ের বিয়ে হয়নি = অনূঢ়া।
যে ক্রমাগত রোদন করছে
যে ক্রমাগত রোদন করছে = রোরুদ্যমান।
যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে
যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে = অবিমৃষ্যকারী।
ডাক্তার ডাক
ডাক্তার ডাক = কর্মে শূন্য ।
তিলে তৈল আছে
তিলে তৈল আছে = অধিকরণে ৭মী।
আকাশে চাঁদ উঠেছে
আকাশে চাঁদ উঠেছে = অধিকরণে ৭মী ।
মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন
মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন = মা প্রযোজক কর্তা (কর্তৃকারকে প্রথমা বা শূন্য বিভক্তি)।
মূল কর্তা যখন অন্যকে কোনো কাজে নিয়োজিত ত করে তা সম্পন্ন করায়, তখন তাকে প্রযোজক কর্তা বলে ।
যেমনঃ শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন । আবার, মূল কর্তার করণীয় কার্য যাকে দিয়ে সম্পাদিত হয়, তাকে প্রযোজ্য কর্তা বলে। ওপরের বাক্যে 'ছাত্র' প্রযোজ্য কর্তা অনুরূপঃ রাখাল (প্রযোজক); গরুকে (প্রযোজ্য কর্তা) ঘাস খাওয়া ইত্যাদি
বিপদে মোরে করবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা
বিপদে মোরে করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা = অপাদানে ৭মী ।
অত্যুক্তি
অত্যুক্তি = অতি + উক্তি
গবেষণা
গবেষণা = গো + এষণা ।
স্বাগত
স্বাগত = সু + আগত ।
সংলাপ
সংলাপ = সম্ + লাপ ৷
পদ্ধতি
পদ্ধতি = পদ্ + হতি ।