ঢাকা উত্তর সিটি কর্পোরেশন || পরিচ্ছন্ন পরির্দশক (28-11-2020) || 2020

All

সকল বিষয়

ভাব সম্প্রসারণ করুন: ( যে কোন একটি)
1.

পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি

Created: 2 months ago | Updated: 3 weeks ago

“পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি "

পরিশ্রমই কল্যাণ বয়ে আনে। পরিশ্রম ছাড়া জীবনে প্রকৃত সফলতা অর্জন করা যায় না। কঠোর পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। সৌভাগ্যা নিয়েই পৃথিবীতে কোন মানুষের জন্য হয় না। কর্মের মাধ্যমে তার ভাগ্য কে গড়ে নিতে হয়। তাই বলা যায়, পরিশ্রমই সৌভাগ্য বয়ে আনে।

সৃষ্টিকর্তা মানুষকে শক্তি ও বুদ্ধিমত্তা দান করেছেন পরিশ্রম করার জন্য। বিনা পরিশ্রমে কোন কিছু অর্জন করা যায় না। মেধা বুদ্ধি, কর্মশক্তি ইত্যাদি মানুষকে অন্যান্য প্রাণী থেকে স্বাতন্ত্র্য দান করেছেন। এসব বৈশিষ্ট্যকে কাজ লাগিয়ে, পরিশ্রমের মাধ্যমে মানুষ সফলতা বা সৌভাগ্যের দ্বারপ্রান্তে উপনীত হয়। সৌভগ্য শ্রমের দ্বারা অর্জন করে নিতে হয়। মানবজীবনে সাফল্য অর্জন করতে হলে অলসতায় গা না ভাসিয়ে কঠোর পরিশ্রম করতে হবে। প্রাচীনকাল হতে বর্তমানকাল পর্যন্ত যত মনীষী সাফল্যের স্বর্ণশিখরে আরোহন করেছেন প্রত্যেকেই কঠোর পরিশ্রম করেছেন। তাইতো বলা হয় সফলতা অর্জনের মূলে রয়েছে পরিশ্রম। ব্যক্তিগত ও জাতীয় জীবনে সফলতা অর্জনের জন্য শ্রম অপরিহার্য। দেখা যায়, পৃথিবীতে যে জাতি যত  পরিশ্রমী তারা তত উন্নত। তাই পরিশ্রমকে সৌভাগ্যের চাবিকাঠি বলা হয়। অন্যদিকে, মেধা থাকা সত্ত্বেও যদি কেউ তা কাজে লাগানোর চেষ্টা না করে, তাহলে দুর্ভাগ্য তার জীবনকে অক্টোপাসের মত ঘিরে ফেলে। আমরা যদি ভাল ক্রিকেটা খেলোয়াড় হতে চাই তাহলে আমাদেরকে মাঠ অনুশীলন করতে হবে, ঘরে বসে শুধু স্বপ্ন দেখলে হবে না। তেমনি জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হতে হলে শ্রম, সাধনা ব্যতীত বিকল্প কোন পথ নেই। তাই বলা হয়ে থাকে, হাত জোড় করে নয়, হাত মুঠো করে নয়, পেতে হলে হাত লাগাতে হবে। মানুষের যাবতীয় সৌভাগ্যের মূলে রয়েছে তার পরিশ্রম। পরিশ্রমী ব্যক্তি যথার্থই ভাগ্যবান। ব্রিটিশ বিজ্ঞানী জন ডাল্টনকে সকলেই প্রতিভাবান বলে সম্মোধন করতেন অথচ তিনি নিজেকে কঠোর পরিশ্রমী হিসেবে পরিচয় দিতেন। ইংরেজিতে প্রবাদ আছে Life is not a bed of rose - অর্থাৎ জীবন পুষ্প-শয্যা নয় । 

মানুষের জীবনের প্রতিটি সাফল্য নির্ভর করে তার কর্মের উপর। ফরাসি দার্শনিক ভলতেয়ার যথার্থই বলেছেন প্রতিভা বলে কিছু নেই। পরিশ্রম ও সাধনা করো, তাহলে প্রতিভাকে অগ্রাহ্য করতে পারবে। Impossible is a word which is found only in the dictionary of a fool (অসম্ভব একটি শব্দ যা শুধু বোকাদের অভিধানে পাওয়া যায়) বলেছেন নেপোলিয়ান বোনাপার্ট ।

মানুষ সৃষ্টির সেরা জীব। যারা কঠোর পরিশ্রমী, সৃষ্টিকর্তা তাদের সহায়তা করেন। তাই সফলতার পথে এগিয়ে যেতে আমাদের কঠোর পরিশ্রমী হতে হবে।

ভাব সম্প্রসারণ করুন: ( যে কোন একটি)
2.

চরিত্র মানুষের অমূল্য সম্পদ

Created: 2 months ago | Updated: 3 weeks ago

“চরিত্র মানুষের অমূল্য সম্পদ”

চরিত্র মানুষের কাছে সর্বপেক্ষা গুরুত্বপূর্ণ। এটি ঠিক থাকলে একজন মানুষ জীবনে কোথাও কোন কাজে আটকে থাকে না। সকল বাধাবিপত্তি ডিঙিয়ে পাল্লা দিয়ে এগিয়ে চলে জীবনযুদ্ধে।

প্রত্যেক মানুষই বাঁচার মত বাঁচতে চায়। আর এজন্য প্রয়োজন উত্তম চরিত্রের অধিকারী হওয়া। চরিত্র ছাড়া মানুষ কোন কিছু নিয়ে গর্ব করতে পারে না। চরিত্রহীন মানুষ পশুর সমান। পদে পদে তাদের লাঞ্ছনা-গঞ্জনা সহ্য করতে হয়। তাদের কেউ বিশ্বাস করে না, ভালবাসে না। চরিত্র এমনই এক সম্পদ যা অর্থের মাপকাঠিতে পরিমাপ করা যায় না। 

The crown and glory of life is character (চরিত্র মানবজীবনের মুকুট স্বরূপ) বলেছেন স্যামুয়েল স্মাইলস।

সততা, সত্যনিষ্ঠা, প্রেম, পরোপকারিত, দায়িত্ববোধ, শৃঙ্খলা এবং কর্তব্যপরায়নতা ইত্যাদি চরিত্রের মূল উপাদান। এসব উপাদান যার মধ্যে বিদ্যমান কেবল তাকেই চরিত্রবান বলে আখ্যায়িত করা যায়। স্বাস্থ্য, অর্থ এবং বিদ্যা মানবজীবনে অপরিহার্য। কিন্তু একজন মানুষের স্বাস্থ্য, অর্থ এবং বিদ্যা আবশ্যকতার চেয়ে বেশি থাকলেও সে যদি চরিত্রহীন হয় তাহলে তার সবকিছুই মূল্যহীন। চরিত্রবান ব্যক্তি পরশপাথরের মত। পরশপাথরের ছোয়ায় লোহা যেমন সোনায় পরিনিত হয়। তেমনই চরিত্রবান ব্যক্তির প্রভাবে তার চারপাশের ব্যক্তিরাও সুন্দর ও মহৎ জীবনের অধিকারী হয়। যেমনঃ মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)। প্রাচুর্যের বিনিময়ে পৃথিবীর সবকিছু কেনা সম্ভব হলেও চরিত্র কেনা যায় না। চরিত্রবান ব্যক্তি মানেই সকল আদর্শ। তাই আমাদের উচিৎ শৈশব থেকে চরিত্রবান হওয়ার সাধনা করা। কারণ চরিত্র মানুষের অমূল্য সম্পদ। বলা হয় -

"When money is lost, nothing is lost 

When health is lost, something is lost

But if character is lost, everything is lost"

অর্থঃ বিত্ত-গাড়ি-বাড়ি প্রভৃতির চেয়ে চরিত্র অনেক বড় সম্পদ। আর সম্পদ অর্থমূল্যে নয় নৈতিক ও মানবিক পবিত্রতার মানদণ্ডে বিচার করা উচিত। কাজেই আমাদের সকলেরই চরিত্রবান হওয়ার সাধনা করতে হবে।

এক কথায় প্রকাশ করুনঃ
3.

আমিষের অভাব

Created: 2 months ago | Updated: 3 weeks ago

আমিষের অভাব = নিরামিষ।

এক কথায় প্রকাশ করুনঃ
4.

আকাশে চড়ে বেড়ায় যে

Created: 2 months ago | Updated: 3 weeks ago

আকাশে চড়ে বেড়ায় যে = খেচর

এক কথায় প্রকাশ করুনঃ
5.

অল্প কথা বলে যে

Created: 2 months ago | Updated: 3 weeks ago

অল্প কথা বলে যে = মিতভাষী 

এক কথায় প্রকাশ করুনঃ
6.

অগ্রে গমণ করে যে

Created: 2 months ago | Updated: 3 weeks ago

অগ্রে গমণ করে যে = অগ্রগামী

এক কথায় প্রকাশ করুনঃ
7.

হরণ করিবার ইচ্ছা

Created: 2 months ago | Updated: 3 weeks ago

হরণ করিবার ইচ্ছা = জিহীর্ষা

সন্ধি বিচ্ছেদ করুন:
8.

রবীন্দ্র

Created: 2 months ago | Updated: 3 weeks ago

রবীন্দ্র = রবি + ইন্দ্ৰ।

সন্ধি বিচ্ছেদ করুন:
9.

অপেক্ষা

Created: 2 months ago | Updated: 3 weeks ago

অপেক্ষা = অপ + ঈক্ষা ।

সন্ধি বিচ্ছেদ করুন:
10.

ষোড়শ

Created: 2 months ago | Updated: 2 weeks ago

ষোড়শ = ট + দশ।

সন্ধি বিচ্ছেদ করুন:
11.

সৌন্দর্য্য

Created: 2 months ago | Updated: 3 weeks ago

সৌন্দর্য্য = সুন্দর + ষ্ণ।

সন্ধি বিচ্ছেদ করুন:
12.

অণ্বেষণ

Created: 2 months ago | Updated: 3 weeks ago

অন্বেষণ = অনু + এষণ 

বাগধারা অর্থসহ বাক্য গঠন করুন:
13.

অরণ্যেরোদন

Created: 2 months ago | Updated: 3 weeks ago

অরণ্যেরোদন (নিষ্ফল আবেদন): এখানে অরণ্যেরোদন করে লাভ নেই, পাষাণ হৃদয় ।

বাগধারা অর্থসহ বাক্য গঠন করুন:
14.

বালিলি বাঁধ

Created: 2 months ago | Updated: 3 weeks ago

বালির বাঁধ (অস্থায়ী বস্তু): এই দুনিয়া যেন বালির বাঁধ আর মিছে মায়ার খেলা ।

বাগধারা অর্থসহ বাক্য গঠন করুন:
15.

পালের গোদা

Created: 2 months ago | Updated: 3 weeks ago

পালের গোদা (সর্দার): ডাকাত দলের পালের গোদা ধরা পরায় গ্রামবাসী খুব খুশি।

বাগধারা অর্থসহ বাক্য গঠন করুন:
16.

ব্যাঙের আধুলি

Created: 2 months ago | Updated: 1 day ago

ব্যাঙের আধুলি (সামান্য ধন বা সম্পদ): এ ব্যাঙের আধুলি দিয়ে আমার কিছু হবে না ।

বাগধারা অর্থসহ বাক্য গঠন করুন:
17.

অহিনকুল

Created: 2 months ago | Updated: 2 weeks ago

অহিনকুল (ভীষণ শত্রুতা): সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক ক্রমশই অহিনকুল রূপ ধারণ করলো ।

বিপরীত শব্দ লিখুন
18.

মহৎ

Created: 2 months ago | Updated: 1 day ago

মহৎ = হীন ।

বিপরীত শব্দ লিখুন
19.

লোভ

Created: 2 months ago | Updated: 1 day ago

লোভ = নির্লোভ ।

বিপরীত শব্দ লিখুন
20.

প্রকাশ

Created: 2 months ago | Updated: 1 day ago

প্রকাশ = গুপ্ত ।

বিপরীত শব্দ লিখুন
21.

অধিক

Created: 2 months ago | Updated: 3 days ago

অধিক = অল্প 

বিপরীত শব্দ লিখুন
22.

প্রত্যক্ষ

Created: 2 months ago | Updated: 2 weeks ago

প্রত্যক্ষ = পরোক্ষ ।

Waste Management

Waste management means collecting, transporting, processing, recycling and monitoring of the waste materials. The term waste management generally relates to those materials which are produced by human activity and is usually undertaken to reduce the effect of these activities on their health and environment. Waste management is also useful to recover useful resources from the waste. Waste management involves all solid, liquid and gaseous or radioactive substances which are managed with different methods and expertise is required for each of them. Waste management practices are different for different countries of the world be it developed or developing nations. The management is different for urban and rural areas, for residential and industrial waste producers Management of residential and institutional waste in cities and metros is done by the local government authorities or what we call as Municipal Corporation, while management of non hazardous commercial and industrial waste is done by the generator of such waste, Reduce Reuse, Recycle" are known as the 3R of the waste hierarchy. Recycling involves processing used materials to make a new product which prevents waste of potentially useful materials that will reduce the consumption of fresh raw materials and reduce the energy usage, water pollution and reduce air pollution by reducing the need for "conventional" waste disposal, and lower the greenhouse gas emissions as compared to original and fresh production. Recycling is a key component of modern waste reduction and is the third component of Recyclable materials include many kinds of glass, paper, metal, plastic, textiles, and electronics. Although similar in effect, the composting or other reuse of biodegradable waste - such as food or garden waste - is not typically considered recycling. Materials to be recycled are either brought to a collection center or picked up manufacturing. Recycling Saves money, energy, trees and the Earth. Recycling of a material will from the curbside, then sorted, cleaned, and reprocessed into new materials bound for produce a fresh supply of the same material such as used office paper can be converted into new office paper. This is often difficult and expensive so "recycling" of many products involves their reuse in producing different materials. Another form of recycling is the salvage of certain materials from complex products due to their intrinsic value like lead from car batteries or gold from computer components, or due to their hazardous nature. The costs and energy used in collection and transportation outweigh the costs and energy saved in the production process which is a disadvantage of recycling and also that the jobs produced by the recycling industry can be of poor trade. Also materials like paper pulp are such which can only be recycled a few times before degradation prevents further recycling.

ভ্রমণে যাবার প্রাক্কালে একজন বণিক তাঁর তিন কন্যার কাছে জানতে চাইলেন কার জন্য কি আনবেন। বড় মেয়ে মুক্তা, মেজ মেয়ে জহরত আনতে বললো, কিন্তু তৃতীয় জন বলল, 'বাবা আমার জন্য একটি গোলাপ এনো' । এখন মধ্য শীতে গোলাপ পাওয়া খুব সহজ কাজ নয়। তবুও তৃতীয় জন সবচেয়ে প্রিয় কন্যা এবং গোলাপ প্রেমিক বলে তাঁর বাবা তাকে বললেন যে, তিনি তার সাধ্য মতো চেষ্ট করবেন।

= Before leaving for a trip, a merchant asked his three daughters what he would bring for them. The older one asked for pearl, the middle one asked for jewelry but the younger one told him to bring a rose. It is not an easy task to come by rose in that winter. Yet, the youngest daughter was his favorite and a rose lover, he told her that he would try his best.

Write down the writer’s name of following books
25.

The Ministry of Utmost Happiness

Created: 2 months ago | Updated: 3 weeks ago

The Ministry of Utmost Happiness written by Arundhati Roy. এটি তাঁর রচিত দ্বিতীয় উপন্যাস। এটি প্রকাশিত হয় ২০১৭ সালে ।

Write down the writer’s name of following books
26.

A hundred years of solitude

Created: 2 months ago | Updated: 2 weeks ago

A hundred years of solitude বইটির প্রকৃত নাম One hundred years  এই বইটির লেখক হলেন Gabriel Garcia Marquez. তিনি একজন কলম্বিয়ান লেখক ।

Write down the writer’s name of following books
27.

Things fall apart

Created: 2 months ago | Updated: 3 weeks ago

নাইজেরিয়ান লেখক Chinua Achebe রচিত 'Things fall Apart' রচিত হয় ১৯৫৮ সালে ।

Write down the writer’s name of following books
28.

Devin Comedy

Created: 2 months ago | Updated: 3 weeks ago

ইতালিয়ান কবি Dante Alighieri রচিত Divine Comedy একটি কবিতা ।

Write down the writer’s name of following books
29.

Black skin, white masks

Created: 2 months ago | Updated: 3 weeks ago

১৯৫২ সালে Frantz Fanon রচিত Black Skin, White Masks একটি বিখ্যাত বই ।

Select the right form of verbs:
30.

Hardly had we reached the school-----.

Created: 2 months ago | Updated: 3 weeks ago

Hardly had we reached the school When the bell rang

বাক্যের শুরুতে Hardly had থাকলে পরবর্তী অংশে ‘than’ না বসে ‘when’ বসে।
বাক্যের অর্থঃ আমরা স্কুলে পৌঁছাতে না পৌঁছাতেই ঘণ্টা বেজে উঠলো।

Select the right form of verbs:
31.

A ___ stone gathers no moss.

Created: 2 months ago | Updated: 3 weeks ago

A rolling stone gathers no moss.

বাক্যের Rolling একটি Participle যা বাক্যে Noun হিসেবে ব্যবহৃত Stone কে Modify করেছে। অতএব বাক্যটিতে Rolling শব্দটি Adjective হিসেবে ব্যবহৃত হয়েছে।

Select the right form of verbs:
32.

A basket of apples ____ been sold.

Created: 2 months ago | Updated: 1 week ago

A basket of apples has been sold.

বাক্যেটির শুরুতে A basket থাকায় Verb টি Singular হবে।
বাক্যের অর্থঃ এক বাক্স আপেল বিক্রি হয়েছে।

Created: 2 months ago | Updated: 2 weeks ago

The doctor suggested that the patient lose weight.

এই ক্ষেত্রে নিয়ম হলো Subject + Subjunctive (যেমনঃ Suggested, Proposed ইত্যাদি) + that + subject + base form + বাকি অংশ ।
বাক্যের অর্থঃ ডাক্তারের পরামর্শ রোগী তার ওজন কমাক।

 

Created: 2 months ago | Updated: 3 weeks ago

If you don't mind, I would rather not go.

কোনো কিছু করা বরং ভালো অর্থে Would rather এরপর Verb এর Base form বসে। বাক্যের অর্থঃ আপনি কিছু মনে না করলে আমি বরং না-ই গেলাম ।

Write the meaning of the following idioms
35.

Bell the cat

Created: 2 months ago | Updated: 3 weeks ago

Bell the cat = নিজে বিপদের ঝুঁকি নিয়ে কোনো দুঃসাহসিক কাজ করে অন্যদের রক্ষা করা ।

Write the meaning of the following idioms
36.

Scapegoat

Created: 2 months ago | Updated: 3 weeks ago

Scapegoat = বলির পাঠা; একজনের ভুল বা অন্যায়ের দায়ে অন্য জনকে অভিযুক্ত করা ।

Write the meaning of the following idioms
37.

Cutting edge

Created: 2 months ago | Updated: 2 weeks ago

Cutting edge = কোনো কিছুর ধারালো প্রান্ত বা কোনো কিছুর চূড়ান্ত রূপ ।

Write the meaning of the following idioms
38.

Ants in your pants

Created: 2 months ago | Updated: 2 weeks ago

Ants in your pants = চলাফেরা বা কাজকর্মে অস্থিরতা।

Write the meaning of the following idioms
39.

Once in a blue moon

Created: 2 months ago | Updated: 3 weeks ago

Once in a blue moon = কদাচিৎ।

প্রথম ছাব্বিশটি মৌলিক সংখ্যা হল: ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯, ৬১, ৬৭, ৭১, ৭৩, ৭৯, ৮৩, ৮৯, ৯৭, ১০১।

আমরা জানি, বর্গের চারটি বাহু-ই সমান ।

তাই একটি বাহু a হলে বাকি তিনটি বাহুও a-ই হবে।

∴ ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ = a × a = a2 বর্গ একক

যদি কোন ত্রিভুজের দুটি কোণ পরস্পর সমান হয় তবে এদের বিপরীত বাহু দুইটি পরস্পরের সমান হবে। (সত্য)

বৃত্তের কোন একটি নির্দিষ্ট বিন্দুতে একাধিক স্পর্শক অঙ্কন করা যায়।

অপশন b) মিথ্যা ।
বৃত্তের একটি বিন্দুতে একাধিক স্পর্শক (Tangent) অঙ্কন করা যায় না।

ধরি, পিতার বয়স x বছর

∴ পুত্রের বয়স (x - ৩৯) বছর

প্রশ্নমতে, x + x – ৩৯ = ৮৭

⇒ ২x - ৩৯ = ৮৭

⇒ ২x=৮৭ + ৩৯ = ১২৬

∴ x =  =  

অর্থাৎ পিতার বয়স ৬৩ বছর।

∴ পুত্রের বয়স = ৮৭ - ৩৯ = ২৪ বছর।

Created: 2 months ago | Updated: 3 weeks ago

লন্ডন টেমস্ নদীর তীরে অবস্থিত।

ইতিহাসের প্রথম মার্কিন নারী ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন কমলা হ্যারিস।

Created: 2 months ago | Updated: 3 weeks ago

মার্টিন লুথার কিং জুনিয়র ছিলেন একজন বিখ্যাত আফ্রিকান-আমেরিকান মানবাধিকার কর্মী। শান্তিতে তিনি ১৯৬৪ সালে নোবেল পুরস্কার পান। নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত কৃষ্ণাঙ্গদের মধ্যে তিনিই সর্বকনিষ্ঠ।

Created: 2 months ago | Updated: 3 weeks ago

COVID-19 এর পূর্ণরূপ হলো Corona Virus Disease of 2019.

ফুটবল তারকা ম্যারাডোনার নেতৃত্বে আর্জেন্টিনা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ১৯৮৬ সালে। উল্লেখ্য, মেক্সিকোতে অনুষ্ঠিত ১৯৮৬ সালের ফিফা বিশ্বকাপে ম্যারাডোনা আর্জেন্টিনার জাতীয় দলের অধিনায়কত্ব করেছিলেন। ২৯ জুন ফাইনালে পশ্চিম জার্মানিকে ২-১ গোলের ব্যবধানে পরাজিত করে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়লাভ করেছিলো। তিনি আর্জেন্টিনার হয়ে ৪টি ফিফা বিশ্বকাপ (১৯৮২, ১৯৮৬, ১৯৯০ এবং ১৯৯৪) এবং ৩টি কোপা আমেরিকায় (১৯৭৯, ১৯৮৭ এবং ১৯৮৯) অংশগ্রহণ করেছেন।

ডাচ চিত্রকর ভিনসেন্ট ভ্যান গগের বিখ্যাত চিত্রকর্মগুলো হলোঃ 'সানফ্লাওয়ার', 'পটেটো ইটারস বেডরুম ইন 'আরলেস' ইত্যাদি।

অরুণোদয়ের অগ্নিসাক্ষী' চলচ্চিত্রের পরিচালক হলেন সুভাষ দত্ত। এটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের উপর ভিত্তি করে নির্মিত একটি চলচ্চিত্র।

Created: 2 months ago | Updated: 3 weeks ago

BIMSTEC এর পূর্ণরূপ Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation.

Created: 2 months ago | Updated: 3 weeks ago

ডিভাইস যন্ত্রে Internet of Things বা সব যন্ত্রেই ইন্টারনেট এখন বহুল আলোচিত একটি বিষয়। Internet of Things বিষয়টিকে সংযোগ সুবিধার যন্ত্র যেমন গাড়ি, পোশাক বা গৃহস্থলিতে ব্যবহৃত যন্ত্রগুলোর মধ্যে Internet আন্তঃসংযোগ হিসেবে বুঝানো হয়। প্রতিটি যন্ত্র যাতে তারবিহীন যোগাযোগ পদ্ধতিতে পরস্পরের সাথে যোগাযোগ করতে পারে এবং বুদ্ধিমান হয়ে উঠতে পারে, সেই Network-ই হলো Internet of Things (IOT).

শিক্ষা ক্ষেত্রে ‘স্বাধীনতা পুরস্কার ২০২০' লাভ করে ভারতেশ্বরী হোম্‌স ।

বাংলাদেশের প্রথম ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (LNG) টার্মিনাল অবস্থিত মহেশখালী, কক্সবাজারে ।

সাধারণ জ্ঞান
57.

পটচিত্র কি?

Created: 2 months ago | Updated: 3 weeks ago

পট বা বস্ত্রের উপর আঁকা এক প্রকার লোকচিত্র হলো পটচিত্র। পটচিত্র প্রাচীন বাংলার অন্যতম সাংস্কৃতিক ঐতিহ্য। প্রাচীনকালে যখন কালো রীতিসিদ্ধ শিল্পকলার অস্তিত্ব ছিল না তখন এটিই ছিল বাংলার শিল্পকলার ঐতিহ্যের বাহক। যারা পটচিত্র অঙ্কন করেন তাদের পটুয়া বলা হয় ৷

Created: 2 months ago | Updated: 3 weeks ago

‘পদ্মা নদীর মাঝি' মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একটি উপন্যাস। উপস্যাসটিতে জেলে জীবনের জীবন যাত্রার করুন চিত্র তুলে ধরা হয়েছে ।

১৪ এপ্রিল, ১৯৮৬ সালে বিকেএসপি প্রতিষ্ঠিত হয়। এটি ঢাকার অদূরে সাভারের জিরানিতে অবস্থিত।

“মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল” হিসেবে স্বীকৃতি দিয়েছে। উল্লেখ্য, অক্টোবর ২৪-২৭ তারিখ ২০১৭ সালে ফ্রান্সের প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে অনুষ্ঠিত সংস্থাটির আন্তর্জাতিক পরামর্শক কমিটি (IAC) বিশ্বের বিভিন্ন দেশ থেকে পাঠানো ১৩০টি ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ দলিল, নথি ও বক্তৃতাকে যাচাই-বাছাই করে ৭৮টি বিষয়কে সংস্থার Memory of the World Register এ অন্তর্ভুক্তির সুপারিশ করে। এরপর ৩০ অক্টোবর ২০১৭ সালে UNESCO'র মহাপরিচালক ইরিনা বোকোভা ঐ ৭৮টি বিষয়কে Memory of the World Register এ অন্তর্ভূক্তির কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে । এর মধ্যে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ অন্যতম। এটাই UNESCO'র এ যাবৎ স্বীকৃতিপ্রাপ্ত ৪২৭টি প্রামাণ্য ঐতিহ্যের মধ্যে প্রথম অলিখিত ভাষণ ৷

বাংলা সাহিত্যে প্যারডি রচনার পথিকৃৎ দ্বিজেন্দ্রলাল রায় ‘ধন ধান্য পুষ্পে ভরা, আমাদের এই বসুন্ধরা' গানটির গীতিকার ।

Created: 2 months ago | Updated: 3 weeks ago

অ্যান্তোনিও গুতেরেস হলেন পর্তুগালের নাগারিক। তিনি ছিলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী এবং United Nations High Commissioner for Refugees হিসেবে কর্মরত ছিলেন। জাতিসংঘের নবম মহাসচিব হিসেবে ২০১৭ সালের ১ জানুয়ারিতে দায়িত্ব গ্রহণ করেন।

Created: 2 months ago | Updated: 3 weeks ago

অপচনশীল ময়লা রাখা হয় গ্রীণ কালার ডাস্টবিনে।

Related Sub Categories