Translate into English

ভ্রমণে যাবার প্রাক্কালে একজন বণিক তাঁর তিন কন্যার কাছে জানতে চাইলেন কার জন্য কি আনবেন। বড় মেয়ে মুক্তা, মেজ মেয়ে জহরত আনতে বললো, কিন্তু তৃতীয় জন বলল, ‘বাবা আমার জন্য একটি গোলাপ এনা’ । এখন মধ্য শীতে গোলাপ পাওয়া খুব সহজকাজ নয়। তবুও তৃতীয় জন সবচেয়ে প্রিয় কন্যা এবং গোলাপ প্রেমিক বলে তাঁর বাবা তাকে বললেন যে, তিন তার সাধ্য মতো চেষ্টা করবেন।

Created: 6 months ago | Updated: 1 month ago

Related Questions