স্বল্প
স্বল্প =সু+অল্প
ষষ্ঠ
ষষ্+থ=ষষ্ঠ
নীরব
নীরব=নিঃ+রব
সদৈব
সদৈব=সদা+এব
অধমর্ণ
অধমর্ণ =অধম+ঋণ
ইহলোক বিষয়ক
ইহলোক বিষয়ক = ঐহিক
কথায় যা প্রকাশ করা যায় না
কথায় যা প্রকাশ করা যায় না- অনির্বচনীয়
চিবিয়ে খেতে হয় যা
চিবিয়ে খেতে হয় যা=চর্ব্য
যে অঘটন ঘটাতে পটু
যে অঘটন ঘটাতে পটু = অঘটনঘটনপটীয়সী
মনে যার জন্ম
মনে যার জন্ম = মনসিজ
আঠারো মাসে বছর
আঠারো মাসে বছর = দীর্ঘসূত্রিতা
জগাখিচুড়ি
জগাখিচুড়ি = বিশৃঙ্খল
চিনে জোঁক
চিনে জোঁক = নাছোড়বান্দা
ননীর পুতুল
ননীর পুতুল = শ্রমবিমুখ
বিনা মেঘে বজ্রপাত
বিনা মেঘে বজ্রপাত = অপ্রত্যাশিত বিপদ
অসহায়কে সাহায্য করো
অসহায়কে সাহায্য করো = সম্প্রদানে ৪র্থী
আমার যাওয়া হয় নি
আমার যাওয়া হয় নি = কর্তৃ কারকে ৬ষ্ঠী
ভিখারিকে ভিক্ষা দাও
ভিখারিকে ভিক্ষা দাও = সম্প্রদানে ৪র্থী
এ দেহে প্রাণ নেই
এ দেহে প্রাণ নেই = অধিকরণে ৭মী
সারারাত বৃষ্টি হয়েছে
সারারাত বৃষ্টি হয়েছে = অধিকরণে শূন্য
You can contribute to the efforts against deforestation by doing these easy steps:
Fez
Fez - Fezzes
Wharf
Wharf - Wharves
Brother
Brother - Brethren
Loaf
Loaf - Loaves
Man-of-war
Man-of-war = Men-of-war
They laughed at the old man.
They laughed at the old man.
= The old man was laughed at by them.
She looks after the orphans.
She looks after the orphans.
= The orphans are looked after by her
Never tell a lie.
Never tell a lie.
= Let not a lie be ever told
Who has broken the glasses ?
Who has broken the glasses ?
= By whom have the glasses been broken?
Whom is he teaching English?
Whom is he teaching English?
= Who is English being taught by him?
A bird of passage
A bird of passage = ঋতুবিহারী পাখী
The bird of passage flew south for the winter.
Back and forth
Back and forth = এদিক ওদিক
The bird flew back and forth.
Bring to sense
Bring to sense = বাস্তবতা মেনে নেয়া
His failure in the examination brought him to sense
Call to the bar
Call to the bar - উকিল
She studied law and was called to the bar in 2022
Epoch-making
Epoch-making = যুগান্তকারী ঘটনা
Invention of computer is an epoch-making event.
Only Allah can help us.
Only Allah can help us.
= None but Allah can help us.
The Padma is a very big river
The Padma is a very big river
= What a big river the Padma is?
You should never tell a lie.
You should never tell a lie.
= Never tell a lie.
I saw a boy who was speaking loudly.
I saw a boy who was speaking loudly.
= I saw a boy speaking loudly.
I am sure of his success.
I am sure of his success.
= I am sure and he will succeed.
৫টির মূল্য ১ টাকা
১টির মূল্য= ১/৫ টাকা
আবার,
৩ টির মূল্য ১ টাকা
১ টির মূল্য= ১/৩ টাকা
মোট ক্রয়মূল্য = ১/৫+ ১/৩
= ৩+৫/১৫
= ৮/১৫
এবার,
৪ টির বিক্রয়মূল্য ১ টাকা
১টরে বিক্রমূল্য= ১/৪ টাকা
২ টির বিক্রয়মূল্য = ১*২/৪
= ১/২ টাকা
ক্ষতি = ৮/১৫-১/২
= ১৬-১৫/৩০
= ১/৩০
৮/১৫ টাকায় ক্ষতি হয় ১/৩০
১ টাকায় ক্ষতি হয় = ১/৩০*১৫/৮
১০০ টাকায় ক্ষতি হয় = ১/৩০*১৫/৮*১০০
= ২৫ টাকা
এখানে,
বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য = ১০ মি
।। ক্ষেত্রফল= ১০*১০= ১০০ বর্গ মি.
বর্গের অন্তঃস্থ বৃত্তের ব্যাসার্ধ r= ১০/২=৫ মি
বর্গের অন্তঃস্থ বৃত্তের ক্ষেত্রফল=
৩.১৪১৬= ৩.১৪১৬ x ২৫ = ৭৮.৫৪
বর্গের অন্তঃস্থ বৃত্তের মধ্যবর্তী স্থানের ক্ষেত্রফল = ১০০-৭৮.৫৪= ২১.৪৬ বর্গমি.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে ১৫৩টি অনুচ্ছেদ আছে। জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়ন সংক্রান্ত বিধানের কথা সংবিধানের ১৮ (ক) নং অনুচ্ছেদে উল্লেখ করা আছে
বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি কোথায় অবস্থিত এবং কত সালে প্রতিষ্ঠিত হয়?
বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি গাজীপুর অবস্থিত এবং ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয়
ডিজিটাল বাংলাদেশের পরিবর্তিত নাম কি? এর স্তম্ভগুলো কি কি?
ডিজিটাল বাংলাদেশের পরিবর্তিত নাম স্মার্ট বাংলাদেশ
স্মার্ট বাংলাদেশের চারটি স্তম্ভ ঠিক করা হয়েছে। এগুলো হলো-স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি ও স্মার্ট গভর্নমেন্ট।
জাগ্রত চৌরঙ্গী কোথায় অবস্থিত?
জাগ্রত চৌরঙ্গী জয়দেবপুরে অবিস্থত
কোন দুটি দেশের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে? ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত কি.মি.?
ভারত ও মিয়ানমার এর সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে। ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য ৪১৪৪ কি.মি
বাংলাদেশ ব-দ্বীপ মহাপরিকল্পনা কত বছরের জন্য প্রণীত হয়েছে এবং এর মূল লক্ষ্য কি?
বাংলাদেশ ব-দ্বীপ মহাপরিকল্পনা ১০০ বছরের জন্য প্রণীত হয়েছে।
এই মহাপরিকল্পনায় উচ্চতর পর্যায়ের তিনটি জাতীয় অভীষ্ট হচ্ছে—১. ২০৩০ সালের মধ্যে চরম দারিদ্র্য দূরীকরণ; ২. ২০৩১ সালের মধ্যে উচ্চ-মধ্যম আয়ের দেশের মর্যাদা অর্জন; ৩. ২০৪১ সাল নাগাদ একটি স্মার্ট সমৃদ্ধ দেশের মর্যাদা অর্জন।
বিশ্বের দীর্ঘতম নদী কোনটি? নদীটি কতটি দেশের মধ্যে প্রবাহিত হয়েছে?
বিশ্বের দীর্ঘতম নদী নীলনদ। নদীটি ১১টি দেশের মধ্যে প্রবাহিত হয়েছে
অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের লেখক কে? গ্রন্থটি প্রথম কবে প্রকাশিত হয়?
অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের লেখক শেখ মুজিবুর রহমান । গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় ১৮ জুন ২০১২
আলুটিলা প্রাকৃতিক গুহা কোথায় অবস্থিত? বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি হিসেবে সর্বাধিক কি ব্যবহৃত হয়?
আলুটিলা প্রাকৃতিক গুহা খাগড়াছড়ি অবস্থিত । বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি হিসেবে সর্বাধিক গ্যাস ব্যবহৃত হয়
পূর্ণরূপ লিখুন: UNFCCC, LGED
UNFCCC = United Nations Framework Convention on Climate Change.
LGED = Loc Sovernment Engineering Department