ঢাকা উত্তর সিটি কর্পোরেশন || পরিচ্ছন্ন পরির্দশক (28-11-2020) || 2020

All

Created: 2 months ago | Updated: 7 hours ago

লন্ডন টেমস্ নদীর তীরে অবস্থিত।

ইতিহাসের প্রথম মার্কিন নারী ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন কমলা হ্যারিস।

Created: 2 months ago | Updated: 7 hours ago

মার্টিন লুথার কিং জুনিয়র ছিলেন একজন বিখ্যাত আফ্রিকান-আমেরিকান মানবাধিকার কর্মী। শান্তিতে তিনি ১৯৬৪ সালে নোবেল পুরস্কার পান। নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত কৃষ্ণাঙ্গদের মধ্যে তিনিই সর্বকনিষ্ঠ।

Created: 2 months ago | Updated: 7 hours ago

COVID-19 এর পূর্ণরূপ হলো Corona Virus Disease of 2019.

ফুটবল তারকা ম্যারাডোনার নেতৃত্বে আর্জেন্টিনা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ১৯৮৬ সালে। উল্লেখ্য, মেক্সিকোতে অনুষ্ঠিত ১৯৮৬ সালের ফিফা বিশ্বকাপে ম্যারাডোনা আর্জেন্টিনার জাতীয় দলের অধিনায়কত্ব করেছিলেন। ২৯ জুন ফাইনালে পশ্চিম জার্মানিকে ২-১ গোলের ব্যবধানে পরাজিত করে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়লাভ করেছিলো। তিনি আর্জেন্টিনার হয়ে ৪টি ফিফা বিশ্বকাপ (১৯৮২, ১৯৮৬, ১৯৯০ এবং ১৯৯৪) এবং ৩টি কোপা আমেরিকায় (১৯৭৯, ১৯৮৭ এবং ১৯৮৯) অংশগ্রহণ করেছেন।

ডাচ চিত্রকর ভিনসেন্ট ভ্যান গগের বিখ্যাত চিত্রকর্মগুলো হলোঃ 'সানফ্লাওয়ার', 'পটেটো ইটারস বেডরুম ইন 'আরলেস' ইত্যাদি।

অরুণোদয়ের অগ্নিসাক্ষী' চলচ্চিত্রের পরিচালক হলেন সুভাষ দত্ত। এটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের উপর ভিত্তি করে নির্মিত একটি চলচ্চিত্র।

Created: 2 months ago | Updated: 7 hours ago

BIMSTEC এর পূর্ণরূপ Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation.

Created: 2 months ago | Updated: 7 hours ago

ডিভাইস যন্ত্রে Internet of Things বা সব যন্ত্রেই ইন্টারনেট এখন বহুল আলোচিত একটি বিষয়। Internet of Things বিষয়টিকে সংযোগ সুবিধার যন্ত্র যেমন গাড়ি, পোশাক বা গৃহস্থলিতে ব্যবহৃত যন্ত্রগুলোর মধ্যে Internet আন্তঃসংযোগ হিসেবে বুঝানো হয়। প্রতিটি যন্ত্র যাতে তারবিহীন যোগাযোগ পদ্ধতিতে পরস্পরের সাথে যোগাযোগ করতে পারে এবং বুদ্ধিমান হয়ে উঠতে পারে, সেই Network-ই হলো Internet of Things (IOT).

শিক্ষা ক্ষেত্রে ‘স্বাধীনতা পুরস্কার ২০২০' লাভ করে ভারতেশ্বরী হোম্‌স ।

বাংলাদেশের প্রথম ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (LNG) টার্মিনাল অবস্থিত মহেশখালী, কক্সবাজারে ।

সাধারণ জ্ঞান
12.

পটচিত্র কি?

Created: 2 months ago | Updated: 7 hours ago

পট বা বস্ত্রের উপর আঁকা এক প্রকার লোকচিত্র হলো পটচিত্র। পটচিত্র প্রাচীন বাংলার অন্যতম সাংস্কৃতিক ঐতিহ্য। প্রাচীনকালে যখন কালো রীতিসিদ্ধ শিল্পকলার অস্তিত্ব ছিল না তখন এটিই ছিল বাংলার শিল্পকলার ঐতিহ্যের বাহক। যারা পটচিত্র অঙ্কন করেন তাদের পটুয়া বলা হয় ৷

Created: 2 months ago | Updated: 7 hours ago

‘পদ্মা নদীর মাঝি' মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একটি উপন্যাস। উপস্যাসটিতে জেলে জীবনের জীবন যাত্রার করুন চিত্র তুলে ধরা হয়েছে ।

১৪ এপ্রিল, ১৯৮৬ সালে বিকেএসপি প্রতিষ্ঠিত হয়। এটি ঢাকার অদূরে সাভারের জিরানিতে অবস্থিত।

“মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল” হিসেবে স্বীকৃতি দিয়েছে। উল্লেখ্য, অক্টোবর ২৪-২৭ তারিখ ২০১৭ সালে ফ্রান্সের প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে অনুষ্ঠিত সংস্থাটির আন্তর্জাতিক পরামর্শক কমিটি (IAC) বিশ্বের বিভিন্ন দেশ থেকে পাঠানো ১৩০টি ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ দলিল, নথি ও বক্তৃতাকে যাচাই-বাছাই করে ৭৮টি বিষয়কে সংস্থার Memory of the World Register এ অন্তর্ভুক্তির সুপারিশ করে। এরপর ৩০ অক্টোবর ২০১৭ সালে UNESCO'র মহাপরিচালক ইরিনা বোকোভা ঐ ৭৮টি বিষয়কে Memory of the World Register এ অন্তর্ভূক্তির কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে । এর মধ্যে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ অন্যতম। এটাই UNESCO'র এ যাবৎ স্বীকৃতিপ্রাপ্ত ৪২৭টি প্রামাণ্য ঐতিহ্যের মধ্যে প্রথম অলিখিত ভাষণ ৷

বাংলা সাহিত্যে প্যারডি রচনার পথিকৃৎ দ্বিজেন্দ্রলাল রায় ‘ধন ধান্য পুষ্পে ভরা, আমাদের এই বসুন্ধরা' গানটির গীতিকার ।

Created: 2 months ago | Updated: 7 hours ago

অ্যান্তোনিও গুতেরেস হলেন পর্তুগালের নাগারিক। তিনি ছিলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী এবং United Nations High Commissioner for Refugees হিসেবে কর্মরত ছিলেন। জাতিসংঘের নবম মহাসচিব হিসেবে ২০১৭ সালের ১ জানুয়ারিতে দায়িত্ব গ্রহণ করেন।

Created: 2 months ago | Updated: 7 hours ago

অপচনশীল ময়লা রাখা হয় গ্রীণ কালার ডাস্টবিনে।

Related Sub Categories