ঢাকা উত্তর সিটি কর্পোরেশন || পরিচ্ছন্ন পরির্দশক (28-11-2020) || 2020

All

ভাব সম্প্রসারণ করুন: ( যে কোন একটি)
1.

পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি

Created: 6 months ago | Updated: 3 weeks ago

“পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি "

পরিশ্রমই কল্যাণ বয়ে আনে। পরিশ্রম ছাড়া জীবনে প্রকৃত সফলতা অর্জন করা যায় না। কঠোর পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। সৌভাগ্যা নিয়েই পৃথিবীতে কোন মানুষের জন্য হয় না। কর্মের মাধ্যমে তার ভাগ্য কে গড়ে নিতে হয়। তাই বলা যায়, পরিশ্রমই সৌভাগ্য বয়ে আনে।

সৃষ্টিকর্তা মানুষকে শক্তি ও বুদ্ধিমত্তা দান করেছেন পরিশ্রম করার জন্য। বিনা পরিশ্রমে কোন কিছু অর্জন করা যায় না। মেধা বুদ্ধি, কর্মশক্তি ইত্যাদি মানুষকে অন্যান্য প্রাণী থেকে স্বাতন্ত্র্য দান করেছেন। এসব বৈশিষ্ট্যকে কাজ লাগিয়ে, পরিশ্রমের মাধ্যমে মানুষ সফলতা বা সৌভাগ্যের দ্বারপ্রান্তে উপনীত হয়। সৌভগ্য শ্রমের দ্বারা অর্জন করে নিতে হয়। মানবজীবনে সাফল্য অর্জন করতে হলে অলসতায় গা না ভাসিয়ে কঠোর পরিশ্রম করতে হবে। প্রাচীনকাল হতে বর্তমানকাল পর্যন্ত যত মনীষী সাফল্যের স্বর্ণশিখরে আরোহন করেছেন প্রত্যেকেই কঠোর পরিশ্রম করেছেন। তাইতো বলা হয় সফলতা অর্জনের মূলে রয়েছে পরিশ্রম। ব্যক্তিগত ও জাতীয় জীবনে সফলতা অর্জনের জন্য শ্রম অপরিহার্য। দেখা যায়, পৃথিবীতে যে জাতি যত  পরিশ্রমী তারা তত উন্নত। তাই পরিশ্রমকে সৌভাগ্যের চাবিকাঠি বলা হয়। অন্যদিকে, মেধা থাকা সত্ত্বেও যদি কেউ তা কাজে লাগানোর চেষ্টা না করে, তাহলে দুর্ভাগ্য তার জীবনকে অক্টোপাসের মত ঘিরে ফেলে। আমরা যদি ভাল ক্রিকেটা খেলোয়াড় হতে চাই তাহলে আমাদেরকে মাঠ অনুশীলন করতে হবে, ঘরে বসে শুধু স্বপ্ন দেখলে হবে না। তেমনি জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হতে হলে শ্রম, সাধনা ব্যতীত বিকল্প কোন পথ নেই। তাই বলা হয়ে থাকে, হাত জোড় করে নয়, হাত মুঠো করে নয়, পেতে হলে হাত লাগাতে হবে। মানুষের যাবতীয় সৌভাগ্যের মূলে রয়েছে তার পরিশ্রম। পরিশ্রমী ব্যক্তি যথার্থই ভাগ্যবান। ব্রিটিশ বিজ্ঞানী জন ডাল্টনকে সকলেই প্রতিভাবান বলে সম্মোধন করতেন অথচ তিনি নিজেকে কঠোর পরিশ্রমী হিসেবে পরিচয় দিতেন। ইংরেজিতে প্রবাদ আছে Life is not a bed of rose - অর্থাৎ জীবন পুষ্প-শয্যা নয় । 

মানুষের জীবনের প্রতিটি সাফল্য নির্ভর করে তার কর্মের উপর। ফরাসি দার্শনিক ভলতেয়ার যথার্থই বলেছেন প্রতিভা বলে কিছু নেই। পরিশ্রম ও সাধনা করো, তাহলে প্রতিভাকে অগ্রাহ্য করতে পারবে। Impossible is a word which is found only in the dictionary of a fool (অসম্ভব একটি শব্দ যা শুধু বোকাদের অভিধানে পাওয়া যায়) বলেছেন নেপোলিয়ান বোনাপার্ট ।

মানুষ সৃষ্টির সেরা জীব। যারা কঠোর পরিশ্রমী, সৃষ্টিকর্তা তাদের সহায়তা করেন। তাই সফলতার পথে এগিয়ে যেতে আমাদের কঠোর পরিশ্রমী হতে হবে।

ভাব সম্প্রসারণ করুন: ( যে কোন একটি)
2.

চরিত্র মানুষের অমূল্য সম্পদ

Created: 6 months ago | Updated: 3 weeks ago

“চরিত্র মানুষের অমূল্য সম্পদ”

চরিত্র মানুষের কাছে সর্বপেক্ষা গুরুত্বপূর্ণ। এটি ঠিক থাকলে একজন মানুষ জীবনে কোথাও কোন কাজে আটকে থাকে না। সকল বাধাবিপত্তি ডিঙিয়ে পাল্লা দিয়ে এগিয়ে চলে জীবনযুদ্ধে।

প্রত্যেক মানুষই বাঁচার মত বাঁচতে চায়। আর এজন্য প্রয়োজন উত্তম চরিত্রের অধিকারী হওয়া। চরিত্র ছাড়া মানুষ কোন কিছু নিয়ে গর্ব করতে পারে না। চরিত্রহীন মানুষ পশুর সমান। পদে পদে তাদের লাঞ্ছনা-গঞ্জনা সহ্য করতে হয়। তাদের কেউ বিশ্বাস করে না, ভালবাসে না। চরিত্র এমনই এক সম্পদ যা অর্থের মাপকাঠিতে পরিমাপ করা যায় না। 

The crown and glory of life is character (চরিত্র মানবজীবনের মুকুট স্বরূপ) বলেছেন স্যামুয়েল স্মাইলস।

সততা, সত্যনিষ্ঠা, প্রেম, পরোপকারিত, দায়িত্ববোধ, শৃঙ্খলা এবং কর্তব্যপরায়নতা ইত্যাদি চরিত্রের মূল উপাদান। এসব উপাদান যার মধ্যে বিদ্যমান কেবল তাকেই চরিত্রবান বলে আখ্যায়িত করা যায়। স্বাস্থ্য, অর্থ এবং বিদ্যা মানবজীবনে অপরিহার্য। কিন্তু একজন মানুষের স্বাস্থ্য, অর্থ এবং বিদ্যা আবশ্যকতার চেয়ে বেশি থাকলেও সে যদি চরিত্রহীন হয় তাহলে তার সবকিছুই মূল্যহীন। চরিত্রবান ব্যক্তি পরশপাথরের মত। পরশপাথরের ছোয়ায় লোহা যেমন সোনায় পরিনিত হয়। তেমনই চরিত্রবান ব্যক্তির প্রভাবে তার চারপাশের ব্যক্তিরাও সুন্দর ও মহৎ জীবনের অধিকারী হয়। যেমনঃ মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)। প্রাচুর্যের বিনিময়ে পৃথিবীর সবকিছু কেনা সম্ভব হলেও চরিত্র কেনা যায় না। চরিত্রবান ব্যক্তি মানেই সকল আদর্শ। তাই আমাদের উচিৎ শৈশব থেকে চরিত্রবান হওয়ার সাধনা করা। কারণ চরিত্র মানুষের অমূল্য সম্পদ। বলা হয় -

"When money is lost, nothing is lost 

When health is lost, something is lost

But if character is lost, everything is lost"

অর্থঃ বিত্ত-গাড়ি-বাড়ি প্রভৃতির চেয়ে চরিত্র অনেক বড় সম্পদ। আর সম্পদ অর্থমূল্যে নয় নৈতিক ও মানবিক পবিত্রতার মানদণ্ডে বিচার করা উচিত। কাজেই আমাদের সকলেরই চরিত্রবান হওয়ার সাধনা করতে হবে।

এক কথায় প্রকাশ করুনঃ
3.

আমিষের অভাব

Created: 6 months ago | Updated: 2 weeks ago

আমিষের অভাব = নিরামিষ।

এক কথায় প্রকাশ করুনঃ
4.

আকাশে চড়ে বেড়ায় যে

Created: 6 months ago | Updated: 3 weeks ago

আকাশে চড়ে বেড়ায় যে = খেচর

এক কথায় প্রকাশ করুনঃ
5.

অল্প কথা বলে যে

Created: 6 months ago | Updated: 3 weeks ago

অল্প কথা বলে যে = মিতভাষী 

এক কথায় প্রকাশ করুনঃ
6.

অগ্রে গমণ করে যে

Created: 6 months ago | Updated: 1 week ago

অগ্রে গমণ করে যে = অগ্রগামী

এক কথায় প্রকাশ করুনঃ
7.

হরণ করিবার ইচ্ছা

Created: 6 months ago | Updated: 2 weeks ago

হরণ করিবার ইচ্ছা = জিহীর্ষা

সন্ধি বিচ্ছেদ করুন:
8.

রবীন্দ্র

Created: 6 months ago | Updated: 2 weeks ago

রবীন্দ্র = রবি + ইন্দ্ৰ।

সন্ধি বিচ্ছেদ করুন:
9.

অপেক্ষা

Created: 6 months ago | Updated: 5 days ago

অপেক্ষা = অপ + ঈক্ষা ।

সন্ধি বিচ্ছেদ করুন:
10.

ষোড়শ

Created: 6 months ago | Updated: 6 days ago

ষোড়শ = ট + দশ।

সন্ধি বিচ্ছেদ করুন:
11.

সৌন্দর্য্য

Created: 6 months ago | Updated: 3 weeks ago

সৌন্দর্য্য = সুন্দর + ষ্ণ।

সন্ধি বিচ্ছেদ করুন:
12.

অণ্বেষণ

Created: 6 months ago | Updated: 1 day ago

অন্বেষণ = অনু + এষণ 

বাগধারা অর্থসহ বাক্য গঠন করুন:
13.

অরণ্যেরোদন

Created: 6 months ago | Updated: 3 weeks ago

অরণ্যেরোদন (নিষ্ফল আবেদন): এখানে অরণ্যেরোদন করে লাভ নেই, পাষাণ হৃদয় ।

বাগধারা অর্থসহ বাক্য গঠন করুন:
14.

বালিলি বাঁধ

Created: 6 months ago | Updated: 3 weeks ago

বালির বাঁধ (অস্থায়ী বস্তু): এই দুনিয়া যেন বালির বাঁধ আর মিছে মায়ার খেলা ।

বাগধারা অর্থসহ বাক্য গঠন করুন:
15.

পালের গোদা

Created: 6 months ago | Updated: 3 weeks ago

পালের গোদা (সর্দার): ডাকাত দলের পালের গোদা ধরা পরায় গ্রামবাসী খুব খুশি।

বাগধারা অর্থসহ বাক্য গঠন করুন:
16.

ব্যাঙের আধুলি

Created: 6 months ago | Updated: 18 hours ago

ব্যাঙের আধুলি (সামান্য ধন বা সম্পদ): এ ব্যাঙের আধুলি দিয়ে আমার কিছু হবে না ।

বাগধারা অর্থসহ বাক্য গঠন করুন:
17.

অহিনকুল

Created: 6 months ago | Updated: 13 hours ago

অহিনকুল (ভীষণ শত্রুতা): সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক ক্রমশই অহিনকুল রূপ ধারণ করলো ।

বিপরীত শব্দ লিখুন
18.

মহৎ

Created: 6 months ago | Updated: 2 days ago

মহৎ = হীন ।

বিপরীত শব্দ লিখুন
19.

লোভ

Created: 6 months ago | Updated: 1 day ago

লোভ = নির্লোভ ।

বিপরীত শব্দ লিখুন
20.

প্রকাশ

Created: 6 months ago | Updated: 13 hours ago

প্রকাশ = গুপ্ত ।

বিপরীত শব্দ লিখুন
21.

অধিক

Created: 6 months ago | Updated: 21 hours ago

অধিক = অল্প 

বিপরীত শব্দ লিখুন
22.

প্রত্যক্ষ

Created: 6 months ago | Updated: 3 weeks ago

প্রত্যক্ষ = পরোক্ষ ।

Related Sub Categories