বীমা উন্নয়ন এবং নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ || ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর (26-12-2020) || 2020

All

সকল বিষয়

Created: 3 months ago | Updated: 1 day ago

৫০টি (১১টি স্বরবর্ণ এবং ৩৯টি ব্যঞ্জনবর্ণ)।

সঠিক উত্তর লিখুন:
2.

‘কলম’ কোন ভাষার শব্দ?

Created: 3 months ago | Updated: 2 days ago

কলম' শব্দটি আরবি ভাষা থেকে এসেছে।

Created: 3 months ago | Updated: 2 days ago

'বিপদ এবং দুঃখ এক সময়ে আসে' যৌগিক বাক্য ।

সঠিক উত্তর লিখুন:
4.

‘কবর’ কবিতাটি কার রচনা?

Created: 3 months ago | Updated: 1 day ago

পল্লী কবি জসীম উদদীন রচিত 'কবর' কবিতা। উল্লেখ্য, মুনীর চৌধুরীর অনূদিত নাটক হলো 'কবর' ।

Created: 3 months ago | Updated: 1 day ago

স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে 'কার' বলে। উল্লেখ্য, ‘অ' ভিন্ন স্বরবর্ণগুলো ব্যঞ্জনবর্ণের সঙ্গে সংযুক্ত হলে পূর্ণরূপের সংক্ষিপ্ত রূপ পরিগ্রহ করে। স্বরবর্ণের এই ধরনের সংক্ষিপ্তরূপকে 'কার' বলে। 

Created: 3 months ago | Updated: 18 hours ago

চক্ষুদান করা বাগধারাটির অর্থ চুরি করা ৷

সন্ধি বিচ্ছেদ করুনঃ
7.

'শুভেচ্ছা’

Created: 3 months ago | Updated: 2 days ago

শুভেচ্ছা = শুভ + ইচ্ছা ।

সন্ধি বিচ্ছেদ করুনঃ
8.

’নয়ন’

Created: 3 months ago | Updated: 2 days ago

নয়ন = নে + অন ।

সঠিক উত্তর লিখুন:
9.

বচন অর্থ কী?

Created: 3 months ago | Updated: 2 days ago

বচন অর্থ সংখ্যার ধারণা।

সঠিক উত্তর লিখুন:
10.

‘বইপড়া’ কোন সমাস

Created: 3 months ago | Updated: 2 days ago

তৎপুরুষ সমাস (বইকে পাড় = বইপড়া)।

এক কথায় প্রকাশ করুন:
11.

 ‘পা থেকে মাথা পর্যন্ত’

Created: 3 months ago | Updated: 1 day ago

পা থেকে মাথা পর্যন্ত = আপাদমস্তক । 

এক কথায় প্রকাশ করুন:
12.

‘যা অধ্যয়ন করা হয়েছে'

Created: 3 months ago | Updated: 2 days ago

যা অধ্যয়ন করা হয়েছে = অধীত ।

যানজট নিরসনে মেট্রোরেল

ভূমিকাঃ বাংলাদেশের রাজধানী ঢাকাতে নির্মিতব্য মেট্রো রেল ব্যবস্থাই হলো ঢাকা মেট্রো রেল। ঢাকা মেট্রো রেল ব্যবস্থাকে ম্যাস র‍্যাপিড ট্রান্সপোর্ট সংক্ষেপে এমআরটি (MRT) হিসেবেও উল্লেখ করা হয়। বলা হচ্ছে এটি পুরো শহরের ট্রাফিক সমস্যা অনেকটা কমিয়ে আনবে।

মেট্রোরেল প্রকল্প বর্ণনাঃ ২০১২ সালের ১৮ ডিসেম্বর সরকারের অন্যতম অগ্রাধিকার মেট্রো রেল প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে অনুমোদন পায়। ২০.১০ কিলোমিটার দীর্ঘ এ প্রকল্পে ব্যয় হবে ২১ হাজার ৯৮৫ কোটি ৫৯ লাখ টাকা। এর মধ্যে প্রকল্প সহায়তা হিসেবে জাইকা দেবে ১৬ হাজার ৫৯৪ কোটি ৪৮ লাখ টাকা ও বাকিটা সরকার বহন করবে। মেট্রো রেলের প্রতিটি পিলারের ব্যাস হবে দুই মিটার, ভূমিস্থ অংশের ভিত্তি হবে তিন মিটার ও উচ্চতা হবে ১৩ মিটার। একটি পিলার থেকে আরেকটির দূরত্ব হবে ৩০ থেকে ৪০ মিটার। পিলারের ওপরে দুটি লাইন থাকবে এবং লাইনগুলোর প্রস্থ হবে প্রায় ৯১ মিটার। ট্রেন চালানোর জন্য বিদ্যুৎ নেওয়া হবে জাতীয় গ্রিড থেকে। ঘণ্টায় দরকার হবে। ১৩৪৭ মেগাওয়াট বিদ্যুৎ। এর জন্য উত্তরা, পল্লবী, তালতলা, সোনারগাঁ ও বাংলা একাডেমি এলাকায় পাঁচটি বিদ্যুৎ উপকেন্দ্র থাকবে।

যাতায়াত বর্ণনাঃ মেট্রো রেল ব্যবস্থায় প্রথম ধাপে ট্রেন চলাচল করবে ২৪টি। থাকবে ১৬টি স্টেশন। প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে ট্রেনগুলো। প্রতি ট্রেনে থাকবে ছয়টি বগি। একটি ট্রেনে এক হাজার ৬৯৬ জন যাত্রী পরিবহন করা সম্ভব হবে। এর মধ্যে বসে যেতে পারবেন ৯৪২ জন, অন্যরা দাঁড়িয়ে যেতে পারবেন। একটি স্টেশনে ট্রেন অবস্থান করবে ৪০ সেকেন্ড। যাত্রীরা ফুটপাত থেকে সিঁড়ি, এসকেলেটর কিংবা লিফটে উঠতে পারবেন ট্রেনে ।
রুটম্যাপঃ মেট্রো রেলের চূড়ান্ত রুট অ্যালাইনমেন্ট হলো- উত্তরা তৃতীয় ধাপ-পল্লবী, রোকেয়া সরণির পশ্চিম পাশ দিয়ে (চন্দ্রিমা উদ্যান-সংসদ ভবন) খামারবাড়ী হয়ে ফার্মগেট-সোনারগাঁও হোটেল-শাহবাগ-টিএসসি-দোয়েল চত্বর-তোপখানা রোড থেকে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত। এ রুটের ১৬টি স্টেশন হচ্ছে- উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, আইএমটি, মিরপুর সেকশন-১০, কাজীপাড়া, তালতলা, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, সোনারগাঁও, জাতীয় জাদুঘর, দোয়েল চত্বর, জাতীয় স্টেডিয়াম ও বাংলাদেশ ব্যাংক। 

গুরুত্বপূর্ণ তথ্যসমূহঃ

  • উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০.১০ কিলোমিটার দীর্ঘ রেলপথটির প্রথম ধাপ চালু হবে পল্লবী থেকে সোনারগাঁও হোটেল পর্যন্ত । এই ১১ কিলোমিটার রেলপথ চালুর পরিকল্পনা রয়েছে ২০১৯ সালের মধ্যে৷
  • দ্বিতীয় ধাপে সোনারগাঁও হোটেল থেকে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত ৪.৪০ কিলোমিটার পথ চালুর পরিকল্পনা রয়েছে ২০২০ সালে।
  • তৃতীয় পর্যায়ে পল্লবী থেকে উত্তরা পর্যন্ত ৪.৭ কিলোমিটার চালুর পরিকল্পনা করা হয়েছে ২০২২ সালে ।
  • ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন বোর্ড কর্তৃক প্রকাশিত একটি ভিডিওতে সিস্টেমের স্মার্ট কার্ড ব্যবহার করার পরিকল্পনা প্রদর্শন প্রদর্শিত হবে।
  • প্রতিটি ট্রেনের ধারণক্ষমতা ১৮০০ যাত্রী। ৫৬টি ট্রেন সেবা শুরু করার সঙ্গে, ঢাকা মেট্রো প্রায় চারমিনিট অপেক্ষা করে প্রতি ঘন্টায় ৬০০০০-এরও বেশি যাত্রী সেবা দিতে সক্ষম হবে।
  • আন্তর্জাতিক মান অনুসারে, আদর্শ নগরীতে মোট আয়তনের ২৫ শতাংশ সড়ক থাকতে হবে। সেখানে ঢাকায় আছে মাত্র ৯ শতাংশ।
  • বিভিন্ন সমীক্ষা বলছে, ঢাকায় ৭২টি ইন্টারসেকশনে দিনে যাত্রীদের নষ্ট হয় ৮২ লাখ কর্মঘণ্টা ৷ 
  • তিন মিনিট ৩০ সেকেন্ড পরপর আসবে ট্রেন। গতি হবে ঘণ্টায় ৩২ কিলোমিটার। এ গতিতে উত্তরা থেকে মতিঝিল পৌছাতে লাগবে ৩৭ মিনিট ।
  • প্রথম ধাপে দিন-রাত মিলিয়ে নির্ধারিত গন্তব্যে আসা-যাওয়া করবে ২৪টি ট্রেন। মূল রাস্তা থেকে ১৩ মিটার উচ্চতায় পিলারের ওপর পাতা রেললাইনের ওপর দিয়ে চলবে হালকা গড়নের ট্রেনগুলো।
  • আগামী ১০ বছরের মধ্যে ঢাকা মহানগরী ও পার্শ্ববর্তী এলাকায় যানজট নিরসনে ছয়টি  মেট্রোরেল রুট নির্মাণ করা হবে, এতে অন্তর্ভুক্ত করা হবে উড়াল ও পাতাল রুট।

ঢাকার কৌশলগত পরিবহন পরিকল্পনায় (এসটিপি) ২০২৪ সালের মধ্যে তিনটি পথে মেট্রো রেল চালুর সুপারিশ করা হয়েছে। এগুলো হলো, উত্তরা-মহাখালী-তেজগাঁও-মগবাজার-খিলগাঁও হয়ে কমলাপুর পর্যন্ত, গুলশান-মিরপুর-মোহাম্মদপুর- ধানমণ্ডি-তেজগাঁও-রামপুরা-বাড্ডা-বারিধারা হয়ে গুলশান পর্যন্ত এবং উত্তরা তৃতীয় পর্ব থেকে পল্লবী হয়ে রোকেয়া সরণি- খামারবাড়ী-ফার্মগেট-হোটেল সোনারগাঁও-শাহবাগ-টিএসসি হয়ে বাংলাদেশ ব্যাংকের সামনে পর্যন্ত।

Write the correct answer. Fill in the blank with Appropriate Preposition / Word? Article (a-d)
14.

He joined _____army

Created: 3 months ago | Updated: 2 days ago

He joined the Army.  বাক্যের অর্থঃ তিনি আর্মিতে যোগদান করেছেন।

Write the correct answer. Fill in the blank with Appropriate Preposition / Word? Article (a-d)
15.

He is good___ Football

Created: 3 months ago | Updated: 2 days ago

He is good at Football.  বাক্যের অর্থঃ তিনি ফুটবল খেলায় ভালো ৷

Write the correct answer. Fill in the blank with Appropriate Preposition / Word? Article (a-d)
16.

She I fond ____ sweets.

Created: 3 months ago | Updated: 2 days ago

She is fond of sweets.  বাক্যের অর্থঃ সে মিষ্টি পছন্দ করে।

Write the correct answer. Fill in the blank with Appropriate Preposition / Word? Article (a-d)
17.

I am looking forward___you.

Created: 3 months ago | Updated: 2 days ago

I am looking forward to see/to seeing/ seeing you.  বাক্যের অর্থঃ আমি তোমাকে খুঁজছি ।

Write the correct answer. Fill in the blank with Appropriate Preposition / Word? Article (a-d)
18.

Correct the sentence : Stop to write

Created: 3 months ago | Updated: 2 days ago

Stop to write 

=  Stop writing. বাক্যের অর্থঃ লেখা বন্ধ করো ।

Write the correct answer. Fill in the blank with Appropriate Preposition / Word? Article (a-d)
19.

Write the meaning of the Idioms: By and by

Created: 3 months ago | Updated: 2 days ago

‘By and by' অর্থ পরবর্তীকালে; পরে ।

Write the correct answer. Fill in the blank with Appropriate Preposition / Word? Article (a-d)
20.

What is the verb of the word “Beautiful ”?

Created: 3 months ago | Updated: 2 days ago

The verb of the word ‘beautiful’ = Beautify.

Write the correct answer. Fill in the blank with Appropriate Preposition / Word? Article (a-d)
21.

What is the plural form word “Tooth”? 

Created: 3 months ago | Updated: 1 day ago

The plural form of word ‘tooth’ = Teeth.

Write the correct answer. Fill in the blank with Appropriate Preposition / Word? Article (a-d)
22.

কী সুন্দর পাখি - translate into English

Created: 3 months ago | Updated: 2 days ago

কী সুন্দর পাখি! 

= How beautiful the bird is!

Write the correct answer. Fill in the blank with Appropriate Preposition / Word? Article (a-d)
23.

আয় বুঝে ব্যয় কর - Translate into English

Created: 3 months ago | Updated: 2 days ago

আয় বুঝে ব্যয় কর। 

= Cut your coat according to your cloth.

Created: 3 months ago | Updated: 2 days ago

Cyber Security

With the rapid spread of information and communication technology worldwide, cyber crime appears to be a potential threat for confidential computer data and systems. Technologically advanced countries like the United States are also victim of this crime. Being a less developed country, Bangladesh is under risk of cyber crimes that threatens the national security of the country. The current government's agenda of making Digital Bangladesh attempts to ensure internet connection in all governmental institutions by 2021. Similarly, both national and multinational companies are now offering online services to consumers that facilitate online shopping, banking, and communication. However, criminals take their way in the digitalized world. They commit criminal activities through phishing, hacking and stealing of personal data. Thus governmental institutions and companies become under security threat for their secret data that can hamper the daily life of the entire population in the country. Moreover, the country's 90 percent of the software is pirated that exacerbates the cyber security in the country. In addition, recent clash between Bangladeshi and Indian hackers influence the diplomatic relations between the two countries. More importantly, terrorist organizations conduct their financial and information transactions through using internet. In this circumstance, the existing acts and initiatives against cyber crime are very limited to combat the threat. The essay attempts to study the threat of cyber crime in the globalized world with an emphasis on Bangladesh. Finally, the article will offer policy options for ensuring cyber security in the country.

ধরি, ছাত্রসংখ্যা x জন

∴ প্রত্যেকের চাঁদার পরিমাণ ০.০৫x টাকা

∴ মোট চাঁদার পরিমাণ ০.০৫x2 টাকা

প্রশ্নমতে, .x × x = 

 x = . = ,  x =  =  

ধরি, পুত্রের বয়স = x বছর এবং পিতার বয়স = ৩x বছর

প্রশ্নমতে, ৩x + x = ৮০

 x =   x =  = 

∴ পিতার বয়স =  ×  =  বছর।

Created: 3 months ago | Updated: 2 days ago

দেয়া আছে, x + y = 7 এবং xy= 10

∴ (x - y)2 = (x + y)2 - 4xy

=72 - (4× 10)

=49-40

=9

দেয়া আছে, x2 + 2xy - 2y - 1

= x + 2xy + y2 - y2 - 2y - 1

= x2 + 2xy + y2 - (y2 + 2y + 1)

= (x + y)2 – (y2 + 2xy × 1 + 12)

= (x + y) – (y+1)2

= (x + y + y + 1 ) ( x + y - y − 1 )

= (x + 2y + 1) (x - 1) ans.

Created: 3 months ago | Updated: 11 hours ago

ইমেইল ঠিকানায় @ এর পরের অংশটিকে ডোমেইন বলে। ই-মেইল ঠিকানা @ চিহ্ন (At sign) দ্বারা দুইভাগে বিভক্ত । প্রথমভাগে অর্থাৎ @ চিহ্নের আগের অংশে User name অর্থাৎ ব্যবহারকারীর ঠিকানা থাকে ৷ ডোমেইন নেইম (.) চিহ্ন দ্বারা কয়েকটি অংশে বিভক্ত হয়। @ চিহ্নের পরের প্রথম শব্দটিকে হোস্ট মেশিনের নেম বলা হয়। ১৯৭২ সালে ইমেইল ঠিকানায় সর্বপ্রথম @ চিহ্ন (At sign) ব্যবহৃত হয়।

Created: 3 months ago | Updated: 11 hours ago
সঠিক উত্তর লিখুন:
31.

পূর্ণরূপ লিখুন: MICR এবং URL

Created: 3 months ago | Updated: 11 hours ago

MICR এর পূর্ণরূপ : Magnetic Ink Character Reader 

URL এর পূর্ণরূপ : Uniform Resource Locator.

Created: 3 months ago | Updated: 11 hours ago

ফেসবুক হলো সামাজিক আন্তঃযোগাযোগ ওয়েবসাইট এবং টুইটার হলো সামাজিক আন্তঃযোগাযোগ ব্যবস্থা ও মাইক্রোব্লগিংয়ের একটি ওয়েবসাইট। টুইটারকে ইন্টারনেটের এসএমএস হিসেবে অভিহিত করা হয়।

ফিঙ্গার প্রিন্ট আইডেন্টিফিকেশন Biometrics Technology প্রযুক্তি। 

MS Word এ নতুন Window চালু করার জন্য কীবোর্ড-এর শর্টকাট Key = Ctrl + N ব্যবহৃত হয়। 

Created: 3 months ago | Updated: 1 day ago

কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে বলা হয় ROM বা Read Only Memory. ROM-এ সঞ্চিত তথ্যাদি কেবল ব্যবহার করা যায় কিন্তু কোনো রকম সংযোজন, বিয়োজন বা পরিবর্তন করা যায় না ।

Printer-Scanner, Camera, VCR, VCP, VTR, TV, Tape Recorder, Modem, Touch Screen ইত্যাদি, এইগুলো ইনপুট এবং আউটপুট হিসেবে কাজ করতে পারে ।

Created: 3 months ago | Updated: 2 days ago

‘পিপীলিকা' বাংলাদেশের প্রথম এবং একমাত্র সার্চ ইঞ্জিন। এটি বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই কাজ করতে সক্ষম । এটি ১৩ এপ্রিল ২০১৩ সালে চালু হয়।

Created: 3 months ago | Updated: 2 days ago

LAN এর দুইটি সুবিধাঃ i) High speed data communication & ( ii) Highly Secured.

Created: 3 months ago | Updated: 2 days ago

MS Excel এ Split Dialog Box মেনুর অধীনে থাকে। 

সঠিক উত্তর লিখুন:
40.

Word Wide Web এর জনক কে?

Created: 3 months ago | Updated: 2 days ago

টিম বার্নাস লি কে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর জনক বলা হয়।

Created: 3 months ago | Updated: 1 day ago

ল্যাপটপের তুলনায় পামটপের Functionality অনেক কম।

Created: 3 months ago | Updated: 1 day ago

Oracle এক ধরনের Database Programme.

সঠিক উত্তর লিখুন:
43.

MS Power Point কোন ধররে Software?

Created: 3 months ago | Updated: 2 days ago

MS Power Point এক ধরনের  Application software.

Related Sub Categories