ইমেইল ঠিকানা @ এর পরের অংশটিকে কী বলে?
ইমেইল ঠিকানায় @ এর পরের অংশটিকে ডোমেইন বলে। ই-মেইল ঠিকানা @ চিহ্ন (At sign) দ্বারা দুইভাগে বিভক্ত । প্রথমভাগে অর্থাৎ @ চিহ্নের আগের অংশে User name অর্থাৎ ব্যবহারকারীর ঠিকানা থাকে ৷ ডোমেইন নেইম (.) চিহ্ন দ্বারা কয়েকটি অংশে বিভক্ত হয়। @ চিহ্নের পরের প্রথম শব্দটিকে হোস্ট মেশিনের নেম বলা হয়। ১৯৭২ সালে ইমেইল ঠিকানায় সর্বপ্রথম @ চিহ্ন (At sign) ব্যবহৃত হয়।
১ ন্যানোমিটার ১ মিটারের কত ভাগের ১ ভাগ?
পূর্ণরূপ লিখুন: MICR এবং URL
MICR এর পূর্ণরূপ : Magnetic Ink Character Reader
URL এর পূর্ণরূপ : Uniform Resource Locator.
ফেসবুকে এবং টুইটার কী ধরনের ওয়েবসাইট?
ফেসবুক হলো সামাজিক আন্তঃযোগাযোগ ওয়েবসাইট এবং টুইটার হলো সামাজিক আন্তঃযোগাযোগ ব্যবস্থা ও মাইক্রোব্লগিংয়ের একটি ওয়েবসাইট। টুইটারকে ইন্টারনেটের এসএমএস হিসেবে অভিহিত করা হয়।
ফিঙ্গার প্রিন্ট আইডেন্টিফিকেশন কোন ধরনের প্রযুক্তি?
ফিঙ্গার প্রিন্ট আইডেন্টিফিকেশন Biometrics Technology প্রযুক্তি।
MS Word এ নতুন Window চালু করার জন্য কীবোর্ড-এর শর্টকাট Key = Ctrl + N ব্যবহৃত হয়।
কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কী বলে?
কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে বলা হয় ROM বা Read Only Memory. ROM-এ সঞ্চিত তথ্যাদি কেবল ব্যবহার করা যায় কিন্তু কোনো রকম সংযোজন, বিয়োজন বা পরিবর্তন করা যায় না ।
কোন কম্পিউটার ডিভাইস একই সাথে ইনপুট এবং আউটপুট হিসেবে কাজ করতে পারে?
Printer-Scanner, Camera, VCR, VCP, VTR, TV, Tape Recorder, Modem, Touch Screen ইত্যাদি, এইগুলো ইনপুট এবং আউটপুট হিসেবে কাজ করতে পারে ।
বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কী?
‘পিপীলিকা' বাংলাদেশের প্রথম এবং একমাত্র সার্চ ইঞ্জিন। এটি বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই কাজ করতে সক্ষম । এটি ১৩ এপ্রিল ২০১৩ সালে চালু হয়।
LAN এর দুইটি সুবিধা লিখুন।
LAN এর দুইটি সুবিধাঃ i) High speed data communication & ( ii) Highly Secured.
MS Excel এ Split কোন মেনুর অধীনে থাকে?
MS Excel এ Split Dialog Box মেনুর অধীনে থাকে।
Word Wide Web এর জনক কে?
টিম বার্নাস লি কে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর জনক বলা হয়।
ল্যাপটপ ও পামটপের মধ্যে পার্থক্য কী?
ল্যাপটপের তুলনায় পামটপের Functionality অনেক কম।
ওরাকল কোন ধরনের প্রোগ্রাম
Oracle এক ধরনের Database Programme.
MS Power Point কোন ধররে Software?
MS Power Point এক ধরনের Application software.