বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত উদযাপিত হচ্ছে?
১৭ মার্চ, ১৯২০ সালে জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার জন্মের একশত বছর পূর্তিতে ১৭ মার্চ, ২০২০ জন্মশতবার্ষিকীর আয়োজন করা হয়। মুজিববর্ষের সময়কাল ধরা হয় ১৭ মার্চ ২০২০ - ১৭ মার্চ ২০২১। তবে করোনার কারণে মুজিবর্ষের সকল আয়োজন স্থগিত হওয়ায় বর্ধিত সময় ধরা হয় ১৭ মার্চ থেকে ৩১ ডিসেম্বর, ২০২১।
বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কবে এবং কোথায় শপথ গ্রহণ করেন?
যুদ্ধরত স্বাধীন বাংলাদেশকে পরিচালনা এবং মুক্তিযুদ্ধে নেতৃত্বদানের জন্য ১৯৭১ সালের ১০ এপ্রিল অস্থায়ী সরকার গঠন করা হয়, যা মুজিবনগর সরকার নামে পরিচিত। কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার ভবেরপাড়া ইউনিয়নের বৈদ্যনাথতলা গ্রামের আমবাগানে ১৯৭১ সালের ১৭ এপ্রিল অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে। মুজিবনগর সরকারের নেতৃত্বে সংগঠিত ও সুপরিকল্পিত ভাবে শুরু হয় মুক্তিসংগ্রাম।
OIC এর পূর্ণরূপ কি? এর বর্তমান সদস্য সংখ্যা কত এবং সদর দপ্তর কোথায়?
OIC এর পূর্ণরূপ হলো Organization of Islamic Co-operation (ইসলামী সহযোগিতা সংস্থা)। ২৫ সেপ্টেম্বর ১৯৬৯ সালে মরক্কোর রাজধানী রাবাতে OIC গঠিত হয়। OIC এর সদস্যসংখ্যা ৫৭টি। কিন্তু বর্তমানে সিরিয়ার সদস্যপদ স্থগিত করা হয়েছে। সেই হিসেবে OIC বর্তমান সদস্য সংখ্যা ৫৬টি। এই সংস্থাটির সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত। এর দাপ্তরিক ভাষা ৩টি। যথাঃ আরবি, ফারসি ও ইংরেজি। ২৩ ফেব্রুয়ারি ১৯৭৪ সালে OIC এর ২য় সম্মেলনে ৩২তম দেশ হিসেবে বাংলাদেশ এই সংস্থাটির সদস্যপদ লাভ করে।
SDG তে মোট লক্ষ্যমাত্রা কত টি?
টেকসই উন্নয়ন লক্ষ্য (SDG) এর ১৭টি লক্ষ্যগুলো হলোঃ ১. দারিদ্র্য নির্মূল; ২. ক্ষুধামুক্তি; ৩. সুস্বাস্থ্য; ৪. মানসম্পন্ন শিক্ষা; ৫. লিঙ্গ সমতা; ৬. বিশুদ্ধ পানি ও পয়ঃনিষ্কাশন; ৭. সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি; ৮. উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি; ৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো; ১০. বৈষম্য হ্রাস, ১১, টেকসই শহর ও জনগণ; ১২. পরিমিত ভোগ; ১৩. জলবায়ুবিষয়ক পদক্ষেপ; ১৪. পানির নিচে প্রাণ; ১৫. স্থলভাগের জীবন; ১৬, শান্তি ও ন্যায়বিচার এবং ১৭. লক্ষ্য অর্জনে অংশীদারত্ব।
জাতীয় যুবদিবস কত তারিখে উদযাপিত হয়?
জাতীয় যুবদিবস ১ নভেম্বরে উদযাপিত হয়।
২০২২ সালে বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হবে?
বিশ্বকাপ ফুটবল ২০২২ কাতারে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, ২০২৬ সালের ২৩তম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যৌথভাবে আমেরিকা, মেক্সিকো ও কানাডায়।
হাজার হ্রদের দেশ কোনটি?
হাজার হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ডকে।
পদ্মাসেতুর দৈর্ঘ্য কত?
নির্মাণাধীন পদ্মা বহুমুখী সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিমি এবং প্রস্থ ১৮.১০ মিটার। উভয় প্রান্তের সংযোগ সড়কের দৈর্ঘ্য ১২.১৬ কিমি (এর মধ্যে ১১.৯৫ কিমি জাজিরা প্রান্তে)। এর নির্মাতা প্রতিষ্ঠান হলো চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড। নদী শাসক সংস্থা হলো সিনোহাইড্রো করপোরেশন এবং তদারকি পরামর্শক হলো কোরিয়ান এক্সপ্রেসওয়ে করপোরেশন।
বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন কে আহবান করেন?
মহামান্য রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান, স্থগিত এবং ভেঙ্গে দিতে পারেন।
বর্তমানে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির নাম কি?
বর্তমানে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির নাম 'রাবাব ফাতিমা'।