যুব উন্নয়ন অধিদপ্তর (যুব ও ক্রীড়া মন্ত্রণালয়) || ক্রেডিট সুপারভাইজার || 2021

All

সকল বিষয়

অর্থসহ বাক্য রচনা করুন
1.

চাঁদের হাট

Created: 3 months ago | Updated: 5 days ago

চাঁদের হাট (ধনেজনে পরিপূর্ণ সংসার) = ছেলে-মেয়েরা সবাই প্রতিষ্ঠিত, বিবাহিত এখন তোমার সংসার তো চাঁদের হাট।

অর্থসহ বাক্য রচনা করুন
2.

উড়ো চিঠি

Created: 3 months ago | Updated: 5 days ago

উড়ো চিঠি (বেনামি চিঠি/ নামহীন চিঠি) = ভয় দেখাবার জন্যে একটা উড়ো চিঠি লেখা হয়েছে।

অর্থসহ বাক্য রচনা করুন
3.

উপন্যাস লিখেন যিনি

Created: 3 months ago | Updated: 5 days ago

উপন্যাস লিখেন যিনি (ঔপন্যাসিক) = রবিন্দ্রনাথ ঠাকুর একজন প্রতিষ্ঠিত ঔপন্যাসিক।

অর্থসহ বাক্য রচনা করুন
4.

চিনির বলদ

Created: 3 months ago | Updated: 5 days ago

চিনির বলদ (নিষ্ফল পরিশ্রম / ভারবাহী) = সারা জীবন চিনির বলদের মত খাটলে, কিন্তু উন্নতি করতে পারলে না।

এক কথায় প্রকাশ করুনঃ
5.

আয় অনুসারে ব্যয় করে যিনি।

Created: 3 months ago | Updated: 5 days ago

আয় অনুসারে ব্যয় করে যিনি= মিতব্যয়ী।

এক কথায় প্রকাশ করুনঃ
6.

হাতি রাখার জায়গা।

Created: 3 months ago | Updated: 5 days ago

হাতি রাখার জায়গা = পিলখানা।

এক কথায় প্রকাশ করুনঃ
7.

শুভক্ষণে জন্ম যার।

Created: 3 months ago | Updated: 5 days ago

শুভক্ষণে জন্ম যার = ক্ষণজন্মা।

এক কথায় প্রকাশ করুনঃ
8.

যা সহজে জয় করা যায় না।

Created: 3 months ago | Updated: 5 days ago

যা সহজে জয় করা যায় না = অজেয়।

কারক ও বিভক্তি নির্ণয় করুনঃ
9.

শিক্ষক ছাত্রদের অংক করাচ্ছেন।

Created: 3 months ago | Updated: 5 days ago

শিক্ষক ছাত্রদের অংক করাচ্ছেন = কর্তৃকারকে শূন্য বিভক্তি।

কারক ও বিভক্তি নির্ণয় করুনঃ
10.

শরতে কাশফুল ফোঁটে।

Created: 3 months ago | Updated: 5 days ago

শরতে কাশফুল ফোঁটে = অধীকরণ কারকে ৭মী বিভক্তি।

কারক ও বিভক্তি নির্ণয় করুনঃ
11.

জ্ঞানের আলোয় আলোকিত হও।

Created: 3 months ago | Updated: 5 days ago

জ্ঞানের আলোয় আলোকিত হও = করণে ৭মী বিভক্তি।

কারক ও বিভক্তি নির্ণয় করুনঃ
12.

বিপদে মোরে রক্ষা কর এ নহে মোর প্রার্থনা।

Created: 3 months ago | Updated: 5 days ago

বিপদে মোরে রক্ষা কর এ নহে মোর প্রার্থনা' = অপাদানে ৭মী বিভক্তি।

ব্যাসবাক্যসহ সমাসের নাম লিখুন
13.

উপবন

Created: 3 months ago | Updated: 5 days ago

উপবন = বনের সদৃশ (অব্যয়ীভাব সমাস)।

ব্যাসবাক্যসহ সমাসের নাম লিখুন
14.

তেপান্তর

Created: 3 months ago | Updated: 5 days ago

তেপান্তর = তিন বা তে প্রাস্তরের সমাহার (দ্বিগু সমাস)।

ব্যাসবাক্যসহ সমাসের নাম লিখুন
15.

চিড়িয়াখানা

Created: 3 months ago | Updated: 5 days ago

চিড়িয়াখানা = চিড়িয়াদের জন্য খানা (৪র্থী তৎপুরুষ) 

ব্যাসবাক্যসহ সমাসের নাম লিখুন
16.

আটপৌরে

Created: 3 months ago | Updated: 5 days ago

আটপৌরে = আট প্রহরের উপযুক্ত (বহুব্রীহি)।

সন্ধিবিচ্ছেদ করুন
17.

শিল্পোন্নত

Created: 3 months ago | Updated: 5 days ago

শিল্পোন্নত = শিল্প + উন্নত।

সন্ধিবিচ্ছেদ করুন
18.

মহোৎসব

Created: 3 months ago | Updated: 5 days ago

মহোৎসব = মহা + উৎসব।

সন্ধিবিচ্ছেদ করুন
19.

ইচ্ছাধীন

Created: 3 months ago | Updated: 5 days ago

ইচ্ছাধীন = ইচ্ছা + অধীন।

সন্ধিবিচ্ছেদ করুন
20.

মৃন্ময়

Created: 3 months ago | Updated: 5 days ago

মৃনায় = মৃৎ + ময়।

Created: 3 months ago | Updated: 3 days ago

আমি ২ ঘণ্টা যাবৎ পড়ছিলাম। 

= I have been reading for two hours.

Created: 3 months ago | Updated: 5 days ago

বাবা আগামীকাল ঢাকা যাচ্ছেন।  

= Father is going to Dhaka tomorrow.

Translate the following sentences into English:
23.

পাখিটি কি সুন্দর!

Created: 3 months ago | Updated: 5 days ago

পাখিটি কি সুন্দর! 

= How beautiful the bird is!

Created: 3 months ago | Updated: 5 days ago

প্লেনটি সময়মত ছেড়েছিল। 

= The plane took off on time.

Created: 3 months ago | Updated: 5 days ago

সে আমার চেয়ে তিন বছরের বড়।

= He is older than I by three years.

Make sentences with meaning:
26.

Call to mind

Created: 3 months ago | Updated: 5 days ago

Call to mind ( স্মরণ করা ) = I cannot call to mind your name.

Make sentences with meaning:
27.

In force

Created: 3 months ago | Updated: 5 days ago

In force ( বলবৎ; প্রচলিত; চালু ) = This law is in force now.

Make sentences with meaning:
28.

All in all

Created: 3 months ago | Updated: 5 days ago

All in all (সর্বেসর্বা ) = Now-a-days, no one is all in all.

Correct the following sentences:
29.

He (go) to bed before I came.

Created: 3 months ago | Updated: 5 days ago

He (go) to bed before I came. 

= He had gone to bed before I came.

Correct the following sentences:
30.

Hasan has (to choose) the right path.

Created: 3 months ago | Updated: 5 days ago

Hasan has (to choose) the right path.

= Hasan has chosen the right path.

Created: 3 months ago | Updated: 5 days ago

I opened the door as soon as I (hear) the bell.

= I opened the door as soon as I heard the bell

Created: 3 months ago | Updated: 5 days ago

Japan is located in the east of Bangladesh. 
বাক্যের অর্থঃ জাপান বাংলাদেশের পূর্বে অবস্থিত।

Fill in the blanks:
33.

We went--the forest.

Created: 3 months ago | Updated: 5 days ago

We went to the forest.
বাক্যের অর্থঃ আমরা বনে গিয়েছিলাম।

Created: 3 months ago | Updated: 5 days ago

Your conduct admits of no excuse. 
বাক্যের অর্থঃ তোমার আচরণ ক্ষমা করা যায় না।

Created: 3 months ago | Updated: 5 days ago

The Second World War broke out in September, 1939. 
বাক্যের অর্থঃ ১৯৩৯ সালের সেপ্টেম্বরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল।

Created: 3 months ago | Updated: 5 days ago

When 1 get money. I will buy a dictionary. 
বাক্যের অর্থঃ যখন টাকা পাব, তখন আমি একটি অভিধান কিনবো।

Created: 3 months ago | Updated: 3 days ago

A lion may be helped even by a little mouse.

= Even a little mouse may help a lion.

Change the voice of following:
38.

Who was seen by you on the road?

Created: 3 months ago | Updated: 5 days ago

Who was seen by you on the road?

= Who saw you on the road?

Change the Narration of the following:
39.

Grandmother said 'We all die'.

Created: 3 months ago | Updated: 5 days ago

Grandmother said 'We all die'.

= Grandmother said that we all die.

Change the Narration of the following:
40.

He said to me 'Have you prepared your lesson'.

Created: 3 months ago | Updated: 5 days ago

He said to me 'Have you prepared your lesson'. 

= He asked me if I had prepared my lesson.

১০০ টাকার ১২ মাসের ‍মুনাফা = ১২ টাকা

১ টাকার ১২ মাসের মুনাফা = টাকা

১০০ টাকার ১ মাসের মুনাফা = ×টাকা

২০০০০০০ টাকার ৩ মাসের মুনাফা =×××= টাকা

মোট নষ্ট ফলের পরিমাণ = ৫%+৫%=১০%

অবশিষ্ট ফলের পরিমাণ =(১০০-১০)%=৯০%

অর্থ্যাৎ ৯০ টাকার ফল বিক্রি করতে হবে = ১২০ টাকায়

১০০ টাকার ফল বিক্রি করতে হবে = ×=. টাকায়

লাভ = ১৩৩.৩৩-১০০=৩৩

Created: 3 months ago | Updated: 1 day ago

Given that, x-1x=3 = (x-1x)2=32 = x2+1x2-2×x×1x=9 =x2+1x2=9+2=11 =(x2+1x2)2=112 =x4+1x4+2×x2×1x2=121 =x4+1x4=119

উৎপাদকে বিশ্লেষণ করুন:
44.

ax2+(a2+1)x+a

Created: 3 months ago | Updated: 1 day ago

ax2+(a2+1)x+a =ax2+a2x+x+a =ax(x+a)+1(x+a) =(x+a) (ax+1)

উৎপাদকে বিশ্লেষণ করুন:
45.

x3-21x-20

Created: 3 months ago | Updated: 22 hours ago

x+1=0

x=-1 বসালে পাই

x3-21x-20=0 =(-1)3-21(-1)-20=0 =-1+21-20=0

(x+1) হবে রাশিটির একটি উৎপাদক।

যদি এই প্রশ্নের ক্ষেত্রে পুরো উৎপাদকে বিশ্লেষণ চান তবে নিচের মতো করে করবেন:

x3-21x-20 =x3+x2-x2-x-20x-20 =x2(x+1)-x(x+1)-20(x+1) =(x+1)(x2-x-20)(x+1)(x2-5x+4x-20) =(x+1){x(x-5)+4(x-5)} =(x+1) (x-5) (x+4) =(x+1) (x+4) (-5)

 

১৭ মার্চ, ১৯২০ সালে জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার জন্মের একশত বছর পূর্তিতে ১৭ মার্চ, ২০২০ জন্মশতবার্ষিকীর আয়োজন করা হয়। মুজিববর্ষের সময়কাল ধরা হয় ১৭ মার্চ ২০২০ - ১৭ মার্চ ২০২১। তবে করোনার কারণে মুজিবর্ষের সকল আয়োজন স্থগিত হওয়ায় বর্ধিত সময় ধরা হয় ১৭ মার্চ থেকে ৩১ ডিসেম্বর, ২০২১।

Created: 3 months ago | Updated: 5 days ago

যুদ্ধরত স্বাধীন বাংলাদেশকে পরিচালনা এবং মুক্তিযুদ্ধে নেতৃত্বদানের জন্য ১৯৭১ সালের ১০ এপ্রিল অস্থায়ী সরকার গঠন করা হয়, যা মুজিবনগর সরকার নামে পরিচিত। কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার ভবেরপাড়া ইউনিয়নের বৈদ্যনাথতলা গ্রামের আমবাগানে ১৯৭১ সালের ১৭ এপ্রিল অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে। মুজিবনগর সরকারের নেতৃত্বে সংগঠিত ও সুপরিকল্পিত ভাবে শুরু হয় মুক্তিসংগ্রাম।

Created: 3 months ago | Updated: 1 day ago

OIC এর পূর্ণরূপ হলো Organization of Islamic Co-operation (ইসলামী সহযোগিতা সংস্থা)। ২৫ সেপ্টেম্বর ১৯৬৯ সালে মরক্কোর রাজধানী রাবাতে OIC গঠিত হয়। OIC এর সদস্যসংখ্যা ৫৭টি। কিন্তু বর্তমানে সিরিয়ার সদস্যপদ স্থগিত করা হয়েছে। সেই হিসেবে OIC বর্তমান সদস্য সংখ্যা ৫৬টি। এই সংস্থাটির সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত। এর দাপ্তরিক ভাষা ৩টি। যথাঃ আরবি, ফারসি ও ইংরেজি। ২৩ ফেব্রুয়ারি ১৯৭৪ সালে OIC এর ২য় সম্মেলনে ৩২তম দেশ হিসেবে বাংলাদেশ এই সংস্থাটির সদস্যপদ লাভ করে।

নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুনঃ
49.

SDG তে মোট লক্ষ্যমাত্রা কত টি?

Created: 3 months ago | Updated: 5 days ago

টেকসই উন্নয়ন লক্ষ্য (SDG) এর ১৭টি লক্ষ্যগুলো হলোঃ ১. দারিদ্র্য নির্মূল; ২. ক্ষুধামুক্তি; ৩. সুস্বাস্থ্য; ৪. মানসম্পন্ন শিক্ষা; ৫. লিঙ্গ সমতা; ৬. বিশুদ্ধ পানি ও পয়ঃনিষ্কাশন; ৭. সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি; ৮. উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি; ৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো; ১০. বৈষম্য হ্রাস, ১১, টেকসই শহর ও জনগণ; ১২. পরিমিত ভোগ; ১৩. জলবায়ুবিষয়ক পদক্ষেপ; ১৪. পানির নিচে প্রাণ; ১৫. স্থলভাগের জীবন; ১৬, শান্তি ও ন্যায়বিচার এবং ১৭. লক্ষ্য অর্জনে অংশীদারত্ব।

নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুনঃ
50.

জাতীয় যুবদিবস কত তারিখে উদযাপিত হয়?

Created: 3 months ago | Updated: 3 days ago

জাতীয় যুবদিবস ১ নভেম্বরে উদযাপিত হয়।

Created: 3 months ago | Updated: 5 days ago

বিশ্বকাপ ফুটবল ২০২২ কাতারে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, ২০২৬ সালের ২৩তম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যৌথভাবে আমেরিকা, মেক্সিকো ও কানাডায়।

নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুনঃ
52.

হাজার হ্রদের দেশ কোনটি?

Created: 3 months ago | Updated: 5 days ago

হাজার হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ডকে।

নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুনঃ
53.

পদ্মাসেতুর দৈর্ঘ্য কত?

Created: 3 months ago | Updated: 5 days ago

নির্মাণাধীন পদ্মা বহুমুখী সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিমি এবং প্রস্থ ১৮.১০ মিটার। উভয় প্রান্তের সংযোগ সড়কের দৈর্ঘ্য ১২.১৬ কিমি (এর মধ্যে ১১.৯৫ কিমি জাজিরা প্রান্তে)। এর নির্মাতা প্রতিষ্ঠান হলো চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড। নদী শাসক সংস্থা হলো সিনোহাইড্রো করপোরেশন এবং তদারকি পরামর্শক হলো কোরিয়ান এক্সপ্রেসওয়ে করপোরেশন।

Created: 3 months ago | Updated: 5 days ago

মহামান্য রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান, স্থগিত এবং ভেঙ্গে দিতে পারেন।

Created: 3 months ago | Updated: 8 hours ago

বর্তমানে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির নাম 'রাবাব ফাতিমা'।

Related Sub Categories