যুব উন্নয়ন অধিদপ্তর (যুব ও ক্রীড়া মন্ত্রণালয়) || ক্রেডিট সুপারভাইজার || 2021

All

অর্থসহ বাক্য রচনা করুন
1.

চাঁদের হাট

Created: 2 months ago | Updated: 11 hours ago

চাঁদের হাট (ধনেজনে পরিপূর্ণ সংসার) = ছেলে-মেয়েরা সবাই প্রতিষ্ঠিত, বিবাহিত এখন তোমার সংসার তো চাঁদের হাট।

অর্থসহ বাক্য রচনা করুন
2.

উড়ো চিঠি

Created: 2 months ago | Updated: 11 hours ago

উড়ো চিঠি (বেনামি চিঠি/ নামহীন চিঠি) = ভয় দেখাবার জন্যে একটা উড়ো চিঠি লেখা হয়েছে।

অর্থসহ বাক্য রচনা করুন
3.

উপন্যাস লিখেন যিনি

Created: 2 months ago | Updated: 11 hours ago

উপন্যাস লিখেন যিনি (ঔপন্যাসিক) = রবিন্দ্রনাথ ঠাকুর একজন প্রতিষ্ঠিত ঔপন্যাসিক।

অর্থসহ বাক্য রচনা করুন
4.

চিনির বলদ

Created: 2 months ago | Updated: 11 hours ago

চিনির বলদ (নিষ্ফল পরিশ্রম / ভারবাহী) = সারা জীবন চিনির বলদের মত খাটলে, কিন্তু উন্নতি করতে পারলে না।

এক কথায় প্রকাশ করুনঃ
5.

আয় অনুসারে ব্যয় করে যিনি।

Created: 2 months ago | Updated: 11 hours ago

আয় অনুসারে ব্যয় করে যিনি= মিতব্যয়ী।

এক কথায় প্রকাশ করুনঃ
6.

হাতি রাখার জায়গা।

Created: 2 months ago | Updated: 11 hours ago

হাতি রাখার জায়গা = পিলখানা।

এক কথায় প্রকাশ করুনঃ
7.

শুভক্ষণে জন্ম যার।

Created: 2 months ago | Updated: 11 hours ago

শুভক্ষণে জন্ম যার = ক্ষণজন্মা।

এক কথায় প্রকাশ করুনঃ
8.

যা সহজে জয় করা যায় না।

Created: 2 months ago | Updated: 11 hours ago

যা সহজে জয় করা যায় না = অজেয়।

কারক ও বিভক্তি নির্ণয় করুনঃ
9.

শিক্ষক ছাত্রদের অংক করাচ্ছেন।

Created: 2 months ago | Updated: 11 hours ago

শিক্ষক ছাত্রদের অংক করাচ্ছেন = কর্তৃকারকে শূন্য বিভক্তি।

কারক ও বিভক্তি নির্ণয় করুনঃ
10.

শরতে কাশফুল ফোঁটে।

Created: 2 months ago | Updated: 11 hours ago

শরতে কাশফুল ফোঁটে = অধীকরণ কারকে ৭মী বিভক্তি।

কারক ও বিভক্তি নির্ণয় করুনঃ
11.

জ্ঞানের আলোয় আলোকিত হও।

Created: 2 months ago | Updated: 11 hours ago

জ্ঞানের আলোয় আলোকিত হও = করণে ৭মী বিভক্তি।

কারক ও বিভক্তি নির্ণয় করুনঃ
12.

বিপদে মোরে রক্ষা কর এ নহে মোর প্রার্থনা।

Created: 2 months ago | Updated: 11 hours ago

বিপদে মোরে রক্ষা কর এ নহে মোর প্রার্থনা' = অপাদানে ৭মী বিভক্তি।

ব্যাসবাক্যসহ সমাসের নাম লিখুন
13.

উপবন

Created: 2 months ago | Updated: 11 hours ago

উপবন = বনের সদৃশ (অব্যয়ীভাব সমাস)।

ব্যাসবাক্যসহ সমাসের নাম লিখুন
14.

তেপান্তর

Created: 2 months ago | Updated: 11 hours ago

তেপান্তর = তিন বা তে প্রাস্তরের সমাহার (দ্বিগু সমাস)।

ব্যাসবাক্যসহ সমাসের নাম লিখুন
15.

চিড়িয়াখানা

Created: 2 months ago | Updated: 11 hours ago

চিড়িয়াখানা = চিড়িয়াদের জন্য খানা (৪র্থী তৎপুরুষ) 

ব্যাসবাক্যসহ সমাসের নাম লিখুন
16.

আটপৌরে

Created: 2 months ago | Updated: 11 hours ago

আটপৌরে = আট প্রহরের উপযুক্ত (বহুব্রীহি)।

সন্ধিবিচ্ছেদ করুন
17.

শিল্পোন্নত

Created: 2 months ago | Updated: 11 hours ago

শিল্পোন্নত = শিল্প + উন্নত।

সন্ধিবিচ্ছেদ করুন
18.

মহোৎসব

Created: 2 months ago | Updated: 11 hours ago

মহোৎসব = মহা + উৎসব।

সন্ধিবিচ্ছেদ করুন
19.

ইচ্ছাধীন

Created: 2 months ago | Updated: 11 hours ago

ইচ্ছাধীন = ইচ্ছা + অধীন।

সন্ধিবিচ্ছেদ করুন
20.

মৃন্ময়

Created: 2 months ago | Updated: 11 hours ago

মৃনায় = মৃৎ + ময়।

Related Sub Categories