অত্যন্ত
অত্যন্ত = অতি + অন্ত।
ইত্যাদি
ইত্যাদি = ইতি + আদি।
প্রতূষ
প্রতূষ = প্রতি + ঊষ।
স্বল্প
স্বল্প = সু + অল্প
অন্বেষণ
অন্বেষণ = অনু + এষণ
অগ্নিশর্মা
অগ্নিশর্মা (অত্যন্ত রেগে যাওয়া) = যেখানে সেখানে অন্ত অগ্নিশর্মা হলে কপালে দুর্ভোগ আছে, জেনে রেখ।
আদায় কাঁচকলায়
আদায় কাঁচকলায় (শত্রুতা) = তার সঙ্গে আমার আদায় কাঁচকলায় সম্পর্ক, সে আমার শত্রু।
ইতর বিশেষ
ইতর বিশেষ (পার্থক্য) = পড়া-লেখা, রূপে-গুণে রহিমা ও ফাহিমার মধ্যে ইতরবিশেষ নেই ।
উত্তম মধ্যম
উত্তম মধ্যম (প্রহার, পিটুনি) = গৃহস্থ চোরটাকে উত্তম মধ্যম দিয়ে ছেড়ে দিল।
কথার কথা
কথার কথা (গুরুত্বহীন কথা) = কারও মনে আঘাত দেওয়ার জন্য একথা বলিনি, এটা একটা কথার কথা।
ফল পাকলে যে গাছ মরে যায়।
ফল পাকলে যে গাছ মরে যায় = ওষধি।
মৃতের মত অবস্থা যার।
মৃতের মত অবস্থা যার = মুমূর্ষু।
যা নিবারণ করা কষ্টকর।
যা নিবারণ করা কষ্টকর = দুর্নিবার।
যার উপস্থিত বুদ্ধি আছে।
যার উপস্থিত বুদ্ধি আছে = প্রত্যুৎপন্নমতি।
যা পূর্বে দেখা যায়নি।
যা পূর্বে দেখা যায়নি = অদৃষ্টপূর্ব।
বাদী
বাদী = বিবাদী।
অগ্র
অগ্র = পশ্চাৎ
অনুকূল
অনুকূল = প্রতিকূল।
অনুরাগ
অনুরাগ = বিরাগ।
গরিষ্ট
গরিষ্ট = লঘিষ্ঠ ।
শ্রদ্ধাঞ্জলী
শ্রদ্ধাঞ্জলী = শ্রদ্ধাঞ্জলি।
সমিচিন
সমিচিন = সমীচীন।
দন্দ
দন্দ = দ্বন্দ্ব
চাকরিজিবী
চাকরিজিবী = চাকরিজীবী।
নূনতম
নূনতম = ন্যূনতম ।
মূলভাবঃ মানবজীবন সংক্ষিপ্ত কিন্তু এ সংক্ষিপ্ত জীবনে কিছু মানুষ এমন কিছু কীর্তি করে যায় যার জন্য সে সারাজীবন মানুষের মনে বেচে থাকে। যে কারণে দৈহিক বিনাশ ঘটলেও কীর্তিমান ব্যক্তি মানুষের মনে অমরত্ব লাভ করে।
ভাব-সম্প্রসারণঃ মানবজীবন ক্ষণস্থায়ী কিন্তু কর্মময়। জীবনে প্রকৃত সুখ ও সব কার্যাবলি, এ কর্মের মধ্যেই নিহিত। ধরিত্রীর অবারিত আলো বাতাসের সাথে মিলে যথাসাধ্য কাজ করে চলাই তার কাজ। এ সুন্দর পৃথিবীতে মহান আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। তিনি কখনো মানুষকে বিপথগামী করেন নি, মানুষকে এ সুন্দর সুশৃঙ্খল ও মহৎ উদ্দেশ্য নিয়েই পৃথিবীতে পাঠিয়েছেন। মানুষ কর্মের মাধ্যমেই তার জীবনের প্রতিটি মুহূর্ত অতিবাহিত করবে। কিন্তু এ কর্ম হবে সত্য ও সুন্দরের পথে । কীর্তিমান মানুষ জগতের জ্যোতি হয়ে বেঁচে থাকেন যুগ-যুগান্তর ধরে। আল্লাহ মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে বহু জ্ঞানের অধিকারী করেছেন। তারা যদি এ জ্ঞানকে সঠিকভাবে কাজে লাগাতে পারে তবে অমরত্ব লাভ করবে। যেসব লোক সুপথে কর্মের মধ্য দিয়ে জীবনকে পরিচালিত করে তারা জীবনে অনেক সুখী সমৃদ্ধশালী হতে পারে; ফলে কর্মময় ক্ষণস্থায়ী জীবন হয় সার্থক ও সত্য। কর্মবিমুখ ব্যক্তিকে সাধারণত সবাই অলস বলে আখ্যায়িত করে। অলস মানুষ ঘুণে ধরা কাঠ ও মরিচা ধরা লাহোর মতো। তারা সমাজে অপাংক্তেয় হিসেবেই চিহ্নিত। হাদিসে রয়েছে, 'অলস মানুষের মাথা শয়তানের আড্ডাভূমি'। কর্মবিমুখতার জন্য বর্তমান সমাজে অনেক যুবক কালোবাজারি, মদ্যপায়ী, সন্ত্রাসী হয়ে পড়েছে। তাদেরকে কর্মসাগরে উদ্বুদ্ধ করা একান্ত প্রয়োজন। লেখকের ভাষায় “কর্মের গভীর মন্ত্রে উদ্ভাসিত হয়ে মানুষের কল্যাণার্থে জীবনকে পরিচালিত করাই জীবনের প্রকৃত সুখ।" অনেক সাধারণ ঘরের সন্তান কর্মগুণে পৃথিবীর বুকে অমর হয়ে আছেন। মানুষ তার বয়েসর ওপর ভিত্তি করে বাঁচে না। কর্মের মধ্যেই তার বেঁচে থাকা সার্থক হয়। সাধনায় সফল কৃতিত্ব লাভ করা যায়। মহান আল্লাহ্ তা'আলা বলেন, 'তোমাদের কর্মফল তোমরা একদিন ভোগ করবেই'। এ বাণীটি কর্মকেই বড় করে, কেননা বয়সে মানুষ স্মরণীয় হয় না। বড় হওয়া এবং স্মরণীয় হওয়ার মাধ্যম হলো কর্ম। কর্মই মানবজীবনের সুখ ও সমৃদ্ধি এনে দিতে পারে।
মন্তব্য: আমাদের জীবনের প্রতিটি ক্ষণকে কাজে লাগানো দরকার। পৃথিবীতে কিছু কীর্তি রাখার প্রচেষ্টা করা মানবতার সত্যিকারের প্রকাশ ।কারন মানুষ বাচে তার কর্মের মধ্যে।
Karim is too weak___walk.
Karim is too weak to walk.
বাক্যের অর্থঃ করিম এতোই দুর্বল যে হাঁটতে পারে না।
He abides___me.
He abides with me.
বাক্যের অর্থঃ সে আমার সাথে থাকে।
Suddenly the burst___tears.
Suddenly he burst into tears.
বাক্যের অর্থঃ হঠাৎ তিনি কান্নায় ভেঙ্গে পড়লেন।
He brought a charge--me.
He brought a charge against me.
বাক্যের অর্থঃ তিনি আমার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন।
The tiger is fond____meat.
The tiger is fond of meal.
বাক্যের অর্থঃ বাঘ মাংস পছন্দ করে।
By hook or by crook
By hook or by crook (যেকোনো সম্ভাব্য উপায়ে) = You must do this work by hook or by crook.
Heart and soul
Heart and soul (সর্বান্ত:করণে) = Try heard and soul and you will succeed.
In the long run
In the long run (পরিণামে) = Truth must come out in the long run.
Jack of all trades
Jack of all trades (সবজান্তা) = Hanjala is a jack of all trades.
Red letter day.
Red letter day (স্মরণীয় দিন) = 30 December is a red letter day in my life.
সে নাচতে নাচতে চলে গেল।
সে নাচতে নাচতে চলে গেল।
= He went away dancing.
তিনি গতকাল ঢাকা এসেছেন।
তিনি গতকাল ঢাকা এসেছেন।
= He came to Dhaka yesterday.
তার ঠান্ডা লেগেছে।
তার ঠান্ডা লেগেছে।
= He has caught a cold.
মানুষ মরণশীল।
মানুষ মরণশীল।
= Man is mortal.
ঘুমন্ত শিশুকে ঘুমাতে দাও।
ঘুমন্ত শিশুকে ঘুমাতে দাও।
= Let the sleeping boy sleep.
Nephew
Nephew = Niece.
Fox
Fox = Vixen.
RAM
Ram = Ewe.
Horse
Horse = Mare
Bachelor
Bachelor = Bachelorette
Internet
The Internet is a modern international computer network system. It is an interconnection method that can be accessed from anywhere. Internet is one of the greatest creative and popular inventions in the history of science. Its functions are easy and quick. A man can dial a number from his computer and a link to the internet will soon give him a connection to the outside following to his expectation. It has made our lives easier. The internet has various uses like communication, learning, exchanging information, entertainment, and more other things. It is a milestone in the modern world of communication. It also plays an effective role in the field of trade and commerce. Today e-commerce has become very popular with customers. Because the customers can buy anything without going to the market. Nowadays, millions of people have access to the internet facility. But many people in Bangladesh don't have still access to the internet.
মনে করি, ভগ্নাংশটির লব x এবং হর y
ভগ্নাংশটি =
প্রশ্নমতে,
এবং
সমীকরণ (i) নং হতে পাই,
x এর মান (ii) নং সমীকরণে বসাই,
y এর মান (iii) নং সমীকরণে বসাই,
x=2y-7
x=(2-7
=10-7
=3
নির্ণেয় ভগ্নাংশ .
বৃত্ত
বৃত্ত = কোন নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্বে আবর্তিত গোলাকার আবদ্ধ সমতলীয় ক্ষেত্রকে বৃত্ত বলে। যে বিন্দুর চতুর্দিকে বক্রাকৃতি রেখাটি আবর্তিত হয়, তাকে বৃত্তটির কেন্দ্র বলে।
ট্রাপিজিয়াম
ট্রাপিজিয়াম = যে চতুর্ভুজের দুটি বাহু পরস্পর সমান্তরাল কিন্তু অসমান এবং অপর দুটি বাহু তীর্যক তাকে ট্রাপিজিয়াম বলে।
UNHCR
UNHCR = United Nations High Commissioner for Refugees.
BRTC
BRTC = Bangladesh Road Transport Corporation.
SDH
SDH = Synchronous Digital Hierarchy.
RAM
RAM = Random Access Memory.
ROM
ROM = Read Only Memory.
CPU
CPU = Central Processing Unit.
WWW
WWW = World Wide Web.
রামসাগর দিনাজপুর জেলার তাজপুর গ্রামে অবস্থিত মানবসৃষ্ট একটি দিঘী। নীলাচল বান্দরবান জেলার অন্যতম দর্শনীয় স্থান। রাঙামাটি জেলার বাঘাইছরি উপজেলায় সাজেক ভ্যালি অবস্থিত।
নুরলদীনের সারা জীবন = সৈয়দ শামসুল হক রচিত একটি কাব্যনাট্য।
জন্ম যদি তব বঙ্গে = শওকত ওসমানের মুক্তিযুদ্ধভিত্তিক গল্প।
একাত্তরের ডায়রী = লিখেছেন সুফিয়া কামাল।
২ হাজার ৪ শত মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বাংলাদেশে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এটি স্থাপিত হচ্ছে পাবনার ঈশ্বরদী উপজেলার অন্তর্গত পাকশী ইউনিয়নের রূপপুর গ্রামে। এ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি ২০২৩ সালে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু করবে।
সমুদ্রকেন্দ্রীক অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্লু ইকোনমি বলে। সমুদ্র পৃষ্ঠে যে বিশাল জলরাশি আছে এবং এর তলদেশে যে পরিমাণ সম্পদ রয়েছে, সেই সম্পদকে টেকসই উন্নয়নের জন্য ব্যবহৃত করার নীতিই হলো ব্লু ইকোনমি। অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের পাশাপাশি পরিবেশগত ভারসাম্য রক্ষায় সমুদ্র অর্থনীতি বা ব্লু ইকোনমির গুরুত্ব অপরিসীম। ১৯৮২ সালের সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশন অনুযায়ী একটি উপকূলীয় রাষ্ট্রের অর্থনৈতিক সমুদ্রসীমা ২০০ নটিক্যাল মাইল এবং রাজনৈতিক সমুদ্রসীমা ১২ নটিক্যাল মাইল ও উপ-কূলীয় রাষ্ট্রের মহীসোপানের (Continental Shelf) সীমা হবে ৩৫০ নটিক্যাল মাইল।
ডেংগু জ্বর হলে রক্তের প্লাটিলেট কমে যায়। ডেংগু জ্বরের জন্য এডিস মশা দায়ী।
পার্বত্য চট্টগ্রামে ৩টি জেলা রয়েছে। এগুলো হলো বান্দরবান, রাঙামাটি এবং খাগড়াছড়ি। আয়তনে বাংলাদেশের বৃহত্তম জেলা রাঙামাটি (৬১১৬.১১ বর্গ কিলোমিটার)।