পূর্ণরূপ লিখ:
1.

UNHCR

Created: 3 months ago | Updated: 3 days ago

UNHCR = United Nations High Commissioner for Refugees.

পূর্ণরূপ লিখ:
2.

BRTC

Created: 3 months ago | Updated: 3 days ago

BRTC = Bangladesh Road Transport Corporation.

পূর্ণরূপ লিখ:
3.

SDH

Created: 3 months ago | Updated: 3 days ago

SDH = Synchronous Digital Hierarchy.

পূর্ণরূপ লিখ:
4.

RAM

Created: 3 months ago | Updated: 3 days ago

RAM = Random Access Memory.

পূর্ণরূপ লিখ:
5.

ROM

Created: 3 months ago | Updated: 3 days ago

ROM = Read Only Memory.

পূর্ণরূপ লিখ:
6.

CPU

Created: 3 months ago | Updated: 3 days ago

CPU = Central Processing Unit.

পূর্ণরূপ লিখ:
7.

WWW

Created: 3 months ago | Updated: 3 days ago

WWW = World Wide Web.

রামসাগর দিনাজপুর জেলার তাজপুর গ্রামে অবস্থিত মানবসৃষ্ট একটি দিঘী। নীলাচল বান্দরবান জেলার অন্যতম দর্শনীয় স্থান। রাঙামাটি জেলার বাঘাইছরি উপজেলায় সাজেক ভ্যালি অবস্থিত।

নুরলদীনের সারা জীবন = সৈয়দ শামসুল হক রচিত একটি কাব্যনাট্য। 
জন্ম যদি তব বঙ্গে = শওকত ওসমানের মুক্তিযুদ্ধভিত্তিক গল্প। 
একাত্তরের ডায়রী = লিখেছেন সুফিয়া কামাল।

২ হাজার ৪ শত মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বাংলাদেশে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এটি স্থাপিত হচ্ছে পাবনার ঈশ্বরদী উপজেলার অন্তর্গত পাকশী ইউনিয়নের রূপপুর গ্রামে। এ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি ২০২৩ সালে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু করবে।

সমুদ্রকেন্দ্রীক অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্লু ইকোনমি বলে। সমুদ্র পৃষ্ঠে যে বিশাল জলরাশি আছে এবং এর তলদেশে যে পরিমাণ সম্পদ রয়েছে, সেই সম্পদকে টেকসই উন্নয়নের জন্য ব্যবহৃত করার নীতিই হলো ব্লু ইকোনমি। অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের পাশাপাশি পরিবেশগত ভারসাম্য রক্ষায় সমুদ্র অর্থনীতি বা ব্লু ইকোনমির গুরুত্ব অপরিসীম। ১৯৮২ সালের সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশন অনুযায়ী একটি উপকূলীয় রাষ্ট্রের অর্থনৈতিক সমুদ্রসীমা ২০০ নটিক্যাল মাইল এবং রাজনৈতিক সমুদ্রসীমা ১২ নটিক্যাল মাইল ও উপ-কূলীয় রাষ্ট্রের মহীসোপানের (Continental Shelf) সীমা হবে ৩৫০ নটিক্যাল মাইল।

ডেংগু জ্বর হলে রক্তের প্লাটিলেট কমে যায়। ডেংগু জ্বরের জন্য এডিস মশা দায়ী। 

পার্বত্য চট্টগ্রামে ৩টি জেলা রয়েছে। এগুলো হলো বান্দরবান, রাঙামাটি এবং খাগড়াছড়ি। আয়তনে বাংলাদেশের বৃহত্তম জেলা রাঙামাটি (৬১১৬.১১ বর্গ কিলোমিটার)।

Related Sub Categories