বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে কবে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেয়া হয়?
তৎকালীন ডাকসু ভিপি তোফায়েল আহমেদ শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত করেন ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) ।
পূর্ণরূপ লিখুন: BARD , ICA
BARD, ICA = BARD এর পূর্ণরূপ Bangladesh Academy for Rural Development এবং ICA এর পূর্ণরূপ International Co-oparative Alliance (Bank).
১৯৭০ এর নির্বাচনে প্রাদেশিক পরিষদের ও জাতীয় সদস্য সংখ্যা কত ছিল?
১৯৭০ এর নির্বাচনে প্রাদেশিক পরিষদে সমগ্র পাকিস্তানের জাতীয় পরিষদের আসন সংখ্যা ছিল মোট ৩১৩টি। এর মধ্যে সাধারণ ৩০০টি এবং ১৩টি সংরক্ষিত মহিলা আসন ছিল। সমগ্র
পাকিস্তানের প্রাদেশিক পরিষদের মোট আসন সংখ্যা ছিল ৬২১টি
বসফরাস প্রণালি কোন দুটি সাগরকে সংযুক্ত করেছে?
বসফরাস প্রণালি মর্মর সাগর এবং কৃষ্ণ সাগর (পৃথক করেছেঃ এশিয়া-ইউরোপ) সাগরকে সংযুক্ত করেছে ।
জাতিসংঘের প্রথম মহাসচিবের নাম কি এবং তিনি কোনদেশের অধিবাসী ছিলেন?
জাতিসংঘের প্রথম মহাসচিবে হলেন ট্রাইগভে লাই (০২/০২/১৯৪৬- ১০/১০/১৯৫২) নরওয়ের অধিবাসী ছিলেন ।
নিঝুম দ্বীপ কোন জেলায় অবস্থিত?
নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার অন্তর্গত ছোট একটি দ্বীপ নিঝুম দ্বীপ ।
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী” এর রচয়িতা কে?
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী' গানটির রচয়িতা আব্দুল গাফ্ফার চৌধুরী। উল্লেখ্য, ‘একুশে ফেব্রুয়ারী'র বিখ্যাত গানটির নাম হলো ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী' । গানটির প্রথম সুরকার ছিলেন আবদুল লতিফ। কিন্তু গানটির বর্তমান সুরকার হলো আলতাফ মাহমুদ ।
কম্বোডিয়ার রাজধানীর নাম কি?
কম্বোডিয়ার রাজধানীর নাম নমপেন ।
মুক্তিযুদ্ধের সময় অভ্যন্তরীণ নৌপথ কত নম্বর সেক্টরের অধীন ছিল?
মুক্তিযুদ্ধের সময় অভ্যন্তরীণ নৌপথ ১০ নং সেক্টরের অধীনে ছিলো।
কোন দেশের কোন শহরকে করোনা ভাইরাসের উৎস হিসেবে বিবেচনা করা হয়?
চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে 'করোনা ভাইরাস' প্রথম দেখা দেয় ।
ভিয়েতনামের মুদ্রার নাম কি?
ভিয়েতনামের মুদ্রার নাম হলো 'ডং'।
এ বছর জাতীয় সমবায় দিবস কবে অনুষ্ঠিত হয়?
৬ নভেম্বর, শনিবার ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত হয়। (২০২১)
২০২১ সালের জাতীয় সমবায় দিবসের প্রতিপাদ্য 'বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন'।
বঙ্গমাতার জন্মতারিখ উল্লেখ করুন
বঙ্গমাতার জন্মতারিখ ১৯৩০ সালের ৮ আগস্ট।
বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ সংখ্যা কত?
বাংলাদেশের সংবিধানে ১৫৩টি অনুচ্ছেদ, ১টি প্রস্তাবনা ও ৭টি তফসিল রয়েছে। আর সমগ্র সংবিধান ১১টি ভাগে বিভক্ত।
জাতীয় স্মৃতিসৌধের স্থপতির নাম লিখুন।
বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের স্থপতির নাম সৈয়দ মঈনুল হোসেন।