তুলার তৈরি
তুলার তৈরী = তুলোট
সেবা করার ইচ্ছা
সেবা করার ইচ্ছা = শুশ্রুষা
দান কারা যোগ্য
দান করার যোগ্য= দিৎসা
একই গুরুর শিষ্য
যা অতিক্রম করা কষ্টকর
যা অতিক্রম করা কষ্টকর = দুরতিক্রম্য
প্রচ্ছন্ন
প্রচ্ছন্ন এর বিপরীত শব্দ ব্যক্ত
কদাচিৎ
কদাচিৎ এর বিপরীত শব্দ প্রায়শ
ঐচ্ছিক
ঐচ্ছিক এর বিপরীত শব্দ আবশ্যিক
অনুমোদিত
অনুমোদিত এর বিপরীত শব্দ অননুমোদিত
রত্নকার
অ/আ কারের সাথে অ/আ কার যোগ হলে আ কার হয়। যেমনঃ - রত্ন + আকর = রত্নাকর, বিদ্যা + আলয় = বিদ্যালয় ইত্যাদি।
মতৈক্য
'মতৈক্য' শব্দের সন্ধিবিচ্ছেদ মত + ঐক্য।
অ/আ এরপরে এ/ঐ থাকলে উভয়ে মিলে ঐ হয় এবং তা 'অ/আ' - র আগের ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়। মত + ঐক্য = মতৈক্য।
পবিত্র
পো + ইত্র = পবিত্র
স্বল্প
স্বল্প শব্দটির সন্ধি বিচ্ছেদ হবে সু + অল্প
নীরব
নীরব এর সন্ধি বিচ্ছেদ হল নিঃ + রব
শংশপ্তক
শংশপ্তক এর শুদ্ধ বানান সংশপ্তক
ভৌগলিক
ভৌগোলিক
পৈত্রিক
পৈত্রিক এর শুদ্ধ বানান পৈতৃক
স্রোতাশ্বিণী
স্রোতাশ্বিণী= স্রোতস্বিনী
দ্রবিভূত
দ্রবিভূত = দ্রবীভূত ।
In spite of
In spite of ( সত্ত্বেও): In spite of all our efforts, we failed.
At a glance
At a glance (দেখামাত্র): Mili saw at a glance what had happened.
Bird’s eye view
Bird's eye view (এক নজরে দেখা)ঃ Mohidul took a bird's eye view of the flood stricken area.
At large
At large (এটি Adjective যার অর্থ স্বাধীনভাবে): Dense clouds roam about at large in the sky.
break down
Break down (ভাঙিয়া পড়া বা দুর্বল হইয় পড়া): His health broke down for hard work.
Smoking is injurious _____health
Smoking is injurious to health. বাক্যের অর্থঃ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
He is good ____ English
He is good at English. বাক্যের অর্থঃ সে ইংরেজিতে দক্ষ।
The old man died ____ cancer
The old man died of cancer. বাক্যের অর্থঃ তিনি ক্যান্সারে মারা গিয়েছেন
Mother gave me ___ one TK. Note
Mother gave me a one Tk. Note. বাক্যের অর্থঃ মা আমাকে একটি এক টাকার নোট দিলেন ৷
My father is _____MA
My father is an MA. বাক্যের অর্থঃ আমার পিতা একজন এমএ ।
তারা শেষ মুহুর্তে খেলায় জয়লাভ করেছে
তারা শেষ মুহুর্তে খেলায় জয়লাভ করেছে।
= They won the game at the last minute.
গাছে এখনো ফল ধরেনি
গাছে এখনো ফল ধরেনি। = The tree has not yet borne fruit.
তুমি কি কখনো ঢাকা গিয়েছিলে
তুমি কি কখনো ঢাকা গিয়েছিলে।
= Have you ever been to Dhaka.
সে আমার মত বুদ্ধিমান নয়।
সে তোমার মত বুদ্ধিমান নয়।
= He is not as intelligent as you.
সে আমার কাছে আসার পরে চিঠি লিখেছিল।
সে আমার কাছে আসার পরে চিঠি লিখেছিল।
=She wrote a letter after she had come to me.
Covid-19
The Covid-19 pandemic in Bangladesh is part of the worldwide pandemic of corona virus disease 2019 (covid-19) caused by severe acute respiratory syndrome corona virus 2 (SARS-CoV- 2). The virus was confirmed to have spread to Bangladesh in March 2020. The first three known cases were reported on 8 March 2020 by the country's epidemiology institute, IEDCR. Since then, the pandemic has spread day by day over the whole nation and the number of affected people has been increasing. Bangladesh is the second most affected country in South Asia, after India.
ধরি, প্রস্থ x মিটার এবং দৈর্ঘ্য ৩x মিটার
প্রশ্নমতে,
বা,
∴
অর্থাৎ প্রস্থ ১০ মিটার এবং দৈর্ঘ্য = ৩ x ১০ = ৩০ মিটার।
∴ নির্ণেয় পরিসীমা ২(দৈর্ঘ্য + প্রস্থ) = ২(৩০ + ১০) = ৮০ মিটার। (উত্তর)
ধরি, ৩৭৮ টাকায় বিক্রি করলে x টাকা ক্ষতি হয়
∴ ৪৫০ টাকায় বিক্রি করলে ৩x টাকা লাভ হয়
∴ দ্রব্যটির ক্রয়মূল্য = ৩৭৮ + x বা ৪৫০ – ৩x
প্রশ্নমতে, ৩৭৮ + x = ৪৫০ – ৩x
⇒ x +৩ x = ৪৫০ – ৩৭৮
⇒ ৪x = ৭২ ∴ x = ১৮
∴ ক্রয়মূল্য = ৩৭৮ + ১৮ = ৩৯৬ টাকা। (উঃ)
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে কবে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেয়া হয়?
তৎকালীন ডাকসু ভিপি তোফায়েল আহমেদ শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত করেন ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) ।
পূর্ণরূপ লিখুন: BARD , ICA
BARD, ICA = BARD এর পূর্ণরূপ Bangladesh Academy for Rural Development এবং ICA এর পূর্ণরূপ International Co-oparative Alliance (Bank).
১৯৭০ এর নির্বাচনে প্রাদেশিক পরিষদের ও জাতীয় সদস্য সংখ্যা কত ছিল?
১৯৭০ এর নির্বাচনে প্রাদেশিক পরিষদে সমগ্র পাকিস্তানের জাতীয় পরিষদের আসন সংখ্যা ছিল মোট ৩১৩টি। এর মধ্যে সাধারণ ৩০০টি এবং ১৩টি সংরক্ষিত মহিলা আসন ছিল। সমগ্র
পাকিস্তানের প্রাদেশিক পরিষদের মোট আসন সংখ্যা ছিল ৬২১টি
বসফরাস প্রণালি কোন দুটি সাগরকে সংযুক্ত করেছে?
বসফরাস প্রণালি মর্মর সাগর এবং কৃষ্ণ সাগর (পৃথক করেছেঃ এশিয়া-ইউরোপ) সাগরকে সংযুক্ত করেছে ।
জাতিসংঘের প্রথম মহাসচিবের নাম কি এবং তিনি কোনদেশের অধিবাসী ছিলেন?
জাতিসংঘের প্রথম মহাসচিবে হলেন ট্রাইগভে লাই (০২/০২/১৯৪৬- ১০/১০/১৯৫২) নরওয়ের অধিবাসী ছিলেন ।
নিঝুম দ্বীপ কোন জেলায় অবস্থিত?
নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার অন্তর্গত ছোট একটি দ্বীপ নিঝুম দ্বীপ ।
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী” এর রচয়িতা কে?
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী' গানটির রচয়িতা আব্দুল গাফ্ফার চৌধুরী। উল্লেখ্য, ‘একুশে ফেব্রুয়ারী'র বিখ্যাত গানটির নাম হলো ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী' । গানটির প্রথম সুরকার ছিলেন আবদুল লতিফ। কিন্তু গানটির বর্তমান সুরকার হলো আলতাফ মাহমুদ ।
কম্বোডিয়ার রাজধানীর নাম কি?
কম্বোডিয়ার রাজধানীর নাম নমপেন ।
মুক্তিযুদ্ধের সময় অভ্যন্তরীণ নৌপথ কত নম্বর সেক্টরের অধীন ছিল?
মুক্তিযুদ্ধের সময় অভ্যন্তরীণ নৌপথ ১০ নং সেক্টরের অধীনে ছিলো।
কোন দেশের কোন শহরকে করোনা ভাইরাসের উৎস হিসেবে বিবেচনা করা হয়?
চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে 'করোনা ভাইরাস' প্রথম দেখা দেয় ।
ভিয়েতনামের মুদ্রার নাম কি?
ভিয়েতনামের মুদ্রার নাম হলো 'ডং'।
এ বছর জাতীয় সমবায় দিবস কবে অনুষ্ঠিত হয়?
৬ নভেম্বর, শনিবার ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত হয়। (২০২১)
২০২১ সালের জাতীয় সমবায় দিবসের প্রতিপাদ্য 'বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন'।
বঙ্গমাতার জন্মতারিখ উল্লেখ করুন
বঙ্গমাতার জন্মতারিখ ১৯৩০ সালের ৮ আগস্ট।
বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ সংখ্যা কত?
বাংলাদেশের সংবিধানে ১৫৩টি অনুচ্ছেদ, ১টি প্রস্তাবনা ও ৭টি তফসিল রয়েছে। আর সমগ্র সংবিধান ১১টি ভাগে বিভক্ত।
জাতীয় স্মৃতিসৌধের স্থপতির নাম লিখুন।
বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের স্থপতির নাম সৈয়দ মঈনুল হোসেন।