অন্তর্ভক্ত
অন্তর্ভুক্ত = অন্তঃ + ভুক্ত
যাবজ্জীবন
যাবজ্জীবন = যাবৎ + জীবন।
যজ্ঞ
যজ্ঞ = যজ্ + ন ।
একাদশ
একাদশ = এক + দশ
মৃন্ময়
মৃন্ময় = মৃৎ + ময় ।
অনেক দেখেছে যে
অনেক দেখেছে যে = ভূয়োদশী
যে ভূমিতে ফসল জন্মায় না
যে ভূমিতে ফসল জন্মায় না = ঊষর।
যে ভবিষ্যতে না ভেবেই কাজ করে
যে ভবিষ্যত না ভেবেই কাজ করে = অবিমৃষ্যকারী
যা বলা হয়নি
যা বলা হয়নি = অনুক্ত।
আত্মার সম্বন্ধীয়
আত্মার সম্বন্ধীয় = আধ্যাত্বিক ।
চালকুমড়া
চালকুমড়া = চাল ও কুমড়া (মিলনার্থক দ্বন্দ্ব সমাস)।
বিষাদ সিন্ধু
বিষাদসিন্ধু = বিষাদ রূপ সিন্ধু (রূপক কর্মধারয়)।
উদ্বাস্তু
উদ্বাস্তু = বাস্তু থেকে উৎখাত হয়েছে যে (বহুব্রীহি সমাস)।
বহুরূপী
বহুরূপী = বহু রূপ যার (তৎপুরুষ সমাস)।
মৌচাক
মৌচাক = মৌ এর চাক (ষষ্ঠী তৎপুরুষ সমাস)।
পঁটি মাছের প্রাণ
পুঁটি মাছের প্রাণ (ক্ষণজীবী): জীবন যেন পুঁটি মাছের প্রাণ ।
গরীবের ঘোড়ারোগ
গরীবের ঘোড়ারোগ (সাধ্যের অতিরিক্ত সাধ): গরীবের ঘোড়ারোগ থাকতে নেই ।
শিবরাত্রির সলতে
শিবরাত্রির সলতে (একমাত্র সন্তান): আমার ওই শিবরাত্রির সলতেকে কি দূরে যেতে দিতে পারি?
ধর্মের ষাঁড়
ধর্মের ষাঁড় (অকর্মণ্য): ইয়ামিন একটা ধর্মের ষাঁড়।
চক্ষুদান
চক্ষুদান (চুরি করা): কখনো চক্ষু দান করো না ।
Throw cold water
Throw cold water (নিরুৎসাহিত করা): Mili's words have thrown cold water on me.
End in smoke
End in smoke (ব্যর্থতায় পর্যবসিত হওয়া): All my stempts to attempts a school ended in smoke.
In no time
In no time(শীঘ্রই): He reached the bottom of the steps in no time.
With a god grace
With a good grace (স্বেচ্ছায়): Yamin did it with a good grace.
Read between the lines
Read between the lines (অন্তর্নিহিত অর্থ বুঝা; তাৎপর্য বোঝা): If you read his letter between the lines, you will find that he has no faith in my honesty.
Girls are admitted here only
Girls are admitted here only.
= Only girls are admitted her. বাক্যের অর্থঃ এখানে কেবল মেয়েরাই ভর্তি হয়।
I who is your friend, can not cheat you
I who is your friend, can not cheat you.
= I who am your friend, can not cheat you. বাক্যের অর্থঃ আমি যে কি না তোমার বন্ধু, তোমার সাথে প্রতারণা করতে পাড়ি না।
Shumon is better than Rumon
Shumon is better qualified than Rumon.
= Shumon is better than Rumon. বাক্যের অর্থঃ সুমন রুমন অপেক্ষা ভালো।
Wait until I do not return
Wait until I do not return.
= Wait until I return. বাক্যের অর্থঃ আমি না আসা পর্যন্ত অপেক্ষা করো।
I, you and are neighobors
I, you and he are neighbors.
= You, he and I are friend. বাক্যের অর্থঃ তুমি, আমি ও সে প্রতিবেশি।
He is devoid ____common sence.
He is devoid of common sense. বাক্যের অর্থঃ সে সাধারণজ্ঞান বর্জিত ।
Your offer is not acceptable ____me
Your offer is not acceptable to me. বাক্যের অর্থঃ আমার কাছে তোমার প্রস্তাব গ্রহণীয় নয় ।
Will you share your business ____me?
Will you share your business with me? বাক্যের অর্থঃ আমার সাথে তোমার ব্যবসার ভাষা করবে?
I can not stop ____meanness
I can not stop to meanness. বাক্যের অর্থঃ আমি এতো নিচে নামতে পারি না ।
He can speak English like____ English
He can speak English like the English. বাক্যের অর্থঃ ইংরেজদের মতো সে ইংরেজিতে কথা বলতে পারে ।
দশটা বাজতে দশ মিনিট বাকি আছে
দশটা বাজতে দশ মিনিট বাকি আছে।
= It is ten minutes to ten o'clock.
ছাত্ররা ন্যায় ও গণতন্ত্রের জন্য সংগ্রাম করে
ছাত্ররা ন্যায় ও গণতন্ত্রের জন্য সংগ্রাম করে।
= Students fight for justice and democracy.
সে সবসময় দেরীতে অফিসে যায়
সে সবসময় দেরীতে অফিসে যায়।
= He always goes to office late.
আমি ২০১৬ সাল থেকে এই স্কুলে পড়ছি
আমি ২০১৬ সাল থেকে এই স্কুলে পড়ছি।
= I have been reading in this school since 2016.
বাংলাদেশ দিন দিন উন্নতি করুক।
বাংলাদেশ দিন দিন উন্নতি করুক।
= May Bangladesh prosper day by day.
ধরি, পুত্রের বর্তমান বয়স x বছর
এবং পিতার বর্তমান বয়স (২x + ৪) বছর
এখন, ৫ বছর পর পুত্রের বয়স হবে = (x + ৫) বছর
∴ ৫ বছর পর পিতার বয়স হবে = (২x + ৪ + ৫) বছর
প্রশ্নমতে, ২x + ৪ + ৫ + x + ৫ = ১০৪
বা, ৩x + ১৪ = ১০৪
∴ = ৩০ বছর
অর্থাৎ পুত্রের বর্তমান বয়স হবে ৩০ বছর।
১০০ মিটার দূরত্ব অতিক্রমে যে সময় লাগে উক্ত সময়েই ট্রেনটি খুঁটি অতিক্রম করবে
এখানে, ১ কিলোমিটার = ১,০০০ মিটার
৬০ কিলোমিটার == ৬০০০০ মিটার
আবার, ১ ঘণ্টা = ৩,৬০০ সেকেন্ড
এখন, ট্রেনটি ৬০,০০০ মিটার যায় = ৩,৬০০ সেকেন্ডে
ট্রেনটি ১০০ মিটার যায় = ৬ সেকেন্ড
দেওয়া আছে, x + y = 4
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক কে?
মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এবং মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু জেনারেল এমএজি ওসমানী সশস্ত্র বাহিনী ও মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক ছিলেন।
বাংলাদেশের আইন সভার নাম কী?
বাংলাদেশের আইন সভার নাম 'জাতীয় সংসদ'।
LDC এর পূর্ণরূপ কী?
LDC এর পূর্ণরূপ হলো Least Developed Countries.
‘কারাগারের রোজনামচা’ গ্রন্থের রচয়িতা কে?
কারাগারের রোজনামচা গ্রন্থের রচয়িতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটি ১৭ মার্চ ২০১৭ সালে প্রকাশিত হয়।
তিনটি করোনা ভ্যাকসিনের নাম লিখুন।
তিনটি করোনা ভ্যাকসিনের নাম হলো 'মডার্না', 'ফাইজার-বায়োএনটিক' এবং ‘সিনোফার্ম’
রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার নাম লিখুন।
রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার পদবি এটর্নী জেনারেল
‘জীবন থেকে নেয়া’ চলচিত্রের পরিচালক কে?
ভাষা আন্দোলন ভিত্তিক চলচ্চিত্র 'জীবন থেকে নেয়া' পরিচালক হলেন জহির রায়হান। তাঁর পরিচালিত আরেকটি উল্লেখযোগ্য চলচ্চিত্র ‘কখনো আসেনি' ১৯৬১ সালে মুক্তি পায়।
পদ্মা সেতুর দৈর্ঘ্য কত মিটার ?
পদ্মা বহুমুখী সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিমি এবং প্রস্থ ১৮.১০ মিটার। উল্লেখ্য, উভয় প্রান্তের সংযোগ সড়কের দৈর্ঘ্য ১২.১৬ কিমি (এর মধ্যে ১১.৯৫ কিমি জাজিরা প্রান্তে)। এর নির্মাতা প্রতিষ্ঠান হলো চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড। নদী শাসন সংস্থা হলো সিনোহাইড্রো করপোরেশন এবং তদারকি পরামর্শক হলো কোরিয়ান এক্সপ্রেসওয়ে করপোরেশন।
সুয়েজ খাল কোন দুই সাগরকে সংযুক্ত করেছে?
সুয়েজ খাল লোহিত সাগর ও ভূমধ্যসাগরকে সংযুক্ত করেছে।
আমাজন নদী কোন মহাদেশে অবস্থিত?
আমাজন নদী দক্ষিণ আমেরিকায় অবস্থিত
২০২২ সালের বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে?
২০২২ সালে বিশ্বকাপ কাতারে অনুষ্ঠিত হয়েছে। এটি ফিফা বিশ্বকাপের ২২তম আসর।
বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন হয় কোন সালে?
বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত লর্ড কর্নওয়ালিস ১৭৯৩ সালে প্রবর্তন করেন।
জাতীয শহীদ মিনারের স্থপতি কে?
জাতীয় শহিদ মিনারের স্থপতি হামিদুর রহমান।
বাংলা বর্ষপঞ্জিতে আজ কোন সালের কোন মাসের কত তারিখ?
বাংলা বর্ষপঞ্জিতে আজ ২৫ অগ্রহায়ণ ১৪২৭ (ইংরেজি সালঃ 10-12-2021)
‘চাচা কাহিনী’ গ্রন্থের লেখক কে?
সৈয়দ মুজতবা আলীর গল্পগ্রন্থ 'চাচা কাহিনী' (১৯৫২) একটি ছোট গল্পগ্রন্থ। তাঁর রচিত বিখ্যাত আরেকটি ছোট গল্পগ্রন্থ হলো 'টুনি মেম'। তাঁর রচিত বিখ্যাত ভ্রমণকাহিনির নাম 'দেশে বিদেশে'। ‘অবিশ্বাস্য' এবং 'শবনম' তাঁর রচিত উপন্যাস ।