অন্তর্ভক্ত
অন্তর্ভুক্ত = অন্তঃ + ভুক্ত
যাবজ্জীবন
যাবজ্জীবন = যাবৎ + জীবন।
যজ্ঞ
যজ্ঞ = যজ্ + ন ।
একাদশ
একাদশ = এক + দশ
মৃন্ময়
মৃন্ময় = মৃৎ + ময় ।
অনেক দেখেছে যে
অনেক দেখেছে যে = ভূয়োদশী
যে ভূমিতে ফসল জন্মায় না
যে ভূমিতে ফসল জন্মায় না = ঊষর।
যে ভবিষ্যতে না ভেবেই কাজ করে
যে ভবিষ্যত না ভেবেই কাজ করে = অবিমৃষ্যকারী
যা বলা হয়নি
যা বলা হয়নি = অনুক্ত।
আত্মার সম্বন্ধীয়
আত্মার সম্বন্ধীয় = আধ্যাত্বিক ।
চালকুমড়া
চালকুমড়া = চাল ও কুমড়া (মিলনার্থক দ্বন্দ্ব সমাস)।
বিষাদ সিন্ধু
বিষাদসিন্ধু = বিষাদ রূপ সিন্ধু (রূপক কর্মধারয়)।
উদ্বাস্তু
উদ্বাস্তু = বাস্তু থেকে উৎখাত হয়েছে যে (বহুব্রীহি সমাস)।
বহুরূপী
বহুরূপী = বহু রূপ যার (তৎপুরুষ সমাস)।
মৌচাক
মৌচাক = মৌ এর চাক (ষষ্ঠী তৎপুরুষ সমাস)।
পঁটি মাছের প্রাণ
পুঁটি মাছের প্রাণ (ক্ষণজীবী): জীবন যেন পুঁটি মাছের প্রাণ ।
গরীবের ঘোড়ারোগ
গরীবের ঘোড়ারোগ (সাধ্যের অতিরিক্ত সাধ): গরীবের ঘোড়ারোগ থাকতে নেই ।
শিবরাত্রির সলতে
শিবরাত্রির সলতে (একমাত্র সন্তান): আমার ওই শিবরাত্রির সলতেকে কি দূরে যেতে দিতে পারি?
ধর্মের ষাঁড়
ধর্মের ষাঁড় (অকর্মণ্য): ইয়ামিন একটা ধর্মের ষাঁড়।
চক্ষুদান
চক্ষুদান (চুরি করা): কখনো চক্ষু দান করো না ।