বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট || অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর (10-12-2021) || 2021

All

সকল বিষয়

সন্ধি বিচ্ছেদ করুন:
1.

যাচঞা

Created: 6 months ago | Updated: 3 weeks ago

যাচঞা = যাচ + না।

সন্ধি বিচ্ছেদ করুন:
2.

উচ্ছ্বাস

Created: 6 months ago | Updated: 6 days ago

উচ্ছ্বাস = উৎ + শ্বাস

সন্ধি বিচ্ছেদ করুন:
3.

মহৌষধি

Created: 6 months ago | Updated: 4 days ago

মহৌষধি = মহা + ওষধি।

সন্ধি বিচ্ছেদ করুন:
4.

মনস্তাপ

Created: 6 months ago | Updated: 3 weeks ago

মনস্তাপ = মনঃ + তাপ ।

চন্দ্র শব্দের চারটি প্রতিশব্দ হলো-  শশী, শশাঙ্ক, চাঁদ এবং সুধাংশু।

কারক ও বিভক্তি নির্ণয় করুন:
6.

আপন পাঠে মান দাও

Created: 6 months ago | Updated: 4 days ago

আপন পাঠে মন দাও = কর্মকারকে ৭মী বিভক্তি ।

কারক ও বিভক্তি নির্ণয় করুন:
7.

গুরুজনে কর নতি

Created: 6 months ago | Updated: 3 weeks ago

গুরুজনে কর নতি = সম্প্রদানে ৭মী বিভক্তি ।

কর্মধারয় সমাসের বৈশিষ্ট্যঃ

  • কর্মধারয় সমাসে সাধারণত বিশেষ পদটি আগে বসে। 
  • ব্যাসবাক্যে সাধারণত যে/ যা/ যিনি অথবা ন্যায়/ মত/ রূপ ইত্যাদি থাকে ।
  • সমস্তপদ দ্বারা সাধারণত কোনো গুণ বোঝায় ৷

নিচের প্রবাদ প্রবচনের অর্থপূর্ণ বাক্য লিখুন।
9.

হরি ঘোষের গোয়াল

Created: 6 months ago | Updated: 1 week ago

হরি ঘোষের গোয়াল = অনেক লোকের কোলাহল।

নিচের প্রবাদ প্রবচনের অর্থপূর্ণ বাক্য লিখুন।
10.

থোর বড়ি খঁড়া খাঁড়া বাঢ়ি থোর

Created: 6 months ago | Updated: 3 weeks ago

থোর বড়ি খঁড়া, খাঁড়া বাঢ়ি থোর = বৈচিত্রহীন।

বানান শুদ্ধ করে লিখুন:
11.

শারিরীক

Created: 6 months ago | Updated: 3 weeks ago

শারিরীক = শারীরিক 

বানান শুদ্ধ করে লিখুন:
12.

মনীসা

Created: 6 months ago | Updated: 3 weeks ago

মনীসা = মনীষা ।

বানান শুদ্ধ করে লিখুন:
13.

নিশিথ

Created: 6 months ago | Updated: 3 weeks ago

নিশিথ = নিশীথ ।

বানান শুদ্ধ করে লিখুন:
14.

গিতাঞ্জলি

Created: 6 months ago | Updated: 1 week ago

গিতাঞ্জলি = গীতাঞ্জলি ।

এক কথায় প্রকাশ করুন:
15.

যা লাফিয়ে চলে

Created: 6 months ago | Updated: 3 weeks ago

যা লাফিয়ে চলে = প্লবগ।

এক কথায় প্রকাশ করুন:
16.

পতি পুত্রহীনা নারী

Created: 6 months ago | Updated: 2 weeks ago

পতি পুত্রহীনা নারী = অবীরা।

Created: 6 months ago | Updated: 3 weeks ago

যে ব্যক্তি অন্যের রচনা ভাব বা ভাষা নিজের নামে চালায় = কুম্ভিলক ।

এক কথায় প্রকাশ করুন:
18.

ভেদ করা দুঃসাধ্য যা

Created: 6 months ago | Updated: 2 weeks ago

ভেদ করা দুঃসাধ্য যা = দুর্ভেদ্য।

শামসুর রাহমানের ‘বন্দী শিবির থেকে' কাব্যগ্রন্থটি মুক্তিযুদ্ধকালে রচিত । ‘বন্দী শিবির থেকে' এই কাব্যগ্রন্থের মূল বিষয় হলো স্বাধীনতা যুদ্ধকালীন আবেগ ও প্রত্যাশা।

শহীদ জননী জাহানারা ইমাম রচিত মুক্তিযুদ্ধের উপর স্মৃতিচারণমূলক গ্রন্থের নাম একাত্তরের দিনগুলি'। এটি ১৯৮৬ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়

‘বাঁধনহারা’ (১৯২৭) এবং ‘মৃত্যুক্ষুধা' (১৯৩০) হলো কাজী নজরুল ইসলামের উপন্যাস।

Write the synonym of:
22.

Delude

Created: 6 months ago | Updated: 16 hours ago

Delude (বিভ্রান্ত বা প্রতারিত করা) এর Synonym হলো Deceive.

Write the synonym of:
23.

Expedite

Created: 6 months ago | Updated: 1 day ago

Expedite (ত্বরাণিত করা) এর Synonym হলো Accelerate.

Write the antonym of:
24.

Analysis

Created: 6 months ago | Updated: 2 weeks ago

Analysis (বিশ্লেষণ) এর Antonym হলো Juncture (সংযোগ; সঙ্কটমুহূর্ত; সন্ধিক্ষণ)।

Write the antonym of:
25.

Cordial

Created: 6 months ago | Updated: 3 weeks ago

Cordial (আন্তরিক) এর Antonym হলো Hostile (শত্রুপক্ষীয়; বৈরী)

What is the adjective of following words:
26.

Believe

Created: 6 months ago | Updated: 3 weeks ago

Believe এর Adjective হলো Believable

What is the adjective of following words:
27.

Person

Created: 6 months ago | Updated: 1 week ago

Person এর Adjective হলো Personal

Sir Winston Churchill, Britain's Prime Minister during the Second World War, was awarded the Nobel Prize in Literature 1953.

Created: 6 months ago | Updated: 1 week ago

He is sitting for the examination. বাক্যের অর্থঃ সে পরীক্ষা দিচ্ছে।

Created: 6 months ago | Updated: 3 weeks ago

He is aware of all that you have done. বাক্যের অর্থঃ তুমি যা করেছো, তার সবকিছু সম্পর্কে ওয়াকিবহাল ।

Created: 6 months ago | Updated: 3 weeks ago

I have applied for one of the post.  বাক্যের অর্থঃ পদগুলোর একটিতে আমি আবেদন করেছি।

Created: 6 months ago | Updated: 3 weeks ago

Early rising is beneficial for health. বাক্যের অর্থঃ সকালে ঘুম থেকে উঠা স্বাস্থ্যের জন্য উপকারী

Make sentences with the following phrases:
33.

Put off

Created: 6 months ago | Updated: 2 weeks ago

Put off (স্থগিত করা): The marriage was put off by a week.

Make sentences with the following phrases:
34.

Make do

Created: 6 months ago | Updated: 3 weeks ago

Make do (ব্যাপৃত করান): I have to make do with an old machine.

Make sentences with the following phrases:
35.

In consonance with

Created: 6 months ago | Updated: 3 weeks ago

In consonance with (সম্মতিক্রমে): This is a constitution in consonance with the people's customs.

Make sentences with the following phrases:
36.

With a view to

Created: 6 months ago | Updated: 3 weeks ago

With a view to (উদ্দেশ্যে): Hanjala came to me with a view to seeing (see) me.

দেওয়া আছে, ১ম কক্ষের দৈর্ঘ্য ২০ মিটার এবং ১ম কক্ষের প্রস্থ ১৫ মিটার ।

ধরি, ২য় কক্ষের প্রস্থ x মিটার

প্রশ্নমতে,

  × x = × x =  ×  

=   মিটার

১২টির ক্রয়মূল্য = ১০ টাকা 

∴ ১টির ক্রয়মূল্য =  =  টাকা

∴ লাভ হয় =  -  = - 

=  টাকা

এখন,  টাকায় লাভ হয়  =  টাকা

∴ ১০০ টাকায় লাভ হয় =  ×  ×  

= ৪৪ টাকা

দেওয়া আছে,  x3 + 1x3

= x + 1x3 -3 × x × 1x x + 1x = 33 -3 ×3 = 33 - 33 = 0

Created: 6 months ago | Updated: 2 days ago

RAM ও ROM এর পূর্ণরূপ হলো - 

RAM = Random Access Memory.

ROM = Read Only Memory.

ইন্টারনেটের মাধ্যমে উন্নত চিকিৎসা পদ্ধতিকে বলা হয় টেলিমেডিসিন। অর্থাৎ টেলিফোন, ইন্টারনেট, মোবাইল ইত্যাদি মিডিয়া ব্যবহার করে দেশে বা বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা সেবা গ্রহণের পদ্ধতিকে টেলিমেডিসিন বলে।

Created: 6 months ago | Updated: 2 days ago

DOS এর পূর্ণরূপ হলো - Disk Operating System.

Created: 6 months ago | Updated: 1 day ago

Wi Max হলো একটি উচ্চ গতির ব্রডব্যান্ড যোগাযোগ প্রযুক্তি যা বিস্তৃত অঞ্চলে দ্রুতগতির তারবিহীন ইন্টারনেট সেবা প্রদান করে। Wi Max এর পূর্ণরূপ হলো Worldwide Interoperability for Microwave Access. Wi Max প্রযুক্তিগতভাবে IEEE 802.16 নামে পরিচিত।

কীবোড হলো আউটপুট ডিভাইস এবং স্পিকার হলো ইনপুট ডিভাইস।

পূর্ণরূপ লিখুন:
45.

 LAN

Created: 6 months ago | Updated: 2 days ago

LAN এর পূর্ণরূপ LAN = Local Area Network

পূর্ণরূপ লিখুন:
46.

UPS

Created: 6 months ago | Updated: 3 weeks ago

UPS এর পূর্ণরূপ UPS = Uninterruptible Power Supply.

'গ্র্যান্ড ট্রাঙ্ক রোড' শের শাহ শুরি নির্মাণ করেন। উল্লেখ্য, এটি এশিয়ার অন্যতম প্রাচীন ও দীর্ঘতম সড়ক পথ। দুই শতাব্দীরও অধিক সময় এটি উপমহাদেশের পূর্ব ও পশ্চিম অংশকে সংযুক্ত করে রাখে। এটি বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে শুরু হয়ে পশ্চিমবঙ্গের হাওড়া হয়ে পাকিস্তানের পেশাওয়ারের মধ্য দিয়ে আফগানিস্তানের কাবুল পর্যন্ত পৌছায়। এর দৈর্ঘ্য ২,৫০০ কিমি (১,৬০০ মাইল)।

এশিয়া ও আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে ‘বাব-এল-মানদেব'। আর সংযুক্ত করেছে এডেন সাগর-লোহিত সাগর ।

গ্রিসের পার্লামেন্টের নাম মেসিডোনিয়া ৷

 সিয়েরা লিওন রাষ্ট্র বাংলা ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে।

বাংলাদেশ ক্রিকেটে ‘টেস্ট মর্যাদা' লাভ করে ২৬ জুন, ২০০০। বাংলাদেশ টেস্ট ক্রিকেটের দশম সদস্য দেশ। বাংলাদেশ প্রথম টেস্ট খেলে ভারতের বিপক্ষে ।

বাংলাদেশে চীনা মাটি পাওয়া যায়ঃ বিজয়পুর, নেত্রকোনা, পতাতলা, নওগা; মধ্যপাড়া, দিনাজপুর ।

নীলগিরি হলো এটি পাহাড়ের নাম । এটি বান্দরবান জেলায় তেংপ্লাং চুট পাহাড়ের চূড়ায় অবস্থিত ।

হ্যানয় ভিয়েতনাম এর রাজধানী। 

তিস্তা সেচ প্রকল্প হলো বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প। এ প্রকল্পটি নীলফামারী, রংপুর ও দিনাজপুর জেলার ৫ লক্ষ ৪০ হাজার হেক্টর জমিতে সেচ সুবিধা প্রদান করে। এর কাজ শুরু হয় ১৯৭৯ সালে এবং শেষ হয় ১৯৯০ সালে।

Related Sub Categories