জেলা প্রশাসকের কার্যালয়, কুমিল্লা || সার্টিফিকেট সহকারী/হিসাব সহকারী/অফিস সহকারী কম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (15-01-2022) || 2022

All

সকল বিষয়

Created: 3 months ago | Updated: 4 days ago

মনের কথা লিখে প্রকাশ করার জন্য যে সকল সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে বর্ণ বলে।

বাংলা বর্ণ দুই প্রকার; যথা স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ। যেমনঃ অ, আ, ক, খ

সন্নিহিত দুই বর্ণের মিলনকে সন্ধি বলে। সন্ধি দুই প্রকার যথা : স্বরসন্ধি ও ব্যঞ্জনসন্ধি ।

সন্ধি বিচ্ছেদ করুনঃ
4.

লঘুৰ্মি 

Created: 3 months ago | Updated: 1 day ago

লঘুৰ্মি = লঘু + ঊর্মি । 

সন্ধি বিচ্ছেদ করুনঃ
5.

নাতবৌ 

Created: 3 months ago | Updated: 3 days ago

নাতবৌ = নাতি + বৌ । 

সন্ধি বিচ্ছেদ করুনঃ
6.

তদন্ত 

Created: 3 months ago | Updated: 3 days ago

তদন্ত = তদ্‌ + অন্ত ।

Created: 3 months ago | Updated: 3 days ago

বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকেই পদ বলে ।

Created: 3 months ago | Updated: 4 days ago

পদ মোট ৫ প্রকার; বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ও ক্রিয়া ।

লিঙ্গান্তর করুন
9.

ধাত্রী

Created: 3 months ago | Updated: 3 days ago

ধাত্রী = ধাতা 

লিঙ্গান্তর করুন
10.

সুকেশ

Created: 3 months ago | Updated: 4 days ago

সুকেশ = সুকেশা, সুকেশী, সুকেশিনী 

লিঙ্গান্তর করুন
11.

অরণ্য

Created: 3 months ago | Updated: 4 days ago

অরণ্য = অরণ্যানি 

লিঙ্গান্তর করুন
12.

গরিয়সী

Created: 3 months ago | Updated: 3 days ago

গরিয়সী = গরীয়ান ।

Created: 3 months ago | Updated: 3 days ago

যে সকল শব্দ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণির সংখ্যা বুঝায়, তাদেরকে বচন বলে ।

বচন দুই প্রকার। যথা: একবচন ও বহুবচন। একবচন : যে সকল শব্দ দ্বারা একটি মাত্র ব্যক্তি বা বস্তুকে বুঝায় তাকে একবচন বলে। বহুবচন: যে সকল শব্দ দ্বারা একাধিক ব্যক্তি বা বস্তুকে বুঝায়
তাকে বহুবচন বলে ।

একটি সমাপিকা ক্রিয়া ও একটি অসমাপিকা ক্রিয়া মিলিত হয়ে যে ক্রিয়াপদ গঠিত হয়, তাকে যৌগিক ক্রিয়া বলে ।

মানবসভ্যতা বিকাশে নারী ও পুরুষের সমান অবদান রয়েছে। নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টায়ই গড়ে উঠেছে আমাদের সমাজ, সভ্যতা ও সংস্কৃতি। সৃষ্টিকর্তা নারী ও পুরুষকে সৃষ্টি করেছেন একে অপরের পরিপূরক হিসেবে। তাই নারী ও পুরুষ চিরকালের সার্থক সঙ্গী। একই মুদ্রার এপিঠ-ওপিঠ। সমাজের বা জাতির উন্নতির জন্য পুরুষের পাশাপাশি নারীরও যে বরাট ভূমিকা রয়েছে তা অনস্বীকার্য। 

যে সমাজের প্রায় অর্ধেক জনসংখ্যা নারী সে সমাজে নারীকে উপেক্ষা করে কোনো প্রকার উন্নতি সাধন করা সম্ভব নয়। তাদেরকেও সব কাজে সমদায়িত্ব নিতে হবে। ইসলাম ধর্ম সমাজে নারীর মর্যাদা বৃদ্ধি করেছে এবং শিক্ষার অধিকারসহ সকল অধিকার দান করেছে। সারা বিশ্বে পুরুষের পাশাপাশি নারীকেও কঠিন কর্তব্য সম্পাদন ও দায়িত্ব পালন করতে হচ্ছে । ঘরে ও বাইরে তারা কর্মমুখর জীবনের স্বাদ লাভ করছে। পারিবারিক জীবনে তারা সুখ-শান্তির মাধ্যমে পুরুষের জীবনকে সুন্দর ও সার্থক করে তোলে। এতে পুরুষের কর্মক্ষমতা বৃদ্ধি পায় এবং জাতীয় জীবনে উন্নতির পথ প্রশস্ততর হয়। সেই সাথে নারীসমাজ পুরুষের সঙ্গে জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। সমাজ জীবনের কোনো ক্ষেত্রেই নারীসমাজ পিছিয়ে নেই। জীবনের সর্বত্র নারীর অবদান বিশেষ তাৎপর্যপূর্ণ। শুধু পারিবারিক জীবনেই নয়, কর্মজীবনেও নারী জাতি বিশেষ স্থান অধিকার করে আছে। মানুষ এখন এ কথা দ্ব্যর্থহীনভাবে মেনে নিয়েছে যে, মানব সভ্যতা গড়ার পেছনে নারীর অবদান পুরুষের চেয়ে কোনো অংশে কম নয়। ফলে নারীর মর্যাদাও পুরুষের সমপর্যায়ে উন্নীত হয়েছে। কাউকে বাদ দিয়ে কেউ এককভাবে কৃতিত্বের দাবিদার নয় ।

পুরুষের শৌর্য-বীর্য আর নারী হৃদয়ের সৌন্দর্য, প্রেম-ভালোবাসার সম্মিলনেই বিশ্বের সকল উন্নতি সাধিত হয়েছে। তাই নারী, পুরুষের পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়েই কেবল পৃথিবীকে আরও সুন্দর করে গড়ে তোলা সম্ভব।

Boiled rice is our staple food. It is served with a variety of vegetables, curry, lentil soups, fishs and meat. Fish is the main source of protein, Fishes are now cultivated in ponds. Also, we have fresh-water fishes in the lakes and rivers.

= সিদ্ধ চাল আমাদের প্রধান খাদ্য। এটি বিভিন্ন শাক-সবজি, তরকারি, মশুর ডাল, মাছ এবং মাংসের সাথে পরিবেশন করা হয়। মাছ হচ্ছে প্রটিনের প্রধান উৎস। বর্তমানে পুকুরে মাছ চাষ করা হয়। এছাড়াও নদীতে এবং হ্রদে আমাদের মিঠা পানির মাছ আছে।

Created: 3 months ago | Updated: 4 days ago

Verb বা ক্রিয়া সম্পাদনের সময়কে Tense বলে ।

Created: 3 months ago | Updated: 1 day ago

মূল Verb-এর সাথে 'ing' যুক্ত হওয়ার ফলে যদি তা Sentence-এ একই সাথে Noun ও Verb এর কাজ করে তাবে তাকে Gerund বলে।

Present Perfect Continuous Tense এর একটি উদাহরণঃ

 He has been reading the book for two hours.

Created: 3 months ago | Updated: 3 days ago

আমি দুই ঘন্টা ধরে পড়তে থাকবো

= I shall have reading the book since two hours.

Created: 3 months ago | Updated: 4 days ago

সে আসবার পূর্বে আমি কাজটি শেষ করব 

= I shall have done the work before he comes.

Change the following sentences as directed in the brackets:
23.

I know that he is a poet. (Change into simple sentence)

Created: 3 months ago | Updated: 3 days ago

I know he is a poet. বাক্যের অর্থঃ আমি জানি সে একজন কবি ।

Change the following sentences as directed in the brackets:
24.

Only he can do this. (Change into negative sentence)

Created: 3 months ago | Updated: 1 day ago

None but he can do this. বাক্যের অর্থঃ একমাত্র সে-ই এটা করতে পারে ।

Change the following sentences as directed in the brackets:
25.

Do not hate the poor. (Change the voice)

Created: 3 months ago | Updated: 4 days ago

Let not the poor be hated. বাক্যের অর্থঃ গরীবদের ঘৃণা করো না ।

Change the following sentences as directed in the brackets:
26.

Have you eaten rice? (Change the voice)

Created: 3 months ago | Updated: 3 days ago

Has rice been eaten by you? বাক্যের অর্থঃ তুমি কি ভাত খেয়েছো?

Change the following sentences as directed in the brackets:
27.

Read more and you can succeed. (Change into simple sentence)

Created: 3 months ago | Updated: 3 days ago

Read more to succeed. বাক্যের অর্থঃ সফলতার জন্য আরো পড়ো।

Change the following sentences as directed in the brackets:
28.

Hasan said, 'I am eating rice'. (Change the speech)

Created: 3 months ago | Updated: 3 days ago

Hasan said that he was eating rice. বাক্যের অর্থঃ হাসান বলেছিল যে সে ভাত খাচ্ছিল ।

Change the following sentences as directed in the brackets:
29.

He said, 'I could do it tomorrow'. (Change the speech)

Created: 3 months ago | Updated: 2 days ago

He said that he could have done it the next day.
বাক্যের অর্থঃ সে বলেছিল যে এটা সে আগামী কাল করতে পারতো।

Change the following sentences as directed in the brackets:
30.

At a loss (Make a sentence with Bengali Meaning).

Created: 3 months ago | Updated: 3 days ago

At a loss. বাক্যের অর্থঃ কিংকর্তব্যবিমূঢ়

Created: 3 months ago | Updated: 4 days ago

Everyone should abstain from smoking.   বাক্যের অর্থঃ প্রত্যেকেরই উচিৎ ধূমপান হতে বিরত থাকা ।

Created: 3 months ago | Updated: 3 days ago

A village Market

A Village Market is a place of a village where villagers gather to buy and sell their daily necessaries. It is an important place for the villagers. It sits once or twice a week. It sits in an open field. It usually sits on the bank of a river or canal. It sits such a place where the villagers can come and go easily. Usually, a village market lasts 5 or 6 hours. It sits in the afternoon and breaks up at dusk. Different kinds of daily necessaries are sold here. Vegetables, fish, oil, milk, fruit, rice, sugar, clothes etc. are sold in the village market. A village market plays an important role in the economic sphere. In the village market, villagers can sell their handmade foods and goods. As a result, they can improve their financial condition. On the other hand, they can buy their daily necessities from the village market easily. It saves their time and money. A village market has some social values. It becomes a meeting place. Villagers can get the opportunity to exchange their greetings. They can meet their kith and kin. Thus it plays a vital role in the life of villagers.

ধরি, একক স্থানীয় অঙ্ক = x এবং দশক স্থানীয় অঙ্ক = y

∴ সংখ্যাটি = ১০y + x

প্রথম শর্ত মতে, x + y + ৭ = ৩y

x - y = - ------- (i)

দ্বিতীয় শর্ত মতে,

y + x -  = x + y

 x + y - y - x =   y-x=--------i 

এখন, (i) ও (ii) যোগ করে পাই,

-y = -৫

∴  y=৫

এখন, y এর মান i নং এ বসিয়ে পাই,

x - () = -   x =-+   x =

এখন, সংখ্যাটি হবে = y + x = ( × ) +  =  +  = 

∴ সংখ্যাটি হবে ৫৩ ।

Created: 3 months ago | Updated: 1 day ago

পরিসংখ্যানের উপাত্তগুলো মানের ক্রমানুসারে সাজালে যেসকল উপাত্ত ঠিক মাঝখানে থাকে সেইগুলোর মানই হবে উপাত্তগুলোর মধ্যক ।

রফিক ১০ দিনে করে ১ বা সম্পূর্ণ অংশ কাজ ।

∴ রফিক ১ দিনে করে =  অংশ কাজ

শফিক ১৫ দিনে করে = ১ বা সম্পূর্ণ অংশ কাজ ।

∴  শফিক ১ দিনে করে =  অংশ কাজ ।

তারা একত্রে ১ দিনে করে  =  += + = অংশ

এখন, তারা উভয়ে  অংশ কাজ করে = ১ দিনে

∴ তারা উভয়ে ১ বা সম্পূর্ণ অংশ কাজ করে =  × = ৬ দিনে

অতএব, সম্পূর্ণ কাজটি করতে তাদের দুইজনের ৬ দিন সময় লাগবে ।

Created: 3 months ago | Updated: 3 days ago

আয়তক্ষেত্রের যে কোন একটি বাহুকে স্থির রেখে ঐ বাহুর চতুর্দিকে আয়তক্ষেত্রটিকে ঘুরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় তাকে সমবৃত্তভূমিক বেলন বলে ।

আমরা জানি, সিলিন্ডার বা বেলনের আয়তন πr2h [r = ব্যাসার্ধ; h= উচ্চতা]

= . × (.) ×  = . × . ×  = .

সংজ্ঞা লিখুন :
39.

গাণিতিক গড়

Created: 3 months ago | Updated: 1 day ago

গাণিতিক গড় = গণিতের সূত্র ব্যবহার করে গড় পরিমাপ করাকে গাণিতিক গড় বলে ।

Created: 3 months ago | Updated: 1 day ago

কেন্দ্রিয় প্রবণতা = তথ্য উপাত্তের কেন্দ্রের দিকে পুঞ্জিভূত হওয়ার প্রবণতাকেই কেন্দ্রীয় প্রবণতা বলে ।

সংজ্ঞা লিখুন :
41.

ট্রাপিজিয়াম

Created: 3 months ago | Updated: 1 day ago

ট্রাপিজিয়াম = যে চতুর্ভূজের দুটি বাহু পরস্পর সমান্তরাল কিন্তু অসমান তাকে ট্রাপিজিয়াম বলে ।

সংজ্ঞা লিখুন :
42.

সেট

Created: 3 months ago | Updated: 1 day ago

সেট = বাস্তব বা চিন্তা জগতের বস্তুর যেকোনো সুনির্ধারিত সংগ্রহকে সেট বলে ।

সংজ্ঞা লিখুন :
43.

সমকোণী ত্রিভুজ

Created: 3 months ago | Updated: 1 day ago

সমকোণী ত্রিভুজ = যে ত্রিভূজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভূজ বলে ।

হার্ড ওয়্যারগত সমস্যা; বায়োস সেটিংস এর সমস্যা।

একাধিক প্রোগ্রাম রান করার কারণে কম্পিউটার হ্যাং হয়ে থাকে। যখন র‍্যাম তার নূন্যতম স্পেস দিয়ে সবগুলো প্রোগ্রাম কে কভারেজ দিতে পারে না ঠিক তখনি র‍্যাম এর কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার ফলে পিসি হ্যাং হয়ে যায়। এছাড়াও ভাইরাস এর কারণে পিসি হ্যাং হয়।

কম্পিউটার হ্যাং হয়ে গেলে, Taskbar এ যেয়ে Task manager থেকে হ্যাং হওয়া সফটওয়্যারটি End Task এর মাধ্যমে সরাতে হবে। কম্পিউটার রিস্টার্ট করলে হার্ডওয়্যারের উপর অধিক চাপ পরে তাই রিস্টার্ট না করাই উত্তম।

ট্রাবল শুটিং হচ্ছে সমস্যার উৎস বা উৎপত্তিস্থল নির্ণয় করা। এখানে সাধারণত কিছু প্রশ্ন উপস্থাপন করা হয় এবং তার সমাধান দেওয়া থাকে। ব্যবহারকারী তার সমস্যার প্রকৃতি অনুযায়ী সমস্যার সমাধান অনুসরণের মাধ্যমে বেশিরভাগ ক্ষেত্রে সমস্যার সমাধান করতে পারে।

গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ (People's Republic of Bangladesh).

বাংলাদেশের সংবিধানের মূলনীতি ৪টি; জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা।

বাংলাদেশের সংবিধানের দু'টো বৈশিষ্ট্যেঃ

 i) একক সরকার পদ্ধতি বা Unitary Government System এবং 

ii) এক কক্ষ বিশিষ্ট আইনসভা বা Unicameral Legislature.

স্থানীয় পর্যায়ে শাসন ও উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার জন্য জনগণের ভোটে নির্বাচিত সরকার ব্যবস্থাকে স্থানীয় সরকার বলে ।

গ্রামাঞ্চলে সর্বনিম্ন স্তরের স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ

পূর্ণরূপ লিখুন
52.

BARD 

Created: 3 months ago | Updated: 1 day ago

BARD =  Bangladesh Academy for Rural Development

পূর্ণরূপ লিখুন
53.

RDA 

Created: 3 months ago | Updated: 3 days ago

RDA = Rural Development Academy.

বঙ্গবন্ধু কর্তৃক লিখিত দুইটি বইয়ের নাম হলো অসমাপ্ত আত্মজীবনী; কারাগারের রোজনামচা।

‘সুনীল অর্থনীতি’ (Blue Economy) হলো সমুদ্রের সম্পদনির্ভর অর্থনীতি ।

Related Sub Categories