গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ (People's Republic of Bangladesh).
বাংলাদেশের সংবিধানের মূলনীতি ৪টি; জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা।
বাংলাদেশের সংবিধানের দু'টো বৈশিষ্ট্যেঃ
i) একক সরকার পদ্ধতি বা Unitary Government System এবং
ii) এক কক্ষ বিশিষ্ট আইনসভা বা Unicameral Legislature.
স্থানীয় পর্যায়ে শাসন ও উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার জন্য জনগণের ভোটে নির্বাচিত সরকার ব্যবস্থাকে স্থানীয় সরকার বলে ।
গ্রামাঞ্চলে সর্বনিম্ন স্তরের স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ
BARD
BARD = Bangladesh Academy for Rural Development
RDA
RDA = Rural Development Academy.
বঙ্গবন্ধু কর্তৃক লিখিত দুইটি বইয়ের নাম হলো অসমাপ্ত আত্মজীবনী; কারাগারের রোজনামচা।
‘সুনীল অর্থনীতি’ (Blue Economy) হলো সমুদ্রের সম্পদনির্ভর অর্থনীতি ।