বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (BCSIR) || রিসিপসনিস্ট কাম অফিস সহকারী (18-03-2022) || 2022

All

সকল বিষয়

সন্ধি বিচ্ছেদ করুন:
1.

সিংহাসন

Created: 3 months ago | Updated: 6 days ago

সিংহাসন = সিংহ+আসন

সন্ধি বিচ্ছেদ করুন:
2.

নিস্কর

Created: 3 months ago | Updated: 6 days ago

নিস্কর = নি:+কর

সন্ধি বিচ্ছেদ করুন:
3.

সন্ধি

Created: 3 months ago | Updated: 6 days ago

সন্ধি = সম্ + ধি।

সন্ধি বিচ্ছেদ করুন:
4.

কৃষ্টি

Created: 3 months ago | Updated: 6 days ago

কৃষ্টি = কৃষ+তি

সন্ধি বিচ্ছেদ করুন:
5.

শিরচ্ছেদ

Created: 3 months ago | Updated: 3 days ago

শিরচ্ছেদ = শির:+ছেদ

বিপরীত শব্দ লিখুন:
6.

সৌম্য

Created: 3 months ago | Updated: 6 days ago

সৌম্য = উগ্র ।

বিপরীত শব্দ লিখুন:
7.

দুর্জন

Created: 3 months ago | Updated: 6 days ago

দুর্জন = সজ্জন ।

বিপরীত শব্দ লিখুন:
8.

উৎকর্ষ

Created: 3 months ago | Updated: 4 days ago

উৎকর্ষ = অপকর্ষ ।

বিপরীত শব্দ লিখুন:
9.

সুশীল

Created: 3 months ago | Updated: 3 days ago

সুশীল = দুঃশীল ।

বিপরীত শব্দ লিখুন:
10.

ঐক্য

Created: 3 months ago | Updated: 3 days ago

ঐক্য = অনৈক্য, বিভেদ।

সমার্থক শব্দ লিখুন:
11.

সমুদ্র

Created: 3 months ago | Updated: 6 days ago

সমুদ্র এর সমার্থক শব্দ হলো নদীকান্ত, রত্নাকার, পাথার, পয়োধি, উদধি, অর্ণব, জলধী, জলনিধি, পারাবার, বারিধি, রত্নাকর, সাগর, সিন্ধু।

সমার্থক শব্দ লিখুন:
12.

রাত

Created: 3 months ago | Updated: 3 days ago

রাত এর সমার্থক শব্দ হলো শর্বরী, ত্রিযামা, যামিনী, রজনী, বিভাবরী, নিশীথিনী, নিশা ।

সমার্থক শব্দ লিখুন:
13.

অরণ্য

Created: 3 months ago | Updated: 3 days ago

অরণ্য এর সমার্থক শব্দ হলো বিপিন, কান্তার, বিজন, গহন, অটবী, জঙ্গল, বন, কানন ।

সমার্থক শব্দ লিখুন:
14.

পৃথিবী

Created: 3 months ago | Updated: 1 day ago

পৃথিবী এর সমার্থক শব্দ হলো  ভূ, অবনী, বসুমতি, ধরণী, ধরিত্রী, বসুন্ধরা, মেদিনী, বসুধা, মহী, উর্বী, পৃথ্বী, ভুবন, জগৎ, অদিতি, ক্ষিতি।

সমার্থক শব্দ লিখুন:
15.

সূর্য

Created: 3 months ago | Updated: 6 days ago

সূর্য এর সমার্থক শব্দ হলো আদিত্য, তপন, দিবাকর, ভাস্কর, ভানু, রবি, সবিতা, আদিত্য, অর্ক,কিরণমালী, বিভাকর, বিভাবসু, বিবস্বান।

নবান্ন উৎসব


কৃষিপ্রধান বাংলাদেশে কৃষিসংশ্লিষ্ট অনেক উৎসব রয়েছে। নবান্ন উৎসব এর মধ্যে অন্যতম। বাংলাদেশের অধিকাংশ জনগণই কৃষিজীবী । কঠিন মাটিকে তারা তাদের শ্রম ও শক্তির দ্বারা নমনীয় করে সেখানে প্রাণের জোয়ার সৃষ্টি করে । রোদ- বৃষ্টি মাথায় নিয়ে অসম্ভব খাটুনির পর খেতের সোনালি ফসল যখন তারা ঘরে তুলতে পারে তখন তাদের প্রাণেও আনন্দের বান ডেকে যায় । নবান্ন উৎসব এই আনন্দমুখর প্রাণেরই উৎসব। হেমন্তের শুরু থেকেই সারা বাংলার ঘরে ঘরে ফসল তোলার ধুম পড়ে যায়। তখন এই লোকউৎসব গ্রামবাংলার ঘরে ঘরে পালিত হয়। উৎসবের দিন ভোর না হতেই ছেলেমেয়েরা ঘরের বাইরে এসে ছড়া কেটে দাঁড় কাকদের ঢেঁকিতে কোটা হয়। বেলা বাড়ার সাথে সাথে বাড়ির প্রবীণরা পরলৌকিক ক্রিয়া বরত। এ দিন ভোরে নতুন ধানের নতুন চাল। সম্পন্ন করেন এবং ছোট ছেলে-মেয়েরা নতুন জামা-কাপড় পরে। এরপর বাড়ির উঠোনে গর্ত করে জ্যান্ত কই মাছ ও দুধ দিয়ে একটি বাঁশ পোঁতা হয় । একে বলে ‘বীর বাঁশ’। বীর বাঁশের প্রতিটি কঞ্চিতে নতুন ধানের ছড়া বাঁধা হয়। বীর বাঁশ পোঁতার পর একটি কলার খোলে চাল মাখা কলা ও নারকেলের নাড়ু কাককে খেতে দেওয়া হয় । কাককে কেন্দ্র করে অনুষ্ঠিত এ পর্বটির নাম 'কাকবলি' । এই অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত কেউ আহার করে না। ক্রমান্বয়ে এই লোক উৎসবটি সকল সম্প্রদায়ের মধ্যে জনপ্রিয়তা লাভ করে। বর্তমান সময়ে নবান্ন উৎসবের ব্যাপকতা কিছুটা হ্রাস পেয়েছে। আমাদের উচিত বাংলা ও বাঙালির এই লোক ঐতিহ্যকে টিকিয়ে রাখা।

Created: 3 months ago | Updated: 4 days ago

Independence Day


The Independence Day of Bangladesh is observed on the 26th March every year. War for independence started on the 26th March in 1971 and lasted till our victory on the 16th of December. It took place as a result of the discrimination, oppression and suppression of the west Pakistani rulers. The war continued for long nine months. It was a bloody struggle. More than 30 lacks of people sacrificed their valuable lives for the sake of freedom. This blood-shed of our heroic people did not go in vain. A proverb also goes, 'there is a silver lining even in the darkest of clouds'. Justice triumphed in the long run. The Pakistani occupation forces surrendered unconditionally to the allied forces on December 16, 1971. This victory confirmed the birth of Bangladesh on the world map. However, March 26 is our independence day because on this day in 1971, the Independence Day was declared. It is a national holiday. All offices, educational institutions, shops and factories remain closed on this day. The day begins with 31 gunshots. Early in the morning the President and the Prime Minister on behalf of the nation place floral wreaths at the National Mausoleum at Savar. Then diplomats, political parties, social and cultural organizations and freedom fighters pay homage to the martyrs. We celebrate this day every year with great honor and solemnity.

Created: 3 months ago | Updated: 4 days ago

He was absent in the class (Make it negative)

= He was not present in the class. বাক্যের অর্থঃ সে ক্লাসে উপস্থিত ছিল না।

Translate the sentences:
19.

Do or Die ( Make it complex)

Created: 3 months ago | Updated: 4 days ago

Do or Die (Make it complex) 

= If you do not do, you will die. বাক্যের অর্থঃ কিছু করো নইলে মরবে।

Created: 3 months ago | Updated: 4 days ago

Had I the wings of a dove! (Make it assertive) 

= I wish I had got the wings of a dove. বাক্যের অর্থঃ আমার যদি পায়রার মতো ডানা থাকতো ।

Created: 3 months ago | Updated: 4 days ago

Karim is the best boy in the class (Make it positive) 

= No other boy in the class is as good as Karim. বাক্যের অর্থঃ করিমের মতো ভালো বালক এই শ্রেণিতে নেই।

Created: 3 months ago | Updated: 4 days ago

Rome was not built in a day (Change the voice)

= Somebody/ Govt./ People did not build Rome in a day. বাক্যের অর্থঃ রোম একদিন সৃষ্টি হয়নি।

Created: 3 months ago | Updated: 4 days ago

সে এক কথার মানুষ। 

= He is a man of word.

Created: 3 months ago | Updated: 4 days ago

বিষয়টি বিবেচনাধীন। 

= The matter is under consideration.

Created: 3 months ago | Updated: 4 days ago

আমি কি পরেরটায় যেতে পারি? 

= Can I go next?

তুমি কি তাদের বিয়ের অনুষ্ঠানে যোগ দিচ্ছ? 

= Are you joining the marriage ceremony?

Created: 3 months ago | Updated: 4 days ago

তুমি কি উপস্থাপনায় দক্ষ? 

=  Are you adept in presentation?

Make sentences rearranging words:
28.

doing you, what, are moment, the at.

Created: 3 months ago | Updated: 4 days ago

doing, you, what, are, moment, the, at

= What are you doing at the moment? (তুমি এই মুহূর্তে কি করছো?)।

Created: 3 months ago | Updated: 2 days ago

mother's, is, international, 21th, language, February, Day, the 

= 21st February is the international mother language day. (২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস)।

Make sentences rearranging words:
30.

know, do, picture, you how draw, to,a

Created: 3 months ago | Updated: 4 days ago

know, do, picture, you, how, draw, to, a

= Do you know how to draw a picture? (তুমি কী ছবি আঁকতে জানো?)

Make sentences rearranging words:
31.

poetry , I jasim like, the , of Uddin

Created: 3 months ago | Updated: 4 days ago

poetry, I, jasim, like, the, of, Uddin 

= I like the poetry of Jasim Uddin (আমি জসীম উদ্দীনের কবিতা পছন্দ করি) ।

Make sentences rearranging words:
32.

Your, keep head always cool

Created: 3 months ago | Updated: 4 days ago

your, keep, always, cool, head

= Keep your head always cool (তোমার মাথা সর্বদা ঠাণ্ডা রেখো)।

রহিম সাহেবের নিকট আছে = ২৪,০০০ টাকা

এতিমখানায় দেন = ২৪,০০০ এর  = ১০,০০০ টাকা

শিক্ষা প্রতিষ্ঠানে দেন = ২৪,০০০ এর   = ৯,০০০ টাকা

∴ তার নিকট অবশিষ্ট আছে = ২৪,০০০ - (১০,০০০ + ৯,০০০) = ২৪,০০০ - ১৯,০০০ = ৫,০০০ টাকা

আমরা জানি, ১ মিনিট = ৬০ সেকেণ্ড

রেজা ৬০ সেকেণ্ড হাঁটে =  ×  = , সেন্টিমিটার

∴ রেজা ১ সেকেণ্ড হাঁটে =  = ৭৫ সেন্টিমিটার

অর্থাৎ রেজা ১ সেকেণ্ডে হাটে = ৭৫ সেন্টিমিটার

আর মিনা ১ সেকেণ্ডে হাঁটে = ৮০ সেন্টিমিটার

∴ মিনা দ্রুত হাঁটে। 

১৫% মুনাফায়

১৫ টাকা মুনাফা দেয় আসল = ১০০ টাকা

∴  ১ টাকা মুনাফা দেয় আসল =  টাকা

∴ ১,৬৮০ টাকা মুনাফা দেয় আসল =  ×  = ১১,২০০ টাকা

Created: 3 months ago | Updated: 1 day ago

দেওয়া আছে, x2  5x+1=0 

 x2+1 = 5x

 x + 1x = 5

এখন, x3 + 1x3  = x + 1x 3 - 3 × x × 1x x + 1x 

= 53 - 3 × 5 = 125 -15 =110

Created: 3 months ago | Updated: 5 days ago

বিদ্যুৎ ও জ্বালানি তেলের সমন্বয়ে চালিত যানবাহনগুলো হলো হাইব্রিড গাড়ি । এই গাড়িগুলোতে প্রাথমিক শক্তি হিসেবে ব্যাটারি এবং দ্বিতীয় শক্তি হিসেবে জ্বালানি তেল ব্যবহৃত হয়। দুই শক্তি গাড়ির প্রয়োজন অনুসারে স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হয়। পাওয়ার কন্ট্রোল ইউনিট বা পিসিইউ নামের অত্যাধুনিক এক যন্ত্র এই পুরো কাজ করে থাকে। এ জন্য চালককে আলাদা কোনো সুইচ চাপতে হয় না। সাধারণ গাড়িতে জ্বালানি তেলের যে অপচয় হয়, হাইব্রিড গাড়িতে সে অপচয় বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয় ।

এক কথায় উত্তর দাও:
38.

জৈব প্রযুক্তি কাকে বলে?

Created: 3 months ago | Updated: 5 days ago

যে প্রযুক্তির সাহায্যে কোনো জীবকোষ, অণুজীব বা তার অংশবিশেষ ব্যবহার করে নতুন কোনো বৈশিষ্ট্যসম্পন্ন জীব এর উদ্ভাবন বা উক্ত জীব থেকে প্রক্রিয়াজাত বা উপজাত দ্রব্য প্রস্তুত করা যায়, সে প্রযুক্তিকে জৈব প্রযুক্তি বলে । এটি DNA transplant মেথডে করা হয়।

এক কথায় উত্তর দাও:
39.

Google কী?

Created: 3 months ago | Updated: 1 day ago

Google একটি বিশ্বের বৃহত্তম একটি সার্চ ইঞ্জিন ।

রংপুর ও দিনাজপুর জেলা মুক্তিযুদ্ধের সময় ৬নং সেক্টরের অধীনে ছিল।

Created: 3 months ago | Updated: 9 hours ago

১৭৫৭ খ্রিষ্টাব্দে ২৩ জুন ভাগিরথী নদীর তীরে পলাশীর আমবাগানে এই যুদ্ধ সংঘটিত হয়।

Created: 3 months ago | Updated: 10 hours ago

জাতিসংঘের চারটি উন্নয়নমূলক সংস্থার নামঃ 

ইউনিসেফ, খাদ্য ও কৃষি সংস্থা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনেস্কো ।

Created: 3 months ago | Updated: 1 day ago

১ এপ্রিল ১৯৭১ সাল থেকে ৭ জানুয়ারি ১৯৭২ সাল পর্যন্ত বঙ্গবন্ধুকে পাকিস্তানের ৩টি কারাগারে আটকে রাখা হয়। কারাগারগুলো হলোঃ পাঞ্জাবের মিয়ানওয়ালি কারাগার, শাহিওয়ালা কারাগার এবং লায়রপুর (বর্তমান ফয়সালাবাদ জেলা)। এর মধ্যে সর্বাধিক সময় রাখা হয় রাওয়ালপিন্ডির মিয়ানওয়ালি কারাগারে এবং এখান থেকেই বঙ্গবন্ধুকে সর্বশেষ মুক্তি দেয়া হয়।

এক কথায় উত্তর দাও:
44.

SDG এর পূর্ণরূপ কী?

Created: 3 months ago | Updated: 1 day ago

SDG এর পূর্ণরূপ হলো Sustainable Development Goals (টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা)।

Created: 3 months ago | Updated: 1 day ago

আগমশুমারি ও গৃহগণনা-২০১১ (বর্তমানে জনশুমারি) বাংলাদেশে অনুষ্ঠিত ৫ম জনশুমারি, যা ১৫ মার্চ থেকে ১৯ মার্চ ২০১১ সালে (মোট ৫ দিন ব্যাপি) অনুষ্ঠিত হয়।

Created: 3 months ago | Updated: 1 day ago

বঙ্গবন্ধু রচিত ৩ টি বইয়ের নামঃ ‘অসমাপ্ত আত্মজীবনী', ‘কারাগারের রোজনামচা' এবং ‘আমার দেখা নয়া চীন'।

Created: 3 months ago | Updated: 1 day ago

বাংলাদেশের প্রথম বা অস্থায়ী সরকার ১০ এপ্রিল ১৯৭১ সালে মেহেরপুর জেলার বৈদ্যনাথতলার (বর্তমান মুজিবনগর) ভবের পাড়া গ্রামের আমবাগানে গঠিত হয় ।

Created: 3 months ago | Updated: 1 day ago

ইউক্রেনের ন্যাটোতে যোগ দেয়ার বিষয়টিকে কেন্দ্র করে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয়।

Created: 3 months ago | Updated: 1 day ago

‘সোনার তরী’ কাব্যগ্রন্থের কবি রবীন্দ্রনাথ ঠাকুর

Created: 3 months ago | Updated: 3 days ago

‘বিসিএসআইআর' এর পূর্ণরূপ হলো Bangladesh Council of Scientific and Industrial Research.

Created: 3 months ago | Updated: 3 days ago

কম্পিউটার কম্পোজে ডকুমেন্ট সেভ হয় কিবোর্ডের ‘Ctrl + S’ বাটন চাপলে।  

Related Sub Categories