হাইব্রিড গাড়ির জ্বালানি হিসেবে কি ব্যবহৃত হয়?
বিদ্যুৎ ও জ্বালানি তেলের সমন্বয়ে চালিত যানবাহনগুলো হলো হাইব্রিড গাড়ি । এই গাড়িগুলোতে প্রাথমিক শক্তি হিসেবে ব্যাটারি এবং দ্বিতীয় শক্তি হিসেবে জ্বালানি তেল ব্যবহৃত হয়। দুই শক্তি গাড়ির প্রয়োজন অনুসারে স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হয়। পাওয়ার কন্ট্রোল ইউনিট বা পিসিইউ নামের অত্যাধুনিক এক যন্ত্র এই পুরো কাজ করে থাকে। এ জন্য চালককে আলাদা কোনো সুইচ চাপতে হয় না। সাধারণ গাড়িতে জ্বালানি তেলের যে অপচয় হয়, হাইব্রিড গাড়িতে সে অপচয় বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয় ।
জৈব প্রযুক্তি কাকে বলে?
যে প্রযুক্তির সাহায্যে কোনো জীবকোষ, অণুজীব বা তার অংশবিশেষ ব্যবহার করে নতুন কোনো বৈশিষ্ট্যসম্পন্ন জীব এর উদ্ভাবন বা উক্ত জীব থেকে প্রক্রিয়াজাত বা উপজাত দ্রব্য প্রস্তুত করা যায়, সে প্রযুক্তিকে জৈব প্রযুক্তি বলে । এটি DNA transplant মেথডে করা হয়।
Google কী?
Google একটি বিশ্বের বৃহত্তম একটি সার্চ ইঞ্জিন ।
রংপুর ও দিনাজপুর জেলা মুক্তিযুদ্ধের সময় কত নম্বর সেক্টরের অধীনে ছিল?
রংপুর ও দিনাজপুর জেলা মুক্তিযুদ্ধের সময় ৬নং সেক্টরের অধীনে ছিল।
কত সালের কত তারিখে পলাশীর যুদ্ধ সংঘটিত হয়েছিল?
১৭৫৭ খ্রিষ্টাব্দে ২৩ জুন ভাগিরথী নদীর তীরে পলাশীর আমবাগানে এই যুদ্ধ সংঘটিত হয়।
জাতিসংঘের চারটি উন্নয়নমূলক সংস্থার নাম লিখুন।
জাতিসংঘের চারটি উন্নয়নমূলক সংস্থার নামঃ
ইউনিসেফ, খাদ্য ও কৃষি সংস্থা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনেস্কো ।
বঙ্গবন্ধুর পাকিস্তানের কোন কারাগারের ছিলেন?
১ এপ্রিল ১৯৭১ সাল থেকে ৭ জানুয়ারি ১৯৭২ সাল পর্যন্ত বঙ্গবন্ধুকে পাকিস্তানের ৩টি কারাগারে আটকে রাখা হয়। কারাগারগুলো হলোঃ পাঞ্জাবের মিয়ানওয়ালি কারাগার, শাহিওয়ালা কারাগার এবং লায়রপুর (বর্তমান ফয়সালাবাদ জেলা)। এর মধ্যে সর্বাধিক সময় রাখা হয় রাওয়ালপিন্ডির মিয়ানওয়ালি কারাগারে এবং এখান থেকেই বঙ্গবন্ধুকে সর্বশেষ মুক্তি দেয়া হয়।
SDG এর পূর্ণরূপ কী?
SDG এর পূর্ণরূপ হলো Sustainable Development Goals (টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা)।
বাংলাদেশের পঞ্চম আদমশুমারি কবে হয়?
আগমশুমারি ও গৃহগণনা-২০১১ (বর্তমানে জনশুমারি) বাংলাদেশে অনুষ্ঠিত ৫ম জনশুমারি, যা ১৫ মার্চ থেকে ১৯ মার্চ ২০১১ সালে (মোট ৫ দিন ব্যাপি) অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু রচিত ৩ টি বইয়ের নাম লিখুন।
বঙ্গবন্ধু রচিত ৩ টি বইয়ের নামঃ ‘অসমাপ্ত আত্মজীবনী', ‘কারাগারের রোজনামচা' এবং ‘আমার দেখা নয়া চীন'।
মুজিবনগর সরকার কোথায় গঠিত হয়?
বাংলাদেশের প্রথম বা অস্থায়ী সরকার ১০ এপ্রিল ১৯৭১ সালে মেহেরপুর জেলার বৈদ্যনাথতলার (বর্তমান মুজিবনগর) ভবের পাড়া গ্রামের আমবাগানে গঠিত হয় ।
কি কারণে ইউক্রেন যুদ্ধ শুরু হয়?
ইউক্রেনের ন্যাটোতে যোগ দেয়ার বিষয়টিকে কেন্দ্র করে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয়।
‘সোনার তরী’ কাব্যগ্রন্থের কবি কে?
‘সোনার তরী’ কাব্যগ্রন্থের কবি রবীন্দ্রনাথ ঠাকুর
‘বিসেএসআইআর’ এর পূর্ণরূপ কী?
‘বিসিএসআইআর' এর পূর্ণরূপ হলো Bangladesh Council of Scientific and Industrial Research.
কমিপউটার কম্পোজ ডকুমেন্ট সেভ হয় কীভাবে?
কম্পিউটার কম্পোজে ডকুমেন্ট সেভ হয় কিবোর্ডের ‘Ctrl + S’ বাটন চাপলে।