যে বইয়ে নগদ টাকার আদান প্রদান লিপিবদ্ধ করা হয় তাকে নগদান বই বা ক্যাশ বই বলে ।
স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের দাবি আদায়ের জন্য সরকারি পাওনা আদায় আইন-১৯১৩ এর বিধান মোতাবেক যে মামলা চালু করা হয় তাকে সার্টিফিকেট মামলা বলা হয় ।
সায়রাত মহাল শব্দের অর্থ দাঁড়ায় বিবিধ করভূক্ত সম্পত্তি। সরকারের যে সমস্ত ভূ-সম্পত্তি হইতে ভূমি কর ব্যতীত অন্যান্য বিবিধ কর আদায় করা হয় সেইগুলিকে সায়রাত মহাল বলা হয়। যেমনঃ জলমহাল, হাট-বাজার, বালু মহাল, পাথর মহাল, বাঁশ মহাল, ফেরীঘাট/খেয়াঘাট, রাস্তা সংলগ্ন জমি, কাছারি প্রাঙ্গন ইত্যাদি।
১ পেটাবাইট = ২২০ গিগাবাইট বা ১০২৪ টেরাবাইট =১ পেটাবাইট । কম্পিউটার মেমোরিতে ডেটা সংরক্ষণের পরিমাণকে মেমোরির ধারণক্ষমতা বলে ।
দুটি এন্টিভাইরাসের নামঃ
এভিজি, অ্যাভাস্ট, অ্যাভিরা, ক্যাসপারেস্কি ।
ভূমির নামজারী করার প্রয়োজনীয়তাঃ
০১. জমির মালিকের মৃত্যু কারণে ওয়ারিশগণের নাম রেকর্ডভুক্ত করে রেকর্ড সংশোধন এবং ভূমি উন্নয়ন কর আদায় করতে।
০২. রেজিস্ট্রি দলিলমূলে জমি হস্তান্তরের কারণে নতুন মালিকের নাম রেকর্ডভুক্ত করতে।
০৩. জমি সিকস্তি হলে অথবা প্রজাস্বত্ব আইনের ৯০, ৯১, ৯২, ৯৩ ধারার অধীনে জমির মালিকানা স্বত্ব বিলোপ হলে তা খাস খতিয়ানভুক্ত করে রেকর্ড সংশোধন করতে।
০৪. সার্টিফিকেট মোকদ্দমা অথবা দেওয়ানি মোকদ্দমার মাধ্যমে জমি নিলাম খরিদ ও স্বত্ব ঘোষণা করা হলে রেকর্ড সংশোধন করতে।
বাংলাদেশে ইতিমধ্যে সম্পাদিত চারটি ভূমি জরিপের নাম হলোঃ
বিএস জরিপ, সিটি জরিপ, আর এস জরিপ, এসএ জরিপ।
MFS
MFS = Master of Finance and Control.
e-TIN
e-TIN = Tax Identification Number.
DCR
DCR = Document Change Record.
ULAO
ULAO = Union Land Assistant Officer.
BEZA
BEZA = Bangladesh Economic Zones Authority.
বাংলাদেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল মিরসরাই অর্থনৈতিক অঞ্চল । চট্টগ্রাম সমুদ্র বন্দর হতে ৬৭ কিলোমিটার দূরে মিরসরাই উপজেলা ও ফেনীর সোনাগাজী উপজেলায় এর অবস্থান ৷
ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের শব্দ সংখ্যা ১১০৮ টি শব্দ।
১৯৭১ সালে মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান; এবং প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমদ ৷
ফেনী নদী থেকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি ও ফেনী পর্যন্ত ছিল ‘সেক্টর নং ১'। এই সেক্টরের সদর দপ্তর ছিল ভারতের ত্রিপুরা রাজ্যের হরিনা। ১৯৭১ সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত এই সেক্টরের কমান্ডার ছিলেন মেজর জিয়াউর রহমান এবং জুন থেকে ডিসেম্বর পর্যন্ত কমান্ডার ছিলেন মেজর রফিকুল ইসলাম।
বিপ্লবী সূর্যসেন
বিপ্লবী সূর্যসেন = রাউজান উপজেলা ।
আবদুল করিম সাহিত্য বিশারদ
আব্দুল করিম সাহিত্য বিশারদ = পটিয়া উপজেলা
আবুল ফজল
আবুল ফজল = সাতকানিয়া উপজেলা ।
আহমদ ছফা
আহমদ ছফা = চন্দনাইশ উপজেলা ।
ড. মুহাম্মদ এনামুল হক
ড. মুহাম্মদ এনামুল হক = ফটিকছড়ি থানা ।
যশোরের বিনোদিয়া পার্কে বীরশ্রেষ্ঠ সাতজনের ভাস্কর্য
বীরশ্রেষ্ঠদের তালিকা নিচের সারণিতে দেয়া হল: -
ক্রম | নাম | পদবী | সেক্টর | গ্যাজেট নম্বর | মৃত্যুবরণের তারিখ |
---|---|---|---|---|---|
০১ | মহিউদ্দিন জাহাঙ্গীর | ক্যাপ্টেন | বাংলাদেশ সেনা বাহিনী | ০১ | ডিসেম্বর ১৪, ১৯৭১ |
০২ | হামিদুর রহমান | সিপাহী | বাংলাদেশ সেনা বাহিনী | ০২ | অক্টোবর ২৮, ১৯৭১ |
০৩ | মোস্তফা কামাল | সিপাহী | বাংলাদেশ সেনা বাহিনী | ০৩ | এপ্রিল ১৮, ১৯৭১ |
০৪ | মোহাম্মদ রুহুল আমিন | ইঞ্জিনরুম আর্টিফিসার | বাংলাদেশ নৌ বাহিনী | ০৪ | ডিসেম্বর ১০, ১৯৭১ |
০৫ | মতিউর রহমান | ফ্লাইট লেফটেন্যান্ট | বাংলাদেশ বিমান বাহিনী | ০৫ | আগস্ট ২০, ১৯৭১ |
০৬ | মুন্সি আব্দুর রউফ | ল্যান্স নায়েক | বাংলাদেশ রাইফেলস | ০৬ | এপ্রিল ৮,১৯৭১ |
০৭. | নূর মোহাম্মদ শেখ | ল্যান্স নায়েক | বাংলাদেশ রাইফেলস | ০৭ | সেপ্টেম্বর ৫, ১৯৭১ |