বিভাগীয় নির্বাচনী বোর্ড, চট্টগ্রাম || অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (18-03-2022) || 2022

All

Created: 3 months ago | Updated: 1 day ago

যে বইয়ে নগদ টাকার আদান প্রদান লিপিবদ্ধ করা হয় তাকে নগদান বই বা ক্যাশ বই বলে ।

Created: 3 months ago | Updated: 1 day ago

স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের দাবি আদায়ের জন্য সরকারি পাওনা আদায় আইন-১৯১৩ এর বিধান মোতাবেক যে মামলা চালু করা হয় তাকে সার্টিফিকেট মামলা বলা হয় ।

সায়রাত মহাল শব্দের অর্থ দাঁড়ায় বিবিধ করভূক্ত সম্পত্তি। সরকারের যে সমস্ত ভূ-সম্পত্তি হইতে ভূমি কর ব্যতীত অন্যান্য বিবিধ কর আদায় করা হয় সেইগুলিকে সায়রাত মহাল বলা হয়। যেমনঃ জলমহাল, হাট-বাজার, বালু মহাল, পাথর মহাল, বাঁশ মহাল, ফেরীঘাট/খেয়াঘাট, রাস্তা সংলগ্ন জমি, কাছারি প্রাঙ্গন ইত্যাদি।

১ পেটাবাইট = ২২০ গিগাবাইট বা ১০২৪ টেরাবাইট =১ পেটাবাইট । কম্পিউটার মেমোরিতে ডেটা সংরক্ষণের পরিমাণকে মেমোরির ধারণক্ষমতা বলে । 

দুটি এন্টিভাইরাসের নামঃ

এভিজি, অ্যাভাস্ট, অ্যাভিরা, ক্যাসপারেস্কি ।

ভূমির নামজারী করার প্রয়োজনীয়তাঃ 

০১. জমির মালিকের মৃত্যু কারণে ওয়ারিশগণের নাম রেকর্ডভুক্ত করে রেকর্ড সংশোধন এবং ভূমি উন্নয়ন কর আদায় করতে।

০২. রেজিস্ট্রি দলিলমূলে জমি হস্তান্তরের কারণে নতুন মালিকের নাম রেকর্ডভুক্ত করতে।

০৩. জমি সিকস্তি হলে অথবা প্রজাস্বত্ব আইনের ৯০, ৯১, ৯২, ৯৩ ধারার অধীনে জমির মালিকানা স্বত্ব বিলোপ হলে তা খাস খতিয়ানভুক্ত করে রেকর্ড সংশোধন করতে।

০৪. সার্টিফিকেট মোকদ্দমা অথবা দেওয়ানি মোকদ্দমার মাধ্যমে জমি নিলাম খরিদ ও স্বত্ব ঘোষণা করা হলে রেকর্ড সংশোধন করতে।

বাংলাদেশে ইতিমধ্যে সম্পাদিত চারটি ভূমি জরিপের নাম হলোঃ 

বিএস জরিপ, সিটি জরিপ, আর এস জরিপ, এসএ জরিপ।

পূর্ণরূপ লিখুন
8.

MFS

Created: 3 months ago | Updated: 1 day ago

MFS = Master of Finance and Control.

পূর্ণরূপ লিখুন
9.

e-TIN

Created: 3 months ago | Updated: 9 hours ago

e-TIN = Tax Identification Number.

পূর্ণরূপ লিখুন
10.

DCR

Created: 3 months ago | Updated: 1 day ago

DCR = Document Change Record.

পূর্ণরূপ লিখুন
11.

ULAO

Created: 3 months ago | Updated: 1 day ago

ULAO = Union Land Assistant Officer.

পূর্ণরূপ লিখুন
12.

BEZA

Created: 3 months ago | Updated: 1 day ago

BEZA = Bangladesh Economic Zones Authority.

বাংলাদেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল মিরসরাই অর্থনৈতিক অঞ্চল । চট্টগ্রাম সমুদ্র বন্দর হতে ৬৭ কিলোমিটার দূরে মিরসরাই উপজেলা ও ফেনীর সোনাগাজী উপজেলায় এর অবস্থান ৷

ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের শব্দ সংখ্যা ১১০৮ টি শব্দ।

১৯৭১ সালে মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান; এবং প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমদ ৷

ফেনী নদী থেকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি ও ফেনী পর্যন্ত ছিল ‘সেক্টর নং ১'। এই সেক্টরের সদর দপ্তর ছিল ভারতের ত্রিপুরা রাজ্যের হরিনা। ১৯৭১ সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত এই সেক্টরের কমান্ডার ছিলেন মেজর জিয়াউর রহমান এবং জুন থেকে ডিসেম্বর পর্যন্ত কমান্ডার ছিলেন মেজর রফিকুল ইসলাম। 

নিম্নলিখিত বিখ্যাত ব্যাক্তিবর্গের বাড়ি চট্টগ্রাম জেলার কোন উপজেলায়?
17.

বিপ্লবী সূর্যসেন

Created: 3 months ago | Updated: 7 hours ago

বিপ্লবী সূর্যসেন = রাউজান উপজেলা ।

নিম্নলিখিত বিখ্যাত ব্যাক্তিবর্গের বাড়ি চট্টগ্রাম জেলার কোন উপজেলায়?
18.

আবদুল করিম সাহিত্য বিশারদ

Created: 3 months ago | Updated: 6 hours ago

আব্দুল করিম সাহিত্য বিশারদ = পটিয়া উপজেলা

নিম্নলিখিত বিখ্যাত ব্যাক্তিবর্গের বাড়ি চট্টগ্রাম জেলার কোন উপজেলায়?
19.

আবুল ফজল

Created: 3 months ago | Updated: 11 hours ago

আবুল ফজল = সাতকানিয়া উপজেলা ।

নিম্নলিখিত বিখ্যাত ব্যাক্তিবর্গের বাড়ি চট্টগ্রাম জেলার কোন উপজেলায়?
20.

আহমদ ছফা

Created: 3 months ago | Updated: 1 day ago

আহমদ ছফা = চন্দনাইশ উপজেলা ।

নিম্নলিখিত বিখ্যাত ব্যাক্তিবর্গের বাড়ি চট্টগ্রাম জেলার কোন উপজেলায়?
21.

ড. মুহাম্মদ এনামুল হক

Created: 3 months ago | Updated: 1 day ago

ড. মুহাম্মদ এনামুল হক = ফটিকছড়ি থানা ।

বীরশ্রেষ্ঠদের তালিকা

যশোরের বিনোদিয়া পার্কে বীরশ্রেষ্ঠ সাতজনের ভাস্কর্য

বীরশ্রেষ্ঠদের তালিকা নিচের সারণিতে দেয়া হল: -

ক্রমনামপদবীসেক্টরগ্যাজেট নম্বরমৃত্যুবরণের তারিখ
০১মহিউদ্দিন জাহাঙ্গীরক্যাপ্টেনবাংলাদেশ সেনা বাহিনী০১ডিসেম্বর ১৪, ১৯৭১
০২হামিদুর রহমানসিপাহীবাংলাদেশ সেনা বাহিনী০২অক্টোবর ২৮, ১৯৭১
০৩মোস্তফা কামালসিপাহীবাংলাদেশ সেনা বাহিনী০৩এপ্রিল ১৮, ১৯৭১
০৪মোহাম্মদ রুহুল আমিনইঞ্জিনরুম আর্টিফিসারবাংলাদেশ নৌ বাহিনী০৪ডিসেম্বর ১০, ১৯৭১
০৫মতিউর রহমানফ্লাইট লেফটেন্যান্টবাংলাদেশ বিমান বাহিনী০৫আগস্ট ২০, ১৯৭১
০৬মুন্সি আব্দুর রউফল্যান্স নায়েকবাংলাদেশ রাইফেলস০৬এপ্রিল ৮,১৯৭১
০৭.নূর মোহাম্মদ শেখল্যান্স নায়েকবাংলাদেশ রাইফেলস০৭সেপ্টেম্বর ৫, ১৯৭১

Related Sub Categories