“অদ্যাপি” শব্দৈর চলিতরূপ লিখুন
“অদ্যাপি” শব্দের চলিতরূপ হলো আজও/ এখনো।
”হরতাল” কোন দেশি শব্দ?
“হরতাল” গুজরাটি শব্দ ।
সঠিক বানান লিখুন: আখাংকা
আখাংকা = আকাঙ্ক্ষা
(ঘ, চ, ছ, জ, য) এ বর্ণ গুলোর কোনটি তালু থেকে উচ্চারিত হয় না?
তালু থেকে উচ্চারিত হয় না “ঘ” ।
অনুসর্গ কাকে বলে?
বাংলা ভাষায় যে অব্যয় শব্দগুলো কখনো স্বাধীন পদ রূপে, আবার কখনো শব্দ বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে, সেগুলোকে অনুসর্গ বা কর্মপ্রবচনীয় বলে ।
বিষাদসিন্ধু ( ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন)
বিষাদসিন্ধু = বিষাদ রূপ সিন্ধু (রূপক কর্মধারয়)
ভূধর্ব (সন্ধি বিচ্ছেদ করুন)
ভূর্ধ্ব = ভূ + ঊর্ধ্ব।
আমি টিফিন খেয়েছি (অকর্মক ক্রিয়ায় রূপান্তর করুন)
আমি টিফিন খেয়েছি = আমি টিফিনে খেয়েছি।
বিদ্বান (বিপরীত লিঙ্গ লিখুন)
বিদ্বান = বিদূষী ।
লাঙ্গল দ্বারা জমি চাষ করা হয় (নিম্নরেখ শব্দের কারক ও বিভক্তি নির্ণয় করুন)
লাঙ্গল দ্বারা জমি চাষ করা হয় = করণে তৃতীয়া ।
অক্ষির সম্মুখে বর্তমান
অক্ষির সম্মুখে বর্তমান = প্রত্যক্ষ
আপনাকে কেন্দ্র করে যার চিন্তা
আপনাকে কেন্দ্র করে যার চিন্তা = আত্মকেন্দ্রিক ।
ইতিহাস রচনা করেন যিনি
ইতিহাস রচনা করেন যিনি = ঐতিহাসিক ।
মেট্রোপলিটন রেল-এর সংক্ষিপ্ত রূপ হলো মেট্রোরেল । মহানগরের গুরুত্বপূর্ণ এলাকাগুলো স্পর্শ করে গণপরিবহনের জন্য প্রতিষ্ঠিত রেলব্যবস্থাই মেট্রোরেল । এটি একটি বিদ্যুৎচালিত পরিবহন । ঢাকা মেট্রোরেল ব্যবস্থার প্রকল্পটির নাম 'ম্যাস র্যাপিড ট্রানজিড' । এটি একটি দ্রুতগামী, স্বাচ্ছ্যন্দময়, সুবিধাজনক ও নিরাপদ নগরকেন্দ্রিক রেলব্যবস্থা।
রাজধানীর যানজট নিরসন এবং স্বস্তিদায়ক যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে ঢাকা মেট্রোরেল লাইন-৬ প্রকল্প বাস্তবায়নের lil কাজ দ্রুত বেগে এগিয়ে চলছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে উত্তরা থেকে স্বল্প সময়ে মতিঝিলে পৌঁছা যাবে। উত্তরা থেকে শুরু হয়ে মেট্রোরেল লাইন-৬ এর রুট হবে মতিঝিল পর্যন্ত। ২০ কিলোমিটার দীর্ঘ এ লাইনে স্টেশন থাকবে ১৬টি। প্রতি চার মিনিট পরপর এক হাজার ৮০০ যাত্রী নিয়ে চলবে মেট্রোরেল। প্রতি ঘণ্টায় যাত্রী পরিবহন করবে প্রায় ৬০ হাজার। ২০ কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগবে ৪০ মিনিটের মতো। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে প্রায় ২২ হাজার কোটি টাকা। এর মধ্যে ১৬ হাজার ৫৯৫ কোটি টাকা ঋণ দিচ্ছে জাপানের উন্নয়ন সহযোগী সংস্থা জাইকা। বাকি পাঁচ হাজার ৩৯০ কোটি টাকার জোগান দিচ্ছে সরকার। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এই অগ্রাধিকার প্রাপ্ত প্রকল্পটির নয়টি টেস্ট পাইলের কাজ শেষ হয়েছে ইতিমধ্যে। শুরু করা হয়েছে মূল পাইলের কাজ। একই সঙ্গে কারওয়ান বাজার-ফার্মগেট এলাকায় সার্ভিস লাইন সরানোর কাজও চলমান। একই প্রকল্পের মিরপুর-শেওড়াপাড়া-আগারগাঁও অংশে ডিভাইডার দিয়ে মূল লাইন স্থাপনের জন্য জায়গা সংরক্ষণ করা হয়েছে। রাস্তার আইল্যান্ড বরাবর এবং এর দুই পাশ থেকে জায়গা সংরক্ষণ করে মূল পাইলের কাজ শুরু হয়েছে এ অংশে। মেট্রোরেলের যাত্রী পারাপারের জন্য রেলকোচ তৈরির কাজ ইতিমধ্যে জাপানে শুরু হয়েছে। মেট্রোরেল প্রকল্পের লাইন-৬ এর পুরো কাজ আটটি প্যাকেজে ভাগ করা হয়েছে। এর মধ্যে প্যাকেজ ৩ ও ৪-এর আওতায় উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ১২ কিলোমিটার উড়ালপথ ও নয়টি স্টেশন নির্মাণ করা হবে। পরে এই উড়ালপথের ওপরই ট্রেনের জন্য লাইন বসানো হবে। এ প্যাকেজের মেয়াদ ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত। মেট্রোরেল চালু হলে প্রতিদিন কয়েক লাখ যাত্রী স্বস্তিদায়ক অবস্থায় চলাচল করতে পারবে। এর ফলে সড়ক পথে যানবাহন চলাচল কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসবে। মেট্রোরেলে বিভিন্ন রুটে সাশ্রয়ী খরচে স্বাচ্ছন্দ্যে চলাচলের সুযোগ সৃষ্টি হলে প্রাইভেটকার এবং অন্যান্য যানবাহনে করে চলাচল করার প্রবণতা হ্রাস পাবে। নির্দিষ্ট সময়ে কাজ সম্পন্ন করাকে প্রকল্প সংশ্লিষ্টরা চ্যালেঞ্জ হিসেবে নেওয়ায় আশা করা হচ্ছে তা একটি ভালো নজির বলে বিবেচিত হবে। এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে মেট্রোরেল যুগে প্রবেশের সুযোগ পাবে বাংলাদেশ।
দুধে- ভাতে থাকা
দুধে- ভাতে থাকা (সুখে থাকা): আমার সন্তান যেন থাকে দুধে ভাতে ।
ঝাঁকের কৈ
ঝাঁকের কৈ (এক দলের লোক): ওরা সবাই ঝাঁকের কৈ, এক কথা তো বলবেই ।