বিভাগীয় নির্বাচনী বোর্ড || অফিস সহকারী / ক্রেডিট চেকিং (22-03-2022) || 2022

All

সকল বিষয়

Created: 4 weeks ago | Updated: 7 hours ago

“অদ্যাপি” শব্দের চলিতরূপ হলো আজও/ এখনো।

সংক্ষিপ্ত উত্তর দিন
2.

”হরতাল” কোন দেশি শব্দ?

Created: 4 weeks ago | Updated: 6 hours ago

“হরতাল” গুজরাটি শব্দ । 

সংক্ষিপ্ত উত্তর দিন
3.

সঠিক বানান লিখুন: আখাংকা

Created: 4 weeks ago | Updated: 6 hours ago

আখাংকা = আকাঙ্ক্ষা

Created: 4 weeks ago | Updated: 6 hours ago

তালু থেকে উচ্চারিত হয় না  “ঘ” । 

সংক্ষিপ্ত উত্তর দিন
5.

অনুসর্গ কাকে বলে?

Created: 4 weeks ago | Updated: 6 hours ago

বাংলা ভাষায় যে অব্যয় শব্দগুলো কখনো স্বাধীন পদ রূপে, আবার কখনো শব্দ বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে, সেগুলোকে অনুসর্গ বা কর্মপ্রবচনীয় বলে ।

বন্ধনীতে প্রদত্ত নিদের্শণা মতে উত্তর দিন:
6.

বিষাদসিন্ধু ( ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন)

Created: 4 weeks ago | Updated: 6 hours ago

বিষাদসিন্ধু = বিষাদ রূপ সিন্ধু (রূপক কর্মধারয়)

বন্ধনীতে প্রদত্ত নিদের্শণা মতে উত্তর দিন:
7.

ভূধর্ব (সন্ধি বিচ্ছেদ করুন)

Created: 4 weeks ago | Updated: 6 hours ago

ভূর্ধ্ব = ভূ + ঊর্ধ্ব।

বন্ধনীতে প্রদত্ত নিদের্শণা মতে উত্তর দিন:
8.

আমি টিফিন খেয়েছি (অকর্মক ক্রিয়ায় রূপান্তর করুন) 

Created: 4 weeks ago | Updated: 6 hours ago

আমি টিফিন খেয়েছি = আমি টিফিনে খেয়েছি। 

বন্ধনীতে প্রদত্ত নিদের্শণা মতে উত্তর দিন:
9.

বিদ্বান (বিপরীত লিঙ্গ লিখুন) 

Created: 4 weeks ago | Updated: 6 hours ago

বিদ্বান = বিদূষী ।

Created: 4 weeks ago | Updated: 6 hours ago

লাঙ্গল দ্বারা জমি চাষ করা হয় = করণে তৃতীয়া । 

এক কথায় প্রকাশ করুন:
11.

অক্ষির সম্মুখে বর্তমান

Created: 4 weeks ago | Updated: 6 hours ago

অক্ষির সম্মুখে বর্তমান = প্রত্যক্ষ 

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

আপনাকে কেন্দ্র করে যার চিন্তা = আত্মকেন্দ্রিক ।

এক কথায় প্রকাশ করুন:
13.

ইতিহাস রচনা করেন যিনি

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

ইতিহাস রচনা করেন যিনি = ঐতিহাসিক । 

ঢাকা মেট্রো-রেল 

মেট্রোপলিটন রেল-এর সংক্ষিপ্ত রূপ হলো মেট্রোরেল । মহানগরের গুরুত্বপূর্ণ এলাকাগুলো স্পর্শ করে গণপরিবহনের জন্য প্রতিষ্ঠিত রেলব্যবস্থাই মেট্রোরেল । এটি একটি বিদ্যুৎচালিত পরিবহন । ঢাকা মেট্রোরেল ব্যবস্থার প্রকল্পটির নাম 'ম্যাস র‍্যাপিড ট্রানজিড' । এটি একটি দ্রুতগামী, স্বাচ্ছ্যন্দময়, সুবিধাজনক ও নিরাপদ নগরকেন্দ্রিক রেলব্যবস্থা।

রাজধানীর যানজট নিরসন এবং স্বস্তিদায়ক যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে ঢাকা মেট্রোরেল লাইন-৬ প্রকল্প বাস্তবায়নের lil কাজ দ্রুত বেগে এগিয়ে চলছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে উত্তরা থেকে স্বল্প সময়ে মতিঝিলে পৌঁছা যাবে। উত্তরা থেকে শুরু হয়ে মেট্রোরেল লাইন-৬ এর রুট হবে মতিঝিল পর্যন্ত। ২০ কিলোমিটার দীর্ঘ এ লাইনে স্টেশন থাকবে ১৬টি। প্রতি চার মিনিট পরপর এক হাজার ৮০০ যাত্রী নিয়ে চলবে মেট্রোরেল। প্রতি ঘণ্টায় যাত্রী পরিবহন করবে প্রায় ৬০ হাজার। ২০ কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগবে ৪০ মিনিটের মতো। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে প্রায় ২২ হাজার কোটি টাকা। এর মধ্যে ১৬ হাজার ৫৯৫ কোটি টাকা ঋণ দিচ্ছে জাপানের উন্নয়ন সহযোগী সংস্থা জাইকা। বাকি পাঁচ হাজার ৩৯০ কোটি টাকার জোগান দিচ্ছে সরকার। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এই অগ্রাধিকার প্রাপ্ত প্রকল্পটির নয়টি টেস্ট পাইলের কাজ শেষ হয়েছে ইতিমধ্যে। শুরু করা হয়েছে মূল পাইলের কাজ। একই সঙ্গে কারওয়ান বাজার-ফার্মগেট এলাকায় সার্ভিস লাইন সরানোর কাজও চলমান। একই প্রকল্পের মিরপুর-শেওড়াপাড়া-আগারগাঁও অংশে ডিভাইডার দিয়ে মূল লাইন স্থাপনের জন্য জায়গা সংরক্ষণ করা হয়েছে। রাস্তার আইল্যান্ড বরাবর এবং এর দুই পাশ থেকে জায়গা সংরক্ষণ করে মূল পাইলের কাজ শুরু হয়েছে এ অংশে। মেট্রোরেলের যাত্রী পারাপারের জন্য রেলকোচ তৈরির কাজ ইতিমধ্যে জাপানে শুরু হয়েছে। মেট্রোরেল প্রকল্পের লাইন-৬ এর পুরো কাজ আটটি প্যাকেজে ভাগ করা হয়েছে। এর মধ্যে প্যাকেজ ৩ ও ৪-এর আওতায় উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ১২ কিলোমিটার উড়ালপথ ও নয়টি স্টেশন নির্মাণ করা হবে। পরে এই উড়ালপথের ওপরই ট্রেনের জন্য লাইন বসানো হবে। এ প্যাকেজের মেয়াদ ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত। মেট্রোরেল চালু হলে প্রতিদিন কয়েক লাখ যাত্রী স্বস্তিদায়ক অবস্থায় চলাচল করতে পারবে। এর ফলে সড়ক পথে যানবাহন চলাচল কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসবে। মেট্রোরেলে বিভিন্ন রুটে সাশ্রয়ী খরচে স্বাচ্ছন্দ্যে চলাচলের সুযোগ সৃষ্টি হলে প্রাইভেটকার এবং অন্যান্য যানবাহনে করে চলাচল করার প্রবণতা হ্রাস পাবে। নির্দিষ্ট সময়ে কাজ সম্পন্ন করাকে প্রকল্প সংশ্লিষ্টরা চ্যালেঞ্জ হিসেবে নেওয়ায় আশা করা হচ্ছে তা একটি ভালো নজির বলে বিবেচিত হবে। এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে মেট্রোরেল যুগে প্রবেশের সুযোগ পাবে বাংলাদেশ।

অর্থসহ বাক্য রচনা করুন
15.

দুধে- ভাতে থাকা

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

দুধে- ভাতে থাকা (সুখে থাকা): আমার সন্তান যেন থাকে দুধে ভাতে । 

অর্থসহ বাক্য রচনা করুন
16.

ঝাঁকের কৈ

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

ঝাঁকের কৈ (এক দলের লোক): ওরা সবাই ঝাঁকের কৈ, এক কথা তো বলবেই । 

whiteadjectivewhale swimming in the seanoun. The waves wereverb small 'butconjunctionthe wind as blowing vigroouslyadverb.

অনুবাদঃ একটি সাদা তিমি সমুদ্রে সাঁতার কাটছিল। ক্ষুদ্র ক্ষুদ্র ঢেউ ছিল কিন্তু বাতাস ছিল প্রবল।

শ্রীমঙ্গলকে চা এর রাজধানী বলা হয়। শ্রীমঙ্গলে ৯২ টি চা বাগান রয়েছে। শ্রীমঙ্গলের চা খুবই উপাদেয় । কুলিরা হাত দিয়ে চা পাতা সংগ্রহ করে। প্রক্রিয়াজাত চা পাতা থেকে চা উৎপন্ন করা হয়।

= Solutions Srimangal is called the capital of tea. There are 92 tea gardens in Srimangal. Tea of Srimangal is very delicious. The porters collect the tea leaves by hand. Tea is produced from processed tea leaves.

Re-write directed in the brackets.
19.

spouse ( make it plural)

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

spouse = Spouses (স্বামী বা স্ত্রী)

Re-write directed in the brackets.
20.

bad (make it superlative)

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

bad = Worst (জঘন্য) I

Re-write directed in the brackets.
21.

hen ( make it masculine)

Created: 4 weeks ago | Updated: 1 week ago

hen (make it masculine) Roster (মোরগ)

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

= It has been raining since Monday. 

(সোমবার হতে বৃষ্টি হচ্ছে। )

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

He has written a book.  

= He wrote a book. (তিনি একটি বই লিখেছিলেন)।

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

Golden Jubilee of Independence

50 years ago, on this day, Bangladesh was born out of a bloody war. In the face of a brutal massacre by the Pakistani military, the freedom-loving people of this land, with their unwavering resolve and monumental sacrifices, steered the course of history of the Bengali nation towards a new beginning. Today marks the Golden Jubilee of the Bangladesh revolution. As we celebrate this auspicious occasion, we humbly remember and reflect on the valiant freedom fighters and all the men and women who sacrificed so much to free us from the shackles of Pakistani tyranny. We pay our deepest respects to the Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman who led us in our struggle for freedom and all our national leaders who laid the foundations of an independent nation. In the last 50 years, Bangladesh has achieved countless milestones in its development journey. However, there are also shortcomings which betray the spirit of our Liberation War. Now e would be a good time for sincere introspection and renewal of the pledge to fulfill the dreams of the freedom fighters and martyrs by working to establish a just society, where everyone is free and equal. Let the love of freedom bloom!

Created: 4 weeks ago | Updated: 8 hours ago

দেওয়া আছে, a2ab+b2

= a2 + 2ab + b2 -3ab = a+b2 -3ab = 32 - 3 × 1 = 9-3 = 6

4x2 +12x+9

= (2x)2+2.2x.3+ (3)2

= (2x+3)2

= (2x+3) (2x+3)

এখানে, 'ক' ১ দিনে করে কাজের =  অংশ

∴ খ' ১ দিনে করে কাজের =  অংশ

∴ 'গ' ১ দিনে করে কাজের =  অংশ

তারা একত্রে ১ দিনে করে কাজের  =  +  +  =  =  অংশ

এখন,  অংশ কাজ করে = ২ দিনে

∴ ১ বা সম্পূর্ণ কাজ করে =  ×   = ৪ দিনে।

Created: 4 weeks ago | Updated: 1 week ago

R.H.S = a+b22a-b22 = a+b24a-b24 = a2 + 2ab +b24 - a2 - 2ab +b24  = a2 + 2ab +b2 - a2 + 2ab - b24 = 4ab4 = 4  L.H.S = R.H.S Proved

ধরি, বর্গাকার বাগানের দৈর্ঘ্য x মিটার

∴ রাস্তাসহ বর্গাকার বাগানের দৈর্ঘ্য (x + ২) মিটার ।

প্রশ্নমতে, (x + ২) = ৮১

 x +x +    =  x  +x -  =  x +x - x - =  x x +  -  x +  =  x +  x -  =  , x +  = 

 x = – ১১ [যা অগ্রহণযোগ্য]

অথবা, x - ৭ = ০

∴ x = ৭

∴ রাস্তার ক্ষেত্রফল = রাস্তাসহ ক্ষেত্রফল – ক্ষেত্রফল

= ৮১ – ৭ = ৮১ – ৪৯ = ৩২ বর্গমিটার।

সংক্ষিপ্ত উত্তর দিন ( সাধারণ জ্ঞান)
31.

কোন তারিখ পর্যন্ত মুজিবশতবর্ষ পালিত হবে?

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

৩১ মার্চ ২০২২ সাল পর্যন্ত মুজিবশতবর্ষ পালিত হয়েছে। 

সংক্ষিপ্ত উত্তর দিন ( সাধারণ জ্ঞান)
32.

চা নিলাম কেন্দ্র কোথায় অবস্থিত?

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

সমুদ্রপথে আন্তর্জাতিক বাজারে চা রপ্তানির সুবিধার্থে ১৬ জুলাই ১৯৪৯ বন্দরনগরী চট্টগ্রামে দেশের প্রথম আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্র স্থাপন করা হয়। ৮ ডিসেম্বর ২০১৭ চায়ের রাজধানী মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় উদ্বোধন করা হয় দেশের দ্বিতীয় আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্র। ১৪ মে ২০১৮ শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্রের প্রথম নিলাম অনুষ্ঠিত হয় ।

সংক্ষিপ্ত উত্তর দিন ( সাধারণ জ্ঞান)
33.

UNICEF এর পূর্ণরূপ কী?

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

UNICEF এর পূর্ণরূপ United Nations International Children's Emergency Fund.

সংক্ষিপ্ত উত্তর দিন ( সাধারণ জ্ঞান)
34.

ইউক্রেন এর রাজধানীর কী?

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

ইউক্রেন এর রাজধানীর নাম কীয়েভ ।

সংক্ষিপ্ত উত্তর দিন ( সাধারণ জ্ঞান)
35.

১৭ ই মার্চ কোন দিবস পালিত হয়?

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

১৭ই মার্চ শিশু দিবস পালিত হয়। 

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

৩০ অক্টোবর ২০১৭ সালে ইউনেস্কো কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে ইউনেস্কো কর্তৃক মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভুক্তিকরণে ওয়ার্ল্ড ডেমোক্রেসি হেরিটেজের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা হয় ।

সংক্ষিপ্ত উত্তর দিন ( সাধারণ জ্ঞান)
37.

কম্পিউটারে POST এর পূর্ণরূপ কী? 

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

কম্পিউটারে POST এর পূর্ণরূপ Power-On Self-Test.

সংক্ষিপ্ত উত্তর দিন ( সাধারণ জ্ঞান)
38.

বাউল সম্রাট শাহ আব্দুল করিমের বাড়ি কোন উপজেলায়?

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

বাউল সম্রাট শাহ আব্দুল করিমে ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারিতে সিলেটের সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায় জন্মগ্রহণ করেন।

কুশিয়ার ও সুরমা নদী যে স্থান দিয়ে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করেছে সে স্থানের নাম হলো মারকুলী, আজমিরীগঞ্জ, হবিগঞ্জ, সিলেট ।

সংক্ষিপ্ত উত্তর দিন ( সাধারণ জ্ঞান)
40.

জাতিসংঘে সর্বপ্রথম কে বাংলা ভাষায় ভাষণ দেন?

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২৫ সেপ্টেম্বর ১৯৭৪ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ২৯তম অধিবেশনে প্রথম বাংলায় ভাষণ দেন ।

সংক্ষিপ্ত উত্তর দিন ( সাধারণ জ্ঞান)
41.

কার নামানুসারে ওসমানীনগর উপজেলার নামকরণ করা হয়? 

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি বঙ্গবীর জেনারেল মোঃ আতাউল গণি ওসমানী'র পৈতৃক নিবাস সিলেট জেলার ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নে অবস্থিত। এই উপজেলার মানুষের গর্বের প্রতীক হিসেবে বাংলাদেশে প্রথম কোনো মুক্তিযোদ্ধার নামানুসারে “ওসমানীনগর” উপজেলার নামকরণ করা হয় ।

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিকেল চারটা একুশ মিনিটে ঢাকার রেসকোর্স ময়দানে (সোহরাওয়ার্দি উদ্যান) পাকিস্তানের ইস্টার্ন কমান্ডের অধিনায়ক লেঃ জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি প্রায় ৯৩ হাজার সৈন্যসহ বাংলাদেশ ও ভারতের যৌথ বাহিনীর পূর্বাঞ্চলীয় প্রধান লেঃ জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করে। বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করেন গ্রুপ ক্যাপ্টেন এ. কে. খন্দকার।

সংক্ষিপ্ত উত্তর দিন ( সাধারণ জ্ঞান)
43.

বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? 

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

বাংলাদেশের দীর্ঘতম নদী দীর্ঘতম এবং প্রশস্ততম নদী মেঘনা।

সংক্ষিপ্ত উত্তর দিন ( সাধারণ জ্ঞান)
44.

মুক্তিযুদ্ধে ৪ নং সেক্টরের কমান্ডার কে ছিলেন? 

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

মুক্তিযুদ্ধে ৪ নং সেক্টরের কমান্ডার ছিলেন মেজর চিত্তরঞ্জন দত্ত এবং ক্যাপ্টেন এ রব।

সংক্ষিপ্ত উত্তর দিন ( সাধারণ জ্ঞান)
45.

ROM এর পূর্ণরূপ কী?

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

ROM এর পূর্ণরূপ  Random Access Memory

সংক্ষিপ্ত উত্তর দিন ( সাধারণ জ্ঞান)
46.

নির্মাণাধীন পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

নির্মাণাধীন পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার এবং প্রস্থ ১৮.১০ মিটার।

সংক্ষিপ্ত উত্তর দিন ( সাধারণ জ্ঞান)
47.

প্রকৃতিতে সবচেয়ে কঠিন পদার্থ কী?

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

প্রকৃতিতে সবচেয়ে কঠিন পদার্থ হীরক 

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

বঙ্গবন্ধু স্যাটালাইট ১ উৎক্ষেপণকারী সংস্থার নাম মার্কিন রকেট নির্মাতা প্রতিষ্ঠান স্পেস এক্স।

সংক্ষিপ্ত উত্তর দিন ( সাধারণ জ্ঞান)
49.

বিপন্ন গণতন্ত্র, লাঞ্চিত মানবতা -গ্রন্থের লেখক কে?

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

বিপন্ন গণতন্ত্র, লাঞ্চিত মানবতা - গ্রন্থের লেখক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

বাংলাদেশের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রের নাম তিতাস গ্যাসক্ষেত্র ।

Related Sub Categories