অন্ধের যষ্টি
অন্ধের যষ্টি (অপরিহার্য অবলম্বন): শেষ বয়সে নাতিটিই বুড়ির অন্ধের যষ্টি হয়ে রইল ।
গায়ে ফুঁ দিয়ে বেড়ানো
গায়ে ফুঁ দিয়ে বেড়ানো (আরামে সময় কাটানো): বাবা যত দিন বেঁচে ছিলেন সুমন ততদিন বেশ গায়ে ফুঁ দিয়ে বেড়িয়েছে।
লেফাফা দুরস্ত
লেফাফা দুরস্ত (বাইরে ঠাট বজায় রেখে চলা): এই লেফাফা দুরস্ত লোকটিকে দেখে কি মনে হয় যে, ইনি কপর্দকশূন্য।
উড়ো কথা
উড়ো কথা (লোকমুখে শ্রুত; ভিত্তিহীন): সবসময় উড়ো কথায় কান দিতে নেই ।
জগা খিচুড়ি
জগা খিচুড়ি (বিশৃঙ্খল): সব জগা খিচুড়ি না পাকিয়ে এক দিক থেকে গুছিয়ে পড়ো।
সেতারের ঝংকার
সেতারের ঝংকার = কিঙ্কিনি ।
নিন্দা করার ইচ্ছা
নিন্দা করার ইচ্ছা = জগুন্সা।
নৌ চলাচলের যোগ্য
নৌ চলাচলের যোগ্য = নাব্য ।
যা নিবারণ করা যায় না
যা নিবারণ করা যায় না = অনিবারিত।
কুলর কীর্তি বর্ধনকারী যে সন্তান
কুলের কীর্তি বর্ধনকারী যে সন্তান = কুলপ্রদীপ।
অতীন্দ্রিয়
অতীন্দ্রিয় = অতি + ইন্দ্ৰিয় ।
কথাচ্ছলে
কথাচ্ছলে = কথা + ছলে ।
সদুপায়
সদুপায় = সৎ + উপায় ।
বৃহস্পতি
বৃহস্পতি = বৃহৎ + পতি ।
মনোযোগ
মনোযোগ = মনঃ + যোগ।
অদ্যবদি
অদ্যবদি = অদ্যাবধি
প্রত্মতত্ত্ব
প্রত্মতত্ত্ব = প্রত্নতত্ত্ব ।
মনিষী
মনিষী = মনীষী ।
মুমুর্ষ
মুমুর্ষু = মুমূর্ষু ।
প্রতিচীকির্ষা
প্রতিচীকির্ষা = প্রতিচিকীর্ষা ।
পদ্মা সেতু
রাতারগুল জলাবন
রাতারগুল জলাবন বা রাতারগুল সোয়াম্প ফরেস্ট (Ratargul Swamp Forest) বাংলাদেশের একমাত্র মিঠাপানির জলাবন বা সোয়াম্প ফরেস্ট এবং বন্যপ্রাণী অভয়ারণ্য, যা সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত। এটি পৃথিবীর মাত্র কয়েকটি জলাবনের মধ্যে অন্যতম একটি। রাতারগুল যা বাংলার অ্যামাজন নামেও পরিচিত চিরসবুজ এই বন গুয়াইন নদীর তীরে অবস্থিত এবং চেঙ্গির খালের সাথে একে সংযুক্ত করেছে। বর্ষাকালে এই বন ২০ থেকে ৩০ ফুট পানির নিচে নিমজ্জিত থাকে। বাকি সারা বছর, পানির উচ্চতা ১০ ফুটের মতো থাকে। বর্ষাকালে এই বনে অথৈ জল থাকে চার মাস। এখানে গাছের ডালে ডালে ঘুরে বেড়ায় নানান বন্য প্রাণী আর পাখি। শীতে জল শুকিয়ে যায় বলে বর্ষা এবং বর্ষা পরবর্তী সময় (জুলাই থেকে অক্টোবর) রাতারগুল ভ্রমণের উপযুক্ত সময়। সিলেট শহর থেকে রাতারগুলের দূরত্ব প্রায় ২৬ কিলোমিটার। জেলার গোয়াইনঘাট উপজেলায় এ বনের অবস্থান। সিলেট বন বিভাগের উত্তর সিলেট রেঞ্জে-২ এর অধীন প্রায় ৩০ হাজার ৩শ' ২৫ একর জায়গা জুড়ে এ জলাভূমি। এর মধ্যে ৫শ' ৪ একর জায়গার মধ্যে বন, বাকি জায়গা জলাশয় আর সামান্য কিছু উঁচু জায়গা। তবে বর্ষাকালে পুরো এলাকাটিই পানিতে ডুবে থাকে। শীতে প্রায় শুকিয়ে যায় রাতারগুল। তখন বনের ভেতরে খনন করা বড় জলাশয়গুলোতে শুধু পানি থাকে। পুরাতন দুটি বড় জলাশয় ছাড়াও ২০১০-১১ সালে রাতারগুল বনের ভেতরে পাখির আবাসস্থল হিসেবে ৩.৬ বর্গ কিলোমিটারের একটি বড় লেক খনন করা হয়। শীতে এ জলাশয়ে বসে নানান পাখির মিলন মেলা। রাতারগুল একটি প্রাকৃতিক বন। এরপরেও বন বিভাগ হিজল, বরুণ, করচ আর মুতা-সহ কিছু জলবান্ধব জাতের গাছ লাগিয়ে দেয় এ বনে। এছাড়াও রাতারগুলের গাছপালার মধ্যে উল্লেখযোগ্য হলঃ কদম, জালিবেত, অর্জনসহ জল সহিষ্ণু প্রায় ২৫ প্রজাতির গাছপালা। সিলেটের শীতলপাটি তৈরির মূল উপাদান মুতার বড় অংশ এই বন থেকেই আসে। বাংলাদেশ বন বিভাগ ১৯৭৩ সালে এ বনের ৫শ' ৪ একর এলাকাকে বন্যপ্রাণীর জন্য অভয়াশ্রম হিসেবে ঘোষণা করে।
Our constitution starts with three words: ‘We, The People'. The Words are simple but mighty. They are also revolutionary in nature. They are mighty because they signify the collective mind of the nation. They are revolutionary because they represent a glorified moment of the Bangali Nation's commitment for oneness. This oneness develops into an image of a document which we call the constitution.
= আমাদের সংবিধান শুরু হয়েছে তিনটি শব্দ দিয়েঃ ‘আমরা জনগণ' । শব্দগুলো সাদামাটা কিন্তু কতই না শক্তিশালী। সহজাতভাবে শব্দগুলো বৈপ্লবিক। শব্দগুলো অত্যন্ত বলিষ্ঠ কারণ জাতির সামষ্টিক মনকে নির্দেশ করে। শব্দগুলো বৈপ্লবিক কারণ সেগুলি একটি নির্দিষ্ট মূহুর্তে বাঙালির একত্ববোধকে মহিমান্বিত করেছিল। এই একত্ববোধই একসময়ে একটি প্রতিফলকে পরিণত হয় যাকে আমরা বলি সংবিধান ।
I ____Shakespeare when I was 15 years old.
I read Shakespeare when I was 15 years old.
বাক্যের অর্থঃ আমার বয়স যখন ১৫ ছিল, আমি শেক্সপিয়ারের বই পড়েছিলাম ।
I have never ___ tangail.
I have never been to Tangail.
বাক্যের অর্থঃ আমি কখনো টাঙ্গাইল যাইনি।
My father arrived while I ____the dinner.
My father arrived while I was having the dinner.
বাক্যের অর্থঃ যখন চাচা এসেছিলেন আমি তখন রাতের খাবার খাচ্ছিলাম।
The doctor insisted that the girl____for COVID 19 immediately.
The doctor insisted that the girl test for Covid 19 immediately.
বাক্যের অর্থঃ ডাক্তার মেয়েটিকে কোভিড-১৯ পরীক্ষার জন্য জোর করেছিলাম।
The babysitter _____awake until the child’s parent go home.
The babysitter remains awake until the child's parent go home.
বাক্যের অর্থঃ শিশুটির পিতামাতা বাড়ি যাবার আগ পর্যন্ত শিশুর যত্নকারী লোকটি জেগে ছিল ।
A bed of roses
A bed of roses (আরামদায়ক অবস্থা , সুখকর অবস্থা): Life is not a bed of roses.
Cold Blood
Cold Blood (বিনা উত্তেজনায়): They killed the police officer in cold blood.
Bag and baggage
Bag and Baggage (তল্পিতল্পা): He left the place bag and baggage.
With a view to
With a view to (উদ্দেশ্য): Hanjala came to me with a view to seeing (see) me.
Snake in the grass.
Snake in the grass (বন্ধুবেশি প্রতারক): We should be aware of the snake in the grass.
Bangladesh's average annual temperatures are expected to rise by 1.0°C to 1.5°C by 2050 even if preventive measures are taken along the lines of those recommended by the Paris climate change agreement of 2015. If no measures are taken, then the country's average temperatures are predicted to increase by 1.0°C to 2.5°C. "Around the world, and especially for Bangladesh, climate change is an acute threat to development and efforts to end poverty," said Hartwig Schafer, Vice President for South Asia Region. "In addition to the coastal zones, the warming weather will severely affect the country's inland area in the next decades. To deal with climate change, the country needs to focus on creating jobs outside the agriculture sector and improve the capacity of its government institutions. The World Bank is committed to helping Bangladesh become more resilient to climate change." (The Independent, September 28, 2018).Climate change is rapidly proceeding, and climate-related risks are being exacerbated. The Loss and Damage discourse, initiated almost three decades ago by small island states worried about sea level rise, has given voice to concerns for climate change-related impacts that may be irreversible and beyond physical and social adaptation limits. The health sector has a vital role to play - as an important voice advocating for climate action and as a key sector that must reduce its own greenhouse gas emissions. Climate change poses a major threat to health, and health systems and professionals are on the front lines dealing with the human impacts of climate change now. Climate solutions can offer significant opportunities to address major health challenges, from global health inequities to the non- communicable disease epidemic.
Handsome
Handsome (সুশ্রী) = Ugly (কুৎসিত) |
Omnipotent
Omnipotent (সর্বশক্তিমান) = Powerless (শক্তিহীন) ।
Reluctant
Reluctant (অনিচ্ছুক) = Willing (ইচ্ছুক)
Mobile
Mobile (ভ্রাম্যমাণ) = Fixed (স্থির) |
Delete
Delete (কোনো কিছু কেটে/ তুলে দেওয়া) = Insert (নিহিত করা)
পদ্মা সেতুকে কেন্দ্র করে পাল্টে যাচ্ছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি ।
পদ্মা সেতুকে কেন্দ্র করে পাল্টে যাচ্ছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি।
= The economy of the South-Western region is changing centering the Padma Bridge.
কৃষি উৎপাদন ও প্রক্রিয়াকরণের সমস্যা মোকাবেলার জন্য জীবপ্রযুক্তি ব্যবহৃত হচ্ছে।
কৃষি উৎপাদন ও প্রক্রিয়াকরণের সমস্যা মোকাবেলার জন্য জীবপ্রযুক্তি ব্যবহৃত হচ্ছে।
= To tackle the problems of agricultural production and processing, Biotechnology is being used.
আধুনিক তথ্য – প্রযুক্তি ব্যবহারের কারণে অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে।
আধুনিক তথ্য-প্রযুক্তি ব্যবহারের কারণে অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে।
Due to the use of modern information technology the economy is thriving on.
দেশপ্রেমিক নাগরিক বাংলাদেশের প্রধান সম্পদ।
দেশপ্রেমিক নাগরিক বাংলাদেশের প্রধান সম্পদ ।
= Patriotic citizens are the principal assets of Bangladesh.
শিক্ষা মানুষের দুষ্টিভঙ্গি পুনর্গঠন করে।
শিক্ষা মানুষের দৃষ্টিভঙ্গি পুনর্গঠন করে।
= Education helps reform the human outlook/view point.
ভ্রমণে মানুষের চিত্ত বিকশিত হয়।
ভ্রমণে মানুষের চিত্ত বিকশিত হয়।
= People's mind become enriched through traveling.
বাঙ্গালীর আত্মার সাথে বাংলা ভাষা মিশে আছে।
বাঙ্গালীর আত্মার সাথে বাংলা ভাষা মিশে আছে।
= Banglee language is mingled with the soul of Bengali.
প্রত্যেক জাতির মাতৃভাষা নিজস্ব একটি বৈশিষ্ট্য আছে।
প্রত্যেক জাতির মাতৃভাষার নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে।
= Mother tongue of each nation has its own features.
দেয়া আছে, বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত = ৩ : ৪ : ৫ = ৯ : ১২ : ১৫ [৩ দ্বারা গুণ করে]
এখন, a = ৯; b = ১২ এবং c = ১৫ হলে ত্রিভুজটির অর্ধপরিসীমা
= ১৮ মিটার
এখন আমরা জানি, ত্রিভুজের (বিষমবাহু) ক্ষেত্রফল বর্গ একক ।
= ৫৪ বর্গমিটার।
৬% বৃদ্ধিতে
১০০ টাকায় মূল্য বাড়ে = ৬ টাকা
∴ ১,০৬০ টাকায় মূল্য বাড়ে = ৬৩.৬ টাকা
অর্থাৎ বর্তমানে ৩ কেজি চিনির মূল্য = ৬৩.৬ টাকা
∴ বর্তমানে ১ কেজি চিনির মূল্য = ২১.২ টাকা
এখন, বর্তমানমূল্য ১০৬ টাকা হলে পূর্বমূল্য = ১০০ টাকা
∴ বর্তমানমূল্য ২১.২ টাকা হলে পূর্বমূল্য = ২০ টাকা
অর্থাৎ চিনির বর্তমান দর ২১.২ টাকা এবং পূর্ব দর ছিলো ২০ টাকা ।
দেওয়া আছে,
[মান বসিয়ে]
ধরি, x = a + 2b এবং y = 3a + 2c
আমরা জানি,
ঐতিহাসিক ৭ জুন ছয় দফা দিবস হিসেবে পালিত হয়। বঙ্গবন্ধুর ছয় দফা কর্মসূচি ছিল বাঙালির জাতীয় মুক্তির সনদ। পাকিস্তান রাষ্ট্রে বাঙালিরা কখনো সমান নাগরিক অধিকার ভোগ করতে পারেনি। শুরু থেকেই পূর্ব বাংলার ওপর পশ্চিম অংশের একধরনের ঔপনিবেশিক শাসন-শোষণ কায়েম হয়। ওই রাষ্ট্রে বাঙালি সমস্যার প্রকৃতি ছিল জাতিসত্তাগত । এটি যথার্থভাবে চিহ্নিত করেই বঙ্গবন্ধু তাঁর ঐতিহাসিক ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন, যা দ্রুত বাঙালিদের মধ্যে জাতীয় মুক্তির নবচেতনা জাগিয়ে তোলে ।
GI এর পূর্ণ রূপ Geographical Indication (বাংলা “ভৌগলিক নির্দেশক”)। GI হলো একটি নাম বা সাইন যেটা নির্দিষ্ট একটি পণ্যের জন্য ব্যবহার করা হয়, যা কোনো একটি নির্দিষ্ট ভৌগলিক এলাকার (শহর বা দেশ) পণ্যের পরিচিতি বহন করে। এতে পণ্যটি ঐ দেশের পণ্য হিসেবে খ্যাতি পায় এবং প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে নিজের অবস্থান ধরে রাখতে সক্ষম হয় । মেধাস্বত্ব-বিষয়ক বৈশ্বিক সংস্থা World Intellectual Property Organization (WIPO) সাধারণত ভৌগলিক নির্দেশক নিবন্ধন দেয়। তবে বাংলাদেশে WIPO'র হয়ে স্থানীয়ভাবে কাজটি করে থাকে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর (DPDT)। বাংলাদেশ ৬ নভেম্বর ২০১৩ ভৌগলিক নির্দেশক পণ্য (নিবন্ধন ও সুরক্ষা) আইন করে। আর ২ আগস্ট ২০১৫ বিধিমালা জারি করে।
বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে ১৭ নভেম্বর ২০১৬ সালে জামদানি স্বীকৃতি পায়।
৬ আগস্ট ২০১৭ পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর বাংলাদেশের জাতীয় মাছ ইলিশকে বাংলাদেশী পণ্য হিসাবে বিশ্ব স্বীকৃতি অর্জনের কথা ঘোষণা করে। এর ফলে ইলিশ বাংলাদেশের দ্বিতীয় ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে নিবন্ধিত হয়।
২৭ জানুয়ারি ২০১৯ তারিখে খিরসাপাত আমকে বাংলাদেশের ৩য় ভৌগোলিক নির্দেশক পণ্য (খাদ্যদ্রব্য) হিসেবে ঘোষণা করা হয়।
২০২০ সালের ২৮ ডিসেম্বর মসলিনকে বাংলাদেশের চতুর্থ ভৌগোলিক নির্দেশক পণ্য বলে স্বীকৃতি দেওয়া হয়।
২০২১ সালের ২৬ এপ্রিল রাজশাহী সিল্ককে ৫ম, শতরঞ্জিকে ৬ষ্ট, চিনিগুঁড়া চালকে ৭ম, দিনাজপুরের কাটারিভোগকে ৮ম এবং বিজয়পুরের সাদা মাটিকে ৯ম জিআই পণ্য বলে স্বীকৃতি দেওয়া হয়।
২০২২ সালের ২৪ এপ্রিল বাগদা চিংড়িকে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য বলে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন সনদ দেওয়া হয়। এটি বাংলাদেশের দশম জিআই পন্য।
বাংলাদেশের একাদশতম ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য রাজশাহীর বিখ্যাত ফজলি আম ( ১১ তম জিআই পণ্য,২০২২)
সর্বশেষ ২০২৩ সালের ৫ই জুলাই আরোও ৪টি পণ্যকে জি আই পণ্য হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। পণ্যগুলা যথাক্রমে, বগুড়ার বিখ্যাত দই, শেরপুরের তুলসীমালা ধান, চাঁপাইনবাবগঞ্জের ল্যাংড়া আম ও চাঁপাইনবাবগঞ্জের আশ্বিনা আম।
এই দিয়ে বর্তমানে বাংলাদেশের ভৌগলিক নির্দেশক পণ্যের সংখ্যা দাঁড়ালো মোট ১৫টি।
গ্রেট ব্যারিয়ার রিফ
গ্রেট ব্যারিয়ার রিফ গ্রেট ব্যারিয়ার রিফ হচ্ছে পৃথিবীর দীর্ঘতম প্রবাল রিফ যা ২,৯০০ এর বেশি একক রিফের সমন্বয়ে গঠিত। রিফটি অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যের উপকূল ঘেঁষা কোরাল সাগরে অবস্থিত ।
নায়াগ্রা জলপ্রপাত
নায়াগ্রা জলপ্রপাত = নায়াগ্রা জলপ্রপাত উত্তর আমেরিকার নায়াগ্রা নদীর উপর অবস্থিত। মূলত তিনটি পাশাপাশি অবস্থিত ভিন্ন জলপ্রপাত নিয়ে নায়াগ্রা জলপ্রপাত গঠিত। এই তিনটি জলপ্রপাতের মধ্যে সবচেয়ে বড়টি, হর্সশু ফল্স বা কানেডিয়ান ফলস কানাডা ও যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক স্টেটের সীমান্তে অবস্থিত।
বৈকাল হৃদ
বৈকাল হৃদ = বৈকাল হ্রদ রাশিয়ার সাইবেরিয়ার দক্ষিণভাগে অবস্থিত একটি সুপেয় পানির হ্রদ। এর উত্তর-পশ্চিম অংশ ইর্কুৎস্ক ওবলাস্ত এবং দক্ষিণ-পূর্ব অংশ বুরিয়াত প্রজাতন্ত্রে পড়েছে। হ্রদটির আয়তন প্রায় ৩১,৫০০ বর্গ কিলোমিটার। এটি বিশ্বের গভীরতম হ্রদ। এর সর্বাধিক গভীরতা ১,৬৩৭ মিটার। তিনশোরও বেশি নদীর পানি এসে এই হ্রদে পড়েছে ।
ডেড সী
ডেড সী = এটি এশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চল জর্ডান ও ইসরাইলের মধ্যবর্তী স্থানে অবস্থিত। আর Dead Sea কে মৃত সাগর বলে। কারণ, এর পানিতে কোন মাছ বা প্রাণী বাঁচতে পারে না ।
চিম্বুক পাহাড়
চিম্বুক পাহাড় = বান্দরবান জেলার রুমা সদর এবং বান্দরবান সদরে চিম্বুক পাহাড় অবস্থিত। চিম্বুক পাহাড়কে কালা পাহাড়ও বলা হয় । এটি বাংলাদেশের ৩য় সর্বোচ্চ পাহাড়।
NICAR
NICAR এর পূর্ণরূপ হলো National Implementation Committee for Administrative Reorganization-Reform.
ECNEC
ECNEC এর পূর্ণরূপ হলো Executive Committee of the National Economic Council.
GSP
GSP এর পূর্ণরূপ হলো Generalized System of Preferences.
PRSP
PRSP এর পূর্ণরূপ হলো Poverty Reduction Strategy Papers.
UNESC
UNESCO এর পূর্ণরূপ হলো United Nations Educational, Scientific and Cultural Organization.