বাংলাদেশ ট্যুরিজম বোর্ড || প্রশাসনিক কর্মকর্তা (03-06-2022) || 2022

All

নিচের বাগধারাগুলো দিয়ে অর্থসহ বাক্য রচনা করুন:
1.

অন্ধের যষ্টি

Created: 3 months ago | Updated: 5 days ago

অন্ধের যষ্টি (অপরিহার্য অবলম্বন): শেষ বয়সে নাতিটিই বুড়ির অন্ধের যষ্টি হয়ে রইল ।

নিচের বাগধারাগুলো দিয়ে অর্থসহ বাক্য রচনা করুন:
2.

গায়ে ফুঁ দিয়ে বেড়ানো

Created: 3 months ago | Updated: 3 days ago

গায়ে ফুঁ দিয়ে বেড়ানো (আরামে সময় কাটানো): বাবা যত দিন বেঁচে ছিলেন সুমন ততদিন বেশ গায়ে ফুঁ দিয়ে বেড়িয়েছে।

নিচের বাগধারাগুলো দিয়ে অর্থসহ বাক্য রচনা করুন:
3.

লেফাফা দুরস্ত

Created: 3 months ago | Updated: 3 days ago

লেফাফা দুরস্ত (বাইরে ঠাট বজায় রেখে চলা): এই লেফাফা দুরস্ত লোকটিকে দেখে কি মনে হয় যে, ইনি কপর্দকশূন্য।

নিচের বাগধারাগুলো দিয়ে অর্থসহ বাক্য রচনা করুন:
4.

উড়ো কথা

Created: 3 months ago | Updated: 3 days ago

উড়ো কথা (লোকমুখে শ্রুত; ভিত্তিহীন): সবসময় উড়ো কথায় কান দিতে নেই ।

নিচের বাগধারাগুলো দিয়ে অর্থসহ বাক্য রচনা করুন:
5.

জগা খিচুড়ি

Created: 3 months ago | Updated: 3 days ago

জগা খিচুড়ি (বিশৃঙ্খল): সব জগা খিচুড়ি না পাকিয়ে এক দিক থেকে গুছিয়ে পড়ো।

বাক্য সংক্ষেপন ( একটি মাত্র শব্দে ভাব প্রকাশ করুন)
6.

সেতারের ঝংকার

Created: 3 months ago | Updated: 3 days ago

সেতারের ঝংকার = কিঙ্কিনি । 

বাক্য সংক্ষেপন ( একটি মাত্র শব্দে ভাব প্রকাশ করুন)
7.

নিন্দা করার ইচ্ছা

Created: 3 months ago | Updated: 3 days ago

নিন্দা করার ইচ্ছা  = জগুন্সা।

বাক্য সংক্ষেপন ( একটি মাত্র শব্দে ভাব প্রকাশ করুন)
8.

নৌ চলাচলের যোগ্য

Created: 3 months ago | Updated: 5 days ago

নৌ চলাচলের যোগ্য = নাব্য ।

বাক্য সংক্ষেপন ( একটি মাত্র শব্দে ভাব প্রকাশ করুন)
9.

যা নিবারণ করা যায় না

Created: 3 months ago | Updated: 5 days ago

যা নিবারণ করা যায় না = অনিবারিত। 

বাক্য সংক্ষেপন ( একটি মাত্র শব্দে ভাব প্রকাশ করুন)
10.

কুলর কীর্তি বর্ধনকারী যে সন্তান

Created: 3 months ago | Updated: 3 days ago

কুলের কীর্তি বর্ধনকারী যে সন্তান = কুলপ্রদীপ।

সন্ধি বিচ্ছেদ করুন:
11.

অতীন্দ্রিয়

Created: 3 months ago | Updated: 3 days ago

অতীন্দ্রিয় = অতি + ইন্দ্ৰিয় ।

সন্ধি বিচ্ছেদ করুন:
12.

কথাচ্ছলে

Created: 3 months ago | Updated: 5 days ago

কথাচ্ছলে = কথা + ছলে ।

সন্ধি বিচ্ছেদ করুন:
13.

সদুপায়

Created: 3 months ago | Updated: 3 days ago

সদুপায় = সৎ + উপায় ।

সন্ধি বিচ্ছেদ করুন:
14.

বৃহস্পতি

Created: 3 months ago | Updated: 3 days ago

বৃহস্পতি = বৃহৎ + পতি ।

সন্ধি বিচ্ছেদ করুন:
15.

মনোযোগ

Created: 3 months ago | Updated: 5 days ago

মনোযোগ = মনঃ + যোগ।

শব্দগুলোর শুদ্ধরূপ লিখুন।
16.

অদ্যবদি

Created: 3 months ago | Updated: 5 days ago

অদ্যবদি = অদ্যাবধি

শব্দগুলোর শুদ্ধরূপ লিখুন।
17.

প্রত্মতত্ত্ব

Created: 3 months ago | Updated: 5 days ago

প্রত্মতত্ত্ব = প্রত্নতত্ত্ব ।

শব্দগুলোর শুদ্ধরূপ লিখুন।
18.

মনিষী

Created: 3 months ago | Updated: 3 days ago

মনিষী = মনীষী ।

শব্দগুলোর শুদ্ধরূপ লিখুন।
19.

মুমুর্ষ

Created: 3 months ago | Updated: 3 days ago

মুমুর্ষু = মুমূর্ষু ।

শব্দগুলোর শুদ্ধরূপ লিখুন।
20.

প্রতিচীকির্ষা

Created: 3 months ago | Updated: 3 days ago

প্রতিচীকির্ষা = প্রতিচিকীর্ষা ।

অনুচ্ছেদ লিখুন: ( যে কোন একটি)
21.

পদ্মা সেতু

Created: 3 months ago | Updated: 3 days ago
অনুচ্ছেদ লিখুন: ( যে কোন একটি)
22.

রাতারগুল জলাবন

Created: 3 months ago | Updated: 5 days ago

রাতারগুল জলাবন

রাতারগুল জলাবন বা রাতারগুল সোয়াম্প ফরেস্ট (Ratargul Swamp Forest) বাংলাদেশের একমাত্র মিঠাপানির জলাবন বা সোয়াম্প ফরেস্ট এবং বন্যপ্রাণী অভয়ারণ্য, যা সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত। এটি পৃথিবীর মাত্র কয়েকটি জলাবনের মধ্যে অন্যতম একটি। রাতারগুল যা বাংলার অ্যামাজন নামেও পরিচিত চিরসবুজ এই বন গুয়াইন নদীর তীরে অবস্থিত এবং চেঙ্গির খালের সাথে একে সংযুক্ত করেছে। বর্ষাকালে এই বন ২০ থেকে ৩০ ফুট পানির নিচে নিমজ্জিত থাকে। বাকি সারা বছর, পানির উচ্চতা ১০ ফুটের মতো থাকে। বর্ষাকালে এই বনে অথৈ জল থাকে চার মাস। এখানে গাছের ডালে ডালে ঘুরে বেড়ায় নানান বন্য প্রাণী আর পাখি। শীতে জল শুকিয়ে যায় বলে বর্ষা এবং বর্ষা পরবর্তী সময় (জুলাই থেকে অক্টোবর) রাতারগুল ভ্রমণের উপযুক্ত সময়। সিলেট শহর থেকে রাতারগুলের দূরত্ব প্রায় ২৬ কিলোমিটার। জেলার গোয়াইনঘাট উপজেলায় এ বনের অবস্থান। সিলেট বন বিভাগের উত্তর সিলেট রেঞ্জে-২ এর অধীন প্রায় ৩০ হাজার ৩শ' ২৫ একর জায়গা জুড়ে এ জলাভূমি। এর মধ্যে ৫শ' ৪ একর জায়গার মধ্যে বন, বাকি জায়গা জলাশয় আর সামান্য কিছু উঁচু জায়গা। তবে বর্ষাকালে পুরো এলাকাটিই পানিতে ডুবে থাকে। শীতে প্রায় শুকিয়ে যায় রাতারগুল। তখন বনের ভেতরে খনন করা বড় জলাশয়গুলোতে শুধু পানি থাকে। পুরাতন দুটি বড় জলাশয় ছাড়াও ২০১০-১১ সালে রাতারগুল বনের ভেতরে পাখির আবাসস্থল হিসেবে ৩.৬ বর্গ কিলোমিটারের একটি বড় লেক খনন করা হয়। শীতে এ জলাশয়ে বসে নানান পাখির মিলন মেলা। রাতারগুল একটি প্রাকৃতিক বন। এরপরেও বন বিভাগ হিজল, বরুণ, করচ আর মুতা-সহ কিছু জলবান্ধব জাতের গাছ লাগিয়ে দেয় এ বনে। এছাড়াও রাতারগুলের গাছপালার মধ্যে উল্লেখযোগ্য হলঃ কদম, জালিবেত, অর্জনসহ জল সহিষ্ণু প্রায় ২৫ প্রজাতির গাছপালা। সিলেটের শীতলপাটি তৈরির মূল উপাদান মুতার বড় অংশ এই বন থেকেই আসে। বাংলাদেশ বন বিভাগ ১৯৭৩ সালে এ বনের ৫শ' ৪ একর এলাকাকে বন্যপ্রাণীর জন্য অভয়াশ্রম হিসেবে ঘোষণা করে।

Related Sub Categories