মধ্য চীনের উহান শহর থেকে এই রোগের সূচনা ঘটে। ৩১ ডিসেম্বর ২০১৯ এই শহরে নিউমোনিয়ার মতো একটি রোগ ছড়াতে দেখে প্রথম চীনের কর্তৃপক্ষ বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সতর্ক করে। ১১ জানুয়ারি ২০২০ সালে প্রথম একজনের মৃত্যু হয়। আর করোনা ভাইরাসকে ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) 'প্যানডেমিক' হিসেবে ঘোষণা করে। উল্লেখ্য, যে রোগ একই সময়ে বিভিন্ন দেশে দ্রুতগতিতে ছড়িয়ে পড়ে তাকে Pandemic বলে।
CFC হলো ক্লোরো ফ্লোরো কার্বন। এটি শীতাতপ নিয়ন্ত্রনের যন্ত্রপাতি, রেফ্রিজারেটর, এ্যরোসল, অগ্নি নির্বাপক যন্ত্র, কম্পিউটার ও অন্যান্য যন্ত্রের সার্কিটে (পরিষ্কারক হিসাবে) ব্যবহৃত হয়। এই যৌগটি বায়ুমন্ডলে ৫০ থেকে ১০০ বছর অক্ষত অবস্থায় থাকে এবং ধীর প্রবাহের দ্বারা এটি ভূ পৃষ্ঠের ১২ থেকে ৫০ কিলোমিটার উপরের স্তরে (Stratosphere)প্রবেশ করে। সেখানে তীব্র অতিবেগুনি রশ্মি ক্যাটালিটিক চেন রিএ্যাকশন দ্বারা ক্লোরো ফ্লোরো কার্বনের (CFC) রাসায়নিক বন্ধন থেকে ক্লোরিন পরমাণুকে মুক্ত করে, যা বায়ুমন্ডরের উপরের স্তরের ওজোনের (Stratospheric Ozone) জন্য
হুমকিস্বরূপ ।
নিউক্লিয়ার ফিশনঃ (১) একটি বড় নিউক্লিয়াস হালকা নিউক্লিয়াসে বিভাজিত হয়। (২) কোনো উচ্চ তাপমাত্রার প্রয়োজন হয় না। (৩) শিকল বিক্রিয়া ঘটে। (৪) এই বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করা যায় এবং উৎপাদিত শক্তিকে শান্তিপূর্ণ কাজে ব্যবহার করা যায় । (৫) বিক্রিয়ার উৎপাদ প্রকৃতিতে তেজস্ক্রিয় হয়। (৬) বিক্রিয়া শেষে নিউক্লিয় বর্জ্য পরিত্যক্ত হয়। (৭) যেমন- পারমাণবিক চুল্লিতে ইউরেনিয়াম পরমাণুকে একটি নিউট্রন দ্বারা আঘাত করে এর ফিশন ঘটানো হয় ।
নিউক্লিয়ার ফিউশনঃ (১) হালকা নিউক্লিয়াসসমূহ একত্রিত হয়ে ভারী নিউক্লিয়াস তৈরি করে। (২) সর্বোচ্চ উচ্চ তাপমাত্রার প্রয়োজন হয়। (৩) শিকল বিক্রিয়া ঘটে না। (৪) এই বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করা যায় না এবং উৎপাদিত শক্তিকে শান্তিপূর্ণ কাজে ব্যবহার করা যায় না। (৫) বিক্রিয়ার উৎপাদ প্রকৃতিতে তেজস্ক্রিয় হয় না। (৬) বিক্রিয়া শেষে কোনো নিউক্লিয় বর্জ্য পরিত্যক্ত হয় না। (৭) যেমনঃ হাইড্রোজেনের দুইটি আইসোটোপ ডিউটেরিয়াম ও ট্রিশিয়াম যুক্ত হয়ে হিলিয়াম তৈরি করে থাকে । এই বিক্রিয়াটি সূর্যে ঘটে থাকে ।
মানব দেহে লাল রক্ত কোষ এর (আর-বি-সি) সংখ্যা বা হিমোগ্লোবিন এর ঘনত্ব হ্রাস হলে যে অবস্থার সৃষ্টি হয় তাকে অ্যানিমিয়া বলা হয়। অ্যানিমিয়ার চিকিৎসা সাধারণত নির্ভর করে রোগের অন্তর্নিহিত কারণগুলি, অ্যানিমিয়ার ধরণ এবং রোগীর সামগ্রিক স্বাস্থ্যের উপর। ডাক্তারের নির্দেশ অনুযায়ী লোহা, ভিটামিন বি ১২ এবং ফলিক এসিড সম্পূরক খাদ্য গ্রহণ করে সঠিক পুষ্টি বজায় রাখতে হবে। যে ধরণের খাদ্যে লৌহ আছে, সেগুলি খেতে হবে, যেমন সবুজ পাতাযুক্ত সবজি, তাজা ফল, ডিম, মাংস এবং মাছ। ভিটামিন যুক্ত ফল যেমন লেবু, কমলালেবু, আম ইত্যাদি । ভিটামিন-সি সম্পূরক খাবার বাজারে পাওয়া যায় । তবে ডাক্তারের কাছে জেনে নিয়ে বয়স এবং দেহের ওজন অনুসারে সঠিক মাত্রা কত হবে ।
সুনামি পৃথিবীর তৃতীয় প্রাকৃতিক দুর্যোগ, সমুদ্র তলদেশে ভূমিকম্প সংঘটিত হলে সুনামি সৃষ্টি হয়। ভূমিকম্প ছাড়াও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ভূমিধ্বসসহ প্রাকৃতিক নানাবিধ কারণে সুনামি সৃষ্টি হয় । সুনামি হলো একটি জাপানি শব্দ । যার অর্থ ‘হারবার ওয়েভ বা পোতাশ্রয়ের ঢেউ জাপানি ভাষায় ‘সু’ অর্থ ‘পোতাশ্রয়’ আর ‘নামি’ অর্থ Wave বা ঢেউ সাধারণত সমুদ্রের তলদেশে প্রবল ভূমিকম্প সংঘটিত হলে সমুদ্র পৃষ্ঠে প্রচণ্ড ঢেউয়ের সৃষ্টি হয়। এরূপ বিশাল ঢেউকে সুনামি বলে । এ ঢেউয়ের ফলে ব্যাপক জানমালের ক্ষতি সাধিত হয়। কখনো কখনো সমুদ্রে এ ঢেউ জোয়ার কিংবা বানের কারণেও সৃষ্টি হতে পারে।