বিদুৎ উন্নয়ন বোর্ড || সহকারী পরিচালক (প্রশাসনিক) (17-06-2022) || 2022

All

সকল বিষয়

জ্ঞান যদি উদারতাপূর্ণ না হয়, বুদ্ধি তাহলে আড়ষ্ট হতে বাধ্য। আর এ ধরনের পরিস্থিতিতে জ্ঞান ও চিন্তার মুক্তি কোনোক্রমেই সম্ভব নয়। জ্ঞান মানবজীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। কথিত আছে, জ্ঞানহীন মানুষ পশুর সমান। জ্ঞান না থাকলে মানুষ আর পশুতে পার্থক্য থাকে না। মানুষ সৃষ্টির সেরা কারণ মানুষের বিবেক-গান-বুদ্ধি আছে। জ্ঞানের আলোয় মানুষের হৃদয় আলোকিত হয়। এ আলোকিত হৃদয়ে মানুষের পথ চলা সহজ হয়। বাহ্যিক দৃষ্টিতে মানুষ ও পাখির মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। কেবল জ্ঞানই মানুষ ও পশু-পাখির মধ্যে পার্থক্যের সৃষ্টি করে, যা মানুষকে প্রাণপণ চেষ্টায় অর্জন করতে হয়। পশু পাখির জ্ঞানার্জনের চেষ্টা বা আবশ্যকতা কোনোটাই নেই। এজন্য বলা হয়ে থাকে, পশু-পাখি সহজেই পশু-পাখি। কিন্তু মানুষ প্রাণপণ চেষ্টায় মানুষ। মানুষকে তার মনুষ্যত্ব অর্জন করে নিতে হয়। আর জ্ঞানের সাধনা না করলে মনুষ্যত্ব অর্জন করা যায় না। কেবল জ্ঞানই পারে মানুষের সব ধরনের মঙ্গল তথা কল্যাণসাধন করতে। একমাত্র জ্ঞানই পারে মানুষের বিবেক, বুদ্ধি ও চিন্তার বিকাশ ঘটাতে। অন্যদিকে, বুদ্ধির যদি বিকাশ না ঘটে তাহলে হৃদয় হয়ে পড়ে সংকীর্ণ তথা আবদ্ধ। জ্ঞানের প্রসারতা ছাড়া সাংস্কৃতিক অগ্রগতি, শিক্ষার বিকাশ, সভ্যতার অগ্রগতি, আত্মোন্নতি, সামাজিক চিন্তাসহ কোনো অগ্রগতিই সম্ভব নয়। জ্ঞান মানুষকে আলোকিত করে। আর এই আলোয় স্কামাদের সকল সংকীর্ণতা ও সীমাবদ্ধতা দূরীভূত হয়। 

আমরা আপন করে নিতে পারি জগৎকে, মানুষকে। সবাই হয়ে উঠতে পারি একই পরিবারের সদস্য। বস্তুত মানুষের যা কিছু অসম্পূর্ণতা, অশিক্ষা, মূর্খতা, অজ্ঞানতা- সবই জ্ঞানের আলোয় মুক্তি লাভ করতে সক্ষম।

১৭-০৬-২০২২
বরাবর 
জেলা হিসাব রক্ষণ অফিসার 
রাজবাড়ী সদর, রাজবাড়ী। 

বিষয়ঃ নতুন স্কেল অনুযায়ী বেতন সমন্বয়করণ প্রসঙ্গে। 

জনাব, 
যথাবিহীত সম্মান প্রদর্শনপূর্বক আমি নিম্নস্বাক্ষরকারী জানাচ্ছি যে গত ০৪.০২.২০২২ সালে আমি বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিস রাজবাড়ী অফিসে প্রশিক্ষক পদ থেকে প্রোমোশন পেয়ে পিও কাম অ্যাডজুটেন্ট পদবী প্রাপ্ত হই। এমতাবস্থায় আমার পুরাতন বেতন স্কেল অনুযায়ী ৯ম স্কেলে ২২০০০ - ৫৩০৫০ টাকায় বেতন পেতাম। কিন্তু এখন ৬ষ্ঠ। গ্রেড প্রাপ্ত হওয়ায় আমি নতুন স্কেলে বেতন পাব। কিন্তু ৪ (চার মাস) যাবৎ আমি পুরাতন স্কেলেই বেতন পাচ্ছি। 

অতএব, আপনার কাছে আকুল আবেদন এই যে, আগামী মাস হতে নতুন স্কেল অনুযায়ী বেতন সমন্বয় করতে আপনার মর্জি হয়। 

বিনীত নিবেদক 
মোঃ রফিক উল্লাহ (১৩১৫১০১০৪৩) 
পিও কাম অ্যাডজুটেন্ট 
বাংলাদেশ ফায়র সার্ভিস ও সিভিল ডিফেন্সের কার্যালয় 
রাজবাড়ী সদর, রাজবাড়ী।

Poverty is a great problem in our country. But we hardly realize that this miserable condition is our creation. Many do not try to do better their condition by hard labor and profitable business. They only curse their fate. By working hard, they can change their fate.

= দারিদ্র্যতা আমাদের দেশে একটি বড় সমস্যা। কিন্তু আমরা প্রায়ই বুঝতে পারি না যে এই দুর্গতি আমাদেরই সৃষ্টি। কঠোর পরিশ্রম আর লাভজনক ব্যবসায় করে অনেকেই তাদের এই অবস্থা পরিবর্তনের চেষ্টা করে না। তারা কেবল তাদের ভাগ্যেরই দোষ দেখ। পরিশ্রম করে তারা তাদের ভাগ্য পরিবর্তন করতে পারে।

মুজিববর্ষ হলো বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালনের জন্য ঘোষিত বর্ষ। বাংলাদেশ সরকার ২০২০-২১ সালকে (১৭ মার্চ, ২০২০ থেকে ৩১ মার্চ, 20 ) হিসেবে পালনের ঘোষণা দেয়। 

বর্ষব্যাপী কর্মসূচি পালনে ২৯৬টি পরিকল্পনা হাতে নিয়েছিল উদযাপন কমিটি। এর মধ্যে রয়েছে আনন্দ আয়োজন, সেবা ও উন্নয়নের বিষয়গুলো, দৈর্ঘ্য চলচ্চিত্র প্রমাণ্যচিত্রের পরিকল্পনা, আন্তর্জাতিক প্রকাশনা, বঙ্গবন্ধুর নামে একটি আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন, গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড, বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতিকৃতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস হিসেবে অন্তর্ভূক্তকরণ, বাংলা ও ইংরেজিতে বঙ্গবন্ধু শেখ মুজিব জন্মশতবার্ষিকী স্মারক গ্রন্থ প্রকাশ। এছাড়া ইউনেস্কোর বঙ্গবন্ধু শেখ মুজিবের নামে পুরস্কার প্রবর্তনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে দায়িত্ব দেয়া হয়েছে।

                                                                                                  Power and Energy Sector of Bangladesh

Just a decade ago, only about half of Bangladesh's people had access to electricity, and they continued to suffer from regular power outages hampering their daily lives, essential services, and businesses. 

This is when the country in 2013 embarked into a landmark deal with its next-door neighbour -- India- regarding a power sharing deal. Under this deal, Bangladesh started importing merely 600MW electricity from India as short-term relief to deal with power shortages that had been causing economic losses and difficulties in daily life. 

Sol The deal, marking a key step forward in regional power sharing and cooperation, addressed the urgent crisis faced by Bangladesh. Now, the imports in Bangladesh have gradually risen to around 1,160 MW of electricity from India, the only South Asian neighbour we have a Cross Border Electricity Trade (CBET) partnership with. The energy trade has, over the years, increased as Bangladesh importing power from our next door neighbour has proven to be economically better than production, as it needs less domestic power generation capacity which means it is cheaper than coal-fired power plants. 

India, which on the other hand has a greater surplus in generation, can through CBET use the export revenue earnings to higher investment in the power sector that would add to the economy of the country. 

According to a 2018 study titled "Economic Benefits of Bangladesh-India Electricity Trade," the money which was supposed to be invested in improving power generation capacity and fuel infrastructure development can be used for the development of non-energy sectors like agriculture, manufacturing, or for consumption expenses, making the partnership a win-win situation. For any country, electricity import from neighbours does not require investments for developing power supply infrastructure. It is quick, cheap, and offers low-cost supply compared to setting up own power plants. Adopting the import option also allows Bangladesh to reduce carbon dioxide emissions significantly as well. 

Bangladesh has so far focused on power generation only. The country currently generates roughly 8,000-10,000 MW of power with a capacity to produce 25,514 MW. Still, the government continues to focus more on power generation, instead of other factors which could be more beneficial for the power sector, and the country as a whole. 

Now is the time it shifts focus on improvement of distribution lines so that people can get reliable electricity. It also needs to inspect power plants and transmission lines more judiciously, and inefficient or redundant power plants need to reckon with rigorous standards for clean and efficient power. 

Bangladesh also needs to shift its transition from polluters like coal or gas-based power plants to more environment-friendly alternatives like wind, solar, and hydro-electric powers, among others Shifting away from polluters and towards sustainable and clean energy would make Bangladesh a role model for responsible energy management. 

In developing countries, the maximum overcapacity threshold for electricity generation is capped at 10%, but Bangladesh's Power Sector Master Plan notes a steep 25% without any supportive argument or proposal. The ruling government has set a target to increase power generation capacity to 40,000 MW by 2030 and further to 60,000MW by 2041. 

But merely increasing power generation capacity will not ensure uninterrupted power supply to the doorsteps of the citizens. This is why Bangladesh should shift its focus from raising power generation to improving transmission and distribution lines to make sure people get uninterrupted supply of clean and responsible electricity. 

Since energy production alone is not a benchmark of success, the country should, on one hand, find out responsible use and application of the production, and on the other hand, explore opportunities in the neighbourhood so that all the South Asian countries together can work for energy security in the region.

কোন নাগরিকের পক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ  বিষয় হলো একজন ভালো মানুষ হয়ে ওঠা। তাকে অবশ্যই তার ব্যক্তিগত জীবনে সৎ, ন্যায়পরায়ণ এবং সদয় হবার চেষ্টা করতে হবে। এটাই তার প্রাথমিক কর্তব্য। এর কারণ বোঝা কঠিন নয়। কোনো রাজ্য বা নগরের মঙ্গল মূলত নির্ভর করে তার নাগরিকদের নৈতিক চরিত্রের উপর।

= To become a good person is the most important thing for a person. He must try to be honest, just and kind in his personal life. This is his main duty. It is not difficult to understand the reason for this. The welfare of a state or a city depends largely on the moral character of its citizens.

Presence of opposite gender perturbs the attention of the students and bars them from concentrating on studies.

Created: 4 weeks ago | Updated: 1 week ago

Social skills are important as it help girls and boys to begin communicate among them and it develops mutual respect and unclerstanding as well.

Social skills are important as it help girls and boys to begin communicate among them and it develops mutual respect and unclerstanding as well.

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

Given that, 9n×32(3-n)-1-27n33m×23=127 =9n×32×3n-27n(3m×2)3=133 =32n×32-33n33m×23=133 =33n×32-33n33m×8=133 =33n(9-1)33m×8=133 =33n-3m×88=3-3 =33n-3m=3-3 =3n-3-3 =n-m=-1 m=(n+1) Proved

We know that, c=p(1+r100)n =51874.85=20000(1+10100)n  =(1+110)n=51874.8520000  =(1110)n=2.5937425 =(1110)n=(1110)10 n=10

answer: 10.

মনে করি, একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য x মিটার

এবং দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য y মিটার

প্রশ্নমতে, x2+y2=481..............(i)

xy=240 =2xy=480...........(ii)

এখন, (i) নং হতে (ii) নং সমীকরণ বিয়োগ করে পাই,

x2+y2-2xy=481-480 =(x-y)2=1 =x-y=1=1 x=(1+y)

এখন, x এর মান (ii) নং  সমীকরণে বসিয়ে পাই

2xy=480 =xy=240 y(1+y)=240 =y2+y-240=0 =y2+16y-15y-240=0 =y(y+16)-15(y+16)=0 =(y+16) (y-15)=0

অর্থাৎ y-15=0

y=15

কিন্তু y+16=0

y=-16 গ্রহণযোগ্য নয়

অর্থ্যাৎ প্রস্থ 15 মিটার এবং দৈর্ঘ্য =15+1=16 মিটার

অতএব, নির্ণেয় দৈর্ঘ্য 16 মিটার এবং প্রস্থ 15 মিটার।

Created: 4 weeks ago | Updated: 8 hours ago

বিশ্ব সংগীতের সবচেয়ে সম্মানজনক পুরস্কার হলো গ্র্যামি পুরস্কার।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার (ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ অ্যাওয়ার্ড) পেয়েছেন আইনজীবী ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান। শান্তি, ন্যায়বিচার, মানবাধিকার, লৈঙ্গিক সমতা এবং নারীর ক্ষমতায়নে ভূমিকা রাখায় নারীদের এই পুরস্কার দিয়ে থাকে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

Created: 4 weeks ago | Updated: 8 hours ago

২০২২ সালের কাতার বিশ্বকাপের ( Football World Cup 2022 ) ম্যাসকট হল 'লে ইব'।

Created: 4 weeks ago | Updated: 8 hours ago

বিশ্ব বাণিজ্য সংস্থা ১ জানুয়ারি, ১৯৯৫ সালে গঠিত হয়। এর সদরদপ্তর জেনেভা, সুইজারল্যান্ড।

Created: 4 weeks ago | Updated: 8 hours ago

In the context of the modern Games, the Olympic flame is a manifestation of the positive values that Man has always associated with the symbolism of fire and thus makes the link between the ancient and the modern Games.

Created: 4 weeks ago | Updated: 8 hours ago

মেট্রোরেলের প্রথম ধাপে স্টেশন হবে ১৬টি ।

Created: 4 weeks ago | Updated: 7 hours ago

বিশ্ব স্বাস্থ্য সংস্থা হল জাতিসংঘের এক বিশেষ সংস্থা। এর সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভাতে।

Created: 4 weeks ago | Updated: 7 hours ago

Geographically the largest division of Bangladesh is Chattagram.

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

SDGs = Sustainable Development Goals.

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

১২ এপ্রিল, ২০২২ সালে আনুষ্ঠানিকভাবে শ্রীলঙ্কা সরকার নিজেদের দেউলিয়া ঘোষণা করে। উল্লেখ্য, চরম আর্থিক সংকটের মুখে দ্বীপরাষ্ট্র শ্রীলংকা। খাদ্য, জ্বালানি, জরুরি ওষুধসহ নানা সমস্যায় জর্জরিত দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। পরিস্থিতি সামাল দিতে সংসদ সদস্য-মন্ত্রীদের পদত্যাগ, বিরোধীদের নিয়ে ক্ষমতাসীনদের জাতীয় সরকার গঠনের মরিয়া প্রচেষ্টা কোনো কিছুই স্বস্তি বয়ে আনেনি স্বর্ণদ্বীপখ্যাত শ্রীলংকায়। একতরফাভাবেই বৈদেশিক ঋণ পরিশোধ স্থগিত ঘোষণা করেছে দেশটির অর্থ মন্ত্রণালয়।

APEC এর ২১ সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত একটি আন্ত-দেশীয় ফোরাম যা এশিয়া পেসিফিক অঞ্চল জুড়ে মুক্ত বাণিজ্য পরিচালনা করে।

যে রোগ একই সময়ে বিভিন্ন দেশে দ্রুতগতিতে ছড়িয়ে পড়ে তাকে Pandemic বা অতিমারী বলে। উল্লেখ্য, করোনা ভাইরাসকে। ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) 'প্যানডেমিক' হিসেবে ঘোষণা করে।

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

নাউরু বিশ্বের ক্ষুদ্রতম দ্বীপ রাষ্ট্র (ক্ষেত্রফল মাত্র ২১ বর্গ কিলোমিটার)। এর পাশাপাশি এটি বিশ্বের ক্ষুদ্রতম স্বাধীন প্রজাতন্ত্র এবং দেশটির কোন রাজধানী নাই ।

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

Electronic Voting Machine. উল্লেখ্য, বাংলাদেশে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (EVM) উদ্ভাবক হলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এস এম লুতফুল কবির। এর মাধ্যমে ব্যালট পেপারে সিল দেয়ার পরিবর্তে ইলেক্ট্রনিক পদ্ধতিতে ভোট দেয়া হয়। এ পদ্ধতি প্রথম চালু হয় যুক্তরাষ্ট্রে ১৯৬০ সালে। বাংলাদেশে ২০১০ সালের ১৭ জুন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে প্রথম EVM ব্যবহার করা হয়।

মুজিবঃ একটি জাতির রূপকার' হলো শ্যাম বেনেগল পরিচালিত ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত একটি বাংলা ভাষার জীবনীসংক্রান্ত চলচ্চিত্র। চলচ্চিত্রটিতে আরিফিন শুভ বঙ্গবন্ধু নামে খ্যাত বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছেন।

Created: 4 weeks ago | Updated: 1 week ago

ইউক্রেন বিশ্বের শীর্ষস্থানীয় গম উৎপাদনকারী দেশ । তাই ইউক্রেনকে ইউরোপের রুটির ঝুড়ি' বলা হয়।

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

ট্রয় তুরস্কের উত্তর-পশ্চিম উপকূলে অবস্থিত একটি নগরী।

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাময়িক হিসাব অনুযায়ী ২০২১-২২ অর্থবছরের সাময়িক হিসাবে মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২ লাখ ৪১ হাজার ৪৭০ টাকা বা ২ হাজার ৮২৪ মার্কিন ডলার।

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র হলো বাংলাদেশ-এর পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার পায়রায় নির্মিত একটি তাপ বিদ্যুৎ কেন্দ্র। বিদ্যুৎ কেন্দ্রটি যৌথ ভাবে চীনের চায়না মেশিনারিজ কোম্পানি এবং বাংলাদেশের নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড নির্মাণ করছে। ধানখালী গ্রামের ১,০০০ একর জমির উপর নির্মিত হয়েছে বিদ্যুৎ কেন্দ্রটি।

কম্পিউটার বিজ্ঞানের একটি নতুন টার্ম হলো Artificial Intelligence বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এখানে মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তাশক্তিকে কম্পিউটার দ্বারা অনুকৃত করার চেষ্টা হয়ে থাকে। অর্থাৎ মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তা শক্তিকে কৃত্রিম উপায়ে প্রযুক্তি নির্ভর করে যন্ত্রের মাধ্যমে বাস্তবায়ন করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে। এর Pioneer ছিলেন জন ম্যাকার্থি, মার্কিন মিনস্কি, হারবার্ট সিমন, অ্যালেন নিউয়েল প্রমুখ । 

এক্সার্ট সিস্টেম এবং রোবটিক্সে কৃত্তিম বুদ্ধিমত্তা প্রয়োগ করার জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ভাষায় ব্যবহার করা হয়। যেমনঃ JAVA, C/C++, LISP, CLISP, PROLOG ইত্যাদি।

Related Sub Categories