জ্ঞান যদি উদারতাপূর্ণ না হয়, বুদ্ধি তাহলে আড়ষ্ট হতে বাধ্য। আর এ ধরনের পরিস্থিতিতে জ্ঞান ও চিন্তার মুক্তি কোনোক্রমেই সম্ভব নয়। জ্ঞান মানবজীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। কথিত আছে, জ্ঞানহীন মানুষ পশুর সমান। জ্ঞান না থাকলে মানুষ আর পশুতে পার্থক্য থাকে না। মানুষ সৃষ্টির সেরা কারণ মানুষের বিবেক-গান-বুদ্ধি আছে। জ্ঞানের আলোয় মানুষের হৃদয় আলোকিত হয়। এ আলোকিত হৃদয়ে মানুষের পথ চলা সহজ হয়। বাহ্যিক দৃষ্টিতে মানুষ ও পাখির মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। কেবল জ্ঞানই মানুষ ও পশু-পাখির মধ্যে পার্থক্যের সৃষ্টি করে, যা মানুষকে প্রাণপণ চেষ্টায় অর্জন করতে হয়। পশু পাখির জ্ঞানার্জনের চেষ্টা বা আবশ্যকতা কোনোটাই নেই। এজন্য বলা হয়ে থাকে, পশু-পাখি সহজেই পশু-পাখি। কিন্তু মানুষ প্রাণপণ চেষ্টায় মানুষ। মানুষকে তার মনুষ্যত্ব অর্জন করে নিতে হয়। আর জ্ঞানের সাধনা না করলে মনুষ্যত্ব অর্জন করা যায় না। কেবল জ্ঞানই পারে মানুষের সব ধরনের মঙ্গল তথা কল্যাণসাধন করতে। একমাত্র জ্ঞানই পারে মানুষের বিবেক, বুদ্ধি ও চিন্তার বিকাশ ঘটাতে। অন্যদিকে, বুদ্ধির যদি বিকাশ না ঘটে তাহলে হৃদয় হয়ে পড়ে সংকীর্ণ তথা আবদ্ধ। জ্ঞানের প্রসারতা ছাড়া সাংস্কৃতিক অগ্রগতি, শিক্ষার বিকাশ, সভ্যতার অগ্রগতি, আত্মোন্নতি, সামাজিক চিন্তাসহ কোনো অগ্রগতিই সম্ভব নয়। জ্ঞান মানুষকে আলোকিত করে। আর এই আলোয় স্কামাদের সকল সংকীর্ণতা ও সীমাবদ্ধতা দূরীভূত হয়।
আমরা আপন করে নিতে পারি জগৎকে, মানুষকে। সবাই হয়ে উঠতে পারি একই পরিবারের সদস্য। বস্তুত মানুষের যা কিছু অসম্পূর্ণতা, অশিক্ষা, মূর্খতা, অজ্ঞানতা- সবই জ্ঞানের আলোয় মুক্তি লাভ করতে সক্ষম।
১৭-০৬-২০২২
বরাবর
জেলা হিসাব রক্ষণ অফিসার
রাজবাড়ী সদর, রাজবাড়ী।
বিষয়ঃ নতুন স্কেল অনুযায়ী বেতন সমন্বয়করণ প্রসঙ্গে।
জনাব,
যথাবিহীত সম্মান প্রদর্শনপূর্বক আমি নিম্নস্বাক্ষরকারী জানাচ্ছি যে গত ০৪.০২.২০২২ সালে আমি বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিস রাজবাড়ী অফিসে প্রশিক্ষক পদ থেকে প্রোমোশন পেয়ে পিও কাম অ্যাডজুটেন্ট পদবী প্রাপ্ত হই। এমতাবস্থায় আমার পুরাতন বেতন স্কেল অনুযায়ী ৯ম স্কেলে ২২০০০ - ৫৩০৫০ টাকায় বেতন পেতাম। কিন্তু এখন ৬ষ্ঠ। গ্রেড প্রাপ্ত হওয়ায় আমি নতুন স্কেলে বেতন পাব। কিন্তু ৪ (চার মাস) যাবৎ আমি পুরাতন স্কেলেই বেতন পাচ্ছি।
অতএব, আপনার কাছে আকুল আবেদন এই যে, আগামী মাস হতে নতুন স্কেল অনুযায়ী বেতন সমন্বয় করতে আপনার মর্জি হয়।
বিনীত নিবেদক
মোঃ রফিক উল্লাহ (১৩১৫১০১০৪৩)
পিও কাম অ্যাডজুটেন্ট
বাংলাদেশ ফায়র সার্ভিস ও সিভিল ডিফেন্সের কার্যালয়
রাজবাড়ী সদর, রাজবাড়ী।
Poverty is a great problem in our country. But we hardly realize that this miserable condition is our creation. Many do not try to do better their condition by hard labor and profitable business. They only curse their fate. By working hard, they can change their fate.
= দারিদ্র্যতা আমাদের দেশে একটি বড় সমস্যা। কিন্তু আমরা প্রায়ই বুঝতে পারি না যে এই দুর্গতি আমাদেরই সৃষ্টি। কঠোর পরিশ্রম আর লাভজনক ব্যবসায় করে অনেকেই তাদের এই অবস্থা পরিবর্তনের চেষ্টা করে না। তারা কেবল তাদের ভাগ্যেরই দোষ দেখ। পরিশ্রম করে তারা তাদের ভাগ্য পরিবর্তন করতে পারে।
মুজিববর্ষ হলো বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালনের জন্য ঘোষিত বর্ষ। বাংলাদেশ সরকার ২০২০-২১ সালকে (১৭ মার্চ, ২০২০ থেকে ৩১ মার্চ, 20 ) হিসেবে পালনের ঘোষণা দেয়।
বর্ষব্যাপী কর্মসূচি পালনে ২৯৬টি পরিকল্পনা হাতে নিয়েছিল উদযাপন কমিটি। এর মধ্যে রয়েছে আনন্দ আয়োজন, সেবা ও উন্নয়নের বিষয়গুলো, দৈর্ঘ্য চলচ্চিত্র প্রমাণ্যচিত্রের পরিকল্পনা, আন্তর্জাতিক প্রকাশনা, বঙ্গবন্ধুর নামে একটি আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন, গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড, বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতিকৃতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস হিসেবে অন্তর্ভূক্তকরণ, বাংলা ও ইংরেজিতে বঙ্গবন্ধু শেখ মুজিব জন্মশতবার্ষিকী স্মারক গ্রন্থ প্রকাশ। এছাড়া ইউনেস্কোর বঙ্গবন্ধু শেখ মুজিবের নামে পুরস্কার প্রবর্তনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে দায়িত্ব দেয়া হয়েছে।