বিদুৎ উন্নয়ন বোর্ড || সহকারী পরিচালক (প্রশাসনিক) (17-06-2022) || 2022

All

Created: 7 months ago | Updated: 1 day ago

বিশ্ব সংগীতের সবচেয়ে সম্মানজনক পুরস্কার হলো গ্র্যামি পুরস্কার।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার (ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ অ্যাওয়ার্ড) পেয়েছেন আইনজীবী ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান। শান্তি, ন্যায়বিচার, মানবাধিকার, লৈঙ্গিক সমতা এবং নারীর ক্ষমতায়নে ভূমিকা রাখায় নারীদের এই পুরস্কার দিয়ে থাকে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

Created: 7 months ago | Updated: 11 hours ago

২০২২ সালের কাতার বিশ্বকাপের ( Football World Cup 2022 ) ম্যাসকট হল 'লে ইব'।

Created: 7 months ago | Updated: 7 hours ago

বিশ্ব বাণিজ্য সংস্থা ১ জানুয়ারি, ১৯৯৫ সালে গঠিত হয়। এর সদরদপ্তর জেনেভা, সুইজারল্যান্ড।

Created: 7 months ago | Updated: 1 day ago

In the context of the modern Games, the Olympic flame is a manifestation of the positive values that Man has always associated with the symbolism of fire and thus makes the link between the ancient and the modern Games.

Created: 7 months ago | Updated: 2 days ago

মেট্রোরেলের প্রথম ধাপে স্টেশন হবে ১৬টি ।

Created: 7 months ago | Updated: 18 hours ago

বিশ্ব স্বাস্থ্য সংস্থা হল জাতিসংঘের এক বিশেষ সংস্থা। এর সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভাতে।

Created: 7 months ago | Updated: 3 days ago

Geographically the largest division of Bangladesh is Chattagram.

Created: 7 months ago | Updated: 1 day ago

SDGs = Sustainable Development Goals.

Created: 7 months ago | Updated: 1 day ago

১২ এপ্রিল, ২০২২ সালে আনুষ্ঠানিকভাবে শ্রীলঙ্কা সরকার নিজেদের দেউলিয়া ঘোষণা করে। উল্লেখ্য, চরম আর্থিক সংকটের মুখে দ্বীপরাষ্ট্র শ্রীলংকা। খাদ্য, জ্বালানি, জরুরি ওষুধসহ নানা সমস্যায় জর্জরিত দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। পরিস্থিতি সামাল দিতে সংসদ সদস্য-মন্ত্রীদের পদত্যাগ, বিরোধীদের নিয়ে ক্ষমতাসীনদের জাতীয় সরকার গঠনের মরিয়া প্রচেষ্টা কোনো কিছুই স্বস্তি বয়ে আনেনি স্বর্ণদ্বীপখ্যাত শ্রীলংকায়। একতরফাভাবেই বৈদেশিক ঋণ পরিশোধ স্থগিত ঘোষণা করেছে দেশটির অর্থ মন্ত্রণালয়।

APEC এর ২১ সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত একটি আন্ত-দেশীয় ফোরাম যা এশিয়া পেসিফিক অঞ্চল জুড়ে মুক্ত বাণিজ্য পরিচালনা করে।

যে রোগ একই সময়ে বিভিন্ন দেশে দ্রুতগতিতে ছড়িয়ে পড়ে তাকে Pandemic বা অতিমারী বলে। উল্লেখ্য, করোনা ভাইরাসকে। ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) 'প্যানডেমিক' হিসেবে ঘোষণা করে।

Created: 7 months ago | Updated: 1 day ago

নাউরু বিশ্বের ক্ষুদ্রতম দ্বীপ রাষ্ট্র (ক্ষেত্রফল মাত্র ২১ বর্গ কিলোমিটার)। এর পাশাপাশি এটি বিশ্বের ক্ষুদ্রতম স্বাধীন প্রজাতন্ত্র এবং দেশটির কোন রাজধানী নাই ।

Created: 7 months ago | Updated: 1 day ago

Electronic Voting Machine. উল্লেখ্য, বাংলাদেশে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (EVM) উদ্ভাবক হলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এস এম লুতফুল কবির। এর মাধ্যমে ব্যালট পেপারে সিল দেয়ার পরিবর্তে ইলেক্ট্রনিক পদ্ধতিতে ভোট দেয়া হয়। এ পদ্ধতি প্রথম চালু হয় যুক্তরাষ্ট্রে ১৯৬০ সালে। বাংলাদেশে ২০১০ সালের ১৭ জুন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে প্রথম EVM ব্যবহার করা হয়।

মুজিবঃ একটি জাতির রূপকার' হলো শ্যাম বেনেগল পরিচালিত ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত একটি বাংলা ভাষার জীবনীসংক্রান্ত চলচ্চিত্র। চলচ্চিত্রটিতে আরিফিন শুভ বঙ্গবন্ধু নামে খ্যাত বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছেন।

Created: 7 months ago | Updated: 1 day ago

ইউক্রেন বিশ্বের শীর্ষস্থানীয় গম উৎপাদনকারী দেশ । তাই ইউক্রেনকে ইউরোপের রুটির ঝুড়ি' বলা হয়।

Created: 7 months ago | Updated: 1 day ago

ট্রয় তুরস্কের উত্তর-পশ্চিম উপকূলে অবস্থিত একটি নগরী।

Created: 7 months ago | Updated: 1 day ago

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাময়িক হিসাব অনুযায়ী ২০২১-২২ অর্থবছরের সাময়িক হিসাবে মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২ লাখ ৪১ হাজার ৪৭০ টাকা বা ২ হাজার ৮২৪ মার্কিন ডলার।

Created: 7 months ago | Updated: 1 day ago

পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র হলো বাংলাদেশ-এর পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার পায়রায় নির্মিত একটি তাপ বিদ্যুৎ কেন্দ্র। বিদ্যুৎ কেন্দ্রটি যৌথ ভাবে চীনের চায়না মেশিনারিজ কোম্পানি এবং বাংলাদেশের নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড নির্মাণ করছে। ধানখালী গ্রামের ১,০০০ একর জমির উপর নির্মিত হয়েছে বিদ্যুৎ কেন্দ্রটি।

কম্পিউটার বিজ্ঞানের একটি নতুন টার্ম হলো Artificial Intelligence বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এখানে মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তাশক্তিকে কম্পিউটার দ্বারা অনুকৃত করার চেষ্টা হয়ে থাকে। অর্থাৎ মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তা শক্তিকে কৃত্রিম উপায়ে প্রযুক্তি নির্ভর করে যন্ত্রের মাধ্যমে বাস্তবায়ন করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে। এর Pioneer ছিলেন জন ম্যাকার্থি, মার্কিন মিনস্কি, হারবার্ট সিমন, অ্যালেন নিউয়েল প্রমুখ । 

এক্সার্ট সিস্টেম এবং রোবটিক্সে কৃত্তিম বুদ্ধিমত্তা প্রয়োগ করার জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ভাষায় ব্যবহার করা হয়। যেমনঃ JAVA, C/C++, LISP, CLISP, PROLOG ইত্যাদি।

Related Sub Categories