গণগ্রন্থাগার অধিদপ্তর || ডেসপাচ রাইডার/বাইন্ডার/অফিস সহায়ক/নিরাপত্তা প্রহরী (17-06-2022) || 2022

All

সকল বিষয়

সন্ধি বিচ্ছেদ করুনঃ
1.

গবেষণা

Created: 3 months ago | Updated: 5 days ago

গবেষণা = গো + এষণা।

সন্ধি বিচ্ছেদ করুনঃ
2.

পরোপকার

Created: 3 months ago | Updated: 5 days ago

পরোপকার = পর + উপকার।

সন্ধি বিচ্ছেদ করুনঃ
3.

ষড়জ

Created: 3 months ago | Updated: 5 days ago

ষড়জ = ষট্ + জ

সন্ধি বিচ্ছেদ করুনঃ
4.

দিগ্বিদিক

Created: 3 months ago | Updated: 5 days ago

দিগ্বিদিক = দিক্ + বিদিক।

সন্ধি বিচ্ছেদ করুনঃ
5.

নয়ন

Created: 3 months ago | Updated: 5 days ago

নয়ন = নে + অন

এক কথায় প্রকাশ করুনঃ
6.

যে নারী নিজে বর বরন করে নেয়

Created: 3 months ago | Updated: 5 days ago

যে নারী নিজে বর বরন করে নেয় = স্বয়ংবরা

এক কথায় প্রকাশ করুনঃ
7.

ফল পাকলে যে গাছ মরে যায়

Created: 3 months ago | Updated: 5 days ago

ফল পাকলে যে গাছ মরে যায় = ওষধি।

এক কথায় প্রকাশ করুনঃ
8.

অন্যলোক

Created: 3 months ago | Updated: 5 days ago

অন্যলোক = লোকান্তর।

এক কথায় প্রকাশ করুনঃ
9.

পা হতে মাথা পর্যন্ত

Created: 3 months ago | Updated: 5 days ago

পা হতে মাথা পর্যন্ত = আপাদমস্তক 

এক কথায় প্রকাশ করুনঃ
10.

তিন ফলের সমাহার

Created: 3 months ago | Updated: 5 days ago

তিন ফলের সমাহার = ত্রিফলা।

অর্থসহ বাক্যরচনা করুনঃ
11.

রাঘব বোয়াল 

Created: 3 months ago | Updated: 5 days ago

রাঘব বোয়াল (সর্বগ্রাসী ব্যক্তি) = সমাজের রাঘব বোয়ালরাই সব লুটে খায়।

অর্থসহ বাক্যরচনা করুনঃ
12.

আক্কেল সেলামি 

Created: 3 months ago | Updated: 5 days ago

আক্কেল সেলামি (নির্বুদ্ধিতার দণ্ড) = বিনা টিকেটে টেনে চড়ে আক্কেল সেলামি দিতে হলো।

অর্থসহ বাক্যরচনা করুনঃ
13.

ইঁচড়ে পাকা 

Created: 3 months ago | Updated: 5 days ago

ইঁচড়ে পাকা (অকালপক্ব) = সঙ্গদোষে অনেক ছেলেই ইঁচড়ে পাকা হয়ে যায়।

অর্থসহ বাক্যরচনা করুনঃ
14.

উড়ো চিঠি 

Created: 3 months ago | Updated: 5 days ago

উড়ো চিঠি (বেনামি পত্র) = রাকিব সাহেবের ঠিকানায় প্রায়শ উড়ো চিঠি আসে।

অর্থসহ বাক্যরচনা করুনঃ
15.

অন্ধের যষ্টি 

Created: 3 months ago | Updated: 5 days ago

অন্ধের যষ্টি (অপরিহার্য অবলম্বন) = শেষ বয়সে নাতিটিই বুড়ির অন্ধের যষ্টি হয়ে রইল।

                                                                                                                      ‘গ্রন্থাগার'

মানবসভ্যতার ক্রমবিকাশে গ্রন্থাগারের ভূমিকা অপরিসীম। জ্ঞান-বিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে গ্রন্থাগারের জনপ্রিয়তাও বৃদ্ধি পাচ্ছে। গ্রন্থাগারে সংরক্ষিত থাকে হাজার হাজার বছরের ইতিহাস-ঐতিহ্য, শিল্প-সাহিত্য ও সংস্কৃতির জ্ঞান। শিক্ষাক্ষে মানুষের কাছে তাই গ্রন্থাগার এক জ্ঞানতীর্থ, যেখানে মুক্তির সন্ধান পাওয়া যায়। পাওয়া যায় জীবনের আলোকিত পথ। ধারণা করা হয়, বর্তমান বিশ্বের বিখ্যাত গ্রন্থাগারগুলোর মধ্যে ব্রিটেনের ব্রিটিশ মিউজিয়াম, ফ্রান্সের বিবলিওধিক ন্যাশনাল লাইব্রেরি, মস্কোর লেনিন লাইব্রেরি, আমেরিকার লাইব্রেরি অব কংগ্রেস এবং কলকাতার ন্যাশনাল লাইব্রেরি উল্লেখযোগ্য। বাংলাদেশে ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত হয় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি। গ্রন্থাগার হলো বিভিন্ন ধরনের গ্রন্থের সপ্তগ্রহশালা। এ সংগ্রহ ব্যক্তিগত হতে পারে। হতে পারে পারিবারিক ও রাষ্ট্রীয়। তবে বহু মানুষের মিলিত প্রয়াসে সংগৃহীত সাধারণ গ্রন্থাগার থেকে নিজ নিজ প্রয়োজন ও রুচিমাফিক জ্ঞান আহরণ করতে পারে সবাই। বিভিন্ন সামাজিক ও জনকল্যাণ সংস্থা, স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়সহ অনেক সরকারি-বেসরকারি অফিস-আদালত ও প্রতিষ্ঠানে গ্রন্থাগার রয়েছে। এসব গ্রন্থাগার ব্যবহারের সুবিধা সংশ্লিষ্ট ছাত্র-শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে সীমাবদ্ধ। বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসারের সঙ্গে সঙ্গে গ্রন্থাগারের প্রয়োজনীয়তাও বৃদ্ধি পাচ্ছে। যুক্ত হয়েছে ডিজিটাল গ্রন্থাগার তথা ই-বুক পদ্ধতির গ্রন্থাগার। মানুষ উপলব্ধি করছে দৈহিক চাহিদাই সব নয়। মনেরও খাদ্য প্রয়োজন। আর গ্রন্থাগারই মানুষের মনের পছন্দমাফিক রসদের সন্ধান দিতে পারে। গ্রন্থাগারে সংগৃহীত গ্রন্থ দেশ ও জাতির অমূল্য সম্পদ। আমাদের দেশে পাবলিক লাইব্রেরি, বাংলা একাডেমি গ্রন্থাগার, জাতীয় গ্রন্থকেন্দ্র গ্রন্থাগার, শিশু একাডেমি গ্রন্থাগার, ইসলামিক ফাউন্ডেশন পাঠাগার, বিশ্বসাহিত্য কেন্দ্রসহ সরকারি-বেসরকারি অসংখ্য গ্রন্থাগার জ্ঞানপিপাসু মানুষের গ্রন্থপাঠের প্রয়োজন মেটাচ্ছে।

Fill in the blanks:
17.

Don't run---the road.

Created: 3 months ago | Updated: 11 hours ago

Don't run on the road.
বাক্যের অর্থঃ রাস্তায় দৌড় দিও না।

Created: 3 months ago | Updated: 5 days ago

I am looking in to the matter.

বাক্যের অর্থঃ বিষয়টি আমি খতিয়ে দেখছি।

Created: 3 months ago | Updated: 5 days ago

Rome was not built in a day.

বাক্যের অর্থঃ কোন বৃহৎ কার্য রাতারাতি সম্পন্ন হয় না।

Created: 3 months ago | Updated: 5 days ago

I shall meet you on Monday.

বাক্যের অর্থঃ সোমবারে তোমার সাথে সাক্ষাৎ করবো।

Created: 3 months ago | Updated: 5 days ago

The man accused of murder.

বাক্যের অর্থঃ হত্যার দায়ে লোকটি অভিযুক্ত।

Created: 3 months ago | Updated: 5 days ago

ছেলেটি প্রতিদিন সকালে হাঁটে। 

= The boy walks every morning.

Created: 3 months ago | Updated: 5 days ago

বই পড়া ভাল অভ্যাস।

= Reading book is a good habit.

Created: 3 months ago | Updated: 5 days ago

সে গতকাল স্কুলে যায়নি।

= He did not go to school yesterday.

Created: 3 months ago | Updated: 5 days ago

সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। 

= It has been drizzling since morning.

Created: 3 months ago | Updated: 3 days ago

তারা আন্তরিকভাবে কাজটি করেছিল। 

= They did the work cordially.

Created: 3 months ago | Updated: 5 days ago

                                                                                                                                  ‘Book Fair’

Now-a-days a book fair is very popular in big cities and towns. It creates a sense of interest for books among the books lovers. In a book fair many book stalls are set up with colourful things. Many kinds of books such as fictions, dramas, novels, story books, children books, text books, reference books are displayed for sale. Food and drink stalls are also set up. Seminars and cultural programmes are sometimes held. A book fair becomes a gathering place for both writers and readers. It is an opportunity for the readers to meet the writers physically. The biggest book fair in our country is Ekushey Boi Mela which is a month long book fair. It is books which help us to widen our outlook and knowledge. From these sense a book fair plays an important role in our life.

অর্থসহ বাক্য রচনা করুন
28.

In the long run

Created: 3 months ago | Updated: 3 days ago

In the long run (পরিণামে) = Truth must come out in the long run.

অর্থসহ বাক্য রচনা করুন
29.

Crying need

Created: 3 months ago | Updated: 5 days ago

Crying need (অতীব জরুরী) = All the people in the area have a crying need for food.

অর্থসহ বাক্য রচনা করুন
30.

Out of date

Created: 3 months ago | Updated: 5 days ago

Out of date (সেকেলে) = The clothes you have worn is out of date.

অর্থসহ বাক্য রচনা করুন
31.

Ups and downs

Created: 3 months ago | Updated: 5 days ago

Ups and downs (উত্থান-পতন) = I have ups and downs in my business.

অর্থসহ বাক্য রচনা করুন
32.

In lieu of

Created: 3 months ago | Updated: 5 days ago

In lieu of (পরিবর্তে) = He came in lieu of his brother.

১ হালি ডিমের ক্রয়মূল্য = ২৫ টাকা

আবার ১ হালি ডিমের বিক্রয়মূল্য = = টাকা

লাভ = ২৮-২৫=৩ টাকা

২৫ টাকায় লাভ হয় = ৩ টাকা

১০০ টাকায় লাভ হয় =×= টাকা।

ক একা ১২ দিনে করে= ১ টি কাজ

ক একা ১ দিনে করে = অংশ কাজ

আবার, খ একা ২০ দিনে করে = ১টি কাজ

খ একা ১ দিনে করে =  অংশ কাজ

ক ও খ একত্রে ১ দিনে করে = +=+== অংশ কাজ

অর্থ্যাৎ তারা একত্রে  অংশ কাজ করে = ১ দিনে

তারা একত্রে ১ বা সম্পূর্ণ অংশ কাজ করে = =দিনে

4x2+12x+9 =(2x)2+2×2x×3+(3)2  =(2x+3)2 =(2x+3) (2x+3)

Given that, (x+1x)2=(x-1x)2+4×x×1x =52+4 =25+4 =29

নীচের উত্তরগুলো লিখুন:
37.

জাতিসংঘ দিবস কবে পালিত হয়?

Created: 3 months ago | Updated: 5 days ago

জাতিসংঘ দিবস ২৪ অক্টোবর তারিখে বিশ্বের সকল স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রে উদযাপিত হয়। সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুসারে জাতিসংঘ সনদ অনুমোদনের দিনে ১৯৪৮ সালে এ দিবস পালনের জন্য নির্দিষ্ট করা হয়েছিল।

Created: 3 months ago | Updated: 5 days ago

লোহিত সাগরের তীরবর্তী দেশ হলো- সৌদি আরব, মিশর, ইয়েমেন, সুদান, ইরিত্রিয়া ইত্যাদি।

Created: 3 months ago | Updated: 5 days ago

বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়'। উল্লেখ্য, বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলা কক্সবাজার'। বাংলাদেশের সর্ব পূর্বের জেলা 'বান্দরবান'। বাংলাদেশের সর্ব পশ্চিমের জেলা 'চাঁপাইনবাবগঞ্জ'। বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা 'তেঁতুলিয়া। বাংলাদেশের সর্ব দক্ষিণের উপজেলা 'টেকনাফ'।

নীচের উত্তরগুলো লিখুন:
40.

SDG কি?

Created: 3 months ago | Updated: 5 days ago

SDG = Sustainable Development Goals বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা।

Created: 3 months ago | Updated: 5 days ago

বাংলাদেশের প্রথম বা অস্থায়ী সরকার গঠন করা হয়েছিল ১০ এপ্রিল, ১৯৭১ সালে। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলার ভবের পাড়া গ্রামের আমবাগানে ঐ অস্থায়ী সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুল মান্নান।

নীচের উত্তরগুলো লিখুন:
42.

বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?

Created: 3 months ago | Updated: 13 hours ago

বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য। বাংলাদেশ জাতিসংঘের ২৯তম সাধারণ অধিবেশনে সদস্যপদ লাভ করে ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে।

নীচের উত্তরগুলো লিখুন:
43.

জাতীয় সংসদের আসন সংখ্যা কত?

Created: 3 months ago | Updated: 8 hours ago

বাংলাদেশ জাতীয় সংসদের মোট আসন সংখ্যা ৩৫০ জন। এর মধ্যে ৫০ জন হলো সংরক্ষিত নারী আসনে নির্বাচিত মহিলা সদস্য।

Created: 3 months ago | Updated: 5 days ago

বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী (কক্সবাজার)।

নীচের উত্তরগুলো লিখুন:
45.

কোন নদীর উৎপত্তিস্থল বাংলাদেশে?

Created: 3 months ago | Updated: 1 day ago

বাংলাদেশের অভ্যন্তরে যে কয়টি নদীর উৎপত্তি তার মধ্যে সাঙ্গু নদী অন্যতম । মিয়ানমার সীমান্তবর্তী বাংলাদেশের বান্দরবান জেলার মদক এলাকার পাহাড়ে এই নদীর জন্ম।

Created: 3 months ago | Updated: 13 hours ago

বাংলাদেশের তৈরি প্রথম ল্যাপটপ দোয়েল (DOEL)। ১১ অক্টোবর, ২০১১ সালে দেশে তৈরি আধুনিক প্রযুক্তির ও সাশ্রয়ী ল্যাপটপ 'দোয়েল' এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টেলিফোন শিল্প সংস্থা (টেশিস) লিমিটেড কর্তৃক তৈরি এ ল্যাপটপ। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পরামর্শে ও সাহায্যে মালয়েশিয়ার প্রতিষ্ঠান "থিম ফিল্ম ট্রান্সমিশন' (টিএফটি) এবং কয়েকজন বিদেশী বিশেষজ্ঞের সাহায্যে প্রকল্পের কাজ শুরু হয়। পরে টেলিফোন শিল্প সংস্থা (টেশিস) লিমিটেডের গাজীপুর কারখানায় ১০ জুলাই, ২০১১ সাল থেকে শুরু হয় 'দোয়েল' এর পরীক্ষামূলক উৎপাদন। ল্যাপটপের মাদার বোর্ডসহ শতকরা ৬০ ভাগ যন্ত্রাংশ দেশেই তৈরি হয়েছে। আর চীন, তাইওয়ান, কোরিয়াসহ ১০টি দেশ থেকে অন্যান্য যন্ত্রাংশ আমদানি করা হয়েছে।

নীচের উত্তরগুলো লিখুন:
47.

বিবিসির সদর দপ্তর কোথায়?

Created: 3 months ago | Updated: 5 days ago

বিবিসি (BBC) অর্থাৎ British Broadcasting Corporation এর সদর দপ্তর ব্রিটেনের লন্ডনের ব্রডকাষ্টিং হাউসে অবস্থিত। ১৯২২ সালে বিবিসি প্রতিষ্ঠা লাভ করে। ১৯৪১ সালের ১ অক্টোবর বিবিসি বাংলা ভাষায় অনুষ্ঠান সম্প্রচার শুরু করে।

নীচের উত্তরগুলো লিখুন:
48.

পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?

Created: 3 months ago | Updated: 3 days ago

পদ্মা বহুমুখী সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিমি এবং প্রস্থ ১৮.১০ মি ।

Created: 3 months ago | Updated: 1 day ago

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, আর্সেনিক গ্রহণযোগ্য মাত্রা ০.০১ মিলিগ্রাম/লিটার। তবে বাংলাদেশের জন্য আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা ০.০৫ মিলিগ্রাম/লিটার।

নীচের উত্তরগুলো লিখুন:
50.

VGF এর পূর্ণরূপ কি?

Created: 3 months ago | Updated: 14 hours ago

VGF এর পূর্ণরূপ = Vulnerable Group Feeding.

নীচের উত্তরগুলো লিখুন:
51.

সুমাত্রাদ্বীপ কোন দেশের অংশ?

Created: 3 months ago | Updated: 1 day ago

ভারত মহাসাগরের বুকে ৪,২৭,৩০০ বর্গকিলোমিটার আয়তন বিশিষ্ট সুমাত্রা দ্বীপ ইন্দোনেশিয়ার অংশ।

Related Sub Categories