'স্বাধীনতার সুবর্ণজয়ন্তী'
মহান স্বাধীনতা দিবস ২৬ মার্চ। ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, ৫০ বছরে পা দিয়েছে স্বাধীন বাংলাদেশ । আজ থেকে ৫০ বছর আগে পরাধীনতার শৃঙ্খল ভেঙে বাঙালি জাতি এই কাঙ্খিত স্বাধীনতা অর্জন করে। বিশ্বের মানচিত্রে জন্ম লাভ করে বাংলাদেশ নামে নতুন রাষ্ট্র। ১৯৭১ সালে ২৬ মার্চ থেকে ১৬ ডিসেম্বর নয় মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশের স্বাধীনতা ও বিজয় অর্জনের ৫০ বছরপূর্তি পালনের জন্য বাংলাদেশ সরকার ঘোষণা করেছে একটি বার্ষিক পরিকল্পনা। সরকার ২৬ মার্চ, ২০২১ থেকে ১৬ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনের ঘোষণা দিয়েছিল।
প্রত্যেক
প্রত্যেক = প্রতি + এক।
স্বাধীন
স্বাধীন = স্ব + অধীন।
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধ = স্মৃতি রক্ষার্থে সৌধ (মধ্যপদলোপী কর্মধারয়)।
বিপদাপন্ন
বিপদাপন্ন = বিপদকে আপন্ন (দ্বিতীয়া তৎপুরুষ সমাস)।
যা ক্রমশ বর্ধিত হচ্ছে
যা ক্রমশ বর্ধিত হচ্ছে = বর্ধিষ্ণু
যা মর্মকে স্পর্শ করে
যা মর্মকে স্পর্শ করে = মর্মস্পর্শী।
ইঁদুর কপালে
ইঁদুর কপালে (মন্দভাগ্য) = তোমার মত ইঁদুর কপালে লোক আমি দেখিনি।
কেঁচে গন্ডুস
কেঁচে গভুস (নতুন করে আরম্ভ করা) = সবটাই ভুল হয়েছে, আবার কেঁচে গন্ডুস করতে হবে দেখছি।
দস্যুদল গৃহটি লুণ্ঠন করেছে।
কর্তৃবাচ্য দস্যুদল গৃহটি লুণ্ঠন করেছে। কর্মবাচ্য দস্যুদল কর্তৃক গৃহটি লুণ্ঠিত হয়েছে ।
খোদা তায়ালা বিশ্বজগত সৃষ্টি করেছেন।
কর্তৃবাচ্য খোদা তায়ালা বিশ্বজগত সৃষ্টি করেছেন। কর্মবাচ্য বিশ্বজগত খোদাতায়ালা কর্তৃক সৃষ্ট হয়েছে।
Mouse
Mouse = Mice
Baby
Baby = Babies.
He is---M.B.B.S.
He is an M.B.B.S.
বাক্যের অর্থঃ তিনি একজন এম.বি.বি.এস. পাশ ব্যক্তি।
He is---European.
He is an European.
= বাক্যের অর্থঃ তিনি একজন ইউরোপীয়ান।
I shall come back---possible .
I shall come back as soon as possible.
বাক্যের অর্থঃ যতদ্রুত সম্ভব আমি ফিরে আসবো।
করিম সাঁতার জানে না।
করিম সাঁতার জানে না।
= Karim doesn't know how to swim.
সে আমার চেয়ে তিন বছরের বড়।
সে আমার চেয়ে তিন বছরের বড়।
= He is older than I by three years.
Agriculture of Bangladesh
Agriculture is the largest employment sector in Bangladesh, making up approximately 15 percent of Bangladesh's GDP and employing about 42.7 percent of the workforce. The performance of this sector has an overwhelming impact on major macroeconomic objectives like employment generation, poverty alleviation, human resources development, food security, and other economic and social forces. A plurality of Bangladeshis earn their living from agriculture. Due to a number of factors, Bangladesh's labour-intensive agriculture has achieved steady increases in food grain production despite the often unfavorable weather conditions. These include better flood control and irrigation, a generally more efficient use of fertilizers, as well as the establishment of better distribution and rural credit networks.
আয়তাকার ক্ষেত্রের প্রস্থ = ক মিটার ; দৈর্ঘ্য = (ক+৩০) মিটার
আয়তাকার ক্ষেত্রের পরিসীমা = ২(ক+ক+৩০)=৪ক+৬০
শর্তমতে, ৪ক+৬০=১৪০
=৪ক=৮০
ক=২০
ক্ষেত্রটির প্রস্থ = ২০ মিটার এবং দৈর্ঘ্য = ২০+৩০=৫০ মিটার।
ক্রয়মূল্য ১০০ টাকা হলে ৪% ক্ষতিতে বিক্রয়মূল্য = ১০০-৪=৯৬ টাকা
বিক্রয়মূল্য ৯৬ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = = টাকা
১২ টি লেবুর ক্রয়মূল্য = টাকা
৪৪% লাভে বিক্রয়মূল্য = ১৪৪ টাকা
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১৪৪ টাকা
ক্রয়মূল্য টাকা হলে বিক্রয়মূল্য = টাকা
টাকায় বিক্রি করতে হবে = ১২ টি লেবু
১ টাকায় বিক্রি করতে হবে = টি লেবু।
৬ ষ্ঠ জনশুমারি (১৫ জুন, ২০২২ থেকে ২১ জুন, ২০২২ সাল পর্যন্ত)। উল্লেখ্য, বিবিএসের তথ্য অনুযায়ী স্বাধীন বাংলাদেশে প্রথম জনশুমারি অনুষ্ঠিত হয় ১৯৭৪ সালে। এরপর ১৯৮১ সালে দ্বিতীয়, ১৯৯১ সালে তৃতীয়, ২০০১ সালে চতুর্থ এবং ২০১১ সালে পঞ্চম জনশুমারি অনুষ্ঠিত হয়।
Alan Ginsberg ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভারতীয় সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের সাথে ভারতে অবস্থিত বাংলাদেশী শরণার্থী শিবিরগুলোতে ঘুরে বেরিয়েছিলেন। এসময় যশোরের অভিজ্ঞতা নিয়ে একটি কবিতা লিখেন যার নাম September on Jessore Road”. যুক্তরাষ্ট্রে ফিরে গিয়ে তাঁর বন্ধু বব ডিলান ও অন্যদের সহায়তায় এই কবিতাটিকে তিনি পালে রূপ দিয়েছিলেন। কনসার্টে এই গান গেয়ে তারা বাংলাদেশী শরণার্থীদের সহায়তার জন্য অর্থ সংগ্রহ করেছিলেন।
বাংলাদেশ সংবিধান দিবস ৪ নভেম্বর ১৯৭২ সালের (১৮ কার্তিক ১৩৭৯) ৪ নভেম্বর গণপরিষদ কর্তৃক খসড়া সংবিধান গৃহীত হয়। তবে কার্যকর হয় ১৬ ডিসেম্বর।
'আমি বাংলায় গান গাই' গানটির গীতিকার ও প্রথম শিল্পী প্রতুল মুখোপাধ্যায় (ভারতীয়)।
১৯৪৭ সালে উপমহাদেশ বিভক্তির পর স্যার সাইরিন র্যাডক্লিফ কর্তৃক পাকিস্তান ও ভারতের মধ্যে চিহ্নিত সীমারেখা ।
বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের বর্তমান অধিনাক সাকিব আল হাসান।
কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। ১২০ কিলোমিটার দীর্ঘ এ সমুদ্র সৈকত বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ভ্রমণ গন্তব্য ।
ধান উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান তৃতীয়। উল্লেখ্য, ধান উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা হলো ময়মনসিংহ আর বার্ষিক উৎপাদন ৩.৭৪ কোটি মে.টন।
WWW এর পূর্ণরূপ হলো World Wide Web.
সেতুটির মোট স্প্যান ৪১টি এবং পিলার ৪২টি। উল্লেখ্য, প্রথম স্প্যান বসানো হয় ৩০ সেপ্টেম্বর, ২০১৭ সালে (৩৭ এবং ৩৮ নং পিলারে) এবং সর্বশেষ ৪১তম স্প্যানটি বসানো হয় ১০ ডিসেম্বর, ২০২০ সালে (১২ এবং ১৩ নং পিলারে)।