'স্বাধীনতার সুবর্ণজয়ন্তী'
মহান স্বাধীনতা দিবস ২৬ মার্চ। ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, ৫০ বছরে পা দিয়েছে স্বাধীন বাংলাদেশ । আজ থেকে ৫০ বছর আগে পরাধীনতার শৃঙ্খল ভেঙে বাঙালি জাতি এই কাঙ্খিত স্বাধীনতা অর্জন করে। বিশ্বের মানচিত্রে জন্ম লাভ করে বাংলাদেশ নামে নতুন রাষ্ট্র। ১৯৭১ সালে ২৬ মার্চ থেকে ১৬ ডিসেম্বর নয় মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশের স্বাধীনতা ও বিজয় অর্জনের ৫০ বছরপূর্তি পালনের জন্য বাংলাদেশ সরকার ঘোষণা করেছে একটি বার্ষিক পরিকল্পনা। সরকার ২৬ মার্চ, ২০২১ থেকে ১৬ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনের ঘোষণা দিয়েছিল।
প্রত্যেক
প্রত্যেক = প্রতি + এক।
স্বাধীন
স্বাধীন = স্ব + অধীন।
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধ = স্মৃতি রক্ষার্থে সৌধ (মধ্যপদলোপী কর্মধারয়)।
বিপদাপন্ন
বিপদাপন্ন = বিপদকে আপন্ন (দ্বিতীয়া তৎপুরুষ সমাস)।
যা ক্রমশ বর্ধিত হচ্ছে
যা ক্রমশ বর্ধিত হচ্ছে = বর্ধিষ্ণু
যা মর্মকে স্পর্শ করে
যা মর্মকে স্পর্শ করে = মর্মস্পর্শী।
ইঁদুর কপালে
ইঁদুর কপালে (মন্দভাগ্য) = তোমার মত ইঁদুর কপালে লোক আমি দেখিনি।
কেঁচে গন্ডুস
কেঁচে গভুস (নতুন করে আরম্ভ করা) = সবটাই ভুল হয়েছে, আবার কেঁচে গন্ডুস করতে হবে দেখছি।
দস্যুদল গৃহটি লুণ্ঠন করেছে।
কর্তৃবাচ্য দস্যুদল গৃহটি লুণ্ঠন করেছে। কর্মবাচ্য দস্যুদল কর্তৃক গৃহটি লুণ্ঠিত হয়েছে ।
খোদা তায়ালা বিশ্বজগত সৃষ্টি করেছেন।
কর্তৃবাচ্য খোদা তায়ালা বিশ্বজগত সৃষ্টি করেছেন। কর্মবাচ্য বিশ্বজগত খোদাতায়ালা কর্তৃক সৃষ্ট হয়েছে।