গাছপাথার
গাছপাথার (হিসাব নিকাশ) = আমার অবসরের সময় কোথায়? অনেক গাছপাথার আছে।
অন্ধিসন্ধি
অন্ধিসন্ধি (ফাঁকফোকর) = এই ব্যবসার অন্ধিসন্ধি কেবল তারই জানা আছে।
শিরে সংক্রান্তি
শিরে সংক্রান্তি (সামনেই বিপদ) = আমার এখন শিরে সংক্রান্তি, কীভাবে সব সামলাব তাই ভাবছি ।
ফপর দালাল
ফপর দালাল (অতিরিক্ত চালবাজি) = সব জায়গায় ফপর দালালি করতে গেলে ধরা খেতে হয়।
মণিহারা ফণী
মণিহারা ফণী (প্রিয়জনের জন্য অস্থির লোক) = একটা সামান্য কলম হারিয়েই সে এমন মণিহারা ফণীর মতো ভাব করছে?
Examination Phobia
Phobia, in its simplest terms, is a fear towards a certain phenomenon which tends to vary from person to person. Phobia can be diagnosed as uncontrollable anxiety in relation to heights, exams, needles, animals, sounds, visual elements. It's an extreme, irrational fear. Some would define it as a mental disorder too. In the modern world, among many other phobias, some become victims of a rare kind of phobia called "Exam Phobia". A person affected with this phobia finds it harder to face various kinds of examinations. Fear of failure is one of the main causes of this fear. And this is not only arising internally but from the external environment too. Strict parents, who force children to pass examinations and society, are some of the external factors. And with the increase of competitiveness in standard testing methods, we may see an increase in those numbers in the near future, In some countries, people do not pay serious attention on one's mental health. In countries like ours, examinations play a critical role as they determine the success of the citizens. Hence, competitiveness always comes before collaboration.
মা শিশুকে ভাত খাওয়াচ্ছেন।
মা শিশুকে ভাত খাওয়াচ্ছেন।
= Mother is feeding the bady rice.
পৃথিবী একটি আয়নার মত।
পৃথিবী একটি আয়নার মত।
= The world is like a mirror.
পক্ষপাতদুষ্ট লোকের নিকট সবই মন্দ।
পক্ষপাতদুষ্ট লোকের নিকট সবই মন্দ।
= All seems yellow to the jaundiced eye.
বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে?
বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে?
= Who will bell the cat?
আমি একজন ছাত্র হতে পেরেছিলাম।
আমি একজন ছাত্র হতে পেরেছিলাম।
= I could be able to a student.
সোনার বারের দৈর্ঘ্য = ৮.৮ সেন্টিমিটার
প্রস্থ ৬.৪; উচ্চতা ২.৫; আয়তন = ৮.৮৬.৪২.৫=১৪০.৮ ঘন সেন্টিমিটার।
১ ঘনসেন্টিমিটার পানির ওজন = ১ গ্রাম
১৪০.৮ ঘন সেন্টিমিটার পানির ওজন = ১৪০.৮১=১৪০.৮ গ্রাম
সোনার বারের ওজন = পানির ওজন ১৯.৩ গ্রাম
= ১৪০.৮১৯.৩
=২৭১৭.৪৪ গ্রাম।
জাতিসংঘে বাংলাদেশের নবনিযুক্ত স্থায়ী প্রতিনিধির নাম কী?
জাতিসংঘে বাংলাদেশের নবনিযুক্ত স্থায়ী প্রতিনিধির নাম মোহাম্মদ আব্দুল মুহিত।
পদ্মা সেতুর স্প্যান এর সংখ্যা কত?
পদ্মা সেতুর মোট স্প্যান ৪১টি (প্রথম স্প্যানটি বসানো হয় ৩০ সেপ্টেম্বর, ২০১৭ সালে ৩৭ ও ৩৮ নম্বর পিলারের উপরে আর ৪১তম বা সর্বশেষ স্প্যানটি বসানো হয় ১০ ডিসেম্বর, ২০২০ সালে ১২ ও ১৩ নম্বর পিলারের উপরে) এবং ৪২টি পাইল । মোট ৪১টি স্প্যান বসানো হয় ১.১৬৮ দিনে। রোডওয়ে স্ল্যাব বসানো হবে ২,৯১৭টি আর রেলওয়ে স্ল্যাব বসানো হবে ২,৯৫৯টি
মুজিবনগর সৗধের স্থপতি কে?
মুজিবনগর সৗধের স্থপতি তানভীর কবির। মুজিবনগর স্মৃতিসৌধ মেহেরপুর জেলার মুজিবনগরে অবস্থিত। মুক্তিযুদ্ধকালীন সময়ে বাংলাদেশের অস্থায়ী সরকার যেখানে গঠিত হয় সেখানে এই স্মৃতিসৌধটি গড়ে তোলা। হয়েছে।
বাংলাদেশের প্রথম নিরক্ষরমুক্ত জেলা কোনটি?
বাংলাদেশের প্রথম নিরক্ষরমুক্ত জেলা মাগুড়া।
জহির রায়হানের প্রকৃত নাম কী?
জহির রায়হানের প্রকৃত নাম আবু আবদাল মোহাম্মদ জহিরুল্লাহ (ডাকনাম 'জাফর')।
WIPO এর পূর্ণরূপ কী?
WIPO এর পূর্ণরূপ World Intellectual Property Organization. (WIPO) এর সদর দপ্তর জেনেভায় অবস্থিত।
কম্বোডিয়ার রাজধানীর নাম কী?
কম্বোডিয়ার রাজধানীর নাম নমপেন ।
প্রতি বছর নোবেল পুরস্কার আনুষ্ঠানিকভাবে কোন তারিখে প্রদান করা হয়?
প্রতি বছর নোবেল পুরস্কার আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয় ১০ ডিসেম্বর।
প্রথম বাংলা ব্যাকরণ কে লিখেন?
বাংলা ভাষায় বাঙালির লেখা প্রথম পূর্ণাঙ্গ ব্যাকরণ রামমোহনের। স্কুল সোসাইটির অনুরোধে ১৮৩০ সালে তিনি এটি রচনা করেন, যা ১৮৩৩ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
'তমদ্দুন মজলিস' নামক সাংস্কৃতিক সংগঠন কার নেতৃত্বে গঠিত হয়?
তমুদ্দিন মজলিস ১৯৪৭ সালে আবুল কাসেম কর্তৃক প্রতিষ্ঠিত একটি সাংস্কৃতিক সংগঠন যা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার আন্দোলন করেছিল।